বারোমাসি ফুলের নামের তালিকা সম্পর্কে জানুন

আপনি কি বারো মাসে ফুলের নামের তালিকা এবং সেই সকল বারোমাসি ফুলের তালিকার নাম জানতে চান যা অনেক সুগন্ধি। তাহলে কিছুক্ষণের জন্য খোঁজাখুঁজি বন্ধ করে কাঙ্খিত প্রশ্নের উত্তর জানার জন্য ৫ মিনিট মূল্যবান সময় ব্যয় করুন। এই ৫ মিনিটের মধ্যে বারোমাসি মাসে ফুলের নামের তালিকা এবং সুভাষ যুক্ত জানতে পারবেন। আর জানার জন্য অবশ্যই আর্টিকেল মনোযোগ দিয়ে পড়তে হবে।
বারোমাসি ফুলের নামের তালিকা সম্পর্কে জানুন
আপনি যদি বাড়ির বারান্দা থেকে শুরু করে বেলকনি পর্যন্ত ফুলের সুবাসে সুগন্ধি করে রাখতে চান। আর সেই ফুলটি বারোমাসি হিসেবে রোপন করতে চান। তাহলে আপনার জন্য রয়েছে সেই সকল গাছ যা আপনার বাড়িকে সুন্দর এবং সুভাষ ময় করে তুলবে। আর এর জন্য আর্টিকেলে থাকা বারোমাসি ফুলের নামের তালিকা আবার চাইলে গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে তাও জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ 

    ভূমিকা

    আমরা সকলেই ফুল জিনিসটি অনেক পছন্দ করি। কারণ ফুলের মধ্যে রয়েছে ভালবাসা এবং বন্ধুত্বের ছোঁয়া। যা মানুষকে ফুলের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। তাই আজকে বারোমাসি ফুল গাছের নামের তালিকার মধ্যে এমন কিছু ফুল তুলে ধরা হয়েছে। যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য থাকবে। 

    হয়তো আপনি এমন ফুল কোন নার্সারিতে অথবা কোন ফুল বিক্রেতার কাছে দেখেছেন। তাই আপনারা যারা ফুল ভালোবাসেন তাদের জন্য অনেক ধরনের ফুলের নাম তুলে ধরা হয়েছে। যার মধ্যে বাছাইকৃত করে আপনি আপনার বাড়ির ছাদে অথবা বেলকুনিতে টবের মাধ্যমে লাগাতে পারেন। তাই আর দেরি না করে আমার মনে হয় আপনার বাড়িকে ফুলের মাধ্যমে সুন্দর করে তুলুন।

    সুগন্ধি ফুলের নামের তালিকা

    বারোমাসি ফুলের নামের তালিকা
    আপনাদের জানার উদ্দেশ্যে নিচে কিছু দেশীয় ফুলের নামের তালিকা উল্লেখ করা হয়েছে। যে ফুলগুলো অনেক সুগন্ধি এবং অনেক সুন্দর। যেগুলো আপনার বেলকুনি অথবা ছাদে লাগাতে পারেন।
    • গন্ধরাজ ও টাগর ফুল
    • বেলি ও মাধবীলতা ফুল
    • রজনীগন্ধা ও কামিনী ফুল
    • জুঁই ও ল্যান্টেনা ফুল
    • কাঠ চাঁপা ও শিউলি ফুল
    • হাসনাহেনা ও চাঁপা ফুল
    • গাঁদা ও কলকে ফুল
    • গোলাপ ফুল

    বারোমাসি ফুলের নামের তালিকা

    বারোমাসি ফুলের নামের তালিকা
    বাংলাদেশের বারোমাসি ফুল গাছের নামের তালিকা তে উল্লেখ্য করা হয়েছে। যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর। যা আপনার বাড়িকে সুগন্ধে সুবাসিত করে তুলবে। নিচে যতগুলো গাছের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর প্রত্যেকটি বাংলাদেশে পাওয়া যায়। 
    আপনি বিভিন্ন ধরনের নার্সারিতে অথবা বৃক্ষ মেলাতে গেলে এই কাজগুলো দেখতে পাবেন। চাইলেই সেখান থেকে ক্রয় করে নিতে পারেন। নিম্নে নিচে বারোমাসি ফুলের নামের তালিকা উল্লেখ করা হলোঃ

    অপরাজিতা ফুলঃ আমাদের দেশের অতি পরিচিত একটি ফুল হচ্ছে অপরিচিতা। কিন্তু আপনি কি জানেন এই ফুলটি বারোমাসি পাওয়া যায়। আর এই ফুলটি আয়ুর্বেদিক সহ হিন্দু ধর্মের বিভিন্ন কাজে লাগানো হয়। এই জন্য অনেক গুণসম্পন্ন। চারিদিকে নীল মাঝখানে সাদা রঙের এই ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে। 

    আপনি কি আরেকটি বিষয় জানেন অপরিচিতা ফুল দিয়ে চা তৈরি করে খাওয়া যায়। এক মগ পানিতে সাত থেকে আট মিনিট পানিটি ফুটিয়ে নিন। তারপরে পানিটি ছেঁকে নিয়ে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে করে আপনার শরীরের অনেক উপকারে আসবে। কারণ এর মধ্যে রয়েছে আন্টি-অক্সিডেন্ট সহ আরো কিছু প্রদান।

    বোতাম ফুলঃ এই ফুলটি আকৃতিতে অনেক ছোট হয় এজন্য এটির নাম দেওয়া হয়েছে বোতাম ফুল। আর এই ফুলটি ১২ মাসে ধরতে দেখা যায়। 

    একসময় ইউরোপ মহাদেশে এই ফুলটির খুবই প্রচলন ছিল। কারণ বিয়ের সময় যুবক-যুবতী এই ফুলটি তাদের গলার মালা হিসেবে ব্যবহার করত। ফুলটি দেখতে অনেক সুন্দর এবং এটি বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে। যেমন সবুজ, নীল, লাল ও মেজেন্ডাসহ আরও কিছু কালার রয়েছে এই ফুলের।

    জারবেরা ফুলঃ বাংলাদেশে অধিক জনপ্রিয় একটি ফুলের নাম হচ্ছে জারবেরা ফুল। এই ফুলটি বারোমাসি ফুটতে দেখা যায়। তবে এপ্রিল মাসের দিকে বেশি পরিমাণে ধরতে দেখা যায়। এই ফুলটি বিভিন্ন কালার হয়ে থাকে সবুজ, লাল, গোলাপি। গাছের ভালো করে পরিচর্যা করলে বছরে প্রায় ৩০০ টির ও অধিক ফুল দিয়ে থাকে। এভাবে করে টানা তিন বছর বারোমাস ফুল দিয়ে যায়।
    জবা ফুলঃ লাল টকটকে যুক্ত অনেক সুন্দর দেখতে জবা ফুল। যার গড়ন পাঁচ পাপড়ি যুক্ত এবং সাদা ও নীল রঙেরও হয়ে থাকে। তবে বেশি দেখা যায় লাল রঙের। এটির দৈর্ঘ্য ৭ থেকে ১২ ফিট এবং প্রস্থ ৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই ফুলটি বারোমাসি ফোটে তবে বিশেষভাবে ফুটতে দেখা যায় গ্রীষ্মকাল ও শরৎকাল সময়কালে। শুধু ফুলটি দেখতেই সুন্দর না এটি অনেক গুণে সম্পন্ন। বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও ফুলটি লাগে।

    গোলাপ ফুলঃ ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় গোলাপ ফুলের গাছ হতে নির্গত গোলাপ ফুল। যে ফুলটি আমরা বারোমাসি দেখতে পাই। এই ফুলটির বিশেষ কয়েক ধরনের রং রয়েছে লাল, নীল, সাদা, কালো হয়। তবে শীতের সময়টাই এই ফুলটি ফুটতে বেশি দেখা যায়। এই ফুলটি লম্বাই হয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। কাঁটাযুক্ত এই গাছটি বাংলাদেশের বারোমাসি ফুলের গাছগুলোর মধ্যে প্রথম সারির দিকে রয়েছে।

    নয়নতারা ফুলঃ পাঁচ পাপড়ি যুক্ত সুন্দর দেখতে এই ফুলটি বারোমাসি ধরতে দেখা যায়। তবে শীতের সময়টা কিছুটা কম হয়। এই ফুলটির গায়ের রং বেগুনি, লাল ও গোলাপি রঙের হয়ে থাকে। লম্বাই চার সেন্টিমিটার এবং চওড়া তিন সেন্টিমিটার পর্যন্ত হয়। এই গাছের যত্ন না নিলে গাছের কান্ডগুলো শক্ত ও মোটা হয়ে যায় এবং আস্তে আস্তে ফুল ধরাও কমিয়ে দেয়।

    দওপ্রিয়া ফুলঃ আপনারা যারা টবে ফুল গাছ লাগাতে চান। তাদের জন্য ফুলটি উপযোগী হবে। এই ফুলটি দেখতে গোলাপী কালারের হয়ে থাকে ৫ পাপড়ি যুক্ত। টবের সাইজ ৮ থেকে ১২ ইঞ্চির মধ্যে হতে হবে। যেকোনো মাটিতে ফুলটি হতে দেখা যায়। খুব একটা পরিচর্যা করতে হয় না। সপ্তাহে একবার খোলের গোড়া ভিজিয়ে দিলেই হয়। এক মাস পর পর বিভিন্ন ধরনের উপযোগী রাসায়নিক সার রয়েছে সেগুলো দিতে পারেন।

    অ্যাডিনিয়াম ফুলঃ অ্যাডেনিয়াম ফুল আমাদের বাংলাদেশের ফুল না হলেও আপনি দেশে ফুলটি পরিচর্যা করতে পারবেন। এটি মূলত আফ্রিকার মরুভূমিতে গড়ে ওঠা একটি ফুল গাছ। এই ফুল গাছটি মরুভূমির বুকে দীর্ঘকাল টিকে থাকতে পারে বলে। 
    এই গাছ পরিচর্যার সময় খুব একটা পানি না দিলেও সমস্যা হয় না। আপনি সব ধরনের মাটিতেই এই ফোনটি চাষ করতে পারবেন তবে বিশেষ করে বেলে মাটি হলে সবচেয়ে ভালো হয়। কারণ এটি মরুভূমির গাছ। আপনি চাইলে ব্যবসায়ী এবং শখবশত বৃক্ষটি রোপণ করতে পারেন।

    ব্লিডিং হার্ট ফুলঃ এই ফুলটি নাইজেরিয়া এবং আফ্রিকা মহাদেশ দেখতে পাওয়া যায়। ফুলটির নাম ব্লিডিং হার্ড হওয়ার কারণ ফুলের আকৃতি ভালোবাসার প্রতীকের মতো দেখতে। এর মাঝখান দিয়ে রক্ত পড়ছে। ঠিক এমনটাই দেখতেই ফুলের আকৃতি। 

    এই ফুলটির সাইজ তিন সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আপনি চাইলে ভুলটি আপনার বাড়ির ছাদে অথবা চাষের জন্য রোপন করতে পারেন। এই ফুলটি বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে লাল।

    মিলি ফুলঃ ফুলটি দেখতে অসাধারণ সুন্দর। সাধারণত ফুলটি হয় দুই পাপড়ি যুক্ত এর গায়ের রং গোলাপি কালারের হয়ে থাকে। এই ফুল গাছটির শরীর কাঁটাযুক্ত পাতাগুলো মোটা হয় এবং ঘন ঘন পানি দিতে হয়। যেমন দুইদিন এর মধ্যে একবার পানি দিলেই যথেষ্ট। ফুল গাছটি রোদে ভালো হয়।

    কাগজ ফুলঃ কাগজ ফুলটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পছন্দ ছিল। ফুলটি বিভিন্ন কালারের হয়ে থাকে লাল, গোলাপি, সাদা হয়। ফুলটির পাপড়িগুলো কাগজের মতো দেখতে এই জন্যই হয়তো এই ফুলটির নাম দিয়েছে কাগজ ফুল। অনেকগুলো পাতা বিশিষ্ট এই ফুলটি দেখতে অনেক সুন্দর। বাড়ির আঙিনায় অথবা তবে লাগাতে পারেন।

    টগর ফুলঃ আপনারা প্রায় একটি ফুলের নাম শুনে থাকবেন টগর ফুল। ফুলটি দেখতে এতটাই সুন্দর যে আপনার চোখ জুড়িয়ে যাবে। ফুলটির রং বিভিন্ন ধরনের হয়ে থাকলেও সাধারণত সাদাটি বেশি দেখা যায়। এই প্রজাতির দুই ধরনের ফুল বাংলাদেশে পাওয়া যায় একক গুচ্ছ এবং যুক্তগুচ্ছ। আপনি চাইলে ফুলটি টবে লাগাতে পারেন। সাধারণের এই ফুলটি আপনার বাড়িকে রাঙিয়ে রাখবে।
    রঙ্গন ফুলঃ এই ফুলটি অতি পরিচিত এবং সুন্দর। ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে লাল, গোলাপি এবং সাদা। ফুলটি অসংখ্য পাপড়ি বিশিষ্ট। এর এক একটি থোকায় কমপক্ষে সূত্রটির মতো পাপড়ি রয়েছে। যা একে অতি সুন্দর করে তোলে। 

    তাই আপনি যদি বাসায় টবের ভেতরে কাজটি রোপন করতে চান। অবশ্যই টবের সাইজ ১২ থেকে ১৪ ইঞ্চি হতে হবে। কারণ গাছটি অনেক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর পরিচর্যা ছাড়া এই গাছটি একদমই বাঁচতে পারে না।

    ম্যান্ডেভিলা ফুলঃ বাংলাদেশে এই ফুলটি একদমই নতুন গত ৪-৫ বছর আগে এই ফলটি বাংলাদেশে দেখতে পাওয়া যায়। ফুলটি দেখতে অপরূপ সুন্দর এবং এর পাঁচটি পাপড়ি আছে। গোলাপি এবং সাদা রংয়ের হয়ে থাকে। বাংলাদেশের অতিরিক্ত মাত্রায় গরমের মধ্যে ফুল গাছটি বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর।

    তাই এই ফুলের খুব একটা চাষাবাদ দেখা যায় না। মাঝে মাঝে কারো ছাদে টপের ভিতরে এই ফুলটি দেখা যায়। তাই আপনি যদি আপনার বাড়ির ছাদে টপের ভিতরে গাছটি রোপন করতে চান তাহলে করতে পারেন।

    টেকোমা ফুলঃ বাংলাদেশের যতগুলো সুন্দর ফুল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে টেকোমা। এই ফুলটি সাধারণত পাঁচটি কালারের হয়ে থাকে তার মধ্য থেকে সবচেয়ে বেশি হলুদ ও গোলাপি রঙের পাওয়া যায়। যা দেখতে অসম্ভব সুন্দর। আপনি চাইলে আপনার বাড়ির ছাদে টবের ভেতরে এই ফুল গাছটি রোপন করতে পারেন। যা আপনার ছাদের সৌন্দর্য বাড়িয়ে তুলবে।
    • জল গোলাপ ফুল
    • চাইনা টগর ফুল
    • প্রিয় দর্শিনী ফুল
    • কাঠচাঁপা ফুল
    • সাদা কাঠ গোলাপ
    উপরে যতগুলো ফুলের নাম উল্লেখ করা হয়েছে সবগুলোই বারোমাসি ফুলের গাছ। কিছু কিছু গাছ রয়েছে যেগুলো সারা বছর কম ফুল ধরলেও কয়েকটি মাস অনেক ধরে। আবার উল্লিখিত কিছু ফুল গাছ রয়েছে যেগুলো বারোমাসি ফুল ধরতে থাকে সমপরিমাণে। তাই আপনার পছন্দের ফুলগাছটি বাছাই করে বৃক্ষরোপণ শুরু করে দিন।

    গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে

    বারোমাসি ফুলের নামের তালিকা
    বাংলাদেশে গ্রীষ্মকালে বা গরম সময়টা কোন ফুল গুলো ফোটে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি গ্রীষ্মকালীন ফুল বেশি পছন্দ করেন অথবা গরমের সময় ফুল গাছগুলো লাগাতে চান। তাহলে এই ফুলের নামগুলো দেখে নিতে পারেন। নিচে নিম্নে উল্লেখ গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে তা উল্লেখ করা হলোঃ
    • সূর্যমুখী ও টাগর ফুল
    • জিনিয়া ও লিলি ফুল
    • বোতাম ও অ্যাডেনিয়াম ফুল
    • জবা ও নীল টগর ফুল
    • কাগজ ও বেগম বাহার ফুল
    • রঙ্গন ও করবী ফুল
    • চন্দ্র প্রভা ও নয়নতারা ফুল
    • ঘাস ও বেলি ফুল
    • অলোক নন্দা ও রজনীগন্ধা ফুল
    • কাঠ গোলাপ ও অপরাজিতা ফুল

    লতানো ফুল গাছের নাম

    বারোমাসি ফুলের নামের তালিকা
    আপনি যদি আপনার বাসাতে লতানো ফুল গাছগুলো লাগাতে চান। তাহলে নিচে এমন কিছু ফুলের নাম দেওয়া রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর এবং সুগন্ধি। যে ফুল গাছগুলো আপনার বাড়িকে সুন্দর করে তুলবে। তাই এখন আপনি যাচাই-বাছাই করুন কোন ফোন গুলো আপনার পছন্দ। নিম্নে নিচে লতানো ফুল গাছের নাম গুলো তুলে ধরা হলোঃ
    • রাখি ও চন্দ্র প্রভা ফুল
    • হংসলতা ও প্রভাত আভা ফুল
    • কুঞ্জ লতা ফুল
    • সোনাঝুরি লতা ফুল
    • বাসলাতা ফুল
    • অপরাজিতা ফুল
    • মাধবীলতা ফুল
    • মোম ফুল
    • ম্যান্ডেভিলা ফুল

    উপসংহার

    আমাদের দেশে অসংখ্য প্রজাতির ফুল পাওয়া যায়। তার মধ্য থেকে বাছাইকৃত করে ১০০ টি ফুলের নাম অথবা তার কাছাকাছি তুলে ধরা হয়েছে। আর এটি এ কারণেই যেন আপনারা এখান থেকে বাছাই করে ফুল গাছগুলো বাসাতে বৃক্ষরোপণ করতে পারেন। তাই আপনিও যদি একজন ফুল প্রেমী হন তাহলে নিশ্চয়ই এই ফুল গাছের নামগুলো পড়েছেন। ফুল মানুষকে ভালবাসতে শেখায় আর ভালোবাসা মানুষকে সুন্দর করে তোলে।

    শেষ কথা

    প্রিয় পাঠক কেমন আছেন। আপনারা নিশ্চয়ই বারোমাসি ফুল গাছের নামের তালিকা মধ্যে ফুলগুলোর নাম পড়ে এবং সেই সম্পর্কে বিস্তারিত জেনে উপকৃত হয়েছেন। আর সত্যিই যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url