লোগো তৈরী করার সফটওয়্যার ১২টি ব্যবহার মোবাইল ও কম্পিউটার
আপনি যদি লোগো তৈরী করার সফটওয়্যার এর ১২টি ব্যবহার মোবাইল ও কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে পুরো তথ্যটি পড়ার মাধ্যমে লোগো তৈরী করার সফটওয়্যার তথ্যগুলো জানতে পারবেন। যেগুলো পড়ার মাধ্যমে অনায়াসে সফটওয়্যার এর মাধ্যমে লোগো তৈরি করতে পারবেন। তাই দেরি না করে সফটওয়্যার গুলো ব্যবহারের মাধ্যমে আকর্ষণীয় লোগো তৈরি করে ফেলুন।
নিচে উল্লেখিত লোগো তৈরী করার সফটওয়্যার গুলো ব্যবহারের মাধ্যমে যেকোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন। সেটা হোক গেমিং বা প্রাতিষ্ঠানিক কোনো লোগো। এই সফটওয়্যার গুলো সকল ধরনের লোগো তৈরি করার সক্ষমতা রাখে।
পোস্ট সূচীপত্রঃ
লোগো কি
লোগো হচ্ছে এক ধরনের চিহ্ন যা দ্বারা কোন প্রতিষ্ঠান বা সংস্থার নামের সংক্ষিপ্ত অংশ। এই সংক্ষিপ্ত অংশ দাঁড়ায় প্রতিষ্ঠানের নামের অংশ বিশেষ তুলে ধরা হয়। যা মানুষের কাছে খুবই আকর্ষণীয় চিহ্ন হয়ে ওঠে। মূলত এই জন্যই প্রতিষ্ঠান বা সংস্থা লোগো তৈরি করে থাকে। আর এই লোগো তৈরি করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সফটওয়্যার। যেগুলো আপনাকে আকর্ষণীয় সকল লোগো তৈরি করে দিবে। যে লোগোটি মানুষের কাছে বেশি প্রাধান্য পাবে।
সফটওয়্যার কি
সফটওয়্যার বলতে মূলত প্রোগ্রাম ও এপ্লিকেশন কে বুঝাই। যার পুরোটাই তৈরি হয় কোড দ্বারা এই সফটওয়্যার কম্পিউটারকে নির্দেশ করে কি কাজ করতে হবে। আর কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে থাকে। আর এমনই কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর লোগো বা ডিজাইন করার কাজে ব্যবহার করা হয়।
আরো পড়ূনঃ আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে জেনে নিন
আর এই সফটওয়্যার গুলো কম্পিউটারকে নির্দেশ করে সে একটি লোগো তৈরি করে দেয়। কিন্তু তার জন্য সফটওয়্যারকে সঠিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন রয়েছে। আর সফটওয়্যার মানুষের নির্দেশনা অনুযায়ী কাজ করে। তাই লোগো তৈরির জন্য একটি সফটওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে।
লোগো তৈরী করার সফটওয়্যার
আমরা অনেকেই জানি লোগো তৈরি করা অনেক কঠিন কাজ। এর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের লোগো মেকার এর কাছে যেতে হয় যাতে করে তারা টাকার বিনিময় আমাদেরকে লোগো তৈরি করে দেয়। কিন্তু এমন কিছু লোগো তৈরী করার সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতেই লোগো তৈরি করতে পারবেন।
শুধু সফটওয়্যার গুলো ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। আপনাদের সুবিধার্থে কম্পিউটার ও মোবাইল ব্যবহারযোগ্য কিছু সফটওয়্যার এর নাম বলে দিবো। যে সফটওয়্যার গুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে তেমন কিছু জানার প্রয়োজনীয়তা নেই।
অথবা লোগো তৈরি করার জন্যও পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই সফটওয়্যার গুলো থেকে নতুনরাও বা যাদের লোগো সম্পর্কে তেমন ধারণাই নেই তারাও তৈরি করতে পারবে। তাহলে লোগো তৈরী করার সফটওয়্যার গুলো সম্পর্কে জেনে নিন।
মোবাইল দিয়ে লোগো তৈরী করার সফটওয়্যার
এখানে মোবাইল দিয়ে লোগো তৈরি করার ৫টি সফটওয়্যার এর নাম দেওয়া রয়েছে। যেগুলো খুবই ব্যবহারযোগ্য এবং স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই যেকোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন। শুধু কি তাই এগুলো সফটওয়্যার একদম ফ্রিতে লোগো তৈরি করে দিবে।
অনেকেই মনে করবেন ফ্রিতে কোনো জিনিস কখনো ভালো হয় না। কিন্তু একবার তৈরি করে বুঝতে পারবেন যে এই সফটওয়্যার গুলো কতটা ব্যবহারযোগ্য। তাই কথা না বাড়িয়ে চলেন লোগো তৈরি করার ৫টি সফটওয়্যার সম্পর্কে জেনে আসি।
Canva.com
ক্যানভা অধিক জনপ্রিয় সফটওয়্যার এটি যে শুধু লোগো তৈরি করে তা নয়। পাশাপাশি আপনি এর থেকে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন। যেমন ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ট্রি ফোল্ট ডিজাইন, ভাউচার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ও ইউটিউব থাম্বেল ডিজাইন সহ আরো অনেক ধরনের ডিজাইন করতে পারবেন।
ক্যানভার মাধ্যমে লোগো ডিজাইনের জন্য যে সকল ফিউচার বা সুযোগ-সুবিধা পাবেন। তাহলো বিভিন্ন ধরনের স্টাইল কৃত text বা front যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয়। তারপরে সুন্দর সুন্দর background বা template আবার লোগো গুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের icon ব্যবহার করতে পারবেন।
এখানে আপনি যেকোনো ধরনের লোগো তৈরি করতে পারেন যেমন প্রতিষ্ঠানের জন্য লোগো, গেমিং এর জন্য লোগো, ওয়েবসাইটের জন্য লোগো, ইউটিউব চ্যানেলের জন্য লোগো, ক্লাবের জন্য লোগো আরো অনেক ধরনের লোগো তৈরি করতে পারবেন। আপনি এই সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন।
একটি লোগো তৈরি করার জন্য যা যা লাগবে তা সবকিছুই তারা আপনাকে একদম ফ্রিতে দিচ্ছে। কিন্তু আপনি যদি এর থেকেও বেশি কিছু পেতে চান। তাহলে তাদের canva প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে হবে। এর জন্য আপনাকে তাদের টাকা প্রদান করতে হবে। তাই যে কোনো একভাবে আপনি তাদের কাছ থেকে এই সফটওয়্যারটির মাধ্যমে লোগো তৈরি করে নিতে পারেন।
আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই লোগোটি তৈরি করতে পারবেন। এখন এই লোগো তৈরি করার এই সফটওয়্যারটি ইনস্টল করবেন কিভাবে। জেনে রাখা ভালো সফটওয়্যার টি দুই ভাবে প্রথম কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এবং মোবাইলে ব্যবহার করতে পারবেন। নিচে মোবাইলে ব্যবহার করবেন কিভাবে সেটি দেখানো হলো।
সর্বপ্রথম মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে নিবেন। তারপরে প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে সার্চ বাটনে লিখবেন Canva। তারপরে দেখবেন সার্চ রিলেটেড লিস্টে Canva আরো অনেক রিলেটেড লিস্টে দেখাবে। আপনি ক্যানভাতে ক্লিক করবেন।তারপরে সামনে এইরকম একটি ফিচার দেখাতে পারে। আপনি সরাসরি ক্যানভার ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিবে। ইনস্টল হওয়ার পরবর্তী সময় ব্যবহার করতে পারবেন।
Logo Maker ( TTT Team )
মোবাইলের মাধ্যমে লোগো তৈরি করার জন্য যতগুলো ভালো সফটওয়্যার আছে তাদের মধ্যে এটা একটা। আপনি যেকোনো ধরনের লোগো এই সফটওয়্যার দ্বারা তৈরি করতে পারবেন। এখানে আপনার সকল ধরনের ফিউচার রয়েছে। যে ফিউচারগুলো লোগো তৈরি করার জন্য প্রয়োজন হয়। যেমন সুন্দর সুন্দর স্টাইল front ও background রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের color দেখতে পাবেন।
আরো অনেক ধরনের ফিউচার আছে। যেগুলো দ্বারা প্রফেশনাল লোগো, প্রতিষ্ঠানিক লোগো, গেমিং লোগো, ইউটিউবের লোগো, ওয়েবসাইটের লোগো ও কোনো ক্লাব বা সংঘের লোগো তৈরি করতে পারবেন। এই লোগো মেকারে ১৮ হাজার এর বেশি লোগো পাবেন এবং ৫০ টিরও বেশি ক্যাটাগরি রয়েছে। তাই আপনি চাইলে খুব সহজেই কম সময়ের ব্যবধানে উন্নত মানের লোগো তৈরি করতে পারবেন।
LogoFly ( Logo Maker )
লোগো ফ্লাই নামক সফটওয়্যার দিয়ে খুব সহজে সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। এই সফটওয়্যারটি প্লে স্টোরে পাওয়া যাবে। সফটওয়্যার ইন্সটল করতে ২৮ এমবি এর মত খরচ হবে। ইন্সটল করার পরে দুইটি ভার্সন থাকে প্রিমিয়াম ভার্সন এবং ফ্রি ভার্সন। যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চান তার জন্য টাকা পেইড করতে হবে।
আর যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান তাহলে কিছুই পেইড করতে হবে না। লোগো ফ্লাই এর মধ্যে ২৫০০ প্লাস templates, ২০০০ প্লাস elements এবং ৫০০ প্লাস Logo দেখতে পাবেন। যেগুলো ব্যবহারের মাধ্যমে লোগো তৈরি করতে পারবেন। শুধু ইন্সটল করার পরে ক্রিয়েট লোগোতে প্রেস করে নিজের ইচ্ছে মতো যেকোনো ধরনের লোগো তৈরি করুন।
Shopify ( Logo Maker )
Shopify থেকে খুব সহজেই লোগো তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের পেইড করতে হবে না। একদম ফ্রিতে সম্পূর্ণ লোগো খুব সহজে তৈরি করতে পারবেন। এখানে ১১০ টিরও বেশি লোগো ডিজাইন এর আইডিয়া দেওয়া থাকবে। আইডিয়াতে দেখানোর লোগোর মধ্যে যদি কোনো লোগো ভালো লাগে।
তাহলে ওখান থেকে লোগো সিলেক্ট করে সেটিকে কাস্টমাইজ করে নিজের মতো তৈরি করে নিতে পারেন। আবার আপনার যদি আইডিয়া গুলো ভালো না লাগে দেখে তাহলে নিজে থেকেই ক্রিয়েট লোগোতে চাপ দিয়ে তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার ও সেফ ছাড়াও আরো অনেক ফিউচার দেখতে পাবেন। তাই মোবাইলের মাধ্যমে Shopify থেকে লোগো তৈরি করে নিতে পারেন।
Logo Maker ( Logo Creator )
লোগো মেকার খুবই সহজ ব্যবহারের মাধ্যমে লোগো তৈরি করা যায়। ৭০০০ হাজারেরও বেশি লোগো টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ডস এবং ফ্রন্ট যা খুব সহজেই লোগো জেনারেট করতে পারে। এটিও ফ্রি মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। একটি লোগো তৈরি করার পরে পিএনজি, জেপিজি এবং পিডিএফ যেকোনো ফরমেট ফাইলে সেভ করতে পারবেন। প্রফেশনাল ও আকর্ষণীয় লোগো তৈরি করা যায়। যেভাবে ইচ্ছা সেই ভাবে কাস্টমাইজ করতে পারবেন। তাই কোনো ঝামেলা ছাড়াই লোগো তৈরি করতে হলে লোগো মেকারের মাধ্যমে তৈরি করতে পারেন।
কম্পিউটার দিয়ে লোগো তৈরী করার সফটওয়্যার
পূর্বে আমরা জেনেছি লোগো তৈরি করার জন্য মোবাইলে কোন সফটওয়্যার গুলো ব্যবহার করা যায়। আর এখন জানবো কম্পিউটারের মাধ্যমে কোন সফটওয়্যার গুলো ব্যবহার করে লোগো তৈরি করতে পারবো। এখানে ৭টি সফটওয়্যার এর নাম দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই লোগো তৈরি করতে পারবেন।
উল্লেখিত সফটওয়্যার গুলো দ্বারা যে লোগো গুলো তৈরি করবেন। সেই লোগোগুলো হবে খুবই ব্যবহারযোগ্য ও হাই রেগুলেশন যুক্ত। আর দেখতেও অনেক সুন্দর ও আকর্ষণীয় হবে। তাই কম্পিউটারের মাধ্যমে লোগো তৈরি সফটওয়্যার গুলোর নাম জেনে নিন।
Adobe Illustrator
এই সফটওয়্যারটি একদম প্রফেশনাল লোগো তৈরি করে দেবে। কিন্তু এখান থেকে লোগো তৈরি করার জন্য দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের টুলস দেওয়া থাকবে যার মাধ্যমে লোগো তৈরি করতে হবে। এইজন্য এই সফটওয়্যার থেকে লোগো তৈরি করা খুবই কঠিন।
এই সফটওয়্যারটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক লোগো, মিনিমাইজ লোগো, গেমিং ও যেকোনো ধরনের লোগো তৈরি করা যায়। শুধু এখানেই সীমাবদ্ধ নয় বিজনেস কার্ড ডিজাইন থেকে শুরু করে ভাউচার ডিজাইন পর্যন্ত যত ধরনের ডিজাইন রয়েছে এখান থেকে তৈরি করতে পারবেন।
AAA logo
এই সফটওয়্যারটি খুবই সহজ উপযোগী। আবার লোগো তৈরির জন্য খুবই জনপ্রিয় বটে। সফটওয়্যারে লোগো তৈরির জন্য টেমপ্লেট দেওয়া রয়েছে ১০০০০ এরও বেশি। । আবার লোগো তৈরির জন্য ১০০০০ হাজারটি আইকন। তাহলে বোঝাই যাচ্ছে লোগো তৈরির জন্য এ সফটওয়্যারটি কতটি উপযোগী।
লোগোতে প্রফেশনাল লুক দেওয়ার জন্য সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। সফটওয়্যার টি ব্যবহার করার জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। বিনা রেজিস্ট্রেশনেই আপনি লোগো তৈরি করতে পারবেন। এর পাশাপাশি ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ও পোস্টার ডিজাইন সহ আরো কিছু ডিজাইন করতে পারবেন।
Canva
ক্যানভা এমন একটা সফটওয়্যার যেটি দ্বারা মোবাইল এবং কম্পিউটার দুটোতেই লোগো ডিজাইন করতে পারবেন। বর্তমানে এই সফটওয়্যারটির জনপ্রিয়তা অনেক বেশি। কারণ শুধুমাত্র লোগো ডিজাইনের মধ্যেই আরো সীমাবদ্ধ থাকেনি। এরা ইউটিউব থাম্বেল থেকে শুরু করে পোস্টার ডিজাইন ছাড়াও আরো বিভিন্ন ধরনের ডিজাইনে এদের হাত রয়েছে। তাইতো খুবই ব্যবহারযোগ্য একটি সফটওয়্যার হিসেবে বিবেচনা করা হয়। কম্পিউটারের মাধ্যমে লোগো ডিজাইন এর জন্য সফটওয়্যারটি বেছে নিতে পারেন।
Vectr
অনেকেই সফটওয়্যারটির নাম শুনে হয়তো ভাবছেন যে সফটওয়্যারটি ভেক্টর তৈরি করে থাকে। আপনার ভাবনা ঠিকই রয়েছে কিন্তু এরা ভেক্টর তৈরির পাশাপাশি লোগো তৈরিতেও সহযোগিতা করে। তাই আপনি যদি লোগো তৈরি করতে চান তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। শুধু সফটওয়্যারটির ভিতরে ঢুকে ইউজ নাও তে চেপে দিন।
তারপরেই শুরু করে দিন আপনার লোগো তৈরির কাজ। এরা ভেক্টর ও লোগো তৈরিতেও সীমাবদ্ধ নয়। আপনি চাইলে ইউটিউব থাম্বেল, ফেসবুকের কভার ও ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন। তাই এইগুলো ডিজাইন করার জন্য সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
Hatchful
এই সফটওয়্যারটির মাধ্যমেও কম্পিউটারের দ্বারাই কম্পিউটারের ইন্টারনেট কানেকশন অন করে অনায়াসে লোগো তৈরি করা যায়। এটির মাধ্যমে যেকোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না। এখানে ১৫০টির অধিক লোগোর টেমপ্লেট রয়েছে যেগুলোর দ্বারাই আপনি আপনার লোগো তৈরি করতে পারবেন। আর লোগো গুলো হবে দেখতে অনেক সুন্দর ও প্রফেশনাল।
Inkscape
এই সফটওয়্যারটি এডোবি ইলাস্টেটর এর মত কাজ করে। এই সফটওয়্যার দ্বারা লোগো ও ভেক্টর ছাড়াও আরো অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। এখানে ডিজাইন করলে লোগো বা ভেক্টরের রেগুলেশনে কোন সমস্যা হবে না। একদম ফ্রিতে লোগো ডিজাইন করতে পারবেন। সকল ধরনের টুলস ও ব্যবহার করতে পারবেন।
এখানে জেপিজি, পিএনজি, পিএস ও পিডিএফ ফাইল সেভ করতে পারবেন। এই সফটওয়্যারটিতে যে সকল টুলস ব্যবহার করতে পারবেন। তাহলে স্ট্রোক, গার্ডিয়ান্স, সেপ ও টেক্সট সহ আরো কিছু টুলস। যে টুলস গুলো লোগো তৈরিতে সহযোগিতা করে। আর এই সফটওয়্যারটি ব্যবহারও খুবই সহজলভ্য।
Logo maker.thehoth
অন্যান্য সকল ওয়েবসাইট এর মত এখানেও লোগো তৈরি করা যায়। তবে কিছু ওয়েবসাইটের মত এখানেও লোগো তৈরির জন্য ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে হয়। লোগো তৈরির জন্য যে সকল টুলস এর প্রয়োজন। তার প্রায় সব রকম টুলস পাওয়া যায়। তাই ইন্টারনেট কানেকশন অন রেখে এই সফটওয়্যার দ্বারাই লোগো ডিজাইন করতে পারবেন।
লোগো ডিজাইন করার নিয়ম
লোগো তৈরি করার আগে কিছু কথা জানতে অথবা বুঝতে হয়। তার প্রথম হচ্ছে আপনি কোন বিষয়ের উপরে লোগো তৈরি করবেন। সেই বিষয়টি নির্ধারণ করা। উদাহরণ হিসেবে ধরলাম আপনি গেমিং এর লোগো তৈরি করবেন। এখন এই লোগো কোনো প্রতিষ্ঠানের মত করলে আকর্ষণীয় হবে না। গেমিং এর লোগো সাধারণত সিম্পল হয় না। দেখতে খুবই ঝকঝকে টাইপের হয়।
গেমিং লোগো বানানোর আইডিয়া পাওয়ার জন্য সার্চ করুন গেমিং লোগো লিখে। তারপরে বিভিন্ন ধরনের গেমিং লোগো আপনার সামনে উপস্থাপন হবে। সেই লোগো গুলো দেখে কিছুটা ধারণা পাবেন। সেই লোগো গুলো দেখে বোঝার চেষ্টা করুন তারা কোন ধরনের ফ্রন্ট ব্যবহার করেছে। কোন ধরনের কালার ব্যবহার করেছে।
তাদের টেমপ্লেট ও এলিমেন্ট গুলো কেমন। কালার গুলো ডিপ ইউজ করেছে নাকি হালকা ব্যবহার করেছে। এভাবে করে বোঝার চেষ্টা করুন তারা ওই লোগোর ভিতরে কি কি জিনিস ব্যবহার করেছে এবং সেগুলোকে আকর্ষণীয় করে তুলেছে। আপনিও সেই ভাবেই একটি লোগো তৈরি করতে পারেন। আকর্ষণীয় করে তোলার জন্য।
লোগো ডিজাইন করে কি টাকা ইনকাম করা যায়
প্রফেশনাল লোগো ডিজাইনাররা মাসে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। তারা তাদের ডিজাইনকে এতটাই আকর্ষণীয় করে তুলেছে যে মানুষ শুধু তাদের তৈরি কৃত লোগোই ব্যবহার করতে চাই। আপনি যদি লোগো ডিজাইন করে টাকা ইনকাম করতে চান। তাহলে সর্বপ্রথম আপনাকে লোগো ডিজাইন সম্পর্কে জানতে হবে। আর লোগো তৈরির কাজটি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে।
লোগো তৈরি করতে হলে এই সম্পর্কে দক্ষতা অর্জন করা প্রয়োজন। তাহলে দক্ষতা অর্জন করবেন কিভাবে দক্ষতা অর্জন করার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন। আপনি ইউটিউব এর মাধ্যমে লোগো ডিজাইন শিখতে পারেন বা বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেগুলো লোগো ডিজাইন শিখিয়ে থাকে। তাই বসে না থেকে লোগো ডিজাইন শিখে দক্ষতা অর্জন করুন আর মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন।
লোগো ডিজাইন শিখার জন্য ভালো সফটওয়্যার কোনটি
লোগো ডিজাইন শিখার জন্য ভাল সফটওয়্যার হচ্ছে Adobe illustrator. মূলত এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দাঁড়াই বেশিরভাগ লোগো ডিজাইনাররা ডিজাইন করে থাকে। কারণ একটি ডিজাইন তৈরি করার জন্য যে যে টুলস এর প্রয়োজন হয়। তার প্রায় সবগুলো টুলস এখানে পাওয়া যায়। তাইতো ডিজাইনারা এই সফটওয়্যারটি বেছে নিয়েছে। আপনিও চাইলে লোগো ডিজাইন শেখার জন্য সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
লোগো ডিজাইন এর জন্য কিছু ফ্রন্ট এর নাম
লোগো ডিজাইন করার জন্য ফ্রন্ট এর প্রয়োজন হয়। শুধু ডিজাইন করার জন্যই না লোগো গুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য সঠিক ফ্রন্ট বাছাই করতে হবে। তাই কিছু ফ্রন্ট এর নাম জেনে নিন যেগুলো দ্বারা লোগো ডিজাইন ও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
- Abeezee
- Alata
- Arimo
- Baloo
- Bebas neue
- Rubik
- Sansation
- Vollkorn
- Roboto
- Raleway
- Open sans
- Lato
উপসংহার
পরিশেষে বলা যায় লোগো ডিজাইন করা খুবই কঠিন কাজ হলেও কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো দ্বারা সহজেই করা যায়। আর যে সফটওয়্যার গুলো উল্লেখ করা হয়েছে তার সবগুলোতেই খুব সহজেই একটি লোগো তৈরি সম্ভব। তাই আপনাদের কাছে যেই সফটওয়্যারটি সহজ মনে হবে। সেটি দ্বারা লোগো ডিজাইন করুন। আশা করা যায় এই সফটওয়্যার গুলো দ্বারা সহজেই একটি লোগো তৈরি করতে পারবেন। তাই খুবই গুরুত্বের সাথে কম্পিউটার ও মোবাইল দিয়ে লোগো ডিজাইন পড়ে নিবেন
শেষ কথাঃ প্রিয় পাঠক লোগো তৈরী করার সফটওয়্যার ব্যবহার মোবাইল ও কম্পিউটার সম্পর্কে জেনে উপকৃত হয়েছেন। সত্যি যদি এই সফটওয়্যার গুলো ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার বন্ধুদেরও এই সফটওয়্যার গুলো সম্পর্কে অবগত করুন। যেন তারাও সফটওয়্যার গুলো ব্যবহার করে আকর্ষণীয় লোগো তৈরি করতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url