জিমেইল আইডি কিভাবে খুলবো - ছবিসহ উল্লেখিত
আপনি যদি জানতে চান যে জিমেইল আইডি কিভাবে খুলবো এবং এই বিষয় নিয়ে যদি চিন্তিত থাকেন। তাহলে খুব সহজে জিমেইল আইডি কিভাবে খুলবেন তার নিয়ম এবং ছবি সহকারে উল্লেখ করার মাধ্যমে জেনে নিতে পারবেন। শুধু এখানেই সীমাবদ্ধ নয় পাশাপাশি জিমেইল একাউন্ট কিভাবে ডিলেট করতে হয় তাও জেনে নিতে পারবেন।
পোস্টসূচিপত্রঃমোবাইল ও কম্পিউটারে কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয় এবং ডিলেট করতে হয় তা জানতে চান। তাহলে আশা করা যায় এই আর্টিকেল আপনাদের অনেক উপকারে আসবে। তাই সম্পূর্ণ তথ্য নেওয়ার মাধ্যমে জেনে নিতে পারেন।
ভূমিকা
আমরা যদি ইন্টারনেট ব্যবহার করে থাকি তাহলে আমাদের জিমেইল আইডি থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জিমেইল আইডি দ্বারা অনলাইনের মাধ্যমে অনেক ধরনের কাজ সম্পূর্ণ করা হয়। যেমন গুগল প্লে স্টোর দ্বারা যে কোনো কিছু ইন্সটল করা বা সোশ্যাল মিডিয়াতে একাউন্ট খোলা।
আরো অনেক ধরনের কার্যক্রম রয়েছে যেগুলো সম্পূর্ণ করার জন্য জিমেইল আইডির প্রয়োজন। তাই আপনারা যদি জিমেইল আইডি কিভাবে খুলবো এটা নিয়ে চিন্তিত থাকেন। তাহলে বলবো চিন্তাকে পাশে রেখে পুরো আর্টিকেলটি পড়ে নিন। তাহলেই দেখবেন জিমেইল আইডি খোলা নিয়ে যে চিন্তা কাজ করছিল তা পালিয়ে যাবে।
শুধু তাই নয় জিমেইল আইডি খোলার পরে যদি মনে হয় যে এখন ডিলিট করা প্রয়োজন বা পরবর্তী যেকোনো সময় যদি মনে হয় ডিলেট করবো। তাহলে খুব সহজে জিমেইল আইডিও ডিলিট করতে পারবেন। এর জন্য আপনাকে পুরো আর্টিকেলটি খুবই মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে।
কেন জিমেইল খুলবো
একটি বিষয় কখনো ভেবেছেন আমরা জিমেইল আইডি কেন খুলে থাকি। শুধু কি জিমেইল আইডি দিয়ে ব্রাউজার অথবা গুগল প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করা যায় এর জন্য। আরও বিভিন্ন কাজে জিমেইল ব্যবহার করা হয়। প্রথমত জিমেইলের কাজ হচ্ছে চিঠির বিকল্প। আমরা একসময় এক জায়গায থেকে আরেক জায়গায় বার্তা পাঠানোর জন্য চিঠির ব্যবহার করতাম।
ওইটার বিকল্প পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে মোবাইল অথবা কম্পিউটার দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠানো। এই বার্তা পাঠানো ছাড়াও বেশিরভাগ একাউন্ট খোলার জন্য সেটা হোক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক আইডি প্রয়োজন পড়বে জিমেইল আইডির। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেই ক্ষেত্রে জিমেইল আইডি প্রয়োজন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এবং বার্তা পাঠানোর জন্য জিমেইল আইডি এর প্রয়োজন রয়েছে। এখন এই জিমেইল আইডি খুলবেন কিভাবে তা কি জানেন। অবশ্য তা না জানার কারণেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তাহলে সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নিতে পারেন কিভাবে একটি জিমেইল আইডি খুলতে হয়।
কম্পিউটার দিয়ে জিমেইল আইডি কিভাবে খুলবো
১ ধাপঃ অবশ্যই জিমেইল আইডি খোলার জন্য ব্রাউজারের প্রয়োজন হবে। উক্ত ব্রাউজার ওপেন করার পরে ইন্টারফেসের সামনে একবারে কোনার দিকে জিমেইল নামে অপশন রয়েছে।
২ ধাপঃ তারপরে জিমেইল অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করা মাত্র নিচে ছবিতে দেখানো একটি ইন্টারফেস আসবে। সেখানে অ্যাকাউন্ট তৈরি করার দুইটি অপশন থাকবে। মজার ব্যাপার হচ্ছে দুটি অপশনে একই নামে তার মধ্যে থেকে একটি অপশনে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই আবার দুটি অপশন আসবে।
প্রথম অপশনে লিখা থাকবে For my personal ues এবং দ্বিতীয় অপশনে For my work or business লেখা থাকবে। যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান তাহলে প্রথম অপশন এ ক্লিক করুন। আর আপনি যদি ব্যবসার জন্য জিমেইল ব্যবহার করতে চান তাহলে দ্বিতীয় অপশন এ ক্লিক করুন।
৩ ধাপঃ পরবর্তী সময় নিচে দেখানো ইন্টারফেস অনুযায়ী আপনাকে দুটি অপশন ফিলাপ করতে হবে। First name এবং Last name দিতে হবে। বুঝতে পেরেছেন এখানে আপনার পুরো নামটি বসিয়ে দিন। এরপরে Next বাটনে ক্লিক করুন।
৪ ধাপঃ এরপরে দেখবেন আরেক ভিন্ন ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে। ঐখানে চারটি অপশন থাকবে। প্রথম অপশন হচ্ছে Month জন্ম গ্রহণের সময়ের মাস দিতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে Day যে দিনে জন্ম গ্রহণ করেছেন।
তৃতীয় অপশন হচ্ছে Year যেই বছর জন্ম গ্রহণ করেছেন। মানে যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সাল দিতে হবে। চতুর্থ অপশন হচ্ছে Gender মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে Male আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে Female অপশন সিলেক্ট করবেন। এরপরে সবকিছু দেওয়া সম্পন্ন হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।
৫ ধাপঃ পরবর্তীতে নিচে দেখানো ইন্টারফেস অনুযায়ী আপনার পছন্দ মত একটি Gmail আইডি এর নাম দিতে হবে। আর সেটি দেওয়ার জন্য Create your own Gmail address সিলেক্ট করতে হবে। আর যদি উপরে দেখানো মত জিমেইল এড্রেসের Example বা সাজেস্ট দেওয়া আছে। সেখান থেকেও একটি বেছে নিতে পারেন।
আমি ধরে নিলাম যে আপনি নতুন জিমেইল এড্রেস নাম দিতে ইচ্ছুক। তাহলে ক্রিয়েট জিমেইল এড্রেস সিলেক্ট করুন। এরপরে পছন্দ মত একটি মেইল এড্রেসের নাম দিন। অবশ্যই সেই নামটি আনকমন হতে হবে। নাম দেওয়ার পরে Next বাটনে ক্লিক করুন।
৬ ধাপঃ এরপরে আবার নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে। অবশ্যই এমন একটি পাসওয়ার্ড নির্ধারণ করবেন যেটি খুবই শক্তিশালী বা স্ট্রং হয়। কারণ এই পাসওয়ার্ডটি আপনার জিমেইলের নিরাপত্তা দিয়ে থাকবে। তাই যথাযথ পাসওয়ার্ড স্ট্রং করে তৈরি করুন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করুন।
৭ ধাপঃ এরপরে Add recovery email নামে অপশন উপস্থাপন হবে। যেহেতু আপনারা অনেকেই নতুন জিমেইল খুলছেন পুরাতন জিমেইল নাও থাকতে পারে। সেক্ষেত্রে এই অপশনটি Skip বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে পারেন। আর যদি থেকে থাকে তাহলে দেওয়ার পরে Next বাটনে ক্লিক করুন।
৮ ধাপঃ তারপরে আপনার জিমেইল এড্রেস দেওয়া ঠিক আছে কিনা। তা যাচাই করার জন্য ইন্টারফেসের সামনে আপনার জিমেইল এড্রেসটি দেখানো হবে। পছন্দ যদি হয়ে থাকে তাহলে Next বাটনে ক্লিক করুন। তারপরে ওদের সবকিছু সম্পর্কে বলে দিবে আপনি যদি তাদের সবকিছু পড়ার পরে সম্মতি পোষণ করেন। তাহলে এগ্রি বাটনে ক্লিক করুন। এরপরে কাঙ্খিত জিমেইল এড্রেসটি খোলা সম্পূর্ণ হয়ে যাবে।
পরবর্তী সময় আপনার জিমেইল আইডি এর যাবতীয় গুরুত্বপূর্ণ সেটিংস গুলো ঠিকঠাক করে নিবেন। তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট বেশি নিরাপত্তাই থাকবে।
মোবাইল দিয়ে কিভাবে জিমেইল আইডি খুলবেন
কম্পিউটার ও মোবাইল দিয়ে জিমেইল আইডি খোলার নিয়ম গুলো প্রায় একই রকম। শুধু পার্থক্য হচ্ছে এন্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের ইন্টারফেস এক রকম দেখায় এবং কম্পিউটারের স্ক্রিনের ইন্টারফেস অন্যরকম দেখায়। এই দুই পার্থক্যের কারণে কিছুটা ভিন্নতা রয়েছে জিমেইল আইডি খোলাতে তাছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে আসুন জেনে নেই কিভাবে মোবাইল দিয়ে একটি জিমেইল একাউন্ট খুলতে পারবেন।
১ ধাপঃ সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপরে গুগল ক্রোম ব্রাউজারের নিচে উল্লেখিত অপশনে ক্লিক করুন।
৩ ধাপঃ কিছুক্ষণ অপেক্ষার পরে ইন্টারফেসের সামনে একটু নিচে তাকালে দেখতে পাবেন Create account এখানে ক্লিক করুন। এরপরে দুইটি অপশন আসবে For my personal use এবং For work or my business এরপরে ব্যক্তিগত প্রয়োজনে একাউন্ট আইডি খোলার জন্য পার্সোনাল ইউজ এ ক্লিক করুন।
৪ ধাপঃ এখন দেখতে পাবেন First name এবং last name এর মানে হচ্ছে আপনার পুরো নামটি দুই অপশন মিলিয়ে বসিয়ে দিন।
৫ ধাপঃ ইন্টারফেস এ দেখানো অনুযায়ী মাস (Month), দিন (Day), বছর (year) এবং Gender মানে আপনি পুরুষ না মহিলা যদি পুরুষ হন তাহলে Male আর যদি মহিলা হন তাহলে Female দিবেন।
৬ ধাপঃ এখন Create your own Gmail address সিলেক্ট করে আপনার পছন্দ অনুযায়ী জিমেইল আইডির নাম দিবেন। অবশ্যই আইডির নামটি হতে হবে আনকমন। তারপরে উপরে দেখানো সাজেস্ট অনুযায়ী কোনো নাম পছন্দ হলে বেছে নিতে পারেন।
৭ ধাপঃ এরপরে স্ট্রং বা শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করুন। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন যেটার মধ্যে অক্ষর, নাম্বার এবং সিম্বল এর কম্বিনেশন থাকবে। এবার নেক্সট বাটনে ক্লিক করুন। তারপরে আপনার জিমেইল আইডির নামটি রিভিউ করুন। যদি পছন্দ হয় তাহলে আবার নেক্সট বাটনে ক্লিক করুন। তারপরে দেখবেন ইন্টারফেস এর সামনে কিছু নীতিমালা রয়েছে সেগুলো পড়ে এগ্রি বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার জিমেইল আইডি খোলা সম্পূর্ণ হয়ে যাবে।
জিমেইল আইডি কিভাবে ডিলিট করব
আপনি কি জিমেইল আইডি ডিলিট করতে চান। অনেকগুলো জিমেইল আইডি হয়ে গেছে এখন এতগুলো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কি করবেন। হয়তোবা এমন অনেক জিমেইল রয়েছে যেগুলো কোনো কাজেই আসে না। সেই জিমেইলগুলো ডিলিট করে ফেলতে চান এবং পার্মানেন্টলি। তাহলে জেনে নিন কিভাবে জিমেইল আইডি ডিলিট করবেন।
১ ধাপঃ সর্বপ্রথম যে জিমেইল আইডি ডিলেট করবেন সেটিতে চলে যান। তারপরে আপনার জিমেইল আইডির আইকনে ক্লিক করুন।
৪ ধাপঃ এরপরে একবারে নিচের দিকে চলে যাবেন। দেখবেন সেখানে একটি অপশন রয়েছে Delete your Google Account ঐখানে ক্লিক করুন।
৬ ধাপঃ তারপরে আবার একেবারে নিচের দিকে চলে আসবেন। ঐখানে দুইটি অপশন রয়েছে যদি সম্মতি থাকেন তাহলে দুটোটিতে টিক✅ চিহ্ন দিয়ে দিন। এরপরে যদি জিমেইল আইডি ডিলিট করতে চান তাহলে Delete Account এ ক্লিক করুন। তাহলে আপনার জিমেইল আইডি ডিলিট হয়ে যাবে।
আবার দেখা যাচ্ছে যে ডিলিট করার পর মনে হল যে জিমেইল আইডি ডিলিট করা ঠিক হয়নি। তাহলে Recover your Account এ ক্লিক করে আবার অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।
উপসংহার
একটা সময় ছিল আমরা আমাদের যাবতীয় তথ্য আরেকজনের কাছে পাঠানোর জন্য কত পরিশ্রম করতাম। কখনো কবিতরের পায়ের নিচে চিঠি লিখে পাঠিয়ে দিতাম কখনো বা ডাক মামার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিতাম যেন সেই চিঠি কাঙ্খিত স্থানে পৌঁছাতে পারে। আর পরবর্তী সময়ে সেই চিঠিটি পড়ে সে পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। কিন্তু এই যে চিঠি আদান-প্রদান এর জন্য অনেক সময় লেগে যেত।
দিনের পর দিন যাওয়ার পরে তারপরে চিঠিটি পৌঁছাতো এবং তার উত্তর পাওয়া যেত। কিন্তু বর্তমানে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিছু ইন্টারনেট খরচ করার মাধ্যমে খুব সহজেই আপনার বার্তা পৌঁছাতে পারেন। এর জন্য প্রয়োজন হবে একটি জিমেইল আইডি। শুধু এই কাজে না আরও বিভিন্ন কাজে জিমেইল আইডি ব্যবহার হয়ে থাকে। তাই আপনি যদি একটি জিমেইল আইডি খুলে থাকেন তাহলে ধন্যবাদ।
শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় জিমেইল আইডি কিভাবে খুলবো এবং তার পরবর্তী সময় ডিলেট কিভাবে করব তার সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছেন। এই তথ্যগুলো পড়ার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে বলবো আরও যে সকল ব্যক্তিরা জিমেইল আইডি খুলতে পারছে না। তাদেরকে এই তথ্যটি জানানোর মাধ্যমে সহযোগিতা করতে পারেন। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url