ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো ও ক্ষতিকর দিক জেনে নিন

নিশ্চয়ই ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো হবে এই নিয়ে খুঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। তাই তো আপনাদের উদ্দেশ্যে ছেলেদের মুখের জন্য কোন সাবানটি ভালো হবে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় পাশাপাশি সাবান ব্যবহারের ফলে ক্ষতিকর দিকগুলোও তুলে ধরা হয়েছে। তাইতো পুরো তথ্যটি বিস্তারিত পড়ে জেনে নিতে পারেন।
ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো ও ক্ষতিকর দিক জেনে নিন
পৃথিবীর সকল ব্যক্তি তাদের ত্বক নিয়ে খুবই সচেতন। শুধু মেয়ে নয় বর্তমানে ছেলেরাও তাদের মুখ নিয়ে খুবই সচেতন। আর না হওয়ার পিছনে কোন কারণ নেই। সকলেই নিজেকে আর একটু সুন্দর হিসেবে তুলে ধরতে চাই।
পোস্ট সূচিপত্রঃ 

    ভূমিকা

    আমাদের মধ্যে অনেকেই আছে যারা শরীর পরিষ্কারের জন্য সাবান ছাড়া অন্য কিছু ব্যবহার করতে চায় না। কারণ সাবান শরীর পরিষ্কারের জন্য যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। সময়ের সাথে সাথে সাবানের ব্যবহার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর বৃদ্ধি পাবেই না কেন শরীর পরিষ্কারের জন্য সাবানের বিকল্প নেই বললেই চলে।

    সাবান অতি দ্রুততার সাথে শরীরের ময়লা পরিষ্কার করতে পারে। কিন্তু আপনি কি জানেন সাবান ছেলেদের মুখের জন্য কতটা উপকারী। আমরা হয়তো সাবানকে মুখের উপযোগী হিসেবে ভাবি না। অনেকেই আছে মুখে ফেসওয়াশ ব্যবহার করে অভ্যস্ত। কারণ ফেসওয়াশ এর উপরে তাদের আলাদা একটা নির্ভরযোগ্য স্থান তৈরি হয়েছে।

    আপনি চাইলে এই স্থানটি সাবানের ক্ষেত্রেও তৈরি করতে পারেন। কারণ সাবান শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কারের পাশাপাশি মুখমণ্ডল পরিষ্কার করে থাকে। তাইতো ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো বা ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি হবে না তা জেনে নিন।

    ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো

    আপনার কি জানেন প্রায় সাবানের পিএইচ এর মান ত্বকের সহনশীল ক্ষমতার থেকে বেশি। এখন পিএইচ মানে টা কি পিএইচ হচ্ছে হাইড্রোজেন ও আয়রনের ঘনত্বের পরিমাণকে বোঝায়। সাধারণত পিএইচ এর মান ০ থেকে ১৪ পর্যন্ত হয়ে থাকে।
    তবে শূন্য থেকে ৭ এর ভিতরে পিএইচ এর মান থাকলে তা অম্লীয় বোঝায়। আর ৭ থেকে ১৪ এর মধ্যে পিএইচ এর মান থাকলে তা ক্ষারীয় বুঝায়। এখন ত্বকের জন্য কোন পিএইচ এর মান টা স্বাভাবিক বা ভালো হবে। এই ক্ষেত্রে বলা যায় ৫ থেকে ৬ এর মধ্যে থাকলে সবচেয়ে উপযোগী। তবে পিএইচ এর যদি ৭ হয় তবুও কোনো সমস্যা হয় না।

    কিন্তু পিএইচ এর মান যদি ৭ উপরে চলে যায় আর ৫ বা ৪.৫ চার এর নিচে নেমে যায়। তাহলে ত্বকের জন্য বিভিন্ন ক্ষতি বয়ে আনে।যেমন ত্বক রুক্ষ, শুষ্ক, ব্রুণ, তৈলাক্ত, কালো দাগ ও সূর্যের আলোক রশ্মি সহ আরো বিভিন্ন সমস্যা হতে পারে। তাই যেকোনো সাবান ব্যবহারের পূর্বে তার পিএইচ মান জেনে তারপরে ব্যবহার করুন।

    আপনারা জানতে চেয়েছেন ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো হবে। তাহলে আর দেরি না করে ছেলেদের ত্বক বা মুখের ক্ষেত্রে কোন সাবানটা ভালো হতে পারে এবং এর পিএইচ মান গুলো জেনে নিন। যা আপনাকে সব সময় উপকৃত করতে সাহায্য করবে।

    ডাব ক্রিম বিউটি সাবানঃ আপনারা জেনে খুশি হবেন যে এই ডাব সাবানটির পিএইচ এর মান হচ্ছে ৬ যা ত্বকের জন্য উপযোগী হবে। আপনি এই সাবানটি মুখে ব্যবহার করতে পারেন। এই সাবানটি আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বা বৃদ্ধি করতে সহায়তা করবে। তেমন কোন ক্ষতিকর দিক এই সাবানের মধ্যে নেই। এই সাবানটি তৈলাক্ত ত্বক, ব্রুণ ও ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। তাই তো তোকে ফ্রেশ রাখতে ছেলেদের মুখের জন্য সাবানটি ভালো হবে।

    ছেলেদের মুখে সাবান ব্যবহারের নিয়ম

    ছেলেদের মুখে সাবান ব্যবহারের কিছু কার্যকরী নিয়ম রয়েছে। সাবান ব্যবহারের পূর্বে এই নিয়মগুলো মেনে সাবান ব্যবহার করা উচিত। কারণ আমাদের ত্বক খুবই সেনসিটিভ হয়ে থাকে। যেকোনো জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই তাড়াতাড়ি দেখা দেয়। তাহলে ছেলেদের মুখে সাবান ব্যবহারের কিছু নিয়ম জেনে নিন।
    • সাবান ব্যবহারের পূর্বে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে মুখ ধৌত করুন
    • সাবানের ত্বকের জন্য আদর্শ পিএইচ এর মান আছে কিনা দেখে নিন
    • তারপরে হাতের মধ্যে কিছুক্ষণ সাবানটি ঘষে ফেনা তৈরি করুন।
    • ওই ফেনা দিয়ে মুখ বা ত্বক আস্তে আস্তে ঘষতে থাকুন।
    • কিছুক্ষণ পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধৌত করুন। ধুয়ে ফেলার পরে পরিষ্কার কোনো তোলা দিয়ে মুখ মুছে ফেলুন।
    • অবশ্যই সাবান ব্যবহারের পরে রোদে যাবেন না। এতে করে ত্বকের ক্ষতি হতে পারে।
    • দিনে দুইবারের বেশি সাবান ত্বকে ব্যবহার করবেন না।

    ছেলেরা মুখে সাবান ব্যবহার করতে পারবে

    আপনারা অনেকেই জেনে খুশি হবেন ছেলেরা মুখে সাবান ব্যবহার করতে পারবে। কিন্তু সেই সাবানটি অবশ্যই ত্বক উপযোগী হতে হবে। আর ত্বক উপযোগী সাবান হচ্ছে যেগুলোর পিএইচ এর মান ৬। তবে সকলের ত্বকের আদ্রতা একই রকম হয় না।
    সেই ক্ষেত্রে অবশ্যই নিজের ত্বকের উপর বিচার করে সাবান ব্যবহার করুন। আপনি যদি কোন সাবানটা মুখে ভালো এবং এর পিএইচ এর মান জানতে চান। তাহলে পুরো তথ্যটি পড়ে নিন। নিজের ত্বকের পরিস্থিতি সম্পর্কে বা নিজের ত্বক নিয়ে যদি কোন সংকোচ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ত্বকে সাবান ব্যবহার করতে পারেন।

    ছেলেদের মুখে সাবান ব্যবহারের উপকারিতা

    মুখের ক্ষেত্রে ছেলেদের জন্য সাবান ব্যবহারের উপকারিতা তো নিশ্চয়ই রয়েছে। তবে আপনি যদি যেকোনো ধরনের সাবান ব্যবহার করেন সে ক্ষেত্রে উপকারিতার থেকে ক্ষতিকর দিকই বেশি পাওয়া যাবে। এই জন্য কিছু নিয়ম রয়েছে সেগুলো দেখে শুনে ছেলেরা সাবান ব্যবহার করলে উপকারিতা পাবে।

    তবে সকলের মুখের আদ্রতা একই রকম হয় না এবং একই সাবান যে সবার মুখে শুট করবে এমনটা নয়। তাই বিচার ও বিশ্লেষণের মাধ্যমে মুখে সাবান ব্যবহার করুন। তাহলে সাবান ব্যবহারের উপকারিতা গুলো পাবেন। এখন ছেলেদের মুখে সাবান ব্যবহারের উপকারিতা কি কি জেনে নিন।
    • মুখের ব্রুণ দ্রুত করতে সহায়তা করে।
    • মুখ সবসময় পরিষ্কার ও সফট রাখতে বিশেষ কার্যকরী।
    • মুখের তৈলাক্ত ভাব দূর করার জন্য মুখে সাবান ব্যবহার করতে পারেন।
    • মুখের শুষ্কতা দূর করতেও সাবান কার্যকরী ভূমিকা পালন করে।
    • মুখের কালো দাগ ও ব্রুণের দাগ দূর করার জন্য সাবান ব্যবহার করুন।

    ছেলেদের মুখে সাবান ব্যবহারের ক্ষতিকর দিক

    ছেলেদের মুখের জন্য সাবানের উপকারিতা থাকলে নিশ্চয়ই ক্ষতিকর দিকগুলো রয়েছে। কারণ আমাদের মুখ বা ত্বক খুবই সেনসিটিভ হয়। যার কারণে অল্প ক্ষতিকর দিকের ছোঁয়া পেলে এটি বড় রূপ ধারণ করতে পারে। ত্বকের জন্য কোন খারাপ জিনিস বা প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। যেগুলো ব্যবহার করলে আপনার ত্বকের ক্ষতিসাধন করতে পারে। নিশ্চয়ই ত্বক শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন ছেলেদের মুখে সাবান ব্যবহারের ক্ষতিকর দিকগুলো কি কি তা জেনে নিন।
    • মুখের আদ্রতা নষ্ট হয়ে যেতে পারে।
    • ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। যার ফলে ত্বক দেখতে অনেক বিশ্রী লাগতে পারে।
    • ত্বকে ব্রুণ হানা দিতে পারে।
    • ত্বকে দাগ সহ আরো বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক দেখা দিতে পারে।
    • তাই খুবই সাবধানের সাথে ও বিচার বিশ্লেষণ করে ত্বকে সাবান ব্যবহার করুন।

    উপসংহার

    আমরা সকলেই ত্বকের যত্নে কোন ত্রুটি করি না। কারণ আমরা জানি ত্বক শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জন্যই আমরা সাবান ব্যবহার করি যাতে আমাদেরকে একটু সুন্দর দেখায়। তবে খুবই সাবধান এই সুন্দর দেখানোর উদ্দেশ্যে সাবান ব্যবহার করার আগে তার ক্ষতিকর দিক ও ব্যবহারের নিয়ম গুলো জেনে নিন। যেগুলো জেনে আপনি অনেক উপকৃত হবেন বলে মনে করি।

    তাই বিস্তারিত পড়ুন এবং সাবানের ক্ষতিকর দিকগুলোর হাত থেকে রক্ষা পেয়ে তার উপকারিতা গুলো বহন করুন। আশা করা যায় আপনারা পুরো তথ্যটি করে উপকৃত হবেন।

    শেষ কথাঃ সম্মানিত পাঠক আশা করা যায় ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো হবে। তার সম্পর্কে পুরো বিস্তারিত তথ্যটি পড়ে উপকৃত হয়েছেন। আর সত্যি যদি এই তথ্যটি পড়ার মাধ্যমে আপনাদের কোন উপকারে আসে। তাহলে অবশ্যই এটি নিজে ব্যবহার করতে থাকুন এবং অন্য সকলকে এই সম্পর্কে অবগত করুন। যাতে করে তারাও সাবান ব্যবহার করে উপকৃত হতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ। নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে কোনো কমতি রাখবেন না।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url