গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে

আপনি কি জনপ্রিয় এবং চ্যালেঞ্জিং গাড়ি গেম ডাউনলোড করতে চান। আর যদি গেমগুলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খেলতে চান। তাহলে এই পুরো পোস্ট আপনার জন্য কারণ এখানে জনপ্রিয় গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে তার প্রশ্নের উত্তর রয়েছে। তাই আর দেরি না করে এখনই হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গাড়ি গেম ডাউনলোড করে খেলা শুরু করে দিন।
গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে - ১৫টি গেম এর নাম
পোস্টসূচিপত্রঃআমরা অনেকে বিভিন্ন ধরনের গেম খেলে থাকি। কেউ মোবাইল দিয়ে আবার কেউ কম্পিউটারে। কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলে থাকলেও গাড়ি গেম এর প্রতি আলাদা একটা চাহিদা রয়েছে। তাই সেরা গাড়ি গেমগুলোর নাম জেনে নিন।

    ভূমিকা

    আপনি কি সেরা এবং জনপ্রিয় গেম ডাউনলোড করার মাধ্যমে খেলতে চান। যে গেম খেলার মাধ্যমে প্রত্যেকটি মুহূর্ত ইনজয় এবং থ্রিলার এর মত অনুভূতি পাবেন। এমনই কিছু আকর্ষণীয় বাস গাড়ি গেম এবং কার রেসিং গেম রয়েছে। যে গেমগুলো খেলার মাধ্যমে প্রত্যেকটি মুহূর্ত বিনোদন এবং রোমাঞ্চকর পরিস্থিতির মুখে পড়বেন। এই গেমগুলোর গ্রাফিক্স এত সুন্দর যে মনে হবে আপনি নিজেই গাড়ি চালাচ্ছেন এবং আপনার বাড়ির আশেপাশের ভিউ এটা।

    এই গেমগুলো খেলার জন্য এন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে। আর সেই এন্ড্রয়েড মোবাইল ফোন এর কোয়ালিটি উচ্চমানের না হলেও খেলতে পারবেন। তাই যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার এর মাধ্যমে গেম গুলো খেলে বিনোদন পেতে চান তাহলে বলবো গাড়ি গেম গুলো ডাউনলোড করে ফেলতে পারেন। এই গেমগুলো আপনাকে হতাশ করবে না।

    গাড়ি গেম ডাউনলোড কিভাবে করবো

    আমরা সকলেই জানি গেম খেলার জন্য সর্বপ্রথম ডাউনলোড বা ইন্সটল করতে হয়। এই জনপ্রিয় এবং সেরা গেম গুলো ডাউনলোড করার জন্য কিছু মাধ্যম রয়েছে। তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে গুগল প্লে স্টোর। আপনি জেনে খুশি হবেন যে এই আর্টিকেলে যতগুলো গেম ডাউনলোড করার কথা বলা হবে। তার প্রত্যেকটি গেম গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

    যারা কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে গেম খেলতে পছন্দ করে। তাদের মধ্যে প্রায় সকলেই গাড়ি গেম খেলতে বেশি পছন্দ করে। বিশেষ করে যে সকল গেমের মধ্যে রেসিং এর বিষয় রয়েছে। যার গ্রাফিক্স কোয়ালিটি উচ্চমানের হবে এবং গাড়িগুলো স্টাইলিশ হবে। যেন দেখা মাত্রই গেম খেলতে ইচ্ছে করে।গেমিং এর শুরু থেকে এখন পর্যন্ত মানুষের গাড়ি গেম এর প্রতি আলাদা একটা চাহিদা রয়েছে।

    আর এই চাহিদা পূরণ করার জন্যই প্রতিনিয়ত নতুন নতুন গাড়ি গেম বের হচ্ছে। যার গ্রাফিক্স কোয়ালিটি অন্য লেভেলের দেখা মাত্রই খেলতে ইচ্ছে করবে। তাই তো এমনই কিছু গাড়ি গেম এর নাম উল্লেখ করা হয়েছে। যেগুলো খেলার নিয়ম বা রুলস সহজ এবং যেকোনো এন্ড্রয়েড ফোন দিয়ে খেলা যাবে। তাই এখনই নিচে উল্লিখিত গেম গুলোর নাম জেনে নিন। আর যে গেমটি কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন দেখে পছন্দ হবে সেটি ডাউনলোড করে ফেলুন।

    কার রেসিং গাড়ি গেম ডাউনলোড করবো

    আপনারা অনেকে রেসিং গেমস গুলো খেলতে বেশি পছন্দ করেন। তাই আপনাদের কথা ভেবে রেস এর পাশাপাশি বিনোদনও পাবেন এমন গেম এর নাম উল্লেখ করা হয়েছে। যে গেমগুলো থ্রিলার এবং রোমাঞ্চকর একবার খেললে বারবার খেলতে ইচ্ছে করবে।
    কার রেসিং গাড়ি গেম ডাউনলোড
    এমনই কিছু গেমের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো গুগল প্লে স্টোর এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এই গেমগুলো এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে খেলতে পারবেন। তাই আসুন কার রেসিং গেম এর নাম গুলো জেনে নেই।

    Hill Climb Racing

    অনেকে হয়তো এই গেমটি খেলেছেন আবার অনেকে খেলেন নি। যারা এই গেমটি খেলেননি তাদেরকে বলব একবার হলেও এই গেমটি খেলে দেখুন। কেন বলছি এর ডাউনলোড সংখ্যা দেখলেই বুঝতে পারবেন। এখনো পর্যন্ত এটি ডাউনলোড হয়েছে ১ বিলিয়ন এবং এর রেটিং হচ্ছে ৪.০। ডাউনলোড সংখ্যা পড়ে বুঝতে পেরেছেন। যে হিউজ পরিমাণে মানুষ গেমসটি খেলেছে।
    গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে
    অন্যান্য গেমস এর মতো এই গেমসটিতে রাস্তাতে Race করতে হয় না। পাহাড়ের উপরে আঁকাবাঁকা রাস্তা থাকবে সেই রাস্তা দিয়ে গাড়িটি রেস করে নিয়ে যেতে হবে। এই গেমটি খেলার জন্য নিজের কন্ট্রোল শক্তি ভালো হতে হবে। প্রত্যেকটি লেভেল পার করার সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। গেমটি খেলার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ Hill Climb Racing

    Need For Speed No Limits

    আপনি যদি হাই রেসিং কোনো গেমের খোঁজ করে থাকেন। তাহলে এই গেমটি আপনার জন্য ভালো হবে। প্রত্যেকটি মুহূর্তে এই গেমে থ্রিলার এবং চ্যালেঞ্জ রয়েছে। কখনো ট্রাফিকের রুলস ভাঙ্গে পুলিশের হাত থেকে বাঁচার জন্য রেস করতে হয়। আবার কম্পিটিশন জেতার জন্য রেস করতে হয়।
    গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে
    এই জন্য গেমটি অনেক রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং। এই গেমটিতে আকর্ষণীয় কার রয়েছে। যেই কার পছন্দ হবে সেটি নিয়ে গেম খেলতে পারবেন। এই গেমটি কন্ট্রোল করার জন্য এর কন্ট্রোল প্যানেলগুলো খুবই সহজ এবং স্মুথ।

    এই কারণে গেমটি খেলেআরোও মজা পাওয়া যায়। আর এর পিছনের গ্রাফিক্স গুলো অসাধারণ যা খেলার সময় উপভোগ করতে পারবেন। এই গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.০। এই গেমটি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর এর মাধ্যমে।

    ডাউনলোড করুনঃ Need For Speed No Limits

    Asphalt 8 - Car Racing Game

    কার রেসিং গেম মানেই যেন অন্য রকম চ্যালেঞ্জের মুখোমুখি। ঠিক তেমনি Asphalt 8 গেমস প্রত্যেকটি মুহূর্তে আপনাকে নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করবে। যেই চ্যালেঞ্জগুলো অনেক আনন্দের সাথে গ্রহণ করবেন। আমরা সবাই জানি Asphalt 8 মূলত রেস গেম এখানে আকর্ষণীয় কিছু গাড়ি থাকবে এবং আপনার গাড়িটি থাকবে।
    গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে
    কাঙ্খিত স্থানে যেই গাড়িটি প্রথমে পৌঁছাবে তাকে উইনার বলে ঘোষিত করা হবে। মূলত এটি হচ্ছে Asphalt 8 গেমসের মূল অংশ। এই গেমস ১০০ মিলিয়ন এর অধিক সময় ডাউনলোড হয়েছে এবং এর রেটিং হচ্ছে ৪.২। এই গেমটি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর এর মাধ্যমে।

    ডাউনলোড করুনঃ Asphalt 8 - Car Racing Game

    Asphalt Nitro

    আপনি গেমটি খেলার জন্য কেন আগ্রহ প্রকাশ করবেন। কারণ গেমস টির একসেন অন্য লেভেলের আর গ্রাফিক্স হচ্ছে ওয়াও লেভেলের যা শুধু খেলার মাধ্যমে উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় cars রয়েছে যেই কার আপনার পছন্দ হবে সেটি বেছে নিন।
    গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে
    অন্য সকল কার গেম এর মত এটিতেও রেস হয়ে থাকে। যার লক্ষ্য থাকে নির্ধারিত স্থান আর সেই স্থানে যে গাড়ি আগে পৌঁছাবে সেই গাড়ি উইনার। আপনি যদি গেমটি খেলে উপভোগ করতে চান তাহলে প্লে স্টোর এর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। এই গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.১।

    ডাউনলোড করুনঃ Asphalt Nitro

    Dr. Driving

    এই গেমস খুবই সাধারণ রেসিং গেম কারণ অন্য সকল গেমের মত এখানে কম্পিটিশন হয় না। আপনাকে একটি টার্গেট বা চ্যালেঞ্জ ছুড়ে দিবে যে ওই স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আর আপনাকে সেই চ্যালেঞ্জটি পূরণ করার মাধ্যমে পরবর্তী রাউন্ডে যেতে হবে।
    গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে
    এই গেমটি ডাউনলোড সংখ্যা শুনলে আপনার মাথায় হাত পড়ে যাবে। কারণ এই গেমটির ডাউনলোড হচ্ছে ৫০০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.২। এই গেমে মূলত বিভিন্ন স্টাইলের গাড়ি রয়েছে। যেই গাড়িগুলো পারচেজস করতে হলে কয়েনের প্রয়োজন হবে।

    আর এই কয়েন গুলো জোগাড় করার জন্য রাউন্ড গুলোতে জিততে হবে। এই জন্যই তো গেমস টি অনেক রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং। যারা এই গেমটি খেলতে চান তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ Dr. Driving

    বাস গাড়ি গেম ডাউনলোড করবো

    যারা বাস গাড়ি গেম খেলতে চান তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদ হচ্ছে যে আপনারা খুব সহজে বাস গাড়ি গেম ডাউনলোড করে খেলতে পারবেন। তাও আবার যেকোনো মোবাইলের মাধ্যমে। আগেই বলেছি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরের প্রয়োজন হবে।
    বাস গাড়ি গেম ডাউনলোড করবো
    আর গুগল প্লে স্টোর এ খুব সহজে জিমেইল একাউন্টের মাধ্যমে লগইন করে যেকোনো ধরনের গেম ডাউনলোড করতে পারবেন। তাহলে আসুন আকর্ষণীয় এবং জনপ্রিয় বাস গাড়ি গেম নাম জেনে আসি।

    Bus Simulator Indonesia

    আপনি যদি চ্যালেঞ্জ পূরণ করতে অথবা চ্যালেঞ্জিং গেম খেলতে ভালোবাসেন। তাহলে এই গেম কাঙ্খিত অনুভূতি দিতে পারবে। প্রত্যেকটি ধাপে চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হয়। যত প্রকারের সেরা বাস গেম রয়েছে বিশেষ করে এন্ড্রয়েড ফোনের জন্য তাদের মধ্যে Bus Simulator Indonesia অন্যতম।

    তা এর ডাউনলোডের সংখ্যা পড়লেই বুঝতে পারবেন। এখন পর্যন্ত এর ডাউনলোড ১০০ মিলিয়ন অধিক ছাড়িয়ে গিয়েছে এবং রেটিং হচ্ছে ৪.৪। গেমটি ডাউনলোড এবং রেটিং এর সংখ্যা দেখে বুঝতে পারছেন। যে গেমটি বর্তমানে কতটা জনপ্রিয়। জনপ্রিয় হবে না কেন এর উচ্চমানের 3D Realistc গ্রাফিক্স এবং সাথে ইন্দোনেশিয়ার প্রাকৃতিক বৈচিত্র বিদ্যমান।

    ইন্দোনেশিয়ার যে সকল পাহাড়ের রাস্তা এবং শহরের রাস্তা আছে তার বুকের উপর দিয়ে বাস ড্রাইভিং করতে পারবেন। বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় বাসের সংখ্যা রয়েছে। গেমটির কন্ট্রোল প্রণালী খুবই সহজ এবং স্বচ্ছন্দময়। তাইতো গেমটি বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় অনেক দেশে জনপ্রিয়।

    বাস গেমের কথা আসলেই কেমন যেন এই গেমের নাম সর্বপ্রথম মাথায় আসে। এই জন্য গেমটির কথা আপনাদের জানিয়ে দিলাম। একবার গেমটি খেলে দেখলেই বুঝতে পারবেন যে গেমটি কতটা চ্যালেঞ্জিং। এই গেম গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

    ডাউনলোড করুনঃ Bus Simulator Indonesia

    Bus Simulator: Ultimate

    বাস গেম এর মধ্যে আরেকটি জনপ্রিয় গেম হচ্ছে Bus Simulator: Ultimate। কেন বলছি জানেন। এই জন্য যে এটিরও ডাউনলোডের সংখ্যা ১০০ মিলিয়নের অধিক ছাড়িয়েছে এবং রেটিং হচ্ছে ৪.২। ডাউনলোড এবং রেটিং দেখে বুঝতে পারছেন যে গেমটি কতটা জনপ্রিয়।

    এই জন্য গেমটিকে সেরাদের তালিকায় রাখা হয়েছে। এই গেম খেলার মাধ্যমে Traffic System, Bus sound effect & Weather এর সব কিছু বাস্তবের মত অনুভূতি দিবে। এছাড়াও ২০টির বেশি শহর এবং দেশে বাস চালানোর অনুভূতি পাবেন।

    আবার ৩০০ এর অধিক বাস Terminals রয়েছে। বিভিন্ন ধরনের বাসের মডেল রয়েছে যা খুবই আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো ময়। আরো অনেক প্রকারের বৈশিষ্ট্য রয়েছে। যা আপনি খেলার মাধ্যমেই উপভোগ করতে পারবেন। তাই গেমটি খেলে উপভোগ করুন এবং গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর এর সাহায্য নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ Bus Simulator: Ultimate

    Bus Simulator: Original

    অধিক জনপ্রিয় একটি বাস গেম যার মধ্যে অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এই গেমটিতে ২৫ রকমের বাস দেখতে পাবেন। সেখান থেকে যেকোনো একটি বাস পছন্দ করে নেওয়ার মাধ্যমে খেলতে পারেন। এই গেমের প্রত্যেকটি মুহূর্ত বাস্তবের মত অনুভূতি দিবে এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ গুলো মুগ্ধ করবে।

    এখানে বাস চালানোর জন্য শহর এবং পাহাড় চাইলে দেশের বাইরের রাস্তা দিয়েও বাস চালাতে পারবেন। এই গেম বন্ধুরা মিলে একসাথে খেলতে পারবেন এবং বন্ধুদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন। আরো অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে গেমটির মধ্যে যা খেলার মাধ্যমে বুঝে নিতে হবে।

    ডাউনলোড করুনঃ Bus Simulator: Original

    Mobile Bus Simulator

    চার নম্বরে রয়েছে অধিক জনপ্রিয় Mobile Bus Simulator গেম। এই গেমটির মধ্যে পাবেন বিভিন্ন কালার এবং বৈচিত্র ময় বাস। নিজের ইচ্ছে মতো বাসগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার ইচ্ছে মতো যে কোনো কন্ট্রোল প্যানেল সাজিয়ে খেলতে পারবেন। বাস্তবে যেভাবে প্যাসেঞ্জার উঠানামা করে ঐরকম কিছু অভিজ্ঞতা পাবেন।

    বাস স্ট্রোপ গুলোতে লাইট রয়েছে। আবার Realistic ট্রাফিক নিয়ম, বাসের শব্দ এবং বাসের হর্ন। এছাড়াও আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেই গ্রাফিক্সের মাধ্যমে খেলতে স্বচ্ছন্দ বোধ করবেন। সেই গ্রাফিক্স মোড অন করে খেলতে পারবেন।

    আরও অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে যা আপনি খেলার মাধ্যমেই মুগ্ধতার সাথে উপভোগ করতে পারবেন। আরও একটি বিষয় যা আপনাকে খেলার জন্য আগ্রহী করে তুলতে পারে তা হচ্ছে এর ডাউনলোড ৫০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.০। তাই গেমটি খেলার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ Mobile Bus Simulator

    Bus Simulator: EVO

    এই গেমের মধ্যে বৈচিত্র্যময় কিছু বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো বাস দেখে পছন্দ না হয় তাহলে সেটিকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন তার কালার, পতাকা এবং বডির পার্টসগুলো সহ আরো কিছু পরিবর্তন করতে পারবেন। এক কথায় নিজের মন মত বাসটিকে সাজিয়ে নিয়ে খেলতে পারবেন।

    আবার এই গেমে ৫০ ধরনের বাস এর মডেল রয়েছে। যেমন School bus, Diesel bus, Electric, Articulated & Coach bus যার মাধ্যমে গেমটি খেলে উপভোগ করতে পারবেন। শুনে আরো অবাক হবেন ৩ ধরনের স্কুল বাস রয়েছে।

    আরো অনেক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ উপকরণ রয়েছে বাসটির মধ্যে যা খেলে জেনে নিতে পারেন। আপনারা হয়তো জানেন না এখনো পর্যন্ত বাসটি ডাউনলোড সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়েছে এবং রেটিং ৪.০। তাই গেমটি প্লে স্টোর এর মাধ্যমে ডাউনলোড করে ফেলুন।

    ডাউনলোড করুনঃ Bus Simulator: EVO

    Us Bus Simulator Driving Game

    আপনি কেন এই গেমটি ডাউনলোড করবেন। কারণ এই গেমটির ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৩.৭। এই গেমটিকে আকর্ষণীয় করে তুলেছে যে বিষয়গুলো তা হচ্ছে গেমটি খেলার সময় অনেক চ্যালেঞ্জিং কিছু বিষয়ের উপর দিয়ে যেতে হয়।

    কারণ প্রত্যেকটি লেভেল পার করার সময় আপনাকে চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হবে। এর গ্রাফিক্স এত সুন্দর যে দেখা মাত্রই গেমটির খেলার আগ্রহ প্রকাশ করবেন।

    বাস ড্রাইভিং করার সময় চারিপাশের পরিবেশগুলো রিয়েলিস্টিক এর মত দেখাবে এবং প্রত্যেকটি বাস স্টপ থেকে প্যাসেঞ্জার তুলে অন্য বাস স্টপে প্যাসেঞ্জারদের নামিয়ে দিতে পারবেন। এই গেমটি মূলত থ্রিডি অ্যাকশনে খেলতে পারবেন। কন্ট্রোল প্যানেলগুলো খুবই সহজলভ্য যার দ্বারা খুব সহজেই বাসটি চালাতে পারবেন।

    ডাউনলোড করুনঃ Us Bus Simulator Driving Game

    IDBS Bus Simulator

    এই গেমটির কন্ট্রোল প্যানেলগুলো খুব সহজ করে সাজানো হয়েছে। যা বাস কে খুব সহজে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ড্রাইভিং করতে পারবেন। যখন আপনার পেট্রোল ফুরিয়ে যাবে তখন কোনো পাম্প থেকে ট্যাংক ফুল করে নিতে পারবেন।

    এই গেমটির চারিদিকের গ্রাফিক্স অনেক সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ। গেমটি খেলার সময় মনে হবে যেন আপনি নিজেই বাস চালাচ্ছেন। এই গেমের স্ক্রিনে থাকা ম্যাপটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে কোন দিকে যেতে হবে এবং কোন দিকে যাচ্ছেন।

    আশা করা যায় এই গেম খেলার মাধ্যমে অনেক বিনোদন পাবেন। আপনি কি জানেন এই গেমের ডাউনলোড সংখ্যা কত না জেনে থাকলে আমি বলে দিচ্ছি। এই গেমের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.১। গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর এর সাহায্য নিন।

    ডাউনলোড করুনঃ IDBS Bus Simulator

    PTS - Coach

    আপনার যদি বাস চালাতে ভালো লাগে এবং অনেক ইচ্ছা কখনো সুযোগ থাকলে বাস চালাবেন। যদি আপনার রিয়েল লাইফে কখনো বাস চালানোর সুযোগ না হয়ে থাকে। তাহলে এই গেমের মাধ্যমে কিছুটা হলেও ইচ্ছা পূরণ করতে পারেন। এই গেমে কন্ট্রোল গুলো এমন ভাবে সাজানো হয়েছে যা সহজেই সবাই বুঝতে পারবে।

    এই গেমের আলাদা একটা ফিউচার রয়েছে যা হয়তো অনেক গেমের মধ্যেই নেই। তা হচ্ছে প্রত্যেকটি প্যাসেঞ্জারকে তাদের কাঙ্খিত জায়গায় নামিয়ে দেওয়ার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। আর সেই টাকা দিয়ে অন্য বাসগুলোকে আনলক করতে পারবেন। যত বেশি টাকা উপার্জন করতে পারবেন তত বেশি বাসগুলো আনলক করতে পারবেন।

    আর এভাবেই গেমটিতে পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে পার করতে হয়। আরো চমকে যাবেন যখন গেমের ডাউনলোডের পরিমাণ জানতে পারবেন। এই গেমের ডাউনলোড সংখ্যা হচ্ছে ৫০ মিলিয়নের অধিক এবং রেটিং হচ্ছে ৪.২। তাই গেমটি যদি ডাউনলোড করে খেলতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ PTS - Coach

    Heavy Bus Simulator

    আপনি কি এমন গেম খেলতে চান যেই গেমস খেলার মাধ্যমে ব্রাজিলের শহর ও রাস্তাগুলো ঘুরে দেখতে পারবেন। বাস্তব জীবনে যদিও সেটা সম্ভব না হয় তাহলে সেটা সম্ভব হবে Heavy Bus Simulator গেম খেলার মাধ্যমে। শুধু তাই নয় এই গেমের অনেক ধরনের ফিচারস রয়েছে যেগুলো গেমটি খেলার জন্য আপনাকে আকর্ষিত করবে।

    যেমন ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন এমন সময় বৃষ্টি হচ্ছে এবং কিছু সময় পর রোদ পড়ছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাস চালাচ্ছেন। এমনকি বাস চলতে চলতে এমন সময় ফুয়েল শেষ হয়ে গেল।

    তাহলে এখন ফুয়েল পাম্প এর কাছে গিয়ে ফুয়েল দ্বারা ট্র্যাঙ্ক লোড করে নিতে পারবেন। আরো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে গেম এর মধ্যে যা আপনাকে প্রতিনিয়ত বিনোদন দিতে সক্ষম। এই গেমটি ডাউনলোড সংখ্যা ১০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.১। যদি গেমটি ডাউনলোড করার ইচ্ছে জাগে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ Heavy Bus Simulator

    Bus Simulator Bangladesh

    আপনি যদি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাস চালানোর গেম খেলতে চান। তাহলে বলবো Bus Simulator Bangladesh এই গেমটি খেলতে পারেন। এই গেম খেলার সময় মনে হবে যেন আপনি বাস্তবে বাস চালাচ্ছেন এবং এটি থ্রিডি গেম।

    এই গেমটির অনেকগুলো ক্যামেরার অ্যাঙ্গেল রয়েছে যা গেম খেলার সময় আপনাকে অনেক ধরনের সাইটের অ্যাঙ্গেল দেখাতে সক্ষম। এই গেমস খেলার সময় যদি বাস এর কোনো কিছু পছন্দ না হয়। যেমন হর্ন, সাউন্ড, পাম্পার এবং বাস এর স্কিন কালার যদি পছন্দ না হয় তাও পরিবর্তন করতে পারবেন।

    গেমটি খেলার সময় রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, ব্রিজ গুলোতে গাড়ি চালানোর সময় রিয়েলিস্টিকের অনুভূতি পাবেন। এক কথায় বাংলাদেশের প্রকৃতির সাথে মিল রেখে গেমটি তৈরি করা হয়েছে। যা খেলার সময় বাংলাদেশের প্রকৃতির ও রাস্তার সম্পর্কে জানতে পারবেন।

    বিভিন্ন ধরনের বাসের মডেলসহ আরো অনেক ফিউচার আছে গেমটির মধ্যে যা শুধুমাত্র খেলার মধ্যেই উপভোগ করা যায়। গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.২। গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর এর সাহায্য নিতে পারেন।

    ডাউনলোড করুনঃ Bus Simulator Bangladesh

    উপসংহার

    আশা করা যায় আপনারা গেম গুলো খেলার মাধ্যমে অনেক এনজয় করবেন। কারণ প্রত্যেকটি গেমের গ্রাফিক্স লেভেল খুবই ভালো এবং এদের কন্ট্রোল প্যানেলগুলো খুবই স্মুথ। যা খেলার সময়ই কোনো ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না।

    তাই যেই গেমটি আপনার পছন্দ হবে সেটি ডাউনলোড করে নিন। আর গেম ডাউনলোড করে খেলার মাধ্যমে উপভোগ করুন। যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে। তাই দেরি না করে বাছাই করুন পছন্দের গেমস।

    শেষ কথাঃ সম্মানিত পাঠক আপনি যদি গাড়ি গেম ডাউনলোড করার উপায় এবং নামগুলো পড়ার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। তাহলে বলবো আপনার বন্ধুদেরও গেমগুলোর বিষয়ে অবগত করুন। যেন তারাও পছন্দ অনুযায়ী গেম বাছাই করে খেলার মাধ্যমে মজা নিতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url