বাংলালিংক মিনিট অফার দেখার কোডগুলো জেনে নিন
বাংলালিংক মিনিট অফার দেখার কোড এবং বাংলালিংক ইন্টারনেট অফার খোঁজাখুঁজি করছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। বাংলালিংক মিনিট অফার দেখার কোড এবং বাংলালিংক ইন্টারনেট অফার নতুন জানতে হলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
বাংলালিংক মিনিট অফার এবং বাংলালিংক ইন্টারনেট অফার প্রায় সব সময় দরকার হয়। কারো দীর্ঘমেয়াদি প্রয়োজন পড়ে এবং কারো স্বল্প মেয়াদী। সব ধরনের বা সব মেয়াদী ইন্টারনেট অফার এবং মিনিট অফার রয়েছে।
পোস্টসূচিপত্রঃ
সারসংক্ষেপ
আমাদের সকলেরই কমবেশি ইন্টারনেট অফার, মিনিট অফার, বাংলালিংক নাম্বারে টাকা চেক এবং বাংলালিংক মিনিট চেক করার জন্য খোঁজাখুঁজি করতে হয়। এই জন্য আপনাদের কথা চিন্তা করে। আমি এই আর্টিকেলটি লিখেছি যাতে করে আপনারা সহজে এর সমাধান পেতে পারেন।
বাংলালিংক নাম্বার টাকা চেক
বাংলালিংক নাম্বারে টাকা চেক করতে হলে। আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২৪# কোডটি ডায়াল করুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন। যে আপনার বাংলালিংক নাম্বারে আর কত টাকা অবশিষ্ট রয়েছে। সাধারণত বাংলালিংক কার্ড রিচার্জ করলে এর ৩০ দিন মেয়াদ থাকে।
বাংলালিংক মিনিট চেক কোড
বাংলালিংক মিনিট চেক করতে হলে। আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২১*১০০# কোডটি ডায়াল করতে হবে। আরেকটি মাধ্যমে আপনি বাংলালিংকে মিনিট চেক করলে সরাসরি আপনার ফোনে মেসেজ চলে আসবে।
এর জন্য আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২১*১০০*১*১# কোডটি ডায়াল করলে আপনাকে দেখিয়ে দিবে আপনার বাংলালিংক সিমে আর অবশিষ্ট কত মিনিট রয়েছে। আর এই মিনিটের মেয়াদ কত দিন আছে। আরো অনেক ভাবে বাংলালিংক মিনিট চেক করা যায়। তবে এই দুই মাধ্যমই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
বাংলালিংক মিনিট লোন
সাধারণত আপনি বাংলালিংক থেকে মিনিট লোন নিতে পারবেন না। কারণ বাংলালিংকে এমন কোন কোড নেই, যেটি দ্বারা বাংলালিংক সিম থেকে ইমারজেন্সি মিনিট লোন নিতে পারবেন। কিন্তু আপনি ইমারজেন্সি ব্যালেন্স থেকে মিনিট নিতে পারেন।
বাংলালিংক মিনিট ট্রান্সফার
বাংলালিংকে এখনও এমন কোন কোড বা অপশন পাওয়া যায়নি। যা থেকে আপনি মিনিট ট্রান্সফার করতে পারবেন।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হলে। আপনার ফোনে ডায়াল অপশন এ গিয়ে *৮৭৪*০# বা *১২১*১# কোডটি ডায়াল করুন। এই কোড গুলো ডায়াল করার মাধ্যমে, আপনি দেখতে পারবেন যে আপনার বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স আর কত টাকা অবশিষ্ট রয়েছে।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড
আপনি যদি একজন বাংলালিংক ব্যবহারকারী হয়ে থাকেন। যখন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন। সে ক্ষেত্রে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *৮৭৪*১০# বা *৮৭৪# কোড টি ডায়াল করুন। তারপর দেখবেন আপনাকে একটি মেসেজের মাধ্যমে নিশ্চিত করেছে। এই মেসেজের জন্য কোন এক্সট্রা চার্জ নিবে না।
আপনি এই ইমারজেন্সি ব্যালেন্স যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি বাংলালিংকের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন। সে ক্ষেত্রে আপনি ৩০ দিন পর ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
বাংলালিংক নাম্বার চেক করার কোড
বাংলালিংক নাম্বার চেক করার কোড দেখতে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *৫১১# কোডটি ডায়াল করুন।
বাংলালিংক নাম্বার এস এম এস চেক
বাংলালিংক নাম্বার এসএমএস চেক করতে হলে। আপনার ফোনের ডায়াল অপশন গিয়ে *১২৪*৩# কোডটি ডায়াল করুন।
বাংলালিংক মিনিট অফার কোড
আপনি যদি বাংলালিংক মিনিট অফার দেখতে চান। তাহলে আপনি ফোনের ডায়াল অপশন এ গিয়ে *১১০০# কোড টি ডায়াল করুন। কিছু সেকেন্ড পরে ফোনে বিভিন্ন ধরনের মিনিট অফার দেখাবে। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মিনিট অফার ব্যবহার করতে পারবেন।
বাংলালিংক ইন্টারনেট অফার তালিকাবাংলালিংক ইন্টারনেট অফার প্রিমিয়াম
বাংলালিংক ইন্টারনেট অফার প্রিমিয়াম
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনঃ অফারটি ক্রয় মূল্য ১৯৯ টাকা। ক্রয় অফার ১৫ জিবি। অফারটির মেয়াদ ৭ দিন। ডায়াল কোড *১২১*৪১৯৯#। বাংলালিংক অ্যাপ দিয়েও ক্রয় করা যাবে।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনঃ অফারটির ক্রয় মূল্য ৬৯৯ টাকা। ক্রয় অফার ৬০ জিবি। এই প্যাকটি বাংলালিংক অ্যাপ দিয়ে ক্রয় করা যাবে।
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনঃ অফারটির ক্রয় মূল্য ২৪৯ টাকা। ক্রায় অফার ২৫ জিবি।ডায়াল কোড *১২১*২৪৯# বা বাংলালিংক অ্যাপ।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনঃ অফারটির ক্রয় মূল্য ৫৯৯ টাকা। ক্রয় অফার ৪০ জিবি। ডায়াল কোড *১২১*৫৫৯৯#।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনঃ ক্রয় মূল্য ৭৯৯ টাকা। ক্রয় অফার ৮০ জিবি। ডায়াল কোড *১২১*৪৭৯৯#।
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনঃ ক্রয় মূল্য - ২৯৯ টাকা। ক্রয় অফার - ২০ জিবি। ডায়াল কোড *১২১*২২৯#।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনঃ ক্রয় মূল্য ৪৯৯ টাকা। ক্রয় অফার ২৫ জিবি।ডায়াল কোড *১২১*৩৪৯৯# অথবা বাংলালিংক অ্যাপ।
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনঃ ক্রয় মূল্য ১৬৯ টাকা। ক্রয় অফার ১০ জিবি। ডায়াল কোড *১২১*১৬৯# অথবা বাংলালিংক অ্যাপ।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনঃ ক্রয় মূল্য ২৯৯ টাকা। ক্রয় অফার ৫ জিবি। ডায়াল কোড *১২১*৫২৯৯#
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনঃ ক্রয় মূল্য ১৪৯ টাকা। ক্রয় অফার ৭ জিবি। ডায়াল কোড *১২১*৬৬৪৯#
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনঃ ক্রয় মূল্য ৩৯৯ টাকা। ক্রয় অফার ১০ জিবি। ডায়াল কোড *১২১*৫৩৯৯#
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনঃ ক্রয় মূল্য ৮৯ টাকা। ক্রয় অফার ৩ জিবি। ডায়াল কোড *১২১*৫০৮৯#
বাংলালিংক মিনিট অফার কোড বা রিচার্জ তালিকা
মিনিট অফার চেক করার জন্য ডায়াল করুন *১২১*১#
বাংলালিংক মিনিট অফার দেখার কোড বা রিচার্জ
বাংলালিংক মিনিট অফার ১ দিনঃ আপনি যদি ১২ টাকায় ১৬ মিনিট অফারটি কিনতে আগ্রহী থাকেন। তাহলে এই অফারটি ক্রয় করার জন্য *১২১*১২# কোডটি ডায়াল করতে হবে অথবা রিচার্জ করুন। অফারটির মেয়াদ ২৪ ঘন্টা অথবা ১ দিন।
বাংলালিংক মিনিট অফার ১ দিনঃ প্রিয় গ্রাহক, আপনি যদি ১৪ টাকায় ২০ মিনিট অফারটি নিতে চান। তাহলে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২১*১৪# কোডটি ডায়াল করুন অথবা রিচার্জ করুন। এই অফারটির মেয়াদ ১ দিন।
বাংলালিংক মিনিট অফার ৩ দিনঃ আপনি যদি ১৭ টাকা রিচার্জ করে ২৮ মিনিট অফারটা পেতে চান। তাহলে আপনি এই কোডটি ডায়াল করুন *১৬৬*১৭# অথবা রিচার্জ করুন। মেয়াদ ৩ দিন।
বাংলালিংক মিনিট অফার ২ দিনঃ আপনি যদি ১৯ টাকায় ৩০ মিনিটে অফারটি ক্রয় করতে চান। তাহলে আপনাকে *১২১*২০১৯# কোডটি ডায়াল করতে হবে অথবা রিচার্জ করুন। মেয়াদ ২ দিন।
বাংলালিংক মিনিট অফার ৩ দিনঃ আপনি যদি ২৪ টাকায় ৩৭ মিনিটের অফারটি পেতে চান। তাহলে আপনি এই কোডটি ডায়াল করুন *১৬৬*২৪# অথবা রিচার্জ করুন। এই অফারটির মেয়াদ ৩ দিন।
বাংলালিংক মিনিট অফার ২ দিনঃ আপনি যদি ২৭ টাকায় ৪৫ মিনিট অফারটি পেতে চান। তাহলে আপনাকে ডায়াল অপশনে গিয়ে *১২১*২৭# কোডটি ডায়াল করুন অথবা রিচার্জ করুন। এই অফারটির মেয়াদ ২ দিন।
বাংলালিংক মিনিট অফার ৩ দিনঃ ৩৭ টাকায় ৫০ মিনিট অফারটি যদি পেতে চান। তাহলে আপনি কোডটি ডায়াল করুন *১২১*৩৭# অথবা রিচার্জ করুন। এই অফারটি মেয়াদ ৩ দিন।
বাংলালিংক মিনিট অফার ৪ দিনঃ আপনি যদি ৪৭ টাকায় ৭০ মিনিটের অফারটি পেতে চান। অফারটি পাওয়ার জন্য কোডটি ডায়াল করুন *১২১*৪৭# অথবা রিচার্জ করুন। মেয়াদ ৪ দিন।
বাংলালিংক মিনিট অফার ৫ দিনঃ ৫৭ টাকায় ৯০ মিনিট অফারটি নিতে চান। তাহলে আপনি ডায়াল করুন *১২১*৫৭# অথবা রিচার্জ করুন। অফারটির মেয়াদ ৫ দিন।
বাংলালিংক মিনিট অফার ৭ দিনঃ আপনি যদি ৬৭ টাকায় ৯০ মিনিটের অফারটি পেতে চান। তাহলে আপনি এই কোডটি ডায়াল করুন *১২১*৬৭# অথবা রিচার্জ করুন। অফারটির মেয়াদ ৭ দিন।
বাংলালিংক মিনিট অফার ৭ দিনঃ আপনি যদি ৭৭ টাকায় ১২০ মিনিটের অফারটি ক্রয় করতে আগ্রহী হন। তাহলে এই কোডটি ডায়াল করুন *১২১*১০৭৭# অথবা রিচার্জ করুন। মেয়াদ ৭ দিন।
বাংলালিংক মিনিট অফার ৭ দিনঃ আপনি যদি ৭৭ টাকায় ১২০ মিনিট অফারটি ক্রয় করতে আগ্রহী হন। তাহলে এই কোডটি ডায়াল করুন *১২১*৯৭# অথবা রিচার্জ করুন। অফারটির মেয়াদ ৭ দিন।
বাংলালিংক মিনিট অফার ৭ দিনঃ ১০৭ টাকায় ১৭৫ মিনিট অফার ক্রয় করতে আগ্রহী থাকেন। তাহলে এই কোডটি ডায়াল করুন *১২১*১০৭# অথবা রিচার্জ করুন। এই অফারটির মেয়াদ ৭ দিন।
বাংলালিংক মিনিট অফার ১০ দিনঃ ১১৭ টাকায় ১৯০ মিনিট অফারটি পেতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন। তাহলে এই কোডটি ডায়াল করুন *১২১*১১৭# অথবা রিচার্জ করুন। মেয়াদ ১০ দিন।
বাংলালিংক মিনিট অফার ৩০ দিনঃ আপনি যদি ২০৭ টাকায় ৩৩০ মিনিট অফারটি পেতে চান। তাহলে এই কোডটি ডায়াল করুন *১২১*২০৭# অথবা রিচার্জ করুন। অফারটির মেয়াদ ৩০ দিন।
বাংলালিংক মিনিট অফার ৩০ দিনঃ আপনি যদি ১৬৮ টাকায় ২১০ মিনিট অফারটি পেতে চান। তাহলে আপনি এই কোডটি ডায়াল করুন *১২১*১৬৮# অথবা রিচার্জ করুন। মেয়াদ ৩০ দিন।
বাংলালিংক মিনিট অফার ৩০ দিনঃ কেউ যদি ১৫৭ টাকায় ২০০ মিনিট ক্রয় করতে আগ্রহী থাকেন। তাহলে এই কোডটি ডায়াল করুন *১২১*১৫৭# অথবা রিচার্জ করুন। অফারটির মেয়াদ ৩০ দিন।
মিনিট অফার ৩০ দিনঃ ২৫৭ টাকায় ৪২০ মিনিট অফার। অফারটি পেতে হলে ডায়াল করুন *১২১*২৫৭# অথবা রিচার্জ করুন। এই অফারটির মেয়াদ ৩০ দিন।
মিনিট অফার ৩০ দিনঃ ৩০৭ টাকায় ৫০০ মিনিট অফারটি ক্রয় করতে হলে, ডায়াল করুন *১২১*৩০৭# অথবা রিচার্জ করুন।
মিনিট অফার ৩০ দিনঃ ৪০৭ টাকায় ৬৫০ মিনিট এই অফারটি ক্রয় করতে হলে আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে *১২১*৪০৭# অথবা রিচার্জ করুন।
মিনিট অফার ৩০ দিনঃ ৫০৭ টাকায় ৮৪০ মিনিট এই অফারটি ক্রয় করতে আগ্রহী থাকলে। ডায়াল করুন *১২১*৫০৭# অথবা রিচার্জ করুন।
মিনিট অফার ৩০ দিনঃ ৬০৭ টাকায় ১০০০ মিনিট অফারটি পেতে আগ্রহী থাকেন। তাহলে আপনি এই কোডটি ডায়াল করুন *১২১*৬০৭# অথবা রিচার্জ করুন।
শেষ কথাঃ আসসালামুআলাইকুম। সম্মানিত পাঠক, আশা করি আপনি এই আর্টিকেল থেকে বাংলালিংক নাম্বার টাকা চেক, বাংলালিংক মিনিট চেক, বাংলালিংক মিনিট অফার দেখার কোড এবং বাংলালিংক মিনিট অফার তালিকা গুলো পড়ে উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার পরিবার ও বন্ধুগণের সাথে শেয়ার করুন। আরো এইরকম আকর্ষণীয় আর্টিকেল পড়ুন এবং আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন ধন্যবাদ
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url