রিডোমিল গোল্ড এর কাজ কি - রিডোমিল গোল্ড এর উপাদান
রিডোমিল গোল্ড এর কাজ কি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। রিডোমিল গোল্ড এর উপাদান সম্পর্কে জানতে পারবেন এবং রিডোমিল গোল্ড এর কাজ কি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা বা তথ্য পাবেন। যা থেকে আপনি অনেক উপকৃত হবেন আশা করি।
রিডোমিল গোল্ড এর কাজ কি? ফসলের ছত্রাক নামক রোগ দমন করা। রিডোমিল গোল্ড এর উপাদান রয়েছে যেগুলো ক্ষেতের রোগগুলো দমনে সাহায্য করে। এই রিডোমিলটি প্রত্যেকটি কৃষকের অনেক প্রয়োজনীয় ছত্রাকনাশক। তাই এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে।
পোস্ট সূচীপত্রঃ
ভূমিকা
রিডোমিল গোল্ড জনপ্রিয় ছত্রাকনাশক। যার মধ্যে থাকা মেটাল্যাক্সিল -এম বা মেফোনোক্সাম এবং ম্যানকোজেব এই দুটি উপাদান সবচাইতে বেশি রয়েছে। রিডোমিল কৃষকদের কাছে জনপ্রিয় একটি নাম। যা থেকে সহজেই ক্ষেতের রোগ নিষ্কাশন করা যায়। তাই রিডোমিল গোল্ড এর কাজ কি এর মাধ্যমে বিস্তারিত জানবো।
রিডোমিল গোল্ড এর কাজ কি
রিডোমিল গোল্ড কৃষকদের জন্য অনেক জনপ্রিয় ছত্রাকনাশক। সাধারণত এর মধ্যে থাকা মেটাল্যাক্সিল -এম বা মেফোনোক্সাম ৪% এবং ম্যানকোজেব ৬৪% দুটি উপাদান একসাথে মিশে রেডমিল গোল্ড এর কাজ করে। সাধারণত এটি দুই ভাবে কাজ করে থাকে সর্বাঙ্গবাহী ছত্রাকনাশক এবং স্পর্শজনিত বহুমুখী ছত্রাকনাশক।
আরো পড়ূনঃ ফোড়া পাকানোর ঘরোয়া উপায় কি
এই ছত্রাকনাশক গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ও এর সংস্পর্শে যদি কোন ছত্রাক আসে। তাহলে ওই ছত্রাকটির দমন নাশক হিসেবে কাজ করে। আরো যে সকল কাজে রেডিমেল গোল্ড এর ব্যবহার রয়েছে ডাউনি মিলডিউ, পাতা পচা, কান্ড বা শিকর, বিভিন্ন ধরনের ছত্রাকজনিত পচন হলে, নাবিধ্বাসার এবং সাদা মরচে ইত্যাদি রোগের জন্য ব্যবহৃত হয়।
এখন রিডোমিল গোল্ড কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যে সকল সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আলু, পটল, লাউ এবং ঝিঙ্গা ইত্যাদি। তবে সব ক্ষেত্রেই ছত্রাক নাশকটি ব্যবহার করা যাবে। সাধারণত সবজি এর ক্ষেত্রেই রিডোমিল গোল্ড এর কাজ বেশি।
তাই সবজির ক্ষেত্রে ছত্রাকনাশকটি বেশি ব্যবহৃত হয়। উদাহরণঃ একটি সবজি চারা গাছের পাতা, কুচি এবং শিকড় ছত্রাকের হাত থেকে রক্ষা করে। আবার যেই সকল চারা গাছ ছত্রাক দ্বারা আক্রান্ত তা দমনে রিডোমিল গোল্ড কাজ করে।
রিডোমিল গোল্ড এর ব্যবহার
রেডিমেল গোল্ড এর কাজ কি এটি জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে রিডোমিল গোল্ড এর ব্যবহার সম্পর্কে। এটির ব্যবহার অতি সংক্ষেপে আলোচনা করা হবে। যাতে করে আপনারা সবাই খুব সহজেই রিডোমিল গোল্ডের ব্যবহার সম্পর্কে জানতে পারেন। রেডিমেল গোল্ড হলো ছত্রাকনাশক।
আরো পড়ূনঃ তোকমা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- ১ কেজি রিডোমেল গোল্ড এর মধ্যে মেটাল্যাক্সিল -এম বা মেফোনোক্সাম ৪০ গ্রাম এবং ম্যানকোজেব ৬৪০ গ্রাম থাকে।
- রিডোমিল গোল্ড এর কার্যকারিতা ১০ থেকে ১৪ দিন পর্যন্ত থাকে
- যেকোনো ক্ষেতের চাষের পরে অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। সে ক্ষেত্রে শুধুমাত্র সারিটা ভেজালেই যথেষ্ট হবে।
- পরবর্তীতে যখন ক্ষেতের গাছগুলো বড় হয়ে যাবে। সে ক্ষেত্রে তখন প্রতি শতাংশে ১০ গ্রাম করে রিডোমিল গোল্ড এবং পানি একসাথে মিশিয়ে ক্ষেতে প্রয়োগ করুন।
- যদি ক্ষেতে ছত্রাক বা রোগের সংখ্যা বেশি হয়। তখন সপ্তাহের সাত দিনই স্প্রে করলে ভাল হবে।
- তবে সাবধান রিডোমিল গোল্ড এর ব্যবহারের সময় শিশুদেরকে দূরে রাখতে হবে। আর এর ব্যবহার সম্পর্কে জানার পরেই রিডোমিল গোল্ড এর কাজ কি এই সম্পর্কে জানতে হবে।
রিডোমিল গোল্ড এর উপাদান
রিডোমিল গোল্ডের মধ্যে দুইটি উপাদান পাওয়া যায়। যার মধ্যে একটি হল মেটাল্যাক্সিল -এম বা মেফোনোক্সাম ৪% এবং অপরটি হলো ম্যানকোজেব ৬৪%। এই দুটি উপাদানের সমন্বয়ের মাধ্যমে রিডোমিল গোল্ড উৎপাদন হয়।
আরো পড়ূনঃ পিরিয়ডের সময় কি কি খাবার খাওয়া উচিত
রিডোমিল গোল্ড এর উৎপাদনের মূল উদ্দেশ্য হলো আলু. মরিচ, পুঁইশাক, পালং শাক এবং বেগুন সহ আরো অনেক সবজিতে ছত্রাক নামক যে রোগ উৎপন্ন হয়। সেই রোগগুলোকে দমনের উদ্দেশ্যে রেডিওমেল গোল্ড উৎপাদন করা হয়। সাধারণত রিডোমিল গোল্ড একটি ছত্রাকনাশক।
রিডোমিল গোল্ড সিনজেনটা
- রিডোমিল গোল্ড এম জেড ৬৮ ডব্লিউ জি সিনজেনটা কোম্পানির।
- ব্যবহার যোগ্য হলো দানাদার।
- এটি ওজনে 100 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
- এটির হলুদ বা গারো বাদামি রঙের হয়।
- পণ্যটি তৈরি হয় ফ্রান্সে।
রিডোমিল গোল্ড এর দাম কত
সাধারণত রিডোমিল গোল্ড দুইভাবে প্যাকেট জাত করা হয়। একটি ওজন হচ্ছে ১০০ গ্রাম এবং অপরটির ওজন হচ্ছে ৫০০ গ্রাম। পণ্য দুইটির ওজন ভেদে মূল্য কম বেশি আছে।
আরো পড়ূনঃ বাংলালিংক মিনিট অফার দেখার কোড
যেটি ওজনে ১০০ গ্রাম এর মূল্য ১৮০ টাকা এবং ৫০০ গ্রাম পণ্যটির মূল্য ৬০০ টাকা। তবে সময় ভেদে এটির মূল্য কম বেশি হতে পারে। সুতরাং পণ্যটি কেনার আগে যাচাই-বাছাই করে কিনুন।
রিডোমিল গোল্ড ব্যবহার উপযোগী ফসল
আমরা সকলেই শুরুতে জেনেছি রিডোমিল গোল্ড এর কাজ কি এবং এর ব্যবহার। আর এখন আমরা জানবো ব্যবহার উপযোগী ফসল। আমরা অনেকেই জানি রিডোমিল একটি ছত্রাকনাশক। এটি ফসলের রোগ বালাই দূর করতে বা দমনে সাহায্য করে।
যেই সকল ফসলে রেডমিল ব্যবহার করা যাবে আলু, মরিচ, লাউ, বেগুন, পটল এবং পালং শাকসহ আরো অনেক ধরনের সবজি জাতীয় ফসলে, এই ছত্রাক নাশকটি ব্যবহার করা যাবে। কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই রিডোমিল গোল্ড এর ব্যবহার সম্পর্কে জানতে হবে।
আপনারা অনেকেই জানতে চেয়েছেন সবজি চাষের ক্ষেত্রে রিডোমিল গোল্ড এর কাজ কি বেশি?
উত্তরঃ হ্যাঁ, সবজি চাষের ক্ষেত্রে রিডোমিল গোল্ড এর কাজ বেশি।
রিডোমিল গোল্ড এর উপাদান কয়টি?
উত্তরঃ রিডোমিল গোল্ড এর উপাদান হলো দুইটি।
শেষ কথাঃ প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আশা করা যায়, রিডোমিল গোল্ড ব্যবহার ফসল উপযোগী, রিডোমিল গোল্ড এর উপাদান এবং রিডোমিল গোল্ড এর কাজ কি এই তথ্যগুলো জেনে আপনি উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন। পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url