চুলের জন্য পান পাতার উপকারিতা - মিষ্টি পান খাওয়ার উপকারিতা
আপনি যদি চুলের জন্য পান পাতার উপকারিতা সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে থাকেন। পাশাপাশি মিষ্টি পান খাওয়ার উপকারিতা ও খালি মুখে পান পাতা খাওয়ার উপকারিতা জানতে চান। তাহলে এই পুরো তথ্যটি পড়ার মাধ্যমে আপনি উপকৃত হবেন। কারণ এখানে শুধুমাত্র পান পাতার বৈশিষ্ট্যপূর্ণ উপকার ও পুষ্টি গুনাগুন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
পান পাতা খেতে অনেকেই ভালোবাসেন। তবে এই ভালোবাসাকে উপকারিতায় রূপান্তর করার জন্য খাওয়ার নিয়ম গুলো জানা প্রয়োজন। তাহলে আপনি পান পাতা খেয়ে তার যথাযথ উপকার গুলো পাবেন।
পোস্ট সূচীপত্রঃ
ভূমিকা
পান পাতার নাম শুনেনি অথবা দেখেনি এমন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব। কিন্তু পান খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। পান অনেক ভাবে খাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে মিষ্টি পান। এই মিষ্টি পান খাওয়ার উপকারিতা রয়েছে। এটি শুনেও অনেকেই অবাক হতে পারেন। অবাক হওয়ার কিছু নেই।
আমাদের দেশে পানের প্রচলন আজকের নয় এর ইতিহাস শত শত বছরের। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা পান খেত উপকারিতা সম্পর্কে না জেনে। আবার অনেকেই এই বিষয়গুলো জানতেন। আমাদের দেশের গ্রাম অঞ্চল গুলোতে বিঘার পর বিঘা জমিতে পান চাষ করা হয়ে থাকে। আর সেই পান সারা দেশে ছড়িয়ে যায়।
অনেকেই পানের সাথে জর্দা, খর, সুপারি ও চুন মিশিয়ে খেতে পছন্দ করেন। এভাবে খেলে কি কোনো উপকারিতা পাওয়া যায়। আসুন মিষ্টি পান খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি চুলের জন্য পান পাতার উপকারিতা ও গুনাগুন গুলো জেনে নেই। আরো শুধু পানের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা গুলোও জানতে পারবেন।
পান খাওয়ার উপকারিতা
আমরা সকলেই কখনো না কখনো একটি অথবা দুটি পান খেয়েছি। আর না খেয়ে থাকলেও এর উপকারিতা জানার পরে পান খাওয়ার আগ্রহ প্রকাশ করবেন। কারণ পান খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি এর উপকার ও গুনাগুন বৈশিষ্ট্য। তাই হয়তো বয়স্ক ব্যক্তিরা পান খেতে অনেক পছন্দ করেন।
আরো পড়ূনঃ চিড়া খাওয়ার উপকারিতা ও অপকারিতা
সব সময় তারা মুখে একটি পান দিয়ে চিবাতে থাকবেন। পানের সাথে খর ও সুপারি খেতেও তারা পছন্দ করেন। আপনিও যদি পান খাওয়ার উপকারিতা সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে থাকেন। তাহলে এই পুরো তথ্যটি পড়ে নিতে পারেন।
১। ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ পান পাতার মধ্যে রয়েছে ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারিতা। কারণ পান পাতা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। পান পাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু উপাদান যা রক্তের শর্করা সঠিক মাত্রায় রাখতে সহায়তা করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য পান পাতা চিবিয়ে খেতে পারেন।
২। দুর্গন্ধ দূরীকরণঃ যারা মুখের দুর্গন্ধের কারণে মানুষের সাথে কথা বলতে দ্বিধাবোধ করেন। তারা নিয়মিত পানের রস বা চিবিয়ে খাওয়ার মাধ্যমে মুখের ভিতরে থাকা দুর্গন্ধ দূর করতে পারেন। কারণ পাতার ভিতরে থাকা অ্যান্টিসেপটিক নামক উপাদান দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করতে সাহায্য করে। তাই পান পাতা খাওয়ার মাধ্যমে এর উপকারিতা ও পুষ্টি গুনাগুন নিতে পারেন।
৩। হজম সমস্যাঃ আপনার যদি খাওয়ার পরে হজমের মত সমস্যার সম্মুখীন হন। তাহলে পান পাতা খাওয়ার মধ্যে উপকারিতা রয়েছে। পাতাটি আপনার পেটের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিয়ে থাকে। আমরা অনেকেই আছি যারা ভালো-মন্দ খাওয়ার পরে তাড়াতাড়ি হজম হওয়ার উদ্দেশ্যে সফ ড্রিংস খেয়ে থাকি। এই ধারণাটি একদম ভুল। হজম শক্তি বৃদ্ধি করার জন্য অন্য সকল খাদ্যের মতো পানের মধ্যেও উপকারিতা রয়েছে।
৪। শুকনো কাশির সমাধানঃ সর্দি ও কাশি আপনাকে বিরক্তকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিশেষ করে শুকনো কাশি মানে খুশখুসে কাশি যার আছে তার যন্ত্রণার শেষ নেই। কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় তবুও কাশি পিছু ছাড়ে না। আর এই কাশিকে পিছু ছাড়াতে হলে পানের বোটা চিবিয়ে খেতে হবে অথবা পান পাতার রস খেলে ভালো হয়।
৫। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণঃ আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য পান পাতার মধ্যে রয়েছে দারুণ উপকারিতা। উচ্চ রক্তচাপের কারণে হার্টের ঝুঁকি বাড়তে পারে। এই ঝুঁকি কমাতে পান পাতা রসের মধ্যে আছে এমন কিছু উপাদান যা উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের ঝুঁকি কমায়। এই রসের অসংখ্য উপকারিতার মধ্যে এটি বিশেষ উপকার।
৬। ব্যাকটেরিয়া ও ছত্রাকঃ আপনি কি জানেন পান পাতার মধ্যে এমন বিশেষ উপকারিতা রয়েছে যা শরীর থেকে খারাপ ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করতে সাহায্য করে। পাশাপাশি ভাইরাসের হাত থেকেও রক্ষা করতে সহায়তা করে। কারণ পান পাতাতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও ফটোকেমিক্যাল নামক উপাদান যেগুলো খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করে।
৭। ব্যথা উপশমঃ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা যেমন বাতের ব্যথা, কোমরে ব্যথা, গিঁটে গিটে ব্যথায় উপশম দেয়। তাইতো শরীরের যে কোন স্থানে ব্যথার জন্য পান পাতার মধ্যে আছে উপকারিতা। শরীরের যেই স্থানে ব্যথা ওই স্থানগুলোতে পান পাতা রস মালিশ করে দিন। ফলাফল হিসেবে দেখবেন ব্যথা আস্তে আস্তে উপশম হয়ে যাচ্ছে।
৮। মাথা ব্যথাঃ মাথা ব্যথার সমস্যা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। তাইতো এই মাথাব্যথা থেকে উপশম পাওয়ার জন্য পান পাতার রস ব্যবহার করতে পারেন। কিছু পান পাতা থেকে রস বের করে মাথায় মালিশ করুন। নিমিষেই মাথাব্যথা দূর হয়ে যাবে। এই জন্যই মাথা ব্যথার জন্য রয়েছে পান পাতাতে উপকার ও পুষ্টি গুনাগুন।
৯। মানসিক চাপঃ আমরা সকলেই কখনো না কখনো মানসিক চাপের মতো ব্যাধির মধ্য দিয়ে গেছি। কিন্তু অনেকে আছি যারা বর্তমানেও মানসিক চাপের মধ্যে দিয়ে সময় পার করছি। এই দুশ্চিন্তা মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। তাই তো মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য পান পাতার কাছে আছে উপকার।
১০। গ্যাস্ট্রিকের সমাধানঃ ছোটখাটো রোগের মধ্যে একটি হচ্ছে গ্যাসের সমস্যা। এটি ছোটখাটো সমস্যা হলেও মাঝে মাঝে বিরক্তকর কিছু পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। তাইতো খাওয়া দাওয়ার পরে একটু পান পাতার রস খেয়ে নিতে পারেন। তাহলে এর থেকে গ্যাস দূরীভূত হয়ে যাবে। পাশাপাশি পেটের ভিতরে জ্বালাপোড়া থেকেও নিস্তার পাবেন।
১১। ত্বকের জন্য উপকারঃ ত্বকের জন্যেও পান পাতার মধ্যে রয়েছে বিশেষ উপকার। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বক কালো দাগ দূর করা, ব্রুণ থেকে নিস্তার ও ফুসকুড়ি মতো সমস্যা থেকে মুক্তি পেতে পান পাতার রস ব্যবহার করুন। কিছু পরিমাণ পান পাতার রসের সাথে এলোভেরা, হলুদ অথবা গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। আর ফলাফল হিসেবে ত্বকের ভিতরে থাকা সমস্যাগুলো থেকে নিস্তার পেতে সহায়তা করবে।
১২। দাঁতের সুস্থতাঃ, দাঁতের মাড়িকে সুস্থ রাখার জন্য পান পাতার প্রয়োজনীয়তা রয়েছে। দাঁতের মাড়ির রক্ত পড়া রোধ ও দাঁতকে মজবুত করতে চাইলে এখনই ব্যবহার শুরু করে দিন। পান পাতার রস দিয়ে অথবা পান পাতা দিয়ে নিয়মিত দুই বেলা করে মেসওয়াক করতে পারেন। আবার পান পাতার রস দিয়ে গড়গড় করতে পারেন। এর মাধ্যমে মুখের দুর্গন্ধ ও দাঁতের হলুদ ভাব দূরীভূত হতে সহায়তা করবে।
১৩। ক্ষত নিরাময়ঃ শরীরের যেকোনো জায়গার ক্ষত ভালো করার জন্য পান পাতার রস উপযোগী হবে। পান পাতার রস এন্টিসেপটিক হিসেবে কাজ করে থাকে। যা যেকোনো স্থানের ক্ষত নিরাময় দারুন ভূমিকা পালন করে। পান পাতার রসের সাথে একটু হলুদের গুড়া মিশিয়ে লাগিয়ে দিন। যা ক্ষতস্থান সারিয়ে তোলার জন্য সহায়তা করবে।
১৪। পেটের ক্ষুধা বাড়ায়ঃ যাদের খাবারের প্রতি অরুচি ভাব রয়েছে। কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তারা নিয়মিত পান পাতা খেতে পারেন। পান পাতার মধ্যে পেটের ক্ষুধা বাড়ানোর উপকারিতা লুকিয়ে রয়েছে। কারণ পান খাওয়ার মাধ্যমে হজম শক্তি দ্রুত হয়ে যায়। হজম শক্তি হওয়া মানেই খাবারের প্রতি চাহিদা বেড়ে যাওয়া। মলত্যাগের সময় কষ্ট ও সমস্যা হয় না।
১৫। এলার্জির থেকে মুক্তিঃ এলার্জি অথবা চুলকানি জনিত সমস্যার নিরাময়ের জন্য রয়েছে পান পাতা। যেই সকল স্থানে চুলকানি জনিত সমস্যা রয়েছে। ওই স্থানগুলোতে পান পাতার রস লাগিয়ে দিন। আর এলার্জির জন্য খাওয়ার মাধ্যমে উপকারিতা পাওয়া যাবে। তাই এখনই সমস্যা থেকে মুক্তি পেতে পান খেতে থাকুন।
আরো পড়ূনঃ লেবুর খোসার উপকারিতা ও অপকারিতা
১৬। উকুনের সমস্যার সমাধানঃ মাথায় উকুন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে এর মধ্যেও পার্থক্য রয়েছে। কারো মাথায় বেশি উকুন আছে আবার কারো মাথায় কম রয়েছে। যাদের মাথায় বেশি উকুন আছে তাদের যন্ত্রণার শেষ নেই। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পান পাতার রস ব্যবহার করুন। নিয়মিত পরিমাণ মতো মাথায় রস ব্যবহার করুন। নারকেল তেলের পাশাপাশি ব্যবহারে আরো বেশি উপকারিতা রয়েছে।
১৭। প্রস্রাবের সমস্যার সমাধানঃ যাদের প্রস্রাব আস্তে আস্তে বের হয় ও প্রস্রাব করতে অনেক কষ্ট হয়। দেখা যায় প্রস্রাব করার পরেও মনে হয় প্রস্রাব থেকে গেছে। আবার প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে। তাহলে নিয়মিত পান পাতা খেতে পারেন। কারণ পানির মধ্যে এর উপকারিতা লুকিয়ে রয়েছে। যা কিডনির সমস্যা থেকে মুক্তি পেতে অনেকটাই সহযোগিতা করে।
১৮। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে নানান রোগের সমস্যা দেখা দেয়। আর তাই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পান পাতা খেতে পারেন। পান পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।
তাহলে আর দেরি না করে এখনই পান পাতা খাওয়ার মাধ্যমে এর উপকারিতা গুলো লুটে নিন। কারণ আমাদের সকলেরই সুস্থ ও স্বাভাবিক থাকার অধিকার রয়েছে। তাই শরীরকে সুস্থ রাখুন ও নিজেও সুস্থ থাকুন।
চুলের জন্য পান পাতার উপকারিতা
চুলের উপকারিতায় পান পাতার ব্যবহারের কোনো বিকল্প আছে বলে জানা নেই। তাই তো অনেকেই জানতে চেয়ে বলেছে চুলের জন্য পান পাতার উপকারিতা সম্পর্কে জানান। আমাদের শারীরিকভাবে সুন্দর করে তোলার জন্য চুলের কোনো বিকল্প নেই।
আরো পড়ূনঃ চিরতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
পান পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি যা চুলের গোড়া মজবুত, নতুন চুল গজাতে সাহায্য, চুল পড়া রোধ, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি, চুলকে রুক্ষতার হাত থেকে রক্ষা করা সহ সকল গুনাগুন ও উপকারিতা পান পাতার মধ্যে পাওয়া যায়।
তাইতো চুলের সুস্থতার জন্য সর্বপ্রথম যে নামটি আসে সেটা হচ্ছে পান পাতা। পান পাতার পাশাপাশি চুলের সুস্থতায় ভূমিকা পালন করে মুলতানি মাটি। এখন কথা হচ্ছে কিভাবে পান পাতা ব্যবহার করলে চুলের জন্য উপকার হবে।
- ৮ থেকে ১০ টি পান পাতা নিন
- এক চামচ অ্যালোভেরা জেল
- এক চামচ মধু
- এক চামচ ঘি
- নারিকেল তেল
- কোস্টার অয়েল
এর মধ্য থেকে যেকোনো একটি বা দুইটি উপাদান পান পাতার মধ্যে ব্যবহার করতে পারেন। প্রথমে পান পাতা পাটাতে ভালো ভাবে মিহিন করে বেটে নিন। তারপরে পেস্ট কৃত পান পাতার ভিতরে উপরে উল্লেখিত যেকোনো একটি অথবা দুইটি উপকরণ মিশিয়ে ব্যবহার করতে পারেন।
আরো পড়ূনঃ ক্যাপসিকাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
এই মিশ্রিত হেয়ার মাক্স মাথায় ভালো করে মালিশ করতে হবে। ভুলেও কখনো হেয়ার কন্ডিশনার দেওয়া যাবে না। শুধু যে এয়ার মাক্স ব্যবহার করে উপকারিতা পাওয়া যাবে তেমনটি নয়। আপনি পান পাতার রস খাওয়ার মাধ্যমেও চুলের জন্য পান পাতার উপকারিতা পাবেন।
মিষ্টি পান খাওয়ার উপকারিতা
আসলেই মিষ্টি পান খাওয়ার মধ্যে কোনো উপকারিতা রয়েছে। নাকি শুধুমাত্র মুখের স্বাদ ও মনের তৃষ্ণা মেটাতেই খাওয়া হয়। বিয়ে বাড়ি ও সুন্নতে খাতনা সহ আরো অনেক আয়োজনে খাবার খাওয়া শেষে মিষ্টি পান না হলে যেন চলে না। বর্তমান সময়ে পানকে বাহারি রকমের সাজিয়ে খাওয়া হয়। যা খেতে অনেক সুস্বাদু লাগে। তাইতো পানের দোকানগুলোতে গেলে তারা একটা লিস্ট ধরিয়ে দেয়।
যে দাদা কি পান খাবেন। পানের মধ্যে বাদাম, কিসমিস, খেজুর, সুপারি, চুন, জিরা ও মধু সহ আরও অনেক রকমের জিনিস পাওয়া যায়। এখন কথা হচ্ছে সত্যি কি বাহারি রকমের মিষ্টি পান খাওয়ার মধ্যে উপকারিতা লুকিয়ে রয়েছে। হ্যাঁ মিষ্টি পান খাওয়ার মধ্যে আপনি কিছু উপকারিতা পেতে পারেন। এখন মিষ্টি পান খাওয়ার মধ্যে কি কি উপকারিতা পাওয়া যাবে তা জেনে নিন।
আরো পড়ূনঃ মধুময় বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- মিষ্টি পান খাওয়ার মাধ্যমে আপনার হজম শক্তি বৃদ্ধি হতে পারে।
- দাঁতের মাড়ি ও হাড় মজবুত করতে সহায়তা করে।
- রক্তে কোলেস্টেরলের মাত্রার স্বাভাবিক রাখতে সহায়তা করে।
- শরীরের ব্যথা নাশক হিসেবে কাজ করে থাকে।
- মাথা ব্যথার সমস্যার সমাধান হিসেবে সহায়তা করতে পারে।
পান খাওয়ার নিয়ম
পান খাওয়ার নির্দিষ্ট ভাবে কোনো নিয়ম নীতি নেই। তবুও কিছু নিয়ম মেনে খাওয়ার মাধ্যমে উপকারিতা পাবেন। তেমনি কিছু উপকারিতা পাওয়ার জন্য তার খাওয়ার নিয়ম গুলো নিচে উল্লেখ করা হলো।
সুপারি, খড় ও চুনের সাথে মিস করে পান খেতে পারেন।
- পান পাতার রস খেতে পারেন এতে দারুন উপকারিতা রয়েছে।
- পান পাতা পাটাতে ভালো করে বেটে পেস্ট করে ত্বক ও চুলে ব্যবহার করতে পারেন।
- পান পাতার রসের সাথে এক চামচ ঘি অথবা মধু মিশিয়ে করে খেতে পারেন।
- পানের বোটা খাওয়ার মাধ্যমে মলত্যাগের সমস্যার সমাধান হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটি দারুন প্রযোজ্য।
- ভুলেও পান পাতার সাথে জর্দা মিশিয়ে করে খাওয়া যাবেনা। তাহলে তো উপকারিতা পাবেন না বরং ক্ষতির সম্মুখীন হতে হবে।
- তবে অতিরিক্ত পরিমাণে পান পাতা খাওয়া যাবে না। তাহলে বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে পান পাতা খেতে হবে।
পান খাওয়ার অপকারিতা
আপনি যদি পান খেতে ভালোবাসেন তাহলে পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানা দরকার। পূর্বে আমরা জেনেছি পানের উপকারিতা সম্পর্কে। আমরা সকলেই পানের উপকার ও পুষ্টি গুনাগুন নিয়ে সন্তুষ্ট। কিন্তু যতই পানের মধ্যে উপকার থাকুক না কেন ক্ষতিকর দিকগুলো রয়েই যায়। এই অপকারিতা গুলো কি কি তা জেনে নিন।
- অতিরিক্ত পানের সাথে চুন খেলে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
- ভুলেও পানের সাথে জর্দা খাবেন না। তাহলে পানের উপকারিতা ও পুষ্টি গুনাগুন নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করতে পারে।
- যারা দিনে অতিরিক্ত পান খাওয়াতে অভ্যস্ত অথবা পানের সাথে অতিরিক্ত সুপারি ও খেয়ে থাকেন। এখনই অভ্যাস পরিবর্তন করে ফেলুন কারণ ত্বকের ও দৃষ্টিশক্তির ক্ষতি সাধন করতে পারে।
- অনেকেই পানের সাথে অতিরিক্ত খড় খেতে পছন্দ করেন। মোটেও এটি করা যাবে না পানের সাথে বেশি খড় খেলে ফুসফুসের সমস্যা হতে পারে।
- বাচ্চাদের বা অপ্রাপ্ত বয়স্কদের পান খাওয়া থেকে দূরে রাখুন।
- গর্ভবতী নারীদের পান খাওয়া উচিত নয়। পান খাওয়ার মাধ্যমে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
- যারা জ্বরের মতো রোগে আক্রান্ত তারা পান খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন।
- অতিরিক্ত পানের সাথে সুপারি ও চুন খেলে জিব্বা মোটা ও পুড়ে যেতে পারে।
- পানের সাথে চুন, খড়, জর্দা অতিরিক্ত ও প্রত্যেকদিন নিয়মিত খাওয়ার ফলে দাঁতের উপরে লাল আস্তরণ পড়ে যায়।
পান খাওয়া কি হারাম
যে সকল জিনিস খাওয়ার মধ্যে মানব শরীরে ক্ষতি বয়ে আনে ওই খাবারগুলোকেই মূলত হারাম করা হয়েছে। এখন সেই বিবেচনায় পান খাওয়া কি হারাম। আসলে এই কথা অনুযায়ী পান খাওয়া হারাম হিসেবে বিবেচনা করা যায় না। কারণ পান খাওয়ার মধ্যে অনেক উপকারিতা লুকিয়ে রয়েছে।
যে উপকারিতা গুলো মানব শরীরের জন্য কল্যাণ বয়ে আনে। তবুও কেউ যদি এই বিষয়ে সন্দেহ পোষণ করে থাকেন। তাহলে নিকটস্থ কোনো ইসলামী স্কলারের কাছে পরামর্শ গ্রহণ করুন। তারা আপনাকে যথাসম্ভব সঠিক ধারণা দিতে সক্ষম হবে।
তবে জর্দা খাওয়া হারাম বলে গণ্য করা হয়। কারণ জর্দা খাওয়ার মধ্যে কোনো ধরনের উপকারিতা খুঁজে পাওয়া যায়নি। তাই যে সকল জিনিস মানব শরীরের জন্য ক্ষতি তাই আমাদের ইসলামে হারাম করা হয়েছে। আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি।
উপসংহার
পরিশেষে বলা যায় যে অসংখ্য উপকারিতা সম্পূর্ণ পান পাতা পুষ্টি ও গুণাগুনে ভরপুর। আপনারা যদি পান পাতার খাওয়ার নিয়ম গুলো মেনে এবং অতিরিক্ত না খান তাহলে উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। তবে পুরো তথ্যটি পড়ার মাধ্যমে আশা করা যায় আপনারা পান পাতা সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান আহরণ করেছেন। তাই এই জ্ঞানকে কাজে লাগিয়ে আর পান পাতার উপকারিতা ও খাওয়ার নিয়ম গুলো জেনে খেতে থাকুন।
শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় চুলের জন্য পান পাতার উপকারিতা জেনে উপকৃত হয়েছেন। সত্যি এই তথ্যগুলো পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার নিকটস্থ কোনো ব্যক্তি অথবা আত্মীয়দের জানান যারা মিষ্টি পান পাতা খেতে খুবই পছন্দ করে। পুরো তথ্যটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url