কোন প্রাণী ঘুমায় না এবং কোন প্রাণীর রক্ত নীল জেনে নিন

সাধারণ জ্ঞানের মধ্যে কোন প্রাণী ঘুমায় না এটি খুব জনপ্রিয় সাধারণ জ্ঞান। আপনারা কি জানেন যে কোন প্রাণীর ঘুমের প্রয়োজন হয় না। আবার একটি প্রাণী আছে ঘুমালে মারা যায়। এই বিষয়গুলো যদি না জেনে থাকেন জেনে নিন।
কোন প্রাণী ঘুমায় না এবং কোন প্রাণীর রক্ত নীল জেনে নিন
পৃথিবীতে প্রায় সকল প্রাণীর ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু একটি প্রাণীর রয়েছে কখনো ঘুমায় না। কোন প্রাণী এটা জানেন কি।
পোস্ট সূচিপএঃ 

    ভূমিকা

    পৃথিবীতে সকল মানুষেরই ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু কোন প্রাণী ঘুমায় না। জন্ম হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ঘুমের প্রয়োজন হয়নি। আবার সেই প্রাণীটি ঘুমালে মারা যায়। আবার কিছু কিছু প্রাণী রয়েছে যাদের রক্তের রঙ নীল সাদা কালো। আবার অনেক প্রাণী ও রয়েছে যারা ৫০০ বছর এর উপরে জীবন যাপন করতে পারে। এই সকল সাধারণ জ্ঞান গুলো জেনে নিন।

    কোন প্রাণী ঘুমায় না

    পৃথিবীর সকল প্রাণী ঘুমায়। কারণ ঘুম ছাড়া কোন প্রাণীর জীবন যাপন সম্ভব নয়। আমরা মানুষেরা দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাই। কারণ আমাদের ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। 
    কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যে প্রাণীটি জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। মজার বিষয় হলো ওই প্রাণীটি ঘুমালে মারা যায়। যে প্রাণীটি কখনো ঘুমায় না সেটি আমাদের অধিক পরিচিত একটি প্রাণী। চলেন জেনে আসি কোন প্রাণী ঘুমায় না।
    • পৃথিবীর একমাত্র প্রাণী যে প্রাণী কখনো ঘুমায় না তার নাম হলো পিপড়ে।এর কারণ হচ্ছে পিঁপড়া চোখ আছে কিন্তু চোখের পাপড়ি নেই। কিন্তু তারা চোখে দেখতে পায়।
    • সাধারণত একজন স্বাভাবিক মানুষ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমায়। পিঁপড়ে ঘুমায় না কিন্তু তারা বিশ্রাম নেয় এটি তাদের ঘুম। পিপড়া বিশ্রাম নেয় দিনে প্রায় আড়াইশো বারের মত। আর প্রতিটি বিশ্রাম এর মেয়াদ এক মিনিট পর্যন্ত হয়ে থাকে। যা প্রায় ৫ ঘন্টা ঘুমের সমান হয়।
    • প্রায় সকল পিঁপড়ের দুইটি করে লেন্স থাকে। যা দ্বারা সবকিছু তারা দেখতে পায়।
    • পিঁপড়ারা সাধারণত ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে মহিলা পিঁপড়ারা ২৮ বছর পর্যন্ত বাঁচে।
    • সবচেয়ে মজার বিষয় হচ্ছে পিঁপড়েরা কোন খাবারের সন্ধান পেলে অন্য পিঁপড়েদের এক বিশেষ সংকেত দ্বারা জানায়।
    • পিঁপড়েরা মারা গেলে তাদের শরীর থেকে বিশেষ ধরনের এক গন্ধ বের হয়। যা দ্বারা অন্যান্য পিঁপড়েরা বুঝতে পারে যে তাদের একজন সাথী মারা গেছে।
    • পিঁপড়েদের বিশেষ ধরনের হাত এবং পা আছে যা দ্বারা তারা আশেপাশের পুষ্টি সম্পর্কে বুঝতে পারে। আর কোন প্রাণী দ্বারা বিপদ সংকেত আসলে তা বুঝতে পারে।
    • পিঁপড়েদের ফুসফুস নেই। তাহলে তারা শ্বাস-প্রশ্বাস নেয় কিভাবে। পিঁপড়েদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে যা দ্বারা তারা শ্বাস গ্রহণ করতে পারে এবং নির্গত করতে পারে।
    • এখন যে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো পিঁপড়ে সম্পর্কে সেটি শুনে সবাই আপনার অবাক হয়ে যাবেন। যদিও কথাটি সত্য বলে প্রমাণিত হয়েছে তবুও আপনাদের বিশ্বাস করতে সমস্যা হবে। সেটি হচ্ছে পৃথিবীর মোট মানুষের ওজন এবং মোট পিঁপড়েদের ওজন প্রায় একই সমান।
    • পিঁপড়েদের মস্তিষ্ক অন্যান্য ছোট প্রাণীদের মস্তিষ্ক থেকে অনেক ভালো। কারণ তারা অনেক বুদ্ধিমান একটি প্রাণী।
    • পিঁপড়েরা দলবদ্ধ থাকতে ভালোবাসে এমন কি তারা দলভুক্ত বলতো থাকতে বেশি পছন্দ করে। তারা যেকোনো খাবারের সন্ধান পেলে সবাই একত্রিত হয়ে সে খাবারটি গ্রহণ করে।
    • পিঁপড়ার শিখায় কিভাবে দলবদ্ধ ভাবে থাকতে হয় এবং যে কোন কাজ সম্পূর্ণ করতে হয়।

    কোন প্রাণীর রক্ত সাদা

    আমাদের মানুষের রক্তের রং লাল হয়। এমন কি পৃথিবীর অধিকাংশ প্রাণীরই রক্তের রঙ লাল। এর কারণ হচ্ছে মানুষের রক্তে হিমোগ্লোবিন রয়েছে। যার কারণে মানুষের রক্তের রং লাল দেখায়। কিন্তু পৃথিবীতে এমন প্রাণী রয়েছে যার রক্তের রঙ সাদা হয়। এই প্রাণী আমাদের খুবই পরিচিত। 
    প্রাণীটি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে। যেই প্রাণীগুলোর রক্তের রঙ সাদা হয় তা হলো তেলাপোকা এবং টিকটিকি এদের রক্তের রঙ সাদা হয়।

    কোন প্রাণীর রক্ত নীল

    সাধারণত মানুষের রক্তের রঙ লাল হয়। কিন্তু পৃথিবীতে এমন এক প্রাণী বিচরণ করছে যার রক্তের রং নীল। এই প্রাণীটি সমুদ্রে বসবাস করে। প্রাণীটির আটটি পার হয়েছে। মজার বিষয় হচ্ছে এই প্রাণীটির তিনটি হৃদপিণ্ড রয়েছে যার দুইটি দিয়ে মস্তিষ্কের রক্ত সরবরাহ করে। 
    আরেকটি দিয়ে পুরো শরীরের রক্ত সরবরাহ করে। এই প্রাণীটি প্রায় ১৫০ টি প্রজাতির হয়। তারা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। সেই প্রাণীটি হলো অক্টোপাস। অক্টোপাসি পৃথিবীর একমাত্র প্রাণী যার রক্তের রঙ নীল।

    কোন প্রাণীর রক্ত কালো

    আমরা সকলেই জানি রক্তের রঙ লাল হয়। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রাণীর রয়েছে যার রক্তের রঙ কালো। এই প্রাণীটির শুধু রক্তের রঙ কালো নয় তার ডিম এবং মাংস কালো হয়। এটি বিশেষ প্রজাতির একটি মুরগি। যার রক্তের রঙ কালো।

    কোন প্রাণী জল খেলে মারা যায়

    সাধারণত প্রত্যেকটি প্রাণী জল খেয়ে বেঁচে থাকে। বিশেষ করে মানুষের পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। মানুষ পানি ছাড়া বেশি দিন বেঁচে থাকতে পারে না। কিন্তু এক ধরনের প্রাণী রয়েছে যারা জল খেলে মারা যায়। প্রাণীটি খুবই পরিচিত মুরগি এবং ক্যাঙ্গারু প্রাণী জল খেলে মারা যায়। এরা জল নিয়ে খেয়ে বেঁচে থাকতে পারে।

    কোন প্রাণী বাচ্চা দিয়ে মারা যায়

    পৃথিবীর প্রায় সকল প্রাণী বাচ্চা দেওয়ার পরেই মারা যায় না। কিন্তু এক প্রজাতির প্রাণী রয়েছে যে প্রাণীটি বাচ্চা দেওয়ার পরেই মারা যায়। প্রাণীটি প্রায় 150 প্রজাতির হয়ে থাকে। এই প্রাণীর রক্তের রঙ নীল এবং তিনটি হৃদপিণ্ড থাকে। সেই প্রাণীটি হচ্ছে অক্টোপাস। মেয়ে অক্টোপাস সন্তান প্রসব করার পরেই মারা যায়। অক্টোপাস দেড় লাখের উপরে ডিম দেয়। তাই অক্টোপস প্রাণী বাচ্চা দিয়ে মারা যায়।

    কোন প্রাণী ঘুমালে মারা যায়

    প্রত্যেকটি মানুষেরই ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে এমনকি প্রাণীদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যে প্রাণীটি কখনো ঘুমায় না। প্রাণীটি ঘুমালে মারা যায়। ঠিক এমনটিও নয়। প্রাণী চোখের উপরের বিধায় তারা ঘুমাতে পারে না। কিন্তু তারা দিনে আড়াইশো বারের মত বিশ্রাম নেয়। যা একটি বিশ্রামের সময় এক মিনিট। সেই প্রাণীটি হচ্ছে পিপড়া। পিপড়া প্রাণী ঘুমালে মারা যায়। তারা জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ঘুমায় না।

    কোন প্রাণী ৫০০ বছর বাঁচে

    সাধারণত বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৭ বছর। কিন্তু পৃথিবীতে একটি প্রাণী রয়েছে যারা 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। এ প্রাণীটি কে সমুদ্র দেখা যায়। প্রাণীটি বিশাল আকৃতির হয়। সেই প্রাণীটি হচ্ছে তিমি মাছ। তিমি মাছ ৫০০ বছর বাঁচে। তবে শোনা যায় কচ্ছপও 500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

    প্রশ্নঃ কোন প্রাণী ঘুমায় বেশি
    উত্তরঃ সবচাইতে বেশি পরিমাণে যে প্রাণীটি ঘুমায় সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের প্রাণী বিড়াল।

    প্রশ্নঃ কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে
    উত্তরঃ সবচেয়ে বেশিদিন বাঁচে যে প্রাণীটি সেটি হচ্ছে তিমি মাছ। তিমি মাছ আড়াইশো থেকে ৩০০ বছর বাঁচে।

    প্রশ্নঃ কোন প্রাণী সবচেয়ে বেশি খায়
    উত্তরঃ সবচেয়ে বেশি পরিমাণে যে প্রাণী খাবার খায় সে প্রাণীটির নাম হচ্ছে তিমি মাছ।

    প্রশ্নঃ কোন প্রাণী খায় না
    উত্তরঃ পৃথিবীতে প্রত্যেক প্রাণীর খাবারের প্রয়োজনীয়তা রয়েছে। খাবার ছাড়া কোন প্রাণীর বাঁচার সম্ভব নয়।

    প্রশ্নঃ কোন প্রাণীর হাঁটুতে কান থাকে
    উত্তরঃ হাটুতে কান থাকে যে প্রাণীটির তার নাম হচ্ছে ফড়িং।

    প্রশ্নঃ কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে
    উত্তরঃ যে প্রাণীটি চারটি পাকস্থলী রয়েছে তার নাম হচ্ছে উট।

    শেষ কথাঃ প্রিয় পাঠক আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন কোন প্রাণী ঘুমায় না এর সাথে কোন প্রাণী ঘুমালে মারা যায়। আরো অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনি উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url