লিগামেন্ট অপারেশন খরচ বাংলাদেশ ও লিগামেন্ট এর ছবি

জানেন লিগামেন্ট অপারেশন এর খরচ বাংলাদেশে কত টাকা লাগতে পারে। তা জানার জন্য এদিক-ওদিক খোঁজাখুঁজি না করে লিগামেন্ট অপারেশন খরচ সম্পর্কে বিস্তারিত পড়ে জেনে নিতে পারেন। এর পাশাপাশি লিগামেন্ট এর ছবি দেখা ও লিগামেন্ট অপারেশন করলে কি হয় তা জানতে পারবেন। যে তথ্যগুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে।
লিগামেন্ট অপারেশন খরচ বাংলাদেশ ও লিগামেন্ট এর ছবি
আমাদের পা যদি কখনো অকেজ হয়ে যায় তাহলে আমরা প্রায় অনেকটাই অকেজ হয়ে যাবো। কারণ পায়ের উপরে নির্ভর করেই আমরা অনেক কাজ করে থাকি। তাই লিগামেন্টের বিষয়ে আমাদের সকলকেই সচেতন হতে হবে।
পোস্ট সূচীপত্রঃ 

    ভূমিকা

    উদাহরণ হিসেবে বলা যায় লিগামেন্ট হচ্ছে, ধরেন চিনি ছাড়া চায়ের মতো। সাধারণত পায়ের হাঁটুতে ১১ টি লিগামেন্ট থাকে। তার মধ্যে প্রধান যে চারটি লিগামেন্ট সেই লিগামেন্টের দ্বারা আপনার হাঁটুকে বেশি পরিচালিত করা হয়। চারটি লিগামেন্ট হচ্ছে এ সি এল, পিসিএল, এমসিএল ও এল সি এল। খেলাধুলার মাধ্যমে পা মুচকে যায়। তখন পা ফুলে যাওয়া ও ব্যথার সৃষ্টি হতে পারে।

    তখন অনেক ক্ষেত্রেই হাঁটুর অথবা পায়ের গোড়ালের লিগামেন্ট ছিড়ে যাওয়ার মত ঘটনা ঘটে। এটি সাধারণত যুবক ও কম বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। তবে ঘাবড়ানোর কিছু নেই। লিগামেন্ট ছিড়ে যাওয়ার লক্ষণ ও করণীয় সম্পর্কে জানার মাধ্যমে এর সমাধান করতে পারেন। অনেক ক্ষেত্রে লিগামেন্ট ছিড়ে যাওয়ার জন্য অপারেশন করতে হতে পারে।
    এখন লিগামেন্ট অপারেশনের খরচ কত হতে পারে বাংলাদেশে। অনেকেরই মনে এই অপারেশনের খরচ সম্পর্কে অনেক প্রশ্ন জাগে। অনেকেই অপারেশন করতে ভয় পাই আবার খরচের একটি ব্যাপার আছে। কিন্তু এইসব বিষয় নিয়ে মোটেও ঘাবড়াবেন না। তাই দেরি না করে লিগামেন্ট অপারেশনের খরচ বাংলাদেশ ও অপারেশন করলে কি হয় সেই বিষয়গুলোর তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

    পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে কি হয়

    আপনার যদি পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। যেমন ধরেন পায়ের লিগামেন্ট ছিড়ে গেলে হাঁটা চলা করতে পারবেন না। পায়ে ঠিকভাবে শক্তি সঞ্চরণ হবে না।পায়ে তীব্র ব্যথার হবে। সাধারণত এই সমস্যাগুলোর পাশাপাশি আরো অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যদি আপনার লিগামেন্ট ছিড়ে যায়।

    চলাফেরার জন্য লিগামেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যা আমাদের চলাফেরাই সহযোগিতা করে। আপনি যদি একজন খেলোয়াড় হন বা এমন কোনো কাজ করেন যে কাজে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর শক্তির প্রয়োজন হয়। তাহলে আপনার অপারেশন করার প্রয়োজন পড়তে পারে। আর যদি দৌড়ঝাপ ও খেলাধুলার মত পেশায় নিয়োজিত না থাকেন।
    তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি আরও কিছু টিপস রয়েছে যেগুলো মেনে চলতে হবে। এই সবগুলোই একজন ডাক্তার বলে দিবে। এইজন্য যখন পায়ের লিগামেন্ট ছিড়ে যাবে তখন সাময়িক সময়ের জন্য বরফ দিতে হবে। যাতে করে কিছুক্ষণ সময়ের জন্য ব্যথাটা উপশম পাই।

    আমাদের শরীরের যতগুলো গুরুত্বপূর্ণ লিগামেন্ট রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে পায়ের লিগামেন্ট। তাই পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ার আগে বা পায়ের লিগামেন্ট ছেড়ে যাওয়ার পরে সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। অহেতুক দৌড়ঝাপ করা যাবে না। তাহলে আশা করা যায় পায়ের লিগামেন্ট ছিড়ে গেলে কি হতে পারে তা বুঝতে পেরেছেন।

    পায়ের গোড়ালি ও হাটু লিগামেন্ট ছিড়ে যাওয়ার লক্ষণ

    আমরা সকলেই জানি পা মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এর উপরে ভর করেই আমরা আমাদের জীবন যাপনের যত কার্যক্রম রয়েছে করে থাকি। যদি আমাদের পায়ের সামান্য কোনো সমস্যা হয় অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন পা তেমনি পায়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গোড়ালি যার লিগামেন্ট ছিড়ে গেলে পুরো পা অকেজ হয়ে পড়ে।

    এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। তাইতো পায়ের লিগামেন্ট গুলো ছিড়ে যাওয়ার লক্ষণগুলো যেন বুঝতে পারেন। সেই জন্য পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ার লক্ষণ গুলো কি কি তা জেনে নিন।
    • আপনার সম্পূর্ণ পায়ের গোড়ালি বা হাটু অকেজো হয়ে পড়বে।
    • হাটু বা পায়ের গোড়ালিতে তীব্র ব্যাথা ও যন্ত্রণার সৃষ্টি হবে।
    • পা নিয়ে যেখানে সেখানে নড়াচড়া করতে পারবেন না।
    • পায়ের গোড়ালি ফুলে যাবে।
    • পায়ের গোড়ালি নাড়াচাড়া করতে পারবেন না।
    • পায়ের মাংস শুকিয়ে যায়।
    • হাঁটাচলা গেলে পায়ের গোড়ালি ঘুরে যায়।
    • লিগামেন্ট ছিড়ে গেলে একটা শব্দ পাওয়া যায়।
    • পায়ের ভিতরে টাটানোর মতো যন্ত্রণা হবে। যা অসহ্য কর পর্যন্ত হতে পারে।
    • এই কিছু প্রধান সমস্যা গুলো যদি হয়ে থাকে তাহলে অনেকাংশে বুঝতে পারবেন। যে আপনার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে।

    হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে করনীয় কি

    আমরা এতক্ষণ হাটু ও গোড়ালির লিগামেন্ট ছিড়ে যাওয়ার কারণ গুলো জেনে এসেছি। কিন্তু এই কারণের করনীয় গুলো অনেকেরই জানা নেই। এই না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যাই পড়ে থাকি। কারণ আমাদের পা যদি অকেজো হয়ে যায় সে ক্ষেত্রে চলাফেরা কিভাবে করব। আর মানুষ চলাফেরা করা ছাড়া স্বাভাবিক জীবন যাপন করা প্রায় অসম্ভব।
    লিগামেন্ট ছিড়ে যাওয়ার মত লক্ষণগুলো থেকে বেশি দেখা যায় যুবকদের মধ্যে। তাছাড়া যারা পায়ের পরিশ্রম করে যেমন রিক্সা চালক, ভ্যান চালক, ক্রিকেটার, ফুটবল খেলোয়াড় ও যারা দৌড় খেলায় নিমজ্জিত। তাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। কারন তাদের ফুট ওয়ার্ক টা বেশি হয়। হাঁটুতে বাহিরে একজোড়া লিগামেন্ট এবং ভেতরে একজোড়া লিগামেন্ট থাকে।

    এই লিগামেন্ট গুলোর মধ্যে যদি বাহিরের লিগামেন্ট ছিড়ে যায় তাহলে ভেতরের লিগামেন্ট গুলোতে ক্ষতের সৃষ্টি হতে পারে। ধরেন যে দুর্ঘটনার সময় পায়ে আঘাত পেলেন আর যদি লিগামেন্ট ছিঁড়ে যায়। তাহলে কি লিগামেন্ট ছিড়ে যাওয়ার কারণে অপারেশন করতে হবে। প্রথমে যদি আঘাত পেয়ে থাকেন তাহলে হাঁটু সোজা করে হালকা ভাঁজ করে রাখুন। তারপরে বরফ দিতে থাকুন।

    প্রতি এক দেড় থেকে দেড় ঘন্টার মধ্যে ৫ থেকে ১০ মিনিট বরফ দিতে পারেন। এভাবে করে দুই থেকে তিন দিন বরফ দেওয়ার পরেও যদি ব্যথা ও ফোলা না কমে তাহলে কোনরকম দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। কারণ যদি দেরি করেন তাহলে এটি আরো গুরুতর সমস্যার দিকে ধাবিত হতে পারে। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

    তারপরে চিকিৎসক আপনার হাঁটুর এক্সরে করার মাধ্যমে তার পজিশনটা বুঝবে। তারপরে যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে তারাই আপনাকে বলে দিবে। যে অপারেশন করতে হবে কি না। বর্তমানে আধুনিক যুগে হাঁটুর লিগামেন্ট এর অপারেশনের জন্য কাটাছেঁড়া করতে হয় না।
    শুধু ফোটা করে যথাস্থানে লিগামেন্টের পরিবর্তে আধুনিক চিকিৎসা করবে। এই লিগামেন্টের অপারেশনের জন্য খরচের প্রয়োজন পড়ে। প্রত্যেকটি দেশ অনুযায়ী এর খরচের ভেদাভেদ রয়েছে। ঠিক বাংলাদেশেও লিগামেন্টের ক্ষেত্রে অপারেশনের খরচের ভেদাভেদ আছে।

    লিগামেন্ট অপারেশন খরচ বাংলাদেশ

    আমরা অনেকেই জানি যে অপারেশনের জন্য খরচের প্রয়োজন হয়। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যারা লিগামেন্ট ছিড়ে যাওয়ার কারণে অপারেশন করতে হতে পারে। কিন্তু জানতে পারছেন না যে লিগামেন্টের অপারেশনের জন্য বাংলাদেশে খরচ কত পড়তে পারে। সাধারণত এসিএল নামক লিগামেন্ট ছিড়ে যাওয়ার যে অপারেশন রয়েছে।

    এই অপারেশনের জন্য একটু বেশি খরচ হয়। কারণ এই অপারেশন করতে ডাক্তারদের অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং সুক্ষভাবে অপারেশনটি করার দক্ষতার ও প্রয়োজন হয়। হাটু ফুটা করে সঠিক স্থানে ওই লিগামেন্টের মতো আরেকটি লিগামেন্ট লাগাতে হয়। এর জন্য তো একটু খরচ পড়বেই। তাহলে লিগামেন্ট অপারেশনের খরচ কত।

    অনেক তথ্য থেকে জানা গেছে এ সি এল লিগামেন্ট অপারেশনের বাংলাদেশে খরচ পড়তে পারে প্রায় ১ লক্ষ টাকার অধিক । যদিও এটি চিকিৎসালয় ও ডাক্তারের ওপর নির্ভর করে এটি নির্ধারণ করা হয়। আশা করা যায় লিগামেন্টের অপারেশন খরচ কত পড়তে পারে বাংলাদেশে তার সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন।

    লিগামেন্ট এর ছবি

    আপনারা কি লিগামেন্টের ছবি গুলো দেখেছেন। লিগামেন্টের ছবি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন লিগামেন্ট দেখতে কেমন আর লিগামেন্ট গুলো হাঁটু বা গোড়ালির কোথায় কোথায় থাকে। তাইতো আমাদের সকলেরই লিগামেন্টের ছবি দেখে নেওয়া উচিত। যাতে করে আমরা বুঝতে পারি আমাদের পায়ের লিগামেন্ট গুলো দেখতে কেমন। তাহলে আর দেরি না করে লিগামেন্টের ছবিগুলো দেখে নিন।
    লিগামেন্ট এর ছবি

    লিগামেন্ট এর ছবি

    লিগামেন্ট এর ছবি

    লিগামেন্ট এর ছবি

    লিগামেন্ট এর ছবি

    লিগামেন্ট এর ছবি

    লিগামেন্ট অপারেশন না করলে কি হয়

    যদি লিগামেন্ট ছিড়ে যায় এবং গুরুতর অবস্থায় পরিণত হয়। তাহলে আপনার অপারেশন করার প্রয়োজন হতে পারে। আর অপারেশন করলে অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারেন। যে আপনার লিগামেন্টের সমস্যার সমাধান হয়ে গেছে। শুধু যে লিগামেন্টের অপারেশন করলেই কাজ শেষ এমনটা নয়। আপনার অপারেশনের পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাচল করতে হবে।

    যাতে করে এই অপারেশনের মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। তবে যদি আপনি অপরেশন না করেন অনেক ক্ষেত্রেই সমস্যা হতে পারে। ভারী কোনো কাজ বা আপনি যদি পায়ের উপরে ভর করে যে সকল কাজ করেন সেই কাজগুলো করার সময় সমস্যা হতে পারে। তাই এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা নিন।

    ১। হাঁটুর লিগামেন্ট কয়টি?
    উত্তরঃ হাঁটুর লিগামেন্ট হচ্ছে মোট ১১ টি যার মধ্যে প্রধান লিগামেন্ট হচ্ছে ৪ টি।

    ২। লিগামেন্ট অপারেশন খরচ ভারত?
    উত্তরঃ ভারতে লিগামেন্ট অপারেশনের জন্য খরচ করতে পারে প্রায় ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকার অধিক।

    উপসংহার

    পরিশেষে বলা যায় আমরা সকলেই সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পছন্দ করি। কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার জন্য সেটি সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু সময়ের সাথে সাথে সেই দুর্ঘটনাগুলো স্বাভাবিক হতে থাকে। সেই রকমই একটি হচ্ছে পায়ের গোড়ালি বা হাঁটুর লিগামেন্ট ছেড়ে যাওয়া। যখনই কেউ শোনে যে পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে এখন অপারেশন করতে হবে।

    তখনই সেই ব্যক্তির ঘাবড়ে যায়। তখন ঘাবড়ে না যেয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আর সমস্যাগুলোর মোকাবেলা করতে নিজের মনোবলকে শক্ত করুন। যেন অপারেশন করার প্রয়োজন হলে অপারেশন করতে পারেন। এই অপারেশনের খরচ নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি।

    শেষ কথাঃ প্রিয় পাঠক ইতিমধ্যে লিগামেন্ট অপারেশন খরচ বাংলাদেশ ও অপারেশন করলে কি হতে পারে সেই সম্পর্কে তথ্যগুলো পড়ে নিয়েছেন। এই তথ্যগুলো পড়ার মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে সেই সকল ব্যক্তিদেরকে জানান যারা এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছে। যেন তারাও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url