বাংলাদেশের সকল পেশার তালিকা - ১০০টি পেশার নাম বাংলা

আপনি কি বাংলাদেশের সকল পেশার তালিকা সম্পর্কে জানতে আগ্রহী। তাহলে খোঁজাখুঁজি বন্ধ করে আপনি এখানে বাংলাদেশের সকল পেশার তালিকা ও ১০০টি পেশার নাম বাংলায় জেনে নিতে পারেন। এখানে এমন কিছু পেশার নাম রয়েছে যেগুলোর নাম হয়তো এর আগে কখনো শোনেননি। তাহলে আর দেরি না করে পেশা গুলো সম্পর্কে জেনে নিন।
বাংলাদেশের সকল পেশার তালিকা - ১০০টি পেশার নাম বাংলা
আমাদের বাংলাদেশে কিছু পেশার নাম রয়েছে। যেগুলো অনেক প্রাচীন এবং এগুলো আমাদের ঐতিহ্যকে বহন করে থাকে। তাই বাংলাদেশের সকল পেশার তালিকা যার মধ্যে রয়েছে ১০০ টি বেশি পেশার নাম যেগুলো ইংরেজি ও বাংলা দুটি অর্থ জানতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ 

    বাংলাদেশের সকল পেশার তালিকা

    বাংলাদেশ ঐতিহাসিক কিছু পেশা রয়েছে যেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। মানুষ আধুনিকের ছোঁয়া পেয়ে এই সকল ঐতিহাসিক পেশা ভুলে যাচ্ছে। বাংলাদেশের কিছু বিলুপ্ত পেশা রয়েছে যেগুলোর ইতিহাস প্রায় হাজার বছরের। আর এই সকল পেশার তালিকায় এমন কিছু পেশা রয়েছে যেগুলো আধুনিক ছোঁয়ায় উঠেছে। সব মিলিয়ে ১০০ টি বেশি পেশার নাম বাংলা ও ইংরেজিতে উল্লেখ করা হয়েছে।

    ১ - ১০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    দর্জি ইংরেজি অর্থ Tailor: দর্জি হলো যারা কাপড় থেকে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকে। যেমন প্যান্ট শার্ট জ্যাকেট এবং প্রয়োজনীয় বস্ত্র ইত্যাদি। এগুলোর বিনিময়ে তারা অর্থ উপার্জন করে।

    রিক্সা চালক ইংরেজি অর্থ Rickshaw Driver: যারা কোন ব্যক্তিকে তাদের বাহন দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে তাদেরকে রিকশাচালক বলা হয়। এর বিনিময়ে তারা অর্থ উপার্জন করে।

    ভ্যান চালক ইংরেজি অর্থ Van Driver: যারা মানুষের বিভিন্ন ধরনের ভারী বস্তু বা মাল-সামানা তাদের বাহন দ্বারা একই স্থান থেকে অন্য স্থানে হস্তান্তরিত করে। সাধারণত তারাই ভ্যান চালক। এই ভারী বস্তু হস্তান্তরের বিনিময়ে তারা অর্থ উপার্জন করে থাকে।
    ট্রাক চালক ইংরেজি অর্থ Truck Driver: যারা সব ধরনের অনেক ভারী বস্তু একটি জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত করে। তাদেরকে ট্রাক চালক বলা হয়ে থাকে। যেমন ইট, বালু. খোয়া এবং সিমেন্ট ইত্যাদি ভারী বস্তু বহন করে থাকে। আর এরা এর মাধ্যমেই অর্থ উপার্জন করে থাকে।

    ব্যবস্থাপক ইংরেজি অর্থ Manager: ব্যবস্থাপক হল তারাই যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সব রকম কাজ দেখাশোনা করে বা পরিচালনা করে। যার মাধ্যমে তারা একটি নির্দিষ্ট পরিমাণে বেতন পায়।

    গৃহ শিক্ষক ইংরেজি অর্থ Home Tutor: গৃহ শিক্ষক যারা ছাত্র বা ছাত্রীর বাসায় গিয়ে শিক্ষা প্রদান করে থাকে। এর মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে। যেটি বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশা।

    নিলামকারী ইংরেজি অর্থ Auctioneer: যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের বড় বড় সম্পদ অকশনে ওঠানোর মাধ্যমে সম্পত্তি বিক্রয় করে তারাই সাধারণত নিলামকারী। এই সকল ব্যক্তিরা এর মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে।

    কুমোর ইংরেজি অর্থ Potter Man: যে সকল ব্যক্তি মাটি ব্যবহার করে। বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে থাকেন। তারাই সাধারণত কুমোর। এরা এর মাধ্যমে অর্থ উপার্জন করে।
    কাঠমিস্ত্রি ইংরেজি অর্থ Carpenter: যে সকল ব্যক্তি গাছের কাঠ ব্যবহার করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করেন। তারাই হলো কাঠমিস্ত্রি। আর এই কাঠমিস্ত্রিরা এই সকল আসবাবপত্র বিক্রি করে অর্থ উপার্জন করেন।

    ধোপা ইংরেজি অর্থ Washer Man: যে সকল ব্যক্তি ময়লা কাপড় পরিষ্কার করেন তাদেরকে ধোপা বলা হয়। এরা কাপড়ের ময়লা পরিষ্কার করার মাধ্যমে টাকা উপার্জন করে থাকে।

    ১১ - ২০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    পিয়ন ইংরেজি অর্থ Postman: যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা বাড়ি দেখাশোনা অথবা পাহারা দিয়ে থাকেন। তাদেরকে সাধারণত পিয়ন বা পোস্টম্যান বলা হয়। এরা বাড়ি পাহারার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর অর্থ পেয়ে থাকেন।

    শিক্ষক ইংরেজি অর্থ Teacher: শিক্ষক একজন সম্মানিত ব্যক্তিত্ব মানুষ। এরা তাদের ছাত্র ছাত্রীদের কে শিক্ষা প্রদান করে থাকেন। যার মাধ্যমে তারা অর্থ উপার্জন করেন।

    পুলিশ ইংরেজি অর্থ police: যে সকল ব্যক্তি, মানুষকে নিরাপত্তা প্রদান করে থাকেন তারাই হলো পুলিশ। এরা এর মাধ্যমে সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণে বেতন পেয়ে থাকেন। যেটি হলো তাদের উপার্জন।
    আরো পড়ূনঃ শিশুদের জন্য কোন ফর্মুলা দুধ ভালো হবে
    দমকল কর্মী ইংরেজি অর্থ Fireman: কোন বাড়ি বা প্রতিষ্ঠানে আগুন লাগলে যেই সকল ব্যক্তি সেই আগুন গুলো নেভানোর কাজে নিয়োজিত থাকেন। তাদেরকে দমকল কর্মী বা ফায়ার সার্ভিস বলা হয়ে থাকে।

    কল মিস্ত্রি ইংরেজি অর্থ Plumber: যেই সকল ব্যক্তি বিভিন্ন ধরনের পানির কল ঠিক করে থাকেন তাদেরকে কল মিস্ত্রি বলা হয়।

    রংমিস্ত্রি ইংরেজি অর্থ painter: যারা বাড়ি বা প্রতিষ্ঠানের দেয়াল রং করে থাকে তাদেরকে রংমিস্ত্রি বলা হয়।

    চিত্রকর ইংরেজি অর্থ Artist: চিত্রকর হলো তারাই যারা রঙের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি এঁকে থাকে।

    উকিল ইংরেজি অর্থ lawyer: উকিল যারা বিভিন্ন ধরনের অপরাধ গুলো প্রমাণ করে থাকেন।

    প্রকৌশলী ইংরেজি অর্থ The Engineer: প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার এরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। গাড়ি, বাড়ি এবং প্রতিষ্ঠান এই সকল বিষয়ে যারা ধারণা প্রদান করে থাকেন তারাই হল ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী।
    আরো পড়ূনঃ পিরিয়ডের সময় কি খাবার খাওয়া উচিত
    চায়ের দোকানদার ইংরেজি অর্থ Tea Thopkeeper: যে সকল ব্যক্তির চা বানিয়ে বিক্রি করেন তারাই হল চা বিক্রেতা বা চায়ের দোকানদার।

    ২১ - ৩০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    পান বিক্রেতা ইংরেজি অর্থ Drink Seller: যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে পান বানিয়ে তার ক্রেতার কাছে বিক্রি করেন তারাই হলো পান বিক্রেতা।

    গ্রন্থকার ইংরেজি অর্থ Author: যারা বিভিন্ন ধরনের বই লিখেন বা কবিতা লিখেন তারাই হলো গ্রন্থাকার।

    অভিনেতা ইংরেজি অর্থ Actor: যে সকল ব্যক্তি মুভি, ওয়েব সিরিজ এবং থিয়েটার ইত্যাদি কাজে অন্তর্ভুক্ত থাকেন তারাই হলো অভিনেতা।

    অভিনেত্রী ইংরেজি অর্থ Actress: যে সকল ব্যক্তি মুভি, ওয়েব সিরিজ এবং থিয়েটার ইত্যাদি কাজে অন্তর্ভুক্ত থাকেন তারাই হলো অভিনেতা।

    কারিগর ইংরেজি অর্থ Artisan: যারা কোন কিছু তৈরি করেন তাদের কারিগর বলা হয়।

    হিসাব পরিপক্ষ ইংরেজি অর্থ Auditor: যে সকল ব্যক্তি হিসাব নিকাশগুলো পরীক্ষা করে দেখেন ঠিক আছে কিনা তাদেরকে হিসাব পরীক্ষক বলা হয়ে থাকে।

    হিসাব রক্ষক ইংরেজি অর্থ Accountant: যে সকল ব্যক্তি হিসাব নিকাশগুলো দেখাশোনা করেন তারাই মূলত হিসাব রক্ষক।

    মাঝি ইংরেজি অর্থ Boatman: মাঝি হল তারাই যারা নদীর এপার থেকে ওপার একটি নৌকার মাধ্যমে পার করে দেয়।

    নাপিত ইংরেজি অর্থ Barber: যে সকল ব্যক্তি, মানুষের চুলের আকার পরিবর্তন করে দেয় তারাই হলো নাপিত।

    বই বাঁধাইকারী ইংরেজি অর্থ Bookbinder: যারা বিভিন্ন ধরনের বইগুলো একসাথে আবদ্ধ করেন তারাই হলো বই বাধাইকারী।

    ৩১ - ৪০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    কামার ইংরেজি অর্থ Blacksmith: যে সকল ব্যক্তি লোহাকে ব্যবহার করে। তার আকার পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে থাকেন তারাই হলো কামার।

    রুটি ওয়ালা ইংরেজি অর্থ Baker: যে সকল ব্যক্তি আটা ব্যবহার করে। সেটিকে রুটিতে পরিণত করে যারা বিক্রি করে তাদেরকে এই রুটিওয়ালা বলা হয়ে থাকে।

    কসাই ইংরেজি অর্থ Butcher: কসাই হলো বিভিন্ন ধরনের পশু কোরবানি করে থাকেন।

    ব্যবসায়ী ইংরেজি অর্থ Businessman: যে সকল ব্যক্তি ব্যবসা করে থাকেন তাদেরকে ব্যবসায়ী বলা হয়।

    দালাল ইংরেজি অর্থ Broker: যে সকল ব্যক্তি বিভিন্ন জিনিসপত্র বিক্রিতে সহায়তা করেন তারাকেই সাধারণত দালাল বলা হয়।

    বই বিক্রেতা ইংরেজি অর্থ Book Seller: যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের বই বিক্রি করে থাকেন তাদেরকে বই বিক্রেতা বলা হয়।

    মুচি ইংরেজি অর্থ Cobbler: যারা আমাদের জুতো বা স্যান্ডেল ঠিক করে দেন তাদেরকে মুচি বলা হয়।

    বাবুর্চি ইংরেজি অর্থ Cook: যারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টে রান্না বান্না করে থাকেন তাদেরকে বাবুর্চি বলা হয়।

    রাখাল ইংরেজি অর্থ Cowboy: যে সকল ব্যক্তিরা গরু, মহিষ এবং ছাগল ইত্যাদি পশু পালন করে থাকেন তাদেরকে রাখাল বা কাউয়াই বলা হয়।

    কেরানি ইংরেজি অর্থ Clerk: কেরানি হলো তারাই যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন।

    ৪১ - ৫০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    • তহবিলদার ইংরেজি অর্থ Funder: যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের টাকা তহবিল হিসেবে গ্রহণ করে থাকেন তাদেরকে তহবিলদার বলা হয়।
    • বস্ত্র ব্যবসায়ী ইংরেজি অর্থ Cloth Merchant: যারা বিভিন্ন ধরনের কাপড় বা বস্ত্র ব্যবসায় করে থাকেন তাদেরকে বস্ত্র ব্যবসায়ী বলা হয়।
    • ঠিকাদার ইংরেজি অর্থ Contractor: ঠিকাদার হলো কোন কাজ সম্পূর্ণ করে দেওয়ার চুক্তিবদ্ধ হওয়া। যেমন কোন একটি বিল্ডিং সম্পূর্ণ করে দেওয়ার চুক্তিবদ্ধ হওয়াকে বুঝায়।
    • প্রশিক্ষক ইংরেজি অর্থ Trainer: প্রশিক্ষক হলো যে কোন বিষয়ের উপরে যে ব্যক্তি প্রশিক্ষণ দিয়ে থাকে তাকে প্রশিক্ষক বলে।
    • অনুলেখক ইংরেজি অর্থ Writer: অনুলেখক হলো কোন বই বা কোন কবিতা এই সকল ধরনের বিষয় যারা লেখক তাদেরকে অনুলেখক বলা হয়।
    • ঘোড়ার গাড়ি চালক ইংরেজি অর্থ Carriage Driver: যে সকল ব্যক্তি ঘোড়াই চালিত বাহন চালাই তাদেরকে ঘোড়ার গাড়ির চালক বলা হয়।
    • ডাক্তার ইংরেজি অর্থ Doctor: ডাক্তার হলো মানুষের রোগ নিরাময়ের জন্য যাবতীয় কার্যাবলী যারা সম্পাদন করেন তাদেরকে ডাক্তার বলা হয়।
    • নর্তকী ইংরেজি অর্থ Dancer: নর্তকী হল যারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেকে উপস্থাপন করেন তাদেরকে নর্তকী বা ড্যান্সার বলা হয়।
    • আড়তদার ইংরেজি অর্থ stubborn/Dealer: আরতদার হলো বিভিন্ন ধরনের পণ্য একবারে ক্রয় বা বিক্রয় করে থাকে এদেরকে আরবদার বলা হয়।
    • চালক ইংরেজি অর্থ Driver: যারা বিভিন্ন ধরনের যানবাহন চালান তাদেরকে ড্রাইভার বা চালক বলা হয়।

    ৫১ - ৬০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    • পরিচালক ইংরেজি অর্থ Director: পরিচালক হলো কোন কিছুর নির্দেশ প্রদান করাকে বোঝায়। যেমন মুভির পরিচালক থাকে।
    • ওষুধ বিক্রেতা ইংরেজি অর্থ Druggist: ওষুধ বিক্রেতা হলো যারা টাকার বিনিময়ে ওষুধ বিক্রি করে থাকেন।
    • জেলে ইংরেজি অর্থ Fisherman: জেলে হলো বিভিন্ন ধরনের পুকুর বা নদীতে মাছ ধরে থাকে।
    • কৃষক ইংরেজি অর্থ Farmer: কৃষক হলো বিভিন্ন ধরনের চাষাবাদ এবং তা থেকে উৎপাদন করে থাকে।
    • ফুল বিক্রেতা ইংরেজি অর্থ Florist: যারা ফুল উৎপাদন করে সেগুলোকে বাজারে বিক্রি করে তারাই হলো ফুল বিক্রেতা।
    • দারোয়ান ইংরেজি অর্থ Gatekeeper: যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বা ও অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করে তাদেরকে দারোয়ান বলা হয়।
    • মালি ইংরেজি অর্থ Gardener: সাধারণত মালিরা বিভিন্ন ধরনের ফুল এবং ওষুধ গাছ উৎপাদন করে থাকে নার্সারিতে তাদেরকে মালি বা বলা হয়।
    • ঘোড়া দেখাশোনা কারী ইংরেজি অর্থ Horse Keeper: যেই সকল ব্যক্তি ঘোড়া দেখাশোনা করে তাদেরকে ঘোরা দেখাশোনা করে বলা হয়।
    • সবজি বিক্রেতা ইংরেজি অর্থ Vegetable Seller: সবজি বিক্রেতা হলো যে সকল ব্যক্তি বাজারে সবজি বিক্রয় করে টাকার বিনিময়ে তাদেরকে সবজি বিক্রেতা বলে।
    • ফেরিওয়াল ইংরেজি অর্থ Hawker: যে সকল ব্যক্তি বাড়ি বাড়ি ঘুরে তাদের জিনিসপত্র বিক্রি করেন তাদেরকে ফেরিওয়ালা বলা হয়।

    ৬১ - ৭০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    • মুহুরী ইংরেজি অর্থ Jeweller: যে সকল ব্যক্তি স্বর্ণকে বিভিন্ন রূপদানের মাধ্যমে সেটিকে বিক্রয় করে তাদেরকে মুহুরি বলা হয়।
    • সাংবাদিক ইংরেজি অর্থ Journalist: সাংবাদিক হলো বিশেষ বিশেষ ধরনের খবর বা তথ্য তারা সাধারণ জনগণের মধ্যপ্রকাশ করে তাদেরকে সাংবাদিক বলা হয়।
    • শ্রমিক ইংরেজি অর্থ Labourer: যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা বাড়ি নির্মাণে কাজ করে থাকে তাদেরকে শ্রমিক বলে।
    • লন্ড্রেস ইংরেজি অর্থ Laundresses: বিভিন্ন ধরনের কাপড় মার্জিত করার কাজ করে থাকে লন্ড্রেস।
    • গোয়ালা ইংরেজি অর্থ Milkman: যারা গরু পালনের মাধ্যমে তাদের গোয়ালের গরুর দুধ যারা বিক্রি করেন তাদেরকে গোয়ালা বলে।
    • রাজমিস্ত্রি ইংরেজি অর্থ Mason: যে সকল ব্যক্তি বাড়ি বা প্রতিষ্ঠান নির্মাণে কাজ করে তাদেরকে রাজমিস্ত্রি বলে।
    • বণিক ইংরেজি অর্থ Merchant
    • অর্থ লগ্নিকারী ইংরেজি অর্থ Money Lender
    • ঘটক ইংরেজি অর্থ Matchmaker
    • সেবিকা ইংরেজি অর্থ Nurse

    ৭১ - ৮০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    • খেলোয়ার ইংরেজি অর্থ Player
    • প্রকাশক ইংরেজি অর্থ Pulisher
    • চিত্রকর ইংরেজি অর্থ Painter
    • বিমান চালক ইংরেজি অর্থ Pilot
    • প্রযোজক ইংরেজি অর্থ Producer
    • আলোক চিত্রশিল্পী ইংরেজি অর্থ Photographer
    • বিক্রেতা খুচরা ইংরেজি অর্থ Retailer
    • মহিষ পালক ইংরেজি অর্থ Shepherd
    • ঝাড়ুদার ইংরেজি অর্থ Sweeper
    • নাবিক ইংরেজি অর্থ Sailor

    ৮১ - ১০০ বাংলাদেশের সকল পেশার তালিকা

    • দোকানদার ইংরেজি অর্থ Shopkeeper
    • গায়ক ইংরেজি অর্থ Singer
    • বিক্রেতা ইংরেজি অর্থ Seller
    • বিক্রয় প্রতিনিধি ইংরেজি অর্থ Sales Representative
    • চাকর ইংরেজি অর্থ Servant
    • সৈনিক ইংরেজি অর্থ Soldier
    • ক্রীড়াবিদ ইংরেজি অর্থ Sportsman
    • জুতা পালিশ ওয়ালা ইংরেজি অর্থ Shoe polish
    • তাঁতী ইংরেজি অর্থ the weaver

    বিলুপ্ত পেশার নাম

    • পালকি
    • ঘরামি
    • হরস
    • মেথর
    • গরুর গাড়ি বা বলদিয়া
    • পেয়াড আরা
    • কলু
    • মশাল ছিনা মিল
    • কাকই কাটা
    • শিউলি
    • ওস্তা
    • হাজাম
    শেষ কথাঃ আসসালামু আলাইকুম আশা করি আপনার এই আর্টিকেলটি পড়ে কিছু জানতে পেরেছেন। এই আর্টিকেলটির বাংলাদেশের সকল পেশার তালিকা এবং ১০০টি পেশার নাম গুলো পড়ে যদি আপনি কিছু জানতে পারেন। তাহলে এই আর্টিকেলটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url