ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস

নিশ্চয়ই আপনি ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস কোনটা ভালো তা জানার জন্য খুজাখুঁজি করছেন। এখনই খোঁজাখুঁজি বন্ধ করে ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবে কোন ফেসওয়াস তা জানতে পারবেন। পাশাপাশি ছেলেদের ফেসওয়াস কোনটা ভালো হবে তাও জানতে পারবেন। তাই উপযুক্ত ফেসওয়াস ব্যবহার করার জন্য পুরো তথ্যটি পড়ে নিতে পারেন।
ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস কোনটা ভালো জেনে নিন
ত্বকের যত্নে ছেলে অথবা মেয়ে সকলেই সচেতন। কারণ ত্বক হচ্ছে আপনার বাহ্যিক সৌন্দর্যের একটি মাধ্যম যা আপনাকে অন্যের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করতে সহযোগিতা করে। তাহলে ছেলেদের ত্বকের জন্য ফেসওয়াস কোনটা ভালো হতে পারে তা জেনে নিন।
পোস্ট সূচীপত্রঃ 

    ভূমিকা

    ত্বকের যত্নে আমরা কখনো কৃপণতা করি না। তাই তো অনেকেই জানার জন্য আগ্রহী ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ফেসওয়াস কোনটা ভালো হবে। ছেলে হোক বা মেয়ে সবাই ত্বকের প্রতি একটু বেশি যত্নশীল। ছেলেদের ক্ষেত্রে নিজেকে সুন্দর দেখানোর জন্য ত্বকের উজ্জ্বলতায় সবকিছু।

    ত্বকে যদি ময়লা, তৈলাক্ত ভাব, পিম্পল ও শুষ্ক হয়ে থাকে তাহলে দেখতে অনেকটাই খারাপ লাগে। তবে এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য ভুলেও কখনো সাবান ব্যবহার করবেন না। সাবান আপনার ত্বকের অনেক ক্ষতি করে। তাই ত্বকে সাবান ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য ছেলেদের জন্য রয়েছে কিছু ভালো ফেসওয়াস।

    যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ত্বকের জন্য ক্ষতিকর ডার্ক সার্কেলগুলো দূর করবে। শুধু তাই নয় সূর্যের ক্ষতিকর আলোক রশি থেকে ত্বককে রক্ষা করবে। তাই নিচে উল্লেখিত ছেলেদের মুখের জন্য উজ্জ্বলতা বৃদ্ধি করতে কোন ফেসওয়াস ভালো হবে তা জেনে নিন।

    ছেলেদের ফেসওয়াস ভালো কোনটা

    অনেকেই জানার জন্য আগ্রহী ছেলেদের জন্য কোন ফেসওয়াসটা ভালো হবে। এই বিষয়টি নির্দিষ্ট করে বলার কোন উপায় নেই। কারণ সবার ত্বক একই রকম হয় না। যেমন মেয়েদের মধ্যে ত্বকের ভিন্নতা রয়েছে। ঠিক তেমনি ছেলেদের মধ্যেও ত্বকের ভিন্নতা রয়েছে।
    আর ত্বকের উপরের ভিত্তি করে বাজারে বিভিন্ন ধরনের ফেসওয়াস পাওয়া যায়। তবে একটু দেখেশুনে ফেসওয়াস কিনুন। কারণ বাজারে নকল প্রডাক্টের অভাব নেই। সব সময় ব্রান্ডের ফেসওয়াস গুলো ব্যবহারের চেষ্টা করবেন। সেগুলোর দাম একটু বেশি হলেও মান ভালো হয়।

    যেমন গার্নিয়া, উষ্ট্রা, ওয়াও,মামা আর্থ, নিভিয়া ও পন্ডস এর মত অনেক নামিদামি ব্র্যান্ড রয়েছে। সেই ব্রান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার স্ক্রিনের ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। তাই নিজের ত্বককে সুরক্ষিত রাখার জন্য যাচাই-বাছাই করে তারপরে ব্যবহার শুরু করুন।

    ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস

    আমরা আমাদের ত্বককে সুরক্ষিত রাখার জন্য ও সুন্দর দেখানোর জন্য অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি কোন প্রোডাক্টটা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তারপরও আমরা অনেকেই সঠিক জিনিসটা বাছাই করতে ভুল করি।
    এরই পেরিপেক্ষিতে ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস কোনটা ভালো হবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য ফেসওয়াস কোনটা ভালো হবে সেটি জেনে নিন।

    ১। উষ্ট্রা একনে কন্ট্রোল ফেসওয়াসঃ এই ফেসওয়াস অয়েল, ড্রাই ও সাধারণ যেকোনো ত্বকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। সাধারণত পিম্পল দূর করার জন্য ও ত্বকের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। কারণ এর মধ্যে আছে নিম ও চারকোল যা পিম্পল ও ত্বক থেকে ময়লা দূর করতে সহযোগিতা করে।

    ফেসওয়াসটি যেকোনো ধরনের ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক নির্যাসের উপাদান দ্বারা তৈরিকৃত। যার ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তাই বিনা সংকোচে আপনারা এই ফেসওয়াসটি ব্যবহার করতে পারেন।

    ২। উষ্ট্রা ইনটেন্স অয়েল কন্ট্রোল ফেসওয়াসঃ এই ফেসওয়াসটি তাদের জন্য যাদের ত্বক সব সময় তৈলাক্ত ভাব থাকে। তৈলাক্ত স্কিনের জন্য এটি দারুন উপকারী কারণ বাসিল ও লাইম রয়েছে। এ দুটি উপাদান এর কাজ হচ্ছে ত্বক থেকে ওয়েল রিমুভ করা। সারাদিন অনেক ধুলাবালি ও পরিশ্রম করার পরে মুখের তৈলাক্ত ভাব ফুটে ওঠে। বিভিন্ন ধরনের জীবাণু মুখে আটকে থাকে।

    আর এই জন্য মুখ ফ্রেশ ও ওয়েল কন্ট্রোল রাখতে ফেসওয়াসটি ব্যবহার করুন। পাশাপাশি কিছুটা হলেও মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভূমিকা রাখবে। এই ফেসওয়াসটির মধ্যে কোন ধরনের কেমিক্যাল নেই সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। প্রাকৃতিক উপাদান দ্বারা ফেসওয়াসটি তৈরি করা হয়েছে। যা সকল ধরনের ত্বকের জন্য সুইটেবল হবে।

    ৩। ওয়াও উপটান ফেসওয়াসঃ এই ফেসওয়াসটি প্রকৃতির নির্যাস থেকে তৈরি। কারণ এর মধ্যে রয়েছে বাদাম, হলুদ, জাফরণ, চন্দনের তেল ও গোলাপ জলের মতো উপাদান। যা ত্বকের গভীরও গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সহায়তা করে। শুধু তাই নয় এই ফেসওয়াসটি ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্য ফিরে পেতেই ব্যবহার করা হয়।

    আবার তৈলাক্ত ত্বক থেকে তেল বের করে মুখ ফ্রেশ ও টানটান রাখতে সহায়তা করে। তাই যারা মুখের উজ্জ্বলতা ফিরে পেতে অনেক ধরনের ফেসওয়াস ব্যবহার করেও কোন কাজ হচ্ছে না। তাহলে এই ফেসওয়াসটি একবার ব্যবহার করে দেখতে পারেন। কারণ এটির মূল কাজ হচ্ছে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা। এই ফেসওয়াসটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। তাই সব ধরনের ত্বকেই সুইটেবল হবে।

    ৪। মামা আর্থ উপটান ফোমিং ফেসওয়াসঃ এই ফেসওয়াসটি সম্পূর্ণরূপে ন্যাচারাল ভাবে তৈরি। এর মধ্যে কোন রকম কেমিক্যাল নেই। তাই এই ফেসওয়াসটি যেকোনো ধরনের ত্বকে সুট করবে। এর মধ্যে দুটি উপকরণ পাওয়া যায় টারমারিক ও শেফরন।

    এই দুটি উপকরণ আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাই আপনি যদি কেমিক্যাল মুক্ত কোন ফেসওয়াস খুঁজে থাকেন। তাহলে এই ফেসওয়াসটি আপনার যোগ্য হয়ে উঠবে। তাই ছেলেদের মুখের বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এই ফেসওয়াসটি ব্যবহার করতে পারেন।

    ৫। গার্নিয়া ম্যান পাওয়ার হোয়াইট ডবল একশনঃ এই ফেসওয়াসটি আপনার মুখের তৈলাক্ত ভাব দূর করতে দারুন সহায়তা করবে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করার পরে মুখে অনেক ধরনের ময়লা আস্তরণ পড়ে থাকে। যা ত্বকের উজ্জ্বলতা কে নষ্ট করতে সাহায্য করে। আর এরই জন্য আপনি ব্যবহার করতে পারেন গার্ডিয়া ম্যান হোয়াইট ডাবল একশন ফেসওয়াস।

    এই ফেসওয়াসটি আপনার তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি ত্বক সব সময় ফ্রেশ ও ঠান্ডা রাখতে সহযোগিতা করবে। এই ফেসওয়াসের মধ্যে প্রধান দুটি উপকরণ রয়েছে চারকোল ও আইসি ক্লে কমপ্লেক্স (Charcoal and Icy clay complex)।

    চারকুলের কাজ হচ্ছে আপনার ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করা। আর আইসি ক্লে কমপ্লেক্স আপনার ত্বক ফ্রেশ রাখার জন্য ভূমিকা পালন করে যাবে। পাশাপাশি মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কোন কৃপণতা করে না। তাইতো অনেকের পছন্দের তালিকায় এই ফেসওয়াসটি রেখে দেয়।

    ৬। পন্ডস সিম্পল ক্লিয়ার ফর ম্যানঃ যাদের মুখে ব্রণ এর সমস্যা রয়েছে। বিশেষ করে তাদের জন্যেই এই ফেসওয়াসটি। শুধু তাই নয় এই ফেসওয়াস মুখের উজ্জ্বলতা কেউ বাড়াতে সহযোগিতা করতে পারে। এর মধ্যে রয়েছে থাইম টি এসেন্স ও স্যালিসাইলিক এসিড (Thymo t essence and Salicylic acid)। এই উপকরণগুলো আপনার ত্বকে যে ব্রুণগুলো সেগুলো দূর করবে।

    আবার যে ব্রুণগুলো আগামীতে ওঠার চিন্তা ভাবনা করছে সেগুলো থেকেও মুক্তি পাবেন। আসল কথা হচ্ছে ব্রুণ থেকে মুক্তি পাবেন তো অবশ্যই সাথে সাথে এই ফেসওয়াসটি আপনাকে পরিষ্কার ও ফ্রেশ একটি ত্বক উপহার দেবে। যেন মনে হবে মুখটা হালকা মনে হচ্ছে। তাইতো এই ফেসওয়াসটা আপনি ব্যবহার করতে পারেন।

    ৭। হিমালয়া পিম্পল ক্লিয়ার নিম ফেসওয়াসঃ এই ফেসওয়াসটির আসল উদ্দেশ্য হচ্ছে ত্বক থেকে পিম্পল দূর করা। এই ফেসওয়াসটির মধ্যে আছে স্যালিসাইলিক এসিড ও নিম যা প্রধানত পিম্পল হওয়া থেকে রোধ করতে ও দূর করতে সহায়তা করে। তবে এই ফেসওয়াসটি দ্বারা আপনি শুধুমাত্র মুখ থেকে ব্রুণ দূর করতে পারবেন। অন্যথায় ত্বকের উজ্জ্বলতায় তেমন একটা ব্যবহার হয় না।
    তাই যা যারা ব্রুণের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। তাদের জন্য এই ফেসওয়াসটি হবে ফলদায়ক। তবে এই ফেসওয়াসের একটি খারাপ দিক রয়েছে। যেটি আপনাকে ভোগান্তিতে ফেলতে পারে। তাহলো ফেসওয়াসটি মুখে দেওয়ার পরে মুখ কিছু খনের জন্য হালকা কালো ভাব থাকে। পরে অবশ্য পূর্বের অবস্থায় ফিরে আসে।

    ছেলেদের ফেসওয়াস ব্যবহারের নিয়ম

    প্রত্যেকটি জিনিসের ব্যবহারের কিছু নিয়ম-নীতি রয়েছে। ঠিক তেমনি ভাবে ফেসওয়াস ব্যবহার করতে হলে তার ব্যবহার গুলো জানা প্রয়োজন। কারণ আমাদের ত্বক খুবই সেনসিটিভ। একটু ব্যবহারের বিঘ্নতা ঘটলেই সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

    আর ত্বকের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই ভয়ানক হয়। তাই ছেলেদের ফেসওয়াস ব্যবহারের নিয়মের মধ্যে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো জেনে নেওয়া প্রয়োজন। তাই ফেসওয়াস এর ব্যবহারের নিয়ম গুলো জেনে নিন।
    • প্রত্যেকদিন দুইবার ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। সকাল ও রাতে ঘুমানোর আগে ভালো করে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এর জন্য প্রথমে যেটা করতে হবে।
    • প্রথমে নরমাল পরিষ্কার পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। তারপরে হাতে কিছু ফেসওয়াস নিয়ে মুখে লাগিয়ে দিন। কিছুক্ষণ মুখ ম্যাসাজ করতে থাকুন।
    • এরপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধৌত করুন। অবশ্যই পানিটি অতিরিক্ত গরম ও ঠান্ডা হওয়া যাবে না। পানিটি স্বাভাবিক বা নরমাল থাকতে হবে।
    • খেয়াল রাখতে হবে মুখের আশেপাশে যেন ফেসওয়াস এর ফেনা না লেগে থাকে। ভালো করে মুখ ধৌত করতে হবে।
    • তারপরে পরিষ্কার কোন তোলা দিয়ে মুখ মুছে ফেলতে হবে। অবশ্যই মুখ মুছে ফেলার সময় জোরে জোরে ঘষাও যাবে না আস্তে আস্তে মুছতে হবে।
    • মুছে ফেলার পরে কোন মশ্চারাইজার মুখে লাগাতে হবে।
    • এভাবে নিয়মিত যেকোনো ফেসওয়াস ব্যবহারের ফলে। আপনার ত্বকের সমস্যা গুলো নিমিষেই দূর হয়ে যাবে। কিন্তু সঠিক ফেসওয়াস বাছাই করা খুবই প্রয়োজন।

    ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ড এর ফেসওয়াস ভালো

    প্রায়ই ছেলেদের ত্বকে শুষ্ক অথবা তৈলাক্ত ভাব থাকে। আর চেহারায় তেলতেলে ভাব থাকা অনেক বিরক্ত কর। কারণ এই তেলতেলে ভাবের কারণে চেহারার উজ্জ্বলতা ফুটে উঠতে পারে না। মেয়েদের থেকে ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি ঘটে। এখন ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ডের ফেসওয়াস টি ভালো হবে।

    আমার মনে হয় এর জন্য আপনাকে সঠিক ব্র্যান্ডের প্রোডাক্টটি বেছে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যা তৈলাক্ত ত্বক থেকে মুক্তি দিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তাহলে আর দেরি না করে ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ডের ফেসওয়াস টি ভালো তা জেনে নিন।
    • গার্নিয়া ম্যান পাওয়ার হোয়াইট ডবল একশন
    • ওয়াও উপটান ফেসওয়াস
    • উষ্ট্রা ইনটেন্স অয়েল কন্ট্রোল ফেসওয়াস
    • ক্লিন এন্ড ক্লিয়ার ফেসওয়াস

    ছেলেদের ফেসওয়াস এর দাম কত

    ছেলেদের ফেসওয়াসের দামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। সব ফেসওয়াসের দাম একই রকম হয় না। এটি ফেসওয়াস এর ব্র্যান্ডের উপরে নির্ভর করে। আপনি কোন ব্র্যান্ডের ফেসওয়াসটি ব্যবহার করবেন তার ওপরে ফেসওয়াসটির দাম নির্ভর করবে। যদি ভালো ব্র্যান্ডের ফেসওয়াস ব্যবহার করেন তাহলে দাম বেশি। আর যদি লোকাল ব্র্যান্ডের ফেসওয়াস ব্যবহার করেন তাহলে দাম কম।

    উপসংহার

    পরিশেষে বলা যায় আমরা সকলেই ত্বকের বিষয়টি নিয়ে খুব সচেতন। কারণ নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সকলেই আগ্রহী। আর এর জন্য সঠিক ব্র্যান্ডের প্রোডাক্টটি বাছাই করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের স্কিন খুবই সেনসিটিভ যার কারণে অল্পতেই ত্বকের ক্ষতি হয়ে যায়। তাই ত্বকের যেন কোন রকম ক্ষতি না হয় সেদিকে খেয়াল আমাদেরকে রাখতে হবে।

    আর এই খেয়াল রাখার জন্য উপরে উল্লেখিত ফেসওয়াসগুলো ব্যবহার করার দরকার আছে। আপনার কোনটা মুখে শুট করবে তা অবশ্যই বুঝে নিতে হবে। কারণ সকলের মুখের আদ্রতা একই রকম হয় না। আর অবশ্যই ফেসওয়াসগুলোর ব্যবহারের নিয়ম জেনে ব্যবহার করুন। তা না হলে ত্বকের নানান ধরনের ক্ষতি হতে পারে।

    শেষ কথাঃ প্রিয় পাঠক ইতিমধ্যে ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস কোনটা ভালো সে বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছেন। যদি এ তথ্যগুলো পড়ে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার বন্ধুদেরকে এই ফেসওয়াসগুলো সম্পর্কে অবগত করুন। যেন তারাও ফেসওয়াসগুলো ব্যবহার করে উপকৃত হতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url