ফোল্ডার তৈরি করা হয় কিভাবে তা বিস্তারিত জেনে নিন
আপনি যদি ফোল্ডার তৈরি করা হয় কিভাবে সেটা জানার জন্য খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে বলবো কিছুক্ষণের জন্য খোঁজাখুঁজি বন্ধ করে ফোল্ডার তৈরি করার নিয়ম এবং ফোল্ডার এর আরো যে বিষয়গুলো রয়েছে তা জানতে পারেন। যেগুলো জানার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন বলে ধারণা করা হয়। তাই এখনই ফোল্ডার সম্পর্কে জেনে নিন।
পোস্টসূচিপত্রঃঅনেকের কাছে ফোল্ডার তৈরি করা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফোল্ডার সম্পর্কে ধারণা রাখে না। তারা ফোল্ডার তৈরি ও ডিলেট করা হয় কিভাবে তা জেনে নিতে পারেন।
ভূমিকা
আপনারা হয়তো ফোল্ডার তৈরি করা হয় কিভাবে তা জানার জন্য আগ্রহী। শুধু ফোল্ডার তৈরি করতে হয় কিভাবে এ বিষয়টি জানার পাশাপাশি ফোল্ডার সম্পর্কে আরো কিছু জানতে পারবেন। যেমন ফোল্ডারের ভিতরে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, ফোল্ডার ওপেন করা এবং পরবর্তী সময়ে ফোল্ডার কিভাবে ডিলিট করবেন বিষয়গুলো জানতে পারবেন। আপনি যে উইন্ডোজ ব্যবহার করেন না কেন উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ১১ সেখানে সহজে ফোল্ডার তৈরি করতে পারবেন। তাহলে আসুন ফোল্ডার তৈরি করার নিয়মগুলো জেনে নেই।
ফোল্ডার কাকে বলে
ফোল্ডার হচ্ছে সেই স্থান যেখানে বিভিন্ন ধরনের ফাইল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষিত রাখা হয় মূলত তাকে ফোল্ডার বলা হয়। কম্পিউটারের যত গুরুত্বপূর্ণ অপশন রয়েছে তার মধ্যে একটি অপশন হচ্ছে ফোল্ডার। এই অপশনটি না থাকলে হয়তো ফাইল সংরক্ষিত করার জন্য কম্পিউটারে তেমন কোনো জায়গা থাকতো না। তাই আমাদের ফাইলগুলোকে সংরক্ষিত রাখার জন্য স্থান খুঁজে পেতাম না। তাই ফাইলের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো কিছু সংরক্ষণ রাখার প্রয়োজন হয়।
ফোল্ডার তৈরি করা হয় কিভাবে
হোল্ডার তৈরি করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারের ডেস্কটপ বা কম্পিউটারের যেকোনো ফাঁকা স্থানে যেতে হবে। যেখানে আপনি ফোল্ডারটি তৈরি করতে চান সেই যথাস্থানে চলে যান। আর সেখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। তারপরে দেখবেন নিচে দেখানো মত কতগুলো অপশন আসবে। সেই অপশনের মধ্যে থেকে খুঁজে বের করবেন। কোথায় New নামের অপশনটি রয়েছে।
তারপরে সেখানে মাউস নিয়ে গেলে অথবা লেফট বাটনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন দেখাবে। সেই অপশন গুলোর মধ্যে খুঁজে বের করবেন কোথায় Folder নামে অপশন রয়েছে। ওই অপশনে গিয়ে ক্লিক করলে নতুন ফোল্ডার তৈরি সম্পন্ন হয়ে যাবে।
কিভাবে ফোল্ডারের নাম পরিবর্তন করবেন
ফোল্ডার তৈরি করার পর অনেক সময় দেখা যায় ফোল্ডারে নাম পরিবর্তন করার প্রয়োজন হয়। কারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে ফোল্ডার তৈরি করতে হয়। এখন সেই ফোল্ডার কোন কাজের জন্য ব্যবহার করা হবে। তার নাম উল্লেখ করে দিলে বুঝতে সুবিধা হয়। আর মূলত এই জন্য ফোল্ডারের নাম পরিবর্তন করার প্রয়োজন হয়।
যেই ফোল্ডারটির নাম পরিবর্তন করতে চান। সেই ফোল্ডারের কাছে মাউস নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। অনেকগুলো অপশন দেখাবে সেই অপশনের মধ্যে একেবারে শেষের দিকে দেখতে পাবেন Rename সেখানে ক্লিক করুন। তারপরে ইচ্ছামত একটি নাম দিয়ে দিন। নাম দেওয়া শেষ হলে কিবোর্ডের ইন্টার বাটনে চাপ দিন। তাহলেই নাম পরিবর্তন হয়ে যাবে।
কিভাবে ফোল্ডার ওপেন করবেন
সব থেকে সহজ হচ্ছে ফোল্ডার ওপেন করা। ফোল্ডার ওপেন করার জন্য তেমন কোনো ঝামেলা বহন করতে হয় না। শুধু প্রয়োজন হবে একটি মাউস যেটাকে যথাস্থানে নিয়ে গিয়ে মানে যে ফোল্ডার ওপেন করবেন তার সামনে নিয়ে গিয়ে মাউস দ্বারা ডাবল ক্লিক করুন। তাহলেই দেখবেন কাঙ্খিত ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। আপনি যদি ফোল্ডার ওপেন না করতে পারেন তাহলে কিভাবে ওই ফোল্ডারে থাকা জিনিসপত্রগুলো দেখতে পাবেন। এই জন্য ফোল্ডার ওপেন করার প্রয়োজন রয়েছে।
কিভাবে ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করবেন
আমরা এতক্ষন কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং ওপেন করতে হয় তা জানলাম। এখন ফোল্ডারের মধ্যে ফোল্ডার কিভাবে তৈরি করা যায় তা জানবো। প্রায় ফোল্ডার তৈরি করার মতো একই নিয়ম হচ্ছে ফোল্ডারের মধ্যে ফোল্ডার তৈরি করার নিয়ম।
যে ফোল্ডারের ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করবেন সেখানে গিয়ে মাউস দ্বারা ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করুন। এরপরে ফোল্ডারের ভিতরে ফাঁকা স্থানে রাইট বাটনে ক্লিক করুন। তারপরে অনেক অপশন দেখা যাবে তার মধ্যে থেকে New অপশন খুজে বের করুন।
তারপরে New অপশনে গিয়ে মাউস রেখে দিন বা ক্লিক করুন। এর পরে অনেকগুলো অপশন আপনার সামনে উপস্থাপন হবে। সেখান থেকে আবার Folder নামক অপশনটি খুঁজে বের করুন। সেখানে ক্লিক করার মাত্রই নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপরে ইন্টার চাপ দিলে যথা কাজটি সম্পন্ন হবে।
কিভাবে ফোল্ডার ডিলিট করবেন
আপনারা তো জানলেন ফোল্ডার তৈরি করা সম্পর্কে কিন্তু ফোল্ডার ডিলিট কিভাবে করতে হয় তা হয়তো অনেকের জানা নেই। অনেক সময় দেখা যায় যে এমন একটি ফোল্ডার যেটা আর রাখার প্রয়োজন নেই। এখন সে ক্ষেত্রে ফোল্ডারটি অযথা সেই স্থানে রেখে দিলে জায়গাটি ফিলাপ হয়ে থাকে। যদি মনে করেন যে কাঙ্খিত জায়গাটি ফাঁকা করবেন। তাহলে ফোল্ডারটি ডিলিট করতে হবে। তাহলে ফোল্ডার ডিলিট করবেন কিভাবে চলেন জেনে নেই।
এর জন্য যে ফোল্ডারটি ডিলিট করবেন সেখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। তারপরে দেখবেন অনেকগুলো অপশনের মধ্যে একটি অপশন রয়েছে যেখানে লেখা আছে Delete বা ডিলেট। সেখানে ক্লিক করা মাত্রই ফোল্ডার ডিলিট হয়ে যাবে।
এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ফাইল হস্তানান্তর
ইতিমধ্যে আমরা ফাইল তৈরি থেকে শুরু করে নাম পরিবর্তন সহ সকল কার্যক্রম সম্পন্ন করলাম। কিন্তু আপনাদের যে সকল ফাইল অথবা যে কোনো প্রকারের অডিও-ভিডিও গান এই সকল এক ফোল্ডার থেকে বা অন্য ফোল্ডারে হস্তান্তর করবেন তা কি জানেন। যদি না পারেন তাহলে জেনে নিতে পারেন।
যে ফাইলটি স্থানান্তরিত করতে চান। তার কাছে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। এরপরে যদি সম্পূর্ণ রূপে ফাইল একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চান তাহলে Cut কার্ড অপশনে ক্লিক করুন। আর যদি মনে করেন যে এই ফাইলটি এখানেও থাকবে আবার যেখানে হস্তান্তর করবো সেখানেও থাকবে তাহলে Copy কপি অপশনে ক্লিক করুন।
এর পরবর্তীতে যেটা করবেন তা হচ্ছে যে ফোল্ডারে ফাইলগুলো রাখবেন। সেখানে চলে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন এবং দেখবেন অনেক অপশনের সাথে একটি অপশন পাওয়া যাবে সেটা হচ্ছে Paste সেখানে ক্লিক করুন। তাহলেই সম্পন্ন হয়ে যাবে এক স্থান থেকে অন্য স্থানে ফাইল হস্তান্তরের বিষয়।
উপসংহার
যারা নতুন নতুন কম্পিউটার ব্যবহার করে। তাদের অনেক কিছু বিষয়ে অজানা থাকে। তার মধ্যে একটি হচ্ছে ফোল্ডার তৈরি করা। ফোল্ডার তৈরি করা তেমন কোনো কঠিন বিষয় নয় তবুও ফোল্ডারের গুরুত্ব বা প্রয়োজনীয়তার কোনো শেষ নেই। যে কোনো গান বা ফাইল সংরক্ষণ করে কোন স্থানে রেখে দেওয়ার জন্য ফোল্ডারের প্রয়োজন হয়। তাই সঠিক ভাবে ফোল্ডার তৈরি করে সেখানে প্রয়োজনে জিনিসপত্র সংরক্ষণ করে রেখে দিন।
শেষ কথাঃ সম্মানিত পাঠক ফোল্ডার তৈরি করা হয় কিভাবে এর সম্পর্কে যদি বিস্তারিত পড়ে বুঝতে পারেন এবং উপকৃত হয়ে থাকেন। তাহলে বলবো আপনার বন্ধুদের মধ্যে যারা ফোল্ডার তৈরি করতে পারে না বা ফোল্ডার সম্পর্কে তেমন কোনো ধারনা নেই। তাহলে তাদেরকে এর সম্পর্কে জানার জন্য সুযোগ করে দিন। যেন তারাও কোনো ভোগান্তি ছাড়া ফোল্ডার তৈরি করতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url