ইনডোর গেমসের তালিকা - ইনডোর গেমস কাকে বলে

বাংলাদেশের জনপ্রিয় ইনডোর গেমসের তালিকায় যে সকল গেমস এর নাম রয়েছে। এই গেমস খেলার মাধ্যমে অনেক বিনোদন এবং মানসিক শান্তি পাবেন। তাই আপনি যদি না জানেন, যে জনপ্রিয় ইনডোর গেমস এর তালিকা তাহলে জেনে নিতে পারেন।
বাংলাদেশের জনপ্রিয় ইনডোর গেমসের তালিকা
আমাদের দেশে জনপ্রিয় দুই ধরনের খেলা রয়েছে। একটি হচ্ছে আউটডোর গেমস এবং অপরটি হচ্ছে ইনডোর গেমস। এই দুই ধরনের গেমস খেলার মাধ্যমে আপনি শারীরিক ও মানসিকভাবে তৃপ্তি পাবেন।তাই এই গেমসের তালিকা গুলো জেনে নিন।
পোস্ট সূচিপএঃ 

    ভূমিকা

    বর্তমান সময়ে আমরা খেলাধুলার কথা ভুলে গেছি। কারণ মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া এসে কেউ আর বাইরে বের হয় না। এমনকি ঘরে বসে যে সকল গেমস খেলা যায়। ওই গেমসগুলো খেলা থেকে বঞ্চিত। তাই আপনাদের প্রয়োজনের স্বার্থে জনপ্রিয় ইনডোর গেমসের তালিকা গুলো জানাবো।
    যেন আপনারা এই সকল গেমস খেলার মাধ্যমে নিজের মস্তিষ্ককে বিকাশিত করতে পারেন এবং মানসিক শান্তিতে জীবন যাপন করতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে না খেলাধুলার কারণে সবাই এখন মানসিক শূন্য তাই ভুগছে।

    ইনডোর গেমস কাকে বলে

    ইনডোর গেমস হলো সেই সকল খেলা যেগুলো শুধুমাত্র একটি আবদ্ধ জায়গার মধ্যে খেলা যায় তাকেই ইনডোর গেমস বলা বলে। যেমন ধরেন টেবিল টেনিস সাধারণত, এই খেলাটি শুধুমাত্র আবদ্ধ জায়গার মধ্যে খেলার জন্য উপযোগী। এমন আরো অনেক ধরনের গেমস ইনডোর গেমস রয়েছে। যেগুলোর তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

    ইনডোর গেমসের তালিকা

    সাধারণত গেমস অথবা খেলা দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি বাহিরে খেলা যায় সেটাকে আউটডোর গেমস বলে এবং দ্বিতীয়টি ইনডোর গেমস শুধুমাত্র একটি আবদ্ধ জায়গায় খেলা যায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনডোর গেমসের তালিকা গুলো নিয়ে। 
    আমাদের আশপাশে খেলার মাঠ বা স্থানের সংখ্যা কমে যাওয়ার কারণে আমাদের বিনোদন কমে যাচ্ছে। আর এই বিনোদন পাওয়ার জন্য ইনডোর গেমসকে বেছে নিচ্ছি। আমরা খেলাধুলার মাধ্যমে মানসিকভাবে সুস্থ থাকতে পারি।

    ১। লুডু গেমসঃ আপনারা সকলেই কখনো না কখনো লুডু খেলার কথা শুনেছেন। আমাদের দেশে এই গেমসটি অধিক জনপ্রিয়তা লাভ করেছে। গ্রাম থেকে শহরের সকল ধরনের মানুষ অনেক পছন্দ করে। এই গেমটি খেলতে সর্বনিম্ন দুইজন প্রয়োজন হয় এবং সর্বোচ্চ চার জন খেলা যায়। গেমস টি সকল বয়সের মানুষ খেলে। এই জন্য ইনডোর গেমস এর মধ্যে খেলাটি অধিক জনপ্রিয়।

    ২। দাবা গেমসঃ আমরা সকলেই এই গেমস টির নাম শুনেছি। এই খেলাটি শুধু বাংলাদেশের জনপ্রিয় অধিক নয়। গেমসটি পুরো পৃথিবীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই খেলাটি অনেক কঠিন এবং অনেক বুদ্ধি দিয়ে খেলতে হয়। এই খেলাটি সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ দুইজন খেলতে পারে। গেমসটি সকল বয়সের মানুষ খেলতে পারে।

    ৩। কেরাম গেমসঃ আমাদের বাংলাদেশে কেরাম গেমস এতটাই জনপ্রিয় যে, গ্রাম থেকে শুরু করে শহর সকলেই এই গেমসটি খেলে থাকে। গেমসটিতে তিন কালারের ঘুটি থাকে লাল, সাদা এবং কালো। কালো কালারের ঘুটি ১১ টি, সাদা কালারের ঘুটি ১১ টি এবং লাল যেটিকে কেরামের কিং বলা হয়। খেলাটিতে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ চারজন হয়। এটি সকল বয়সের মানুষ খেলতে পারে।
    ৪। টেবিল টেনিস গেমসঃ টেবিল টেনিস ইনডোর গেমসের, একটি জনপ্রিয় খেলা। যে খেলাটি বাংলাদেশে একটু কম জনপ্রিয় হলেও পুরো পৃথিবীতে এর জনপ্রিয়তা অনেক বেশি। খেলাটিতে দুইজন ব্যক্তি, একটি টেবিল, দুটি টেনিস ব্যাট এবং টেনিস বল প্রয়োজন হয়। খেলাটি তো সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ চারজন খেলতে পারে। এই খেলাতেও সকল বয়সের মানুষ খেলতে পারে।

    ৫। ভিডিও গেমসঃ বর্তমানে আধুনিক যুগের গেমসের অধিক জনপ্রিয় একটি গেমস হচ্ছে ভিডিও গেমস। বাংলাদেশে বর্তমান সময়ে এতটাই জনপ্রিয় যে প্রায় ৫০% থেকে ৬০% বাচ্চা গেমসগুলো খেলে থাকে। এমনকি গেমস টি খেলার জন্য কোন বয়সের প্রয়োজন হয় না। সকল বয়সের মানুষ হতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গেমসটি একা একা খেলা যায়। এজন্য এটি অধিক জনপ্রিয়।

    ৬। বক্সিং গেমসঃ বাংলাদেশে ইনডোর গেমস এর মধ্যে বক্সিং খেলাটির জনপ্রিয়তা একটু কম থাকলেও খেলাটি সবাই পছন্দ করে। এই খেলাটির জন্য সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ দুই জন প্রয়োজন হয়। খেলার জন্য গ্লোবসের প্রয়োজন পড়ে। এটি সকল বয়সের মানুষ খেলতে পারে।
    ৭। পুল গেমসঃ ইনডোর গেমস এর মধ্যে আর একটি গেমস হচ্ছে পুল গেমস। এই গেমসটি প্রাপ্তবয়স্কদের মাঝে অধিক জনপ্রিয়। কিন্তু এটি একটি ব্যয়বহুল গেম এর জন্য সবাই এই গেমস টি খেলতে পারেনা। কিন্তু এটি ইনডোর এর মধ্যে খেলা যায়।

    ৮। বাস্কেটবল গেমসঃ পৃথিবীতে যে গেমসগুলো জনপ্রিয়তার শীর্ষে তার মধ্যে একটি হচ্ছে বাস্কেটবল। বাস্কেটবল ছোট বড় সবাই খেলতে পারে। এটি খেলার জন্য একটি নেট এবং একটি বল প্রয়োজন। খেলাটিতে দলভুক্তভাবে খেলতে হয়। দুটি দল থাকে প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়ার প্রয়োজন হয়।

    ৯। ব্যাডমিন্টন গেমসঃ ব্যাডমিন্টন আমাদের দেশে অধিক জনপ্রিয়। গেমসটি খেলতে বেশি দেখা যায় শীতের সময়। এটি খেলার জন্য দুইটি ব্যাড এবং ফেদারের প্রয়োজন হয়। খেলার জন্য সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ চারজন লাগে। গেমস টি ছোট থেকে বড় সকলে খেলতে পারে এবং সকলের কাছে জনপ্রিয়তার শীর্ষে।

    ১০। চেয়ার গেমসঃএই গেমসটি বাংলাদেশে তেমন একটি জনপ্রিয়তা নেই। তবে সকলেই গেমসটি খেলতে পছন্দ করে। গেমসটি খেলার জন্য সর্বনিম্ন দুইজন এবং তার অধিক খেলোয়াড়ের প্রয়োজন হয়। খেলার নিয়ম হচ্ছে যত জন খেলোয়াড় থাকবে তার থেকে একটি চেয়ার কম থাকে।

    আর গেমসটি খেলার সময় মিউজিক বাজানো হয়। মিউজিক থামার পরে যে ব্যক্তি কোন চেয়ার পাবেনা। ওই ব্যক্তিটি বাদ বলে ঘোষিত হবে। এভাবে করে যে ব্যক্তি শেষ পর্যন্ত টিকে থাকবে। ওই ব্যক্তিটি জয়ী বলে ঘোষিত হবে।
    ১১। কার্ড গেমসঃ কার্ড গেমসটি খেলার জন্য কার্ডের প্রয়োজন হয়। এটি খেলার জন্য সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ যতজন ইচ্ছা খেলা যায়। এই খেলাটি তে তেমন কোন ব্যয় হয় না। এটি সকল বয়সের মানুষ খেলতে পারেনা। শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক তারাই খেলতে পারে।

    ১২। টেনিস গেমসঃ ইনডোর গেমস এর মধ্যে এটি অধিক জনপ্রিয় একটি গেমস। এই গেমসটি খেলার জন্য তেমন কিছুর প্রয়োজন পড়ে না। এটি খেলার জন্য দুটি ব্যাড এবং টেনিস বলের প্রয়োজন হয়। এটি খেলতে পারে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ চারজন। খেলাটি ছোট সবাই খেলতে পারে।

    ১৩। লুকোচুরি গেমসঃ আমাদের দেশের বাচ্চাদের মধ্যে অধিক জনপ্রিয় একটি খেলা হচ্ছে লুকোচুরি। এটি খেলার জন্য কোন সরঞ্জামের প্রয়োজন হয় না। তিন থেকে চারজন এবং তার অধিক খেলতে পারে। ধরুন পাঁচ জন রয়েছে তার মধ্যে একজন এক থেকে একশ পর্যন্ত গুনবে বাকি সবাই লুকিয়ে রাখবে। 

    গুণা শেষ হলে সবাইকে খুঁজে বের করতে হবে। তাকে প্রথমে খুঁজে বের করবে সে আবার ওই নিয়ম মেনে খেলা চালিয়ে যাবে। বাচ্চাদের মাঝে জনপ্রিয়তার কোন কমতি নেই।

    ইনডোর গেমসের উপকারিতা

    আমরা সকলেই জানি খেলাধুলার মধ্যে রয়েছে উপকারিতা। ঠিক তেমনি ভাবে ইনডোর গেমস এর উপকারিতা রয়েছে। প্রত্যেকটি স্বাভাবিক মানুষের জন্য গেমসের অথবা খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ খেলাধুলার মাধ্যমে আপনি মানসিক শান্তি পাবেন। নিজেকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারবেন। তাহলে এই ইনডোর গেমসের মধ্যেও কোন উপকারিতা গুলো রয়েছে।
    • ইনডোর গেমস খেলার মাধ্যমে মস্তিষ্ক বিকাশিত হবে।
    • বাহ্যিক জ্ঞান বিকাশিত হবে।
    • নিজেকে আরেকজনের সামনে উপস্থাপন করার অভিজ্ঞতা হবে।
    • নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।
    • অপরজনের আচরণ সম্পর্কে অবগত হওয়া যাবে।
    • অন্যান্য মানুষের সাথে কথা বলার দক্ষতা বাড়বে।
    • মানসিক এবং শারীরিকভাবে শান্তি পাওয়া যাবে।
    তাই প্রত্যেকটি স্বাভাবিক মানুষের উচিত তাদের খেলাধুলার সাথে নিজেকে নিযুক্ত রাখা। কারণ খেলাধুলার মাধ্যমে আপনি এমন কিছু শিখতে পারবেন। যা আপনাকে পাঠ্যপুস্তক শেখাতে পারবে না। যে কোন খেলা খেলতে পারেন এটি আউটডোর গেমস কিংবা ইনডোর গেমস। নিজেদের সব সময় খেলাধুলার সাথে যুক্ত রাখুন।

    শেষ কথা

    আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি ভাল আছেন। আপনারা যদি ইনডোর গেমসের তালিকা গুলো জেনে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার আশেপাশের বন্ধু এবং পরিবারকে জানান। যেন তারাও খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে পারে। পুরো প্যারাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্যারাটি পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হলো।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url