ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ

গ্যালারির নিরাপত্তার খাতিরে ছবি লক করা সফটওয়্যার এর নাম গুলো জানার জন্য খোঁজাখুঁজি করছেন। কিছুক্ষণের জন্য হলেও খোঁজাখুঁজি বন্ধ করে এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। কেন পড়তে বলছি কারণ এখানে আপনি ছবি লক করা সফটওয়্যার এর নাম এবং কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। যেগুলো জানার মাধ্যমে অনেক উপকৃত হবেন।
ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
পোস্টসূচিপত্রঃঅনেকে মনে করে গ্যালারি লক করার প্রয়োজন হয় না। কিন্তু যদি গুরুত্বপূর্ণ ফাইল ও ডকুমেন্ট সহ ব্যক্তিগত ছবি এবং ভিডিও থেকে থাকে তাহলে গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করুন।

    ভূমিকা

    আপনি কি জানতে ইচ্ছুক ছবি লক করা সফটওয়্যার এর নাম এবং সেই সফটওয়্যার গুলো কিভাবে ডাউনলোড করতে হয়। আবার ছবি লক করার সফটওয়্যার কোথায় থেকে ডাউনলোড করতে হয়। আমরা ছবি লক করার সফটওয়্যার কেন ডাউনলোড করবো? এই নানান প্রশ্নের উত্তর একটি আর্টিকেলের মাধ্যমেই পেয়ে যাবেন।

    এখানে এমন কিছু অ্যাপ এর নাম উল্লেখ করা রয়েছে যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না। আপনারা কি এমন অ্যাপ গুলো ডাউনলোড করতে চান। তাহলে ছবি লক করার সফটওয়্যার এর নাম গুলো জেনে নিন।

    গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড কেন করবেন

    আপনারা হয়তো অনেকে জানেন গ্যালারি লক করার সফটওয়্যার ডাউনলোড করা কেন প্রয়োজন। তবুও অনেকের হয়তো অজানা জানা থাকতে পারে তাদের উদ্দেশ্যে বলছি গ্যালারি লক করা সফটওয়্যার এই জন্য ডাউনলোড করতে হয় হয় যেন গ্যালারি সুরক্ষিত থাকে। আপনার গ্যালারিতে থাকা ছবি, ভিডিও, অডিও ইত্যাদি সুরক্ষিত রাখার জন্য অ্যাপ লক ব্যবহার করা হয়।

    এই অ্যাপগুলোতে নিজের ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লক করতে পারবেন। গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি যেগুলো কাউকে দেখাতে চান না। সব সময় সুরক্ষিত রাখতে চান সেই সুরক্ষা প্রদানের জন্য এমন কিছু পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যার এর মাধ্যমে অ্যাপ গুলো লক করে রাখবেন যাতে করে কেউ ছবিগুলো না দেখতে পাই। ভুলেও কখনো এই পাসওয়ার্ডগুলো কারো সাথে শেয়ার করবেন না। এতে করে আপনার সিকিউরিটি ভেঙ্গে যাবে।

    ছবি লক করা সফটওয়্যার এর নাম

    এতক্ষণ তো জানলেন কিসের জন্য গ্যালারি লক করবো। শুধু গ্যালারি লক নয়। এর মধ্যে এমন কিছু অ্যাপ এর নামও বলে দিবো যেগুলো অন্যান্য দ্বারা অ্যাপ লক করে রাখতে পারবেন। অনেক বাছাইকৃত ৮টি ছবি লক করা সফটওয়্যার এর নাম নির্ধারণ করা হয়েছে। যেগুলো দ্বারা গ্যালারি খুবই হাই সিকিউরিটি দ্বারা গ্যালারি লক করা হয়। তাই আসুন জেনে নেই ছবি লক করার কিছু সফটওয়্যার এর নাম।

    Photo Lock App

    এই অ্যাপ আপনার গ্যালারিতে থাকা ছবি এবং ভিডিও গুলোকে হাই সিকিউরিটি দিয়ে রাখে। যাতে আপনি যদি কাউকে আপনার মোবাইলের লক খুলে দেন তাহলে জেনো সে গ্যালারিতে কেউ ঢুকতে না পারে। ঢুকে আপনার গ্যালারির প্রাইভেসি নষ্ট করতে পারে।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    এই অ্যাপটির রেটিং হচ্ছে ৪.৫ এবং ডাউনলোড ৫০ মিলিয়ন এর অধিক যা থেকে বুঝতে পারছেন কি রকম সিকিউরিটি দিয়ে থাকে এই অ্যাপ। এই অ্যাপের ব্যবহারের সুবিধা জেনে নিন।
    • আপনার ছবি ও ভিডিও গুলোর গোপনীয়তা সংরক্ষণ করা হবে এবং পিন ও প্যাটার্ন দ্বারা সুরক্ষা দেওয়া হবে। যাতে করে অ্যাপটিতে ঢোকার আগে প্যাটার্ন অথবা পিন দিয়ে প্রবেশ করতে হয়।
    • আপনার অডিও এবং ডকুমেন্ট ছাড়াও আরো অন্যান্য যে সকল ফাইল রয়েছে তা লকারের মাধ্যমে সুরক্ষা প্রদান করা হবে। আর সেগুলোকে গোপনীয় কোনো জায়গায় লুকিয়ে করে রাখতে পারবেন।
    • লকারের ভিতরে নোট তৈরি করে সেগুলোকে সংরক্ষণ করতে পারবেন এবং পছন্দমত যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবেন।
    • এই অ্যাপ ব্রাউজার ব্যবহারের সময় নিরাপত্তা প্রদান করবে। ব্রাউজার থেকে ভিডিও এবং ছবি ডাউনলোড করার সময় নিরাপত্তা দিয়ে থাকে। এমনকি সেইগুলোকে অ্যাপের ভিতরে যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবেন।

    Gallery Lock (Hide Pictures)

    আপনি যদি গ্যালারি লক করার জন্য শক্তিশালী এবং অধিক নিরাপত্তা জনিত কোনো অ্যাপ খোঁজেন সেটা হচ্ছে গ্যালারি লক হাইড পিকচার। এটার ব্যাপারে যদি দেখেন তাহলে এই অ্যাপ ১০ মিলিয়নের অধিক ডাউনলোড হয়েছে এবং ৪.২ হচ্ছে রেটিং।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    বর্তমান সময়ে গ্যালারিতে ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট ও ফাইল লুকিয়ে এবং লক করে রাখার জন্য বিশ্বস্ততা রয়েছে। এই অ্যাপ ব্যবহারের কিছু সুবিধা রয়েছে।
    • ছবি, ভিডিও ও আইকন গুলোকে লুকিয়ে রাখা হয়।
    • অচেনা কোনো ব্যক্তি পাসওয়ার্ড খোলার সময় তিনবার ব্যর্থ হওয়ার পরে। তার ছবি তুলে রাখতে সক্ষম অ্যাপটি।
    • এই অ্যাপে রোটেট ও জুম করার অপশন রয়েছে।
    • এই অ্যাপ দ্বারা গ্যালারি লক করার জন্য খুব সহজে প্যাটার্ন ও পিন ব্যবহার করতে পারবেন।
    • অ্যাপটির মাধ্যমে ফাইলগুলোকে দ্রুত লুকাতে পারবেন, আবার সেগুলোকে প্রকাশ করতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন।
    • এছাড়াও অ্যাপটিতে আরো অনেক ধরনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে।

    Private Photo Vault

    আপনি যদি ব্যক্তিগত ছবি ও ভিডিও গ্যালারিতে লক করে রাখতে চান। তাহলে বলবো এই অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিন আপনার কাজে আসবে। কারণ অন্য দুটি অ্যাপ এর মত এটাতেও ছবি এবং ভিডিওগুলোকে সুরক্ষা প্রদান করে থাকে।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    কারণ এখন পর্যন্ত এই অ্যাপের ডাউনলোডের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এবং রেটিং হচ্ছে ৪.৪ যা আপনার ছবি ও ভিডিওগুলো কে সুরক্ষা প্রদান করার জন্য যথেষ্ট হবে বলে মনে করি। তাই সেরা অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন। তবে এটি ব্যবহারের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হচ্ছে।
    • এই অ্যাপ দ্বারা ছবি এবং ভিডিও গুলোকে পাসওয়ার্ড ও পিন লক করে সুরক্ষা বা নিরাপত্তা দিতে পারবেন।
    • এই অ্যাপ দ্বারা আপনার ছবিগুলোকে গোপনীয় অ্যালবামের মাধ্যমে সুরক্ষা প্রদান করতে পারবেন।
    • আপনার ছবিগুলোকে গ্যালারি থেকে এক্সপোর্ট অথবা ইমপোর্ট করতে পারবেন।
    • এই অ্যাপটির সাহায্যে ভিডিও দেখার পাশাপাশি আপনার ভিডিওগুলোকে এক্সপোর্ট বা ইমপোর্ট করতে পারবেন।
    • এছাড়াও আরো অনেক উল্লেখিত বৈশিষ্ট্য রয়েছে অ্যাপটির মধ্যে যা ব্যবহারের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারেন।

    Gallery Lock (Photo and Video)

    এই অ্যাপটির সাহায্যে খুব সহজেই ছবি ও ভিডিওগুলো লক করতে পারবেন। লক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখানে আপনার ব্যক্তিগত জিনিসগুলোকে খুবই যত্নের সাথে সুরক্ষা প্রদান করা হয়।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    গুগল প্লে স্টোরে এই অ্যাপের ডাউনলোড সংখ্যা হচ্ছে এক মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.০। আপনারা চাইলে প্লে স্টোর এর সাহায্যে অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির কিছু মূল্যবান সুবিধা রয়েছে।
    • এই অ্যাপটির সাহায্যে মিডিয়া ফাইল গুলোকে নিরাপত্তা প্রদান করে থাকে। যেমন পিকচারের অ্যালবাম, ছবি এবং ভিডিও যথাযথ সুরক্ষা দিয়ে থাকে।
    • এই অ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড করা হয়।
    • এই অ্যাপটি গ্যালারি ছাড়াও টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ফিনান্সিয়াল অ্যাপ গুলো লক এর মাধ্যমে নিরাপত্তা দিয়ে থাকে।
    • এগুলো ছাড়া আরো অনেক সুযোগ সুবিধা পাবেন অ্যাপটির মাধ্যমে।

    Safe Gallery (Gallery Lock)

    এই অ্যাপটি খুবই শক্তিশালী ও জনপ্রিয় কারণ এটা দ্বারা গ্যালারি লক করার মাধ্যমে ছবি ও ভিডিওগুলোকে সুরক্ষা প্রদান করা যায়। আবার প্লে স্টোরে ডাউনলোড এর সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে রেটিং হচ্ছে ৪.৩।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    যা ভরসা করার জন্য যথেষ্ট হবে বলে মনে করা হয়। আপনি যদি সেফ গ্যালারি অ্যাপটি ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন। এটি ব্যবহারের মাধ্যমে যে সুবিধা গুলো পেতে পারেন।
    • এই অ্যাপসটির মাধ্যমে মোবাইল ফোনের সকল অডিও এবং মিডিয়া ফাইলগুলো দেখার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।
    • আপনার গ্যালারিতে থাকা সকল ছবি ও ভিডিও লক করে রাখতে পারবেন।
    • চারটি উপায়ে অ্যাপটি লক করে রাখতে পারবেন ফিঙ্গারপ্রি, প্যাটার্ন, পাসওয়ার্ড ও পিন।
    • আরো কিছু বৈশিষ্ট্য জানার জন্য অ্যাপটির মাধ্যমে পড়ে নিতে পারেন।

    Secure Gallery (Lock/Hide Pict)

    অন্যান্য অ্যাপের মত এটিও সেরা অ্যাপ বিশেষ করে যখন গ্যালারি লক করার কথা আসে। কারণ গ্যালারি সুরক্ষা দেওয়ার জন্য কার্যকরী ভূমিকা পালন করে। এটা দেখে বুঝতে পারবেন যে কেন এ কথা বলছি কারণ ১০ মিলিয়নের অধিক মানুষ ডাউনলোড করেছে এবং ৪.৩ হচ্ছে রেটিং।
    আপনি গ্যালারি লক করার জন্য তিনটি উপায়ে অ্যাপটি কে নিরাপদে রাখতে পারেন। সেই তিনটি উপায় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন ও পাসওয়ার্ড। এই নিরাপদ রক্ষীগুলোকে দিয়ে ছবি, ভিডিও ছাড়াও ফাইলগুলো লক করে রাখতে পারবেন। আরো কিছু সুবিধা রয়েছে।
    • ছবি এবং ভিডিও গুলোকে লক করার পাশাপাশি হাইড করেও রাখতে পারবেন।
    • যখন ইচ্ছা হবে তখন ফাইলগুলোকে হাইড এবং আনহাইড করতে পারবেন।
    • তিন ধরনের পাসওয়ার্ড এখানে সাপোর্ট করবে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন এবং পাসওয়ার্ড।
    • খুব সহজেই ছবি এবং ভিডিওগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
    • আরো সুযোগ-সুবিধা জানার জন্য অ্যাপটির মাধ্যমে জানতে পারেন।

    App Lock (Lock Apps, Password)

    অনেকে হয়তো অ্যাপ লক নামটি শুনে মনে করছেন এটা দিয়ে গ্যালারি লক করা যায় না। কিন্তু বলে রাখা ভালো এটা দিয়ে অ্যাপ লক করার পাশাপাশি গ্যালারি লক করতে পারবেন। এটি খুবই জনপ্রিয় এবং সেরা একটি অ্যাপ যা আপনার গ্যালারির ছবি ও ভিডিওগুলো কে সুরক্ষা প্রদান করে থাকবে।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    এটি দেখে আরো নিশ্চিত হয়ে যাবেন যে আপনার মোবাইলের গ্যালারি কতটা সুরক্ষা দিতে পারে। এই অ্যাপ এর ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়নের উপরে এবং রেটিং হচ্ছে ৪.৪। যদি এই অ্যাপটি ইন্সটল করতে চান তাহলে প্লে স্টোর থেকে করে নিতে পারেন।
    • আপনার গ্যালারিতে থাকা ছবি এবং ভিডিওগুলোকে লক করে রাখার পাশাপাশি চাইলে হাইড করে রাখতে পারবেন। অন্য কেউ গ্যালারিতে পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে না।
    • যেই দুটি সুরক্ষা ভেদ করে গ্যালারিতে ঢুকতে হবে তা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং প্যাটার্ন।
    • গ্যালারি ছাড়াও আরো যে সকল অ্যাপ লক করতে পারবেন তা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ আরো অনেক অ্যাপ।
    • এই অ্যাপের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অ্যাপটি থেকে পড়ে নিতে পারেন।

    AppLock - DoMobile Lab

    অধিক জনপ্রিয় এবং সেরা অ্যাপ লক করার মধ্যে একটি হচ্ছে অ্যাপলক। যার মাধ্যমে গ্যালারি সহ আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ছাড়াও আরো বিভিন্ন প্রকারের অ্যাপ লক করতে পারবেন। আর এই অ্যাপটি জনপ্রিয় বলার কারণ হচ্ছে এর ডাউনলোড সংখ্যা ১০০ মিলিয়নের অধিক ছাড়িয়ে গেছে এবং রেটিং হচ্ছে ৪.২।
    ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড - ফটো লক অ্যাপ
    যার থেকে বোঝা যায় আপনার ছবি ও ভিডিওগুলো অধিক সুরক্ষার মধ্যে থাকবে। নিরাপত্তা নিয়ে এরা কোনো কম্প্রোমাইজ করে না এটা এদের ডাউনলোড সংখ্যা দেখেই বুঝতে পেরেছেন। আরো কিছু সুবিধা পেয়ে থাকবেন অ্যাপটির মাধ্যমে।
    • অ্যাপটির মাধ্যমে গ্যালারি সহ facebook, whatsapp, messenger, tiktok, instagram সহ আরো কিছু অ্যাপ লক করার মাধ্যমে সুরক্ষা প্রদান করতে পারবেন।
    • আপনার ফটো এবং ভিডিও খুব সহজেই লুকিয়ে রাখতে পারবেন।
    • আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য অ্যাপটি থেকে বৈশিষ্ট্য গুলো পড়ে নিতে পারেন।

    গ্যালারি লক এর সুবিধা

    মানুষ বেশিরভাগ কাজ করে থাকে তাদের সুবিধার জন্য আপনি যদি গ্যালারি লক করার মাধ্যমে কোনো সুবিধা না থাকতো তাহলে হয়তো এই আর্টিকেলটি পড়তেন না। আপনার ধারণার বাহিরেও কিছু কিছু সুবিধা রয়েছে সেগুলো জানতে চান। তাহলে গ্যালারি লক এর সুবিধা গুলো পড়ুন।
    • প্রথম সুবিধা হচ্ছে গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে নিশ্চিন্তে থাকতে পারেন।
    • ছবি ভিডিও সহ যে সকল ফাইল রয়েছে তা নিরাপত্তার মধ্যে থাকে।
    • আপনার ফোনের লক যদি কেউ খুলে ফেলে তারপরেও তাকে গ্যালারি লক খুলে তারপরে প্রবেশ করতে হবে।
    • আপনার ছবি এবং ভিডিও গুলোকে সংরক্ষিত স্থানে হাইড করে রাখতে পারেন। এতে করে অধিক প্রাইভেসি বজায় থাকে।
    • গেম খেলার জন্য বাচ্চাদের হাতে যখন ফোন দেন তারা শুধু গেমই খেলতে পারবে এর বাইরে কিছু করতে পারবেনা। এইরকম সুরক্ষার জন্য গ্যালারি লক অ্যাপ ব্যবহার করুন।
    • আপনি মাঠে খেলতে গেলে অথবা কোথাও ঘুরতে গেলে কেউ যদি ফোন চায়। তাকে দিয়ে দিতে পারবেন কারণ আপনার গুরুত্বপূর্ণ অ্যাপ গুলো অথবা গ্যালারি লক করা রয়েছে।
    • কারো হাতে ফোন দেওয়ার সময় নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ডিলিট হওয়ার ভয় কাজ করে না। কারন অ্যাপ লক সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিস লুকানো রয়েছে এবং লক করা রয়েছে।
    • আরো অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন অ্যাপ লক সফটওয়্যার ডাউনলোড এর মাধ্যমে।

    গ্যালারি লক এর অসুবিধা

    আপনার মতে কি গ্যালারি লক এর কোনো অসুবিধা রয়েছে। আমার মতে অসুবিধা থেকে সুবিধা বেশি রয়েছে কিন্তু কয়েকটি অসুবিধার লক্ষণও পাওয়া যায়। যেমন যদি পাসওয়ার্ড অথবা পিন নম্বর ভুলে যান সেই ক্ষেত্রে এটি খোলার খোলার ক্ষেত্রে অসুবিধা হতে পারে।

    কোনো জরুরি প্রয়োজনে ছবি অথবা ভিডিও গুলো বের করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন তৎক্ষণাৎ আর ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বের করতে পারলেন না। এই কয়েকটি অসুবিধা দেখা যায় গ্যালারি লক করার পড়ে।

    উপসংহার

    পরিশেষে বলা যায় আপনারা যদি গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করে থাকেন। তাহলে বলবো উত্তম কাজ করেছেন কারণ গ্যালারি লক সফটওয়্যার এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো লক এবং লুকিয়ে করে রাখা যায়। যাতে করে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর নিরাপত্তায় কোনো সমস্যা হয় না। তাই ফোন লক এর পাশাপাশি অ্যাপগুলো কেউ লক করে রাখুন।

    শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় ছবি লক করা সফটওয়্যার এর নাম গুলো জানার মাধ্যমে উপকৃত হয়েছেন। পাশাপাশি এই সফটওয়্যার গুলোর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আশা করা যায় এই বৈশিষ্ট্য ও সফটওয়্যার এর নাম পড়ার মাধ্যমে সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে।

    সত্যি যদি এই আর্টিকেল পড়ে আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার বন্ধুদেরও অ্যাপ সম্পর্কে অবগত করুন। যেন তারাও উপকৃত হতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url