ছুলি দূর করার ক্রিমের নামগুলো ও মুখের সাদা ছুলি দূর করার উপায় জানুন
আপনি নিশ্চয়ই ছুলি দূর করার ক্রিমের নাম গুলো জানার জন্য এদিক-ওদিক খোঁজাখুঁজি করছেন। যদি ভালো ছুলি দূর করার ক্রিমের নামগুলো জানতে চান। তাহলে খোঁজাখুঁজি বন্ধ করে পুরো তথ্যটি বিস্তারিত পড়ে জেনে নিতে পারেন। পাশাপাশি বাচ্চাদের ও প্রাপ্তবয়স্কদের মুখের সাদা ছুলি দূর করার উপায় সম্পর্কে জেনে নিতে পারেন।
ছুলিকে বিভিন্ন নামে ডাকা হলেও রোগ কিন্তু একটাই। এই রোগ বাচ্চা ও প্রাপ্তবয়স্ক কাউকেই ছাড়ে না। তবে বাচ্চাদের ক্ষেত্রে এই রোগের ইফেক্ট বেশি দেখা যায়। তাই দেরি না করে বাচ্চাদের ক্ষেত্রে মুখে সাদা ছুলি দূর করার উপায়গুলো জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ
ছুলি রোগ কি
ছুলি রোগের আরেকটি নাম হচ্ছে চর্মরোগ। এই রোগটি মূলত গরমের সময় বেশি হয়ে থাকে। কারণ গরমের সময় শরীরের জমে থাকা ঘামের কারণে ম্যালাসেজিয়া ফারফার ( Malassezia furfur ) নামক ইস্ট এর জন্ম হয়। এগুলো যেকোনো ধরনের ত্বকে জন্মাতে পারে। কিন্তু ত্বকের কোন ধরনের ক্ষতি সাধন করে না।
এরা ত্বকের তৈলাক্ত ও যে সকল মৃতকোষ রয়েছে সেগুলো খেয়েই বেঁচে থাকে। তবে যখন ম্যালাসেজিয়া ফারফার এর পরিমাণ বেশি হয়ে যায় তখনই ছুলি রোগের প্রকোপ ঘটে। এই রোগটি সাধারণত ঘাড়ে, পিঠে, মুখে, হাতে ও পা সহ শরীরের অনেকাংশেই ছোট ছোট বৃত্তাকারে দেখা যায়। ছুলি দুই কালারের হয়ে থাকে কালো ও সাদা।
তবে যাদের ত্বক ফর্সা তাদের ক্ষেত্রে কালো কালো খোপ আকারে ধরা দিতে পারে। আর যাদের ত্বক একটু শ্যামলা ধরনের তাদের সাদা আকারে ধরা দিতে পারে। কিন্তু দুইটি ছুলি রোগ হিসেবে গণ্য হয়। তবে আপনারা জেনে খুশি হবেন যে এই রোগের চিকিৎসা রয়েছে। বিভিন্ন ধরনের ক্রিম, ট্যাবলেট, শ্যাম্পু ও সাবান পাওয়া যায় যা ছুলি নিরাময়ে সহযোগিতা করে।
ছুলি দূর করার ক্রিমের নাম
ছুলি এক ধরনের ছত্রাক জনিত রোগ। যা আমাদের দেশে চর্মরোগ নামেও জানে। এই রোগটিকে ডাক্তারি বা ইংরেজি ভাষায় বলা হয় পিটিরিয়াসিস ভার্সিকুলার ( Petriasis versicolour )।
এই রোগটি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে গলা, মুখ ও হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। তবে এই রোগ দেখে ভয় পাওয়ার কিছু নেই। ছুলি নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়। তবে সব ক্রিম ভালো এমনটি নয়। আর সেই জন্যই ভালো ক্রিম খুঁজে বের করার জন্য এইখানে এসেছেন।
তাই কিছু ভালো ছুলি দূর করার ক্রিমের নাম উল্লেখ করা হবে। যেই ক্রিমগুলো ব্যবহারের ফলে শরীরের ছুলি বা চর্মরোগ ভালো হতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে পিটিরিয়াসিস ভার্সিকুলার নিরাময়ের জন্য ক্রিমের নাম গুলো জেনে নিন।
- সালডার্ম ক্রিম ( Sulderm cream )
- ক্লোপিরক্স ১% ক্রিম ( Cloprrox 1% cream )
- সেলেনিয়াম সালফাইড টপিক্যাল সাসপেনশন ইউএসপি ( Selenium sulfide topical suspension USP )
- কেটোকোনাজল ক্রিম ২% ( Ketoconazole cream 2% )
- অ্যাফান ১% ক্রিম ( Afun 1% cream )
উপরে যে পাঁচটি ক্রিমের নাম উল্লেখ করা হয়েছে। এই ক্রিমগুলো ছুলি দূর করার জন্য কার্যকরী ভূমিকা পালন করে। অনেক যাচাই-বাছাই করে পাঁচটি ক্রিমের নাম উল্লেখ করা হয়েছে। তবে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন বা পরামর্শ নিন। কারণ আপনার ছুলির পরিস্থিতি সম্পর্কে একজন ডাক্তার ছাড়া কেউ সঠিকভাবে বলতে পারবে না।
তবে এই ক্রিমগুলো ব্যবহারের মাধ্যমে উপকার পাবেন। যখন কোনো ফার্মেসী থেকে ক্রিমগুলো নিবেন। তখন অবশ্যই ক্রিমগুলো মেয়াদ ও দাম যাচাই-বাছাই করে নিন। কারণ কিছু অসাধু ফার্মেসি ব্যবসায়ী আছে যারা মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বেশি দাম নেওয়া থেকে শুরু করে নকলপূর্ণ দিয়ে থাকে। তাইতো যেকোনো ক্রিম কেনার আগে দেখে শুনে যাচাই-বাছাই করে তারপরে কিনুন।
শরীরে ছুলি কেন হয়
ছুলিকে দেশীয় ভাষায় অনেক ভাবে সম্বন্ধন করা হয় মেছতা, ছউদ, ছলম ও চর্মরোগ। ছুলিকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি পিটিরিয়াসিস ভার্সিকুলার। এটি কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ যে সকল ব্যক্তি এই রোগে আক্রান্ত তাদের থেকে দূরত্ব বজায় রাখুন।
এই রোগটি মূলত অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্য হয়। আবার ডায়াবেটিস, ক্যান্সার ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও ছুলি দেখা দিতে পারে। তাই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তবে জেনে খুশি হবেন যে ছুলি রোগটি নিরাময় যোগ্য। এটি নিরাময় হতে খুব বেশি সময় নেয় না। এই ধরুন ৫ থেকে ১০ দিনের মতো সময় নিবে।
আর এই রোগটি নিরাময়ের জন্য চর্মরোগ বিশেষজ্ঞ কোন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভুলেও এই রোগটিকে অবহেলার চোখে দেখবেন না। কারণ নিরাময়ের জন্য যত সময় নিবেন ততই সমস্যাটি গুরুতর হতে থাকবে। ছুলি শরীর থেকে দূর করার জন্য শ্যাম্পু, সাবান, ক্রিম ও ঘরো উপায়েও দূর করা সম্ভব।
মুখে ছুলি কেন হয়
মুখে ছুলি হওয়ার কারন হচ্ছে মুখে থাকা অতিরিক্ত ময়লা। যারা নিয়মিত মুখ পরিষ্কার পরিছন্নতা রাখে তাদের ছুলি হওয়ার সম্ভাবনা কম থাকে। মুখে ছুলি হওয়ার কারণ হচ্ছে ম্যালাসেজিয়া ফারফার যা ইষ্টের জন্ম দেয়। এরা সাধারণত মুখ বা ত্বকে থাকা তেল ও মরে যাওয়া ছত্রাক খেয়ে বেঁচে থাকে। তাই গরমের সময় ছুলি বেশি হয়।
কারণ গরমের সময় বেশি ঘাম হয় আর তেল তেল একটা ভাব থাকে। যার কারণে একটা সময় মুখ থেকে সাদা বা কালো ছুলি বের হয়। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই মুখে থাকা সাদা বা কালো ছুলি দূর করার উপায় রয়েছে। যেগুলো অনুসরণ করার মাধ্যমে মুখে থাকা ছুলি দূর করতে পারবেন।
মুখে সাদা ছুলি দূর করার উপায়
মুখে যদি কোন ধরনের দাগ থাকে তাহলে এটা বিরক্তের কারণ। এই জন্য প্রত্যেকটি মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য অনেক কিছু করে থাকে। বিশেষ করে চেহারা বা মুখ ফ্রেশ না দেখায় তাহলে চেহারার বাহিক দিক ফুটে ওঠে না। আর ছুলি চেহারার সৌন্দর্যতা নষ্ট করে দেয়।
সাদা সাদা ও কালো ছুলি মুখে বের হতে পারে। তবে এর থেকে মুক্তি পাওয়ারও কিন্তু উপায় আছে। মুখে সাদা ছুলি দূর করার উপায় হিসেবে যে নিয়মগুলো নিচে দেওয়া আছে তা প্রয়োগ করতে পারেন। তাহলে কিছু ঘরোয়া উপায়ে মুখ থেকে সাদা ছুলি দূর করার উপায় গুলো।
- লেবুর রস ব্যবহারের মাধ্যমে ছুলি দূর করতে পারবেন। প্রতিদিন এক থেকে দুইবার পরিমাণ মতো লেবুর রস হাতে নিয়ে মুখে মাসাজ করুন। সর্বোচ্চ ১২ মিনিট মাসাজ করতে পারবেন। অতঃপর মুখটি ধুয়ে ফেলুন।
- লেবু ও চিনি একসাথে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এক চা চামচের আধা চামচ লেবুর রসের সাথে এর সাথে দুই চামচ চিনি মিশিয়ে মুখে ব্যবহার করুন। ১২ মিনিট রেখে দেওয়ার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- সকলেই জানি ত্বকের জন্য নারকেল তেল কতটা উপকার। ছুলি দূর করার জন্য নারকেল তেলের ব্যবহার অপরিহার্য। রাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে মুখ ত্বক ধুয়ে ফেলুন।
- টমেটো খাদ্য হিসেবে ব্যবহার হলেও রূপচর্চায়ও ব্যবহৃত হয়। আবার ছুলি দূর করার ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। টমেটো কুচি কুচি করে কেটে তারপরে সেটিকে পেস্ট করুন। পেস্ট কৃত টমেটো মুখে ১০ মিনিট দিয়ে রাখুন। অতঃপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল ছুলি দূর করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ত্বকের যেই স্থানটিতে ছুলি রয়েছে সেখানে ১০ মিনিট দিয়ে রাখুন। এরপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে করে সাত দিনের মধ্যে তিন দিন ব্যবহার করুন।
- টক দই ছুলি দূর করার জন্য ব্যবহার করুন। আক্রান্ত স্থান অনুযায়ী টক দই নিন এরপরে ওই স্থানটিতে টক দই লাগিয়ে ১৪ থেকে ১৮ মিনিট রেখে দিন। এরপরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া পদ্ধতি গুলো শরীরের যেকোনো স্থানে থাকা ছুলির জন্যও ব্যবহার করতে পারেন। এটি শুধুমাত্র মুখে ব্যবহারের উদ্দেশ্যে বলা হয়নি। আপনি চাইলে শরীরের যেকোনো স্থানে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ আক্রান্ত স্থানটি খুব দ্রুত নিরাময় যোগ্য হয়ে উঠবে।
এই পদ্ধতি গুলো মুখে বা ত্বকে ব্যবহার করার পরে ভুলেও সাবান ব্যবহার করবেন না। এই পদ্ধতি গুলো ব্যবহার করার পরেও ছুলি দূরীভূত না হয়। তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। কারণ ডাক্তারের থেকে অন্য কেউ ভালো বুঝতে পারবেনা, ছুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে।
বাচ্চাদের মুখে সাদা ছুলি দূর করার উপায়
সাধারণত ছুলি রোগটি হচ্ছে ছোঁয়াছুই রোগ। এই রোগটি প্রাপ্তবয়স্কদের থেকে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। মুখে সাদা সাদা ও কালো কালো ছোট আকারের হয়ে ওঠে। কিন্তু এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি বাচ্চাদের ক্ষেত্রে মুখে সাদা ছুলি দূর করার উপায় জানতে চান। তাহলে বাচ্চাদের জন্য ঘরোয়া উপায়ে কোনো কাজ হবে না।
কারণ বাচ্চাদের ত্বক খুবই সেনসিটিভ ও নরম হয়ে থাকে। যার ফলে কোনো কিছু ব্যবহারের আগে খুবই সাবধান থাকতে হয়। আর এই জন্যই বাচ্চাদের মুখে যদি সাদা ছুলি হয়ে থাকে। তাহলে নিকটস্থ কোনো ভালো চর্মরোগ ডাক্তারের পরামর্শ নিন। তবে যেগুলোর মাধ্যমে আপনি ছুলি রোগ থেকে বেঁচে থাকতে পারবেন।
- পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করাতে হবে।
- পরিষ্কার ও ভালো পানি দিয়ে গোসল করাতে হবে।
- ময়লা আবর্জনা থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে।
- বাচ্চারা যাতে অতিরিক্ত না ঘেমে যাই সেদিকে খেয়াল রাখতে হবে।
- পুষ্টি ও গুনাগুন সম্পূর্ণ খাবার খেতে দিন।
- বেশি বেশি পরিমাণে পানি পান করান। তবে চাহিদা তুলনায় বেশি নয়।
- গোসল করাবার শেষে ভালো করে সুতি কোন তলা দিয়ে শরীর মুছতে হবে।
ছুলি দূর করার সাবানের নাম
শরীরে ছুলি দূর করার জন্য সাবান ব্যবহার করতে পারেন। প্রত্যেক দিন গোসলের সময় সাবানগুলো ব্যবহার করে দেখতে পারেন। তাই এমনই কিছু সাবানের নাম তুলে ধরা হলো যেগুলো ব্যবহারের ফলে ছুলি নিরাময়ে সহযোগিতা করবে।
- জোডার সাবান ব্যবহার করে দেখতে পারেন।
- ফ্লরি সাবান ব্যবহার করতে পারেন।
- সেলেনিয়াম সালফারযুক্ত যে সকল সাবান রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।
ছুলি রোগের গুরুত্বপূর্ণ কিছু FAQ
ছুলি কি ছোঁয়াচে রোগের নাম?
হ্যাঁ, ছুলি ছোঁয়াচে রোগের নাম। সব যার ছোঁয়াছুঁই রোগ আছে তার সংস্পর্শে অন্যজন আসলে তারও হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছুলি কাদের সবচেয়ে বেশি হয়?
উওরঃ ছুলি রোগ প্রাপ্তবয়স্কদের থেকে বাচ্চা বা শিশুদের বেশি হয়।
ছুলি রোগ থেকে কি মুক্তি পাওয়া যায়?
উওরঃ হ্যাঁ, চুলি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাঁচ থেকে দশ দিনের মধ্যে দূর করার পদ্ধতি গুলো মেনে চললে মুক্তি পাওয়া যায়।
উপসংহার
পরিশেষে বলা যায় ছুলি রোগ দূর করা খুবই সহজ যদি আপনি দূর করার ঘরোয়া উপায় ও ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই সেগুলো হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। অনেকেই ছুলি রোগের নাম শুনলেই ভয় পেয়ে যায়। কারণ শরীরে যখন সাদা সাদা ছোট ছোট আকৃতির চোখ দেখা যায় তখন মানুষ ভয় পায়। তবে এটি তেমন কোন বড় আকারের রোগ নয়। এটির সঠিক নিরাময় রয়েছে।
শেষ কথাঃ প্রিয় পাঠক আপনি হয়তো ছুলি দূর করার ক্রিমের নামগুলো ইতিমধ্যে জেনে নিয়েছেন। তবে যদি বাচ্চাদের ক্ষেত্রে ছুলি দূর করার উপায় গুলো না জেনে থাকেন তাহলে জেনে নিন। আর তথ্যগুলো পড়ার পরে যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার পরিবারসহ প্রতিবেশীদেরও এই বিষয়টি সম্পর্কে জানান যেন তারাও সচেতন হতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url