ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম - ছবিসহ
আপনি কি ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে চান। অনেক খোঁজাখুঁজি করার পরেও কাঙ্খিত সমস্যার সমাধান করতে পারেননি। তাহলে বলবো ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম গুলো পড়ার মাধ্যমে জেনে নিতে পারেন। শুধু তাই নয় আপনাকে সহজ ভাবে ছবি সহকারে উল্লেখ করার মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য সহযোগিতা করবে। তাই আর দেরি না করে এখনই পাসওয়ার্ড পরিবর্তন এর নিয়ম গুলো জানতে পারেন।
পোস্ট সূচীপত্রঃআমরা বর্তমানে অধিকাংশই ওয়াইফাই ব্যবহারকারী। কিন্তু আমাদের মধ্যে অনেকের পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম গুলো অজানা রয়ে গেছে। তাই পরিবর্তনের নিয়ম জানার মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারেন।
ভূমিকা
আজ থেকে কিছু বছর আগেও মানুষ মোবাইলে এমবি লোড করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতো। কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হতো উক্ত এমবি উক্ত সময়ের বেশি ব্যবহার করা যাবে না। মানে আপনি যতটুকু এমবি নিবেন ততটুকু এমবি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হবে।
কিন্তু ওয়াইফাই আসার পরে মানুষের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বেড়ে গেছে। কারণ নির্দিষ্ট টাকার বিনিময়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যায়। এই জন্য মানুষের কাছে ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্যে ওয়াইফাই এখন মূল্যবান সম্পদ।
যেটা সকলের সাথে বিনিময় করতে চায় না। কারণ এখানেও কিছু বাধা ধরা নিয়ম রয়েছে। আপনি যতটুকু এমবিপিএস স্পিড এর প্যাকেজ নিবেন। তার ওপর ভিত্তি করে স্পিড দেওয়া হবে। এখন একসাথে যদি অনেক জন একটি wi-fi ব্যবহার করে।
আর যদি ওয়াইফাই এর এমবিপিএস স্পিডে তুলনায় বেশি না হয়। তাহলে দেখা যাবে যে ব্যক্তি ওয়াইফাই এর প্যাকেজ নিয়েছে। সেই ব্যক্তি স্পিড কম পাচ্ছে। আর এই জন্যই ওয়াইফাই এর পাসওয়ার্ড সবার সাথে বিনিময় করতে চায় না। অনেক সময় যখন অন্য ব্যক্তিরা পাসওয়ার্ড জেনে যায়।
কেন ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা হয়
আমাদের মধ্যে অনেকের বাড়িতে ওয়াইফাই রয়েছে। ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময় হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। কিন্তু রাউটার অথবা অনু কিংবা ওয়াইফাই প্রোভাইডারদের কোন সমস্যার কারণে হয়নি।
আবার অনেক সময় দেখা যায় আমি যে ওয়াইফাই চালাচ্ছি তার ইন্টারনেট স্পিড খুবই স্লো হয়ে গেছে। কিন্তু ওয়াইফাই প্রোভাইডারদের কাছ থেকে ১০ বা ১২ এমবিপিএস এর স্পিড নেওয়া হয়েছে। তবুও কেন ওয়াইফাই নেট প্রোভাইড করার সময় এত স্লো হয়ে যায়। কারণ আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেউ পরিবর্তন করে দিয়েছে।
আবার এই পাসওয়ার্ড কোনো না কোনো ভাবে সবাই জেনে গেছে। এখন সকলেই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করছে। এই ক্ষেত্রে আপনার কি করা উচিত। নিশ্চয়ই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন এবং ওয়াইফাই সিকিউরিটি জোরদার করতে হবে। আর এই জন্যই ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করা হয়।
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
নিশ্চয়ই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে চান। আর মূলত আপনারা না জানার কারণেই আর্টিকেলটির মাধ্যমে জানতে এসেছেন। কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা কোনো কঠিন বিষয় নয়। পাসওয়ার্ড পরিবর্তন করতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে।
তবুও উক্ত বিষয়টি না জানার কারণে অনেক কঠিন মনে হয়। এই জন্যই কঠিন মনে হচ্ছে কারণ সেই বিষয়টি আমাদের অজানা। কিন্তু সকল রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম একই রকম নয়। এই জন্য কিছু রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জানবো।
Netis রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
Netis রাউটারের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন। চলেন তার নিয়ম গুলো জেনে আসি ছবি আকারে।
২ ধাপঃ এরপরে দেখবেন Netis router login নামে একটি অপশন সবার প্রথমে অথবা দ্বিতীয়তে আপনার সামনে ভেসে উঠবে। সেই অপশন এ মাউস নিয়ে গিয়ে ক্লিক করুন।
৩ ধাপঃ এখন আপনি দুটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে একটি অপশন হচ্ছে 192.168.1.1 login এখানে ক্লিক করুন। বলে রাখা ভালো এটি হচ্ছে IP Address। আপনি যদি মনে করেন যে সরাসরি netis রাউটার লগইন প্যানেলে ঢুকবো। তাহলে এই IP Address দিয়ে সার্চ করার মাধ্যমে ঢুকতে পারেন।
৪ ধাপঃ এরপরে নিচে দেখানো ইন্টারফেস অনুযায়ী ঠিক এমন একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন নিচে দেখতে পাবেন Wireless Setup ঐ অপশনটির নিচে আরও দুটি অপশন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে Password নামে অপশন। ঐখানে গিয়ে Password পরিবর্তন করার পরে Save করে দেবেন। তাহলেই পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে netis router এর পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম।
tplink রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
আমরা এতক্ষণ Netis রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় কিভাবে তা জানলাম। এখন আপনাদের যদি tplink রাউটার থেকে থাকে তাহলে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। চলেন সেই বিষয়ে জেনে আসা যাক।
১ ধাপঃ প্রথমে আপনার ক্রোম ব্রাউজার এগিয়ে সরাসরি উল্লেখিত IP Address 192.168.0.1 দিয়ে সার্চ করুন। এড্রেসটি লেখার সময় কোনো ধরনের স্পেস দিবেন না।
২ ধাপঃ এখন আপনার সামনে tplink ওয়েবসাইটের প্যানেল চলে আসবে। সেখানে আপনার Admin এর পাসওয়ার্ড চাইবে। মূলত এই পাসওয়ার্ড রাউটারের পিছনে লিখা থাকে অথবা আপনার ওয়াইফাই এর প্রোভাইডার এর কাছ থেকে জেনে নিতে পারেন। এরপরে ঐখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩ ধাপঃ এখন দেখবেন আপনার সামনে একটি ইন্টারফেস শো করছে। যেখানে একটু নিচেই তাকালে Wireless নামে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই আরো কিছু অপশন আপনার সামনে চলে আসবে। ঐখান থেকে Wireless Security নামের অপশনে ক্লিক করুন। তারপরে দেখবেন সাইটে অনেকগুলো অপশন শো করছে। সেই অপশন গুলোর মধ্যে একটি অপশন দেখতে পাবেন Password নামের। সেখানে পাসওয়ার্ড দিয়ে Save করে দিন। তাহলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
ওয়াইফাই এর পাসওয়ার্ড কেমন হওয়া উচিত
আমরা অনেকে পাসওয়ার্ড দেওয়ার সময় ভুল করে থাকি। পাসওয়ার্ড দেওয়ার সময় কেমন ভুল হয়। যেমন নিজের নাম দেওয়া প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে সহজ ভাবে নাম্বার দেওয়া। ধরুন আপনার নাম হচ্ছে করিম এখন তার সাথে 1234 লাগিয়ে দিলেন। এখন আপনার বাড়ির আশেপাশে সকলেই জানে আপনার নাম করিম।
এখন সর্বপ্রথম তারা আপনার নাম দিয়ে চেষ্টা করবে। তারপরে নামের সাথে এই রকম নাম্বার যোগ করার মাধ্যমে পাসওয়ার্ড খোলার চেষ্টা করবে। তাই যদি এই রকম পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে যে কেউ খুব সহজে পাসওয়ার্ড খুলে ফেলতে পারবে।
তাই এমন কিছু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যে নাম কেউ জানে না এবং ওলট পালট করে নাম্বার দিবেন সাথে কিছু সিম্বলও দিবেন। তাহলে অনেক চেষ্টা করার পরেও অন্য কেউ আপনার পাসওয়ার্ড খুলতে পারবে না। তাই নিজের ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড এর সিকিউরিটি বাড়ানোর উদ্দেশ্যে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন।
উপসংহার
পরিশেষে বলা যায় আমাদের কিছু ভুলের জন্য আমাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায়। এখন এই ভুল শুধরানোর জন্য ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। তার জন্য নিয়ম গুলো জানা প্রয়োজন ছিল। যে নিয়ম গুলো একবার জানলেই যথেষ্ট হবে।
আর কখনো পাসওয়ার্ড পরিবর্তনের নিয়মগুলো ভুলে যাবেন না। কারণ এখানে খুবই সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে। তাই বলাই যায় আপনাদের মধ্যে সকলেই ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন এর নিয়ম গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন।
শেষ কথাঃ সম্মানিত পাঠক আশা করা যায় ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম পড়ার মাধ্যমে আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর যদি সত্যি পরিবর্তন করতে পারেন তাহলে আরো যে সকল ব্যক্তিদের পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন পড়বে। তাদেরকে এই তথ্যটি পড়ার জন্য বলতে পারেন। যেন তারাও জানার মাধ্যমে উপকৃত হতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url