জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয় তা জেনে নিন
আপনি কি আপনার জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেছেন। চিন্তার কোন কারণ নাই। কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাঁচ মিনিটের মধ্যে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফিরে পাবেন। জিমেইল একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা হওয়া স্বাভাবিক।কারন এর মধ্যে অনেক ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য থাকে। তাই জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
প্রথম কৌশল সম্পর্কে জেনে নিন
প্রথমে আপনাকে আপনার ফোন বা কম্পিউটারে তারপর জিমেইল একাউন্টে যেতে হবে ।
তারপর Profile এর উপর Click করবেন।
আপনি যে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড বের করতে চান। জিমেইল অ্যাকাউন্ট Select বা নির্বাচন করুন। Select বা নির্বাচন করার পর Manage your google Account এ Click করুন।
তারপর গুগল একাউন্টের Security তে Click করুন।
Security ভিতরে চলে যাওয়ার পর এক বারে নিচে চলে যেতে হবে। দেখবেন Password Manager আছে। ঐখানে Click করে Open করুন।
ভিতরে দেখবেন আপনার অনেকগুলো Account এর পাসওয়ার্ড আছে। Google.Com এ Click করুন। আপনার Screen Lock খুলুন। দেখবেন জিমেইল Account এর পাসওয়ার্ড। এখন Copy করতে পারবেন। আবার পাসওয়ার্ড দেখতেও পারবেন।
দ্বিতীয় কৌশল সম্পর্কে জেনে নিন
দ্বিতীয় কৌশল ব্যবহার করে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড বের করার জন্য গুগল ক্রোম ব্যবহার করতে হবে। গুগল ক্রোম ছাড়া অন্য কোন ব্রাউজারে হবে না। তাই শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করা ছাড়া কোন বিকল্প পদ্ধতি না।
গুগল ক্রোমের হোম পেজে যেতে হবে তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে।
থ্রি ডট আইকনে Click করার পরে Settings এর ভিতরে যেতে হবে।
Settings এর ভিতরে যাওয়ার পর Password Manager এ Click করতে হবে।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url