বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে বা খাওয়ানো ভালো হবে। আপনি কি এটা জানেন। আমার মনে হয় আপনি জানেন না। আর এই আর্টিকেলের একটি বিশেষত্ব হচ্ছে আমি আপনাকে বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে এবং ফর্মুলা দুধ বানানোর নিয়ম জানাবো। যা থেকে আপনি আপনার শিশুকে সঠিক ফর্মুলা দুধটি দিতে সক্ষম হবেন।
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে। এটি জানার আগে আপনাকে জানতে হবে। কোনটি সঠিক সময় একটি শিশুকে ফর্মুলা দুধ দেওয়ার। কারণ সঠিক সময় ফর্মুলা দুধ না খাওয়ালে। এটি শিশুর জন্য উপকারের থেকে ক্ষতিটি বেশি হবে। আর তার পাশাপাশি আপনাকে এটিও জানতে হবে। ফর্মুলা দুধ বানানোর নিয়ম।
পোস্ট সূচীপত্রঃ
সারসংক্ষেপ
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে। তার আগে আপনাকে জানতে হবে। কখন শিশুদের ফর্মুলা দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে। সাধারণত বাচ্চাদের জন্য ব্রেস্ট মিল্ক বা মায়ের দুধ সবচেয়ে উপকারী। সুতরাং, ব্রেস্ট মিল্ক এর থেকে উপকারী আর কোন কিছু হয় না। কিন্তু কোন কারণে যদি মা ব্রেস্ট মিল্ক শিশুকে না দিতে পারে । তখন আপনার শিশুকে ফর্মুলা দুধ খাওয়াতে পারেন।
শিশুর জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে। এটি পছন্দ করার সময় সর্বপ্রথম দেখতে হবে Ingredients. যে সকল Ingredients দেখে নিবেন। তাহলো, মিল্ক সলিউড যার মধ্যে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি ইত্যাদি। এই সবগুলো মিলিয়ে তৈরি হয় ফর্মুলা দুধ।
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে? তার আগে কিছু কথা জেনে নিন। তারপরে আমি আপনাদের জানিয়ে দিবো। শিশুদের কোন ফর্মুলা দুধ ভালো হবে। সাধারণত ফর্মুলা দুধ ৩ ধরনের হয়ে থাকে। পাউডার, লিকুইড, রেডি টু ইউস এই ৩ ধরনের হয়ে থাকে । কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাউডার ফর্মুলা দুধ । পাউডার ফর্মুলা দুধ ৩ ধরনের হয়ে থাকে।
cow milk based, soy based এবং Hydrolyzed। অধিকাংশ ডাক্তার এবং বিশেষজ্ঞগণ সুপারিশ হচ্ছে শূন্য থেকে ১ বছর বয়সী সকল শিশুদের মায়ের দুধ পান করাতে হবে। বিশেষ করে শিশুর প্রথম ৬ মাস মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো ঠিক হবে না। আর যদি দেখেন যে, কোন ভাবে মায়ের বুকের দুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না। তাহলে, ডাক্তারদের পরামর্শ হচ্ছে ফর্মুলা দুধ খাওয়ানোর।
কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। ঐ ফর্মুলা দুধের মধ্যে যেন ব্রেস মিল্কের কিছু গুন থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে শিশুদের কোন ফর্মুলা দুধ ভালো হবে। বাজারে অনেক ধরনের ফর্মুলা দুধ পাওয়া যায়। আপনি এই ব্যাপারে ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন।
কিন্তু সাধারণত এই ব্যাপারে ডাক্তাররা কোন ধরনের পরামর্শ দিতে চাই না। এইজন্য আমি আজকে এমন কিছু ফর্মুলা দুধের নাম বলে দিবো। যেগুলো খাওয়ানো হয়তো ভালো হবে। বাকিটা আপনার উপরে নির্ভর করবে। আপনি ঐ ফর্মুলা দুধ খাওয়াবেন কি না।
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো NAN Pro 1 ফর্মুলা দুধটি ভালোঃ এই দুধটি Nestle কোম্পানির। NAN Pro1 মধ্যে যে সকল উপাদান রয়েছে। যেমন Approximate Composition, Minerals এবং Vitamins। NAN pro1 ০ থেকে ৬ মাসের বাচ্চাদের খাওয়াতে পারবে। আর যদি আপনি ৬ থেকে ১২ মাসের মধ্যে শিশুদের খাওয়াতে চান। তাহলে, আপনাকে যে ফর্মুলা দুধ ভালো হবে Nestle এর NAN pro 2।
আরো পড়ূনঃ বাংলালিংক মিনিট অফার দেখার কোড
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালোঃ Enfamil ফর্মুলা দুধ শিশুদের জন্য ভালো হবে। কারণ এর মধ্যে রয়েছে, এনার্জি, ফ্যাট, জিরো সুগার, ডি এইচ, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন ই ইত্যাদি। এই সকল উপাদান রয়েছে Enfamil এর মধ্যে। যা আপনার শিশুর ওজন বাড়াতে এবং সুস্থ রাখতে সহায়তা করবে। তাই এই ফর্মুলা দুধটি আপনার শিশুর জন্য ভালো হতে পারে।
বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালোঃ আপনার শিশুকে Nutrica Aptamil ফর্মুলা দুধ খাওয়াতে পারেন। কারণ এর মধ্যে রয়েছে, Cost INR, Whey casein ratio, without sugar and calcium.
শিশুদের জন্য আরো যে সকল ফর্মুলা দুধ ভালো। তাহলো, Similac Advance, Similac Lactogan, Dexolac এবং Isomil এই সকল ফর্মুলা দুধের মধ্যে রয়েছে পুষ্টিগুণে ভরপুর। যা আপনার শিশুকে মেধা বিকাশিত এবং শারীরিক স্বচ্ছলতা দান করবে। তাই আপনি আপনার শিশুকে এগুলো ফর্মুলা দুধ খাওয়াতে পারেন।
Nan pro 1 ফর্মুলা দুধের দাম ২৮৫০ টাকা। আর এর নিট ওজন 800 গ্রাম
- Made in Switzerland
- Premium high quality
- Proteins, Vitamins, Minerals, DHAs and Probiotics
- Suitable for 0 to 6 Month of age
Enfamil ফর্মুলা দুধের দাম ৪০০০ টাকা। আর এর নেট ওজন আর এর নেট ওজন ৩৫৪ গ্রাম
- Made in Switzerland
- Premium high quality
- choline and Omega-3 DHA
- Suitable for 0 to 6 Month of age
Nutrica Aptamil ফর্মুলা দুধের দাম ৩২৯৯ টাকা। আর এই ফর্মুলা দুধের নীট ওজন ৮০০ গ্রাম
- Brand: Aptamil
- Made in UK
- Premium high quality
- For 6 to 12 Months Baby
Similac Advance ফর্মুলা দুধের দাম ৯২০ টাকা। আর এই ফর্মগুলো দুধের নিট ওজন ৪০০ গ্রাম
- Product type: Infant Formula
- Brand: Similac
- Premium high quality
- Capacity: 400 gm (JAR)
- For 6 to 12 Months Baby
Similac Lactogan ফর্মুলা দুধের দাম ৬৫০ টাকা। আর এই ফর্মগুলো দুধের নিট ওজন ৩৫০ গ্রাম
ফর্মুলা দুধ বানানোর নিয়ম
সাধারণত ফর্মুলা দুধ তখন একটি শিশুকে খাওয়ানো হয়। যখন শিশুটি মায়ের বুকের দুধ খেয়ে পেট ভরেনা বা পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না। তখনই মূলত ফর্মুলা দুধ খাওয়ানো হয়। কিন্তু আপনি যদি ফর্মুলা দুধ নিয়ম মেনে না খাওয়ান। তাহলে, শিশুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে। অতএব, ফর্মুলা দুধ বানানোর কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো অনুযায়ী আপনি ফর্মুলা দুধ বানাতে পারেন।
আরো পড়ূনঃ আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে
- সর্বপ্রথম ফর্মুলা দুধ বানানোর ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে। সেটি হলো ফর্মুলা দুধ বানানোর ফিডার। ফর্মুলা দুধ বানানোর জন্য একটি ফিডারের প্রয়োজন হয়। ফিডারটি অবশ্যই কাছের হতে হবে। প্লাস্টিকের ফিডার ব্যবহার করা যাবে না। কারণ প্লাস্টিকের ফিডারে অসংখ্য জীবাণু রয়েছে।
- দ্বিতীয়ত যে বিষয়টির উপর আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে যে স্থানে আপনি ফর্মুলা দুধ বানাচ্ছেন। ঐ স্থানটি অবশ্যই পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে।
- তৃতীয় যে বিষয়টির উপর খেয়াল রাখবেন। তাহল, যে ফিডারে আপনি ফর্মুলা দুধ বানাবেন। সে ফিডারটি হালকা গরম পানির মধ্য দিয়ে ধুয়ে নিন।
- তারপর একটি পাত্রে পানি নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। পানিটি ফুটিয়ে নেওয়ার পরে। পানিটি যখন উমা উমা গরম অবস্থায় থাকবে। তখন ফিডারের মধ্যে পানি ঢেলে নিন।
- এরপরে ঠিক ৩০ ml পানিতে ফর্মুলা দুধের সাথে ১ চামচ ফর্মুলা দুধ ঢেলে দিন। চামচটি অবশ্যই ফর্মুলা দুধের প্যাকেটের সাথে থাকা চামচটি হতে হবে। এরপরে ভালো করে পানির সাথে ফর্মুলা দুধ মিশিয়ে নিন। এখন আপনি ফর্মুলা দুধ খাওয়াতে পারেন। কিন্তু অবশ্যই বানানোর দুধটির তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে। অতিরক্ত গরম দুধ শিশুকে খাওয়ানো যাবে না।
ফর্মুলা দুধ কতক্ষণ ভালো থাকে
সাধারণত ফর্মুলা দুধ কতক্ষণ ভালো থাকে এটি আপনার তাপমাত্রার উপরে নির্ভর করে। যদি তাপমাত্রা অতিরিক্ত হয় তাহলে ৩০ মিনিট আর যদি স্বাভাবিক থাকে তাহলে ১ ঘন্টা। সব থেকে ভালো হয় আপনার বানানো ফর্মুলা দুধটি ফ্রিজে রেখে খাওয়ানো। তাহলে আপনার দুটি নষ্ট হবে না। তবে ফ্রিজ থেকে বের করে হালকা ওমা গরম করে নিবেন। তারপরে ফর্মুলা দুধ খাওয়াবেন।
ফর্মুলা দুধের উপকারিতা
শিশুর জন্য তার মায়ের বুকের দুধ সবচেয়ে উপকারী। এর থেকে বেশি উপকারী আর কোন দুধের মধ্যে হয় না। কিন্তু শিশু যখন মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে পাই না। তখন ফর্মুলা দুধ খাওয়াতে হয়। কারণ ফর্মুলা দুধের মধ্যেও এমন কিছু উপকারিতা রয়েছে। যা খাওয়ালে আপনার শিশুর শারীরিকভাবে পুষ্টি গুণের অধিকারী হতে পারবে।
পাশাপাশি ফর্মুলা দুধ খাওয়ানোর মাধ্যমে মানসিকভাবে ও বিকাশিত হয়। শিশুর ওজন বাড়াতে সাহায্য করে। কিন্তু অবশ্যই ফর্মুলা দুধ খাওয়ানোর আগে। জেনে নিতে হবে আপনার শিশুর জন্য কোন ফর্মুলা দুধটি ভালো হবে। তাহলেই আপনি ফর্মুলা দুধ খাওয়ানোর উপকারিতা পাবেন। পাশাপাশি ফর্মুলা দুধ খাওয়ানোর নিয়ম এবং ফর্মুলা দুধ বানানোর নিয়ম জানতে হবে।
উপসংহারঃ বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে
পরিশেষে বলতে চাই, যদি কোন শিশু মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ পান করে। প্রথম ছয় মাস মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। এতে করে শিশু ওই সময় যে পুষ্টিগুলো পাই। ওই পোস্টগুলো থেকে শিশু বঞ্চিত হবে। ফর্মুলা দুধের থেকে মায়ের দুধে পুষ্টি ও গুণ রয়েছে।
যা ফর্মুলা দুধের মধ্যে পাওয়া যাবেনা। অতএব প্রথম ছয় মাস আপনি আপনার শিশুকে মায়ের দুধ পান করান। এতে করে আপনার শিশু সুস্থ, সবল ও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। যা আপনার শিশুকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
শেষ কথাঃ আসসালামু আলাইকুম। আশা করি আপনি বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে, ফর্মুলা দুধ বানানোর নিয়ম, ফর্মুলা দুধ কতক্ষণ ভালো থাকে এবং ফর্মুলা তাদের উপকারিতা বেস্ট ফর্মুলা মিল্ক ইন বাংলাদেশ, বাচ্চাদের ফর্মুলা দুধ খাওয়ানোর পদ্ধতি এবং বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে। এই সকল বিষয়গুলো জেনে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে পোস্টটি শেয়ার করুন। পরবর্তী পোস্টটি পড়ার জন্য আপনাকে আমন্ত্রিত করা হলো। ভালো থাকবেন ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url