দৌড়ানো গেম ডাউনলোড করুন - জনপ্রিয় ১০টি দৌড়ানো গেম

আপনি কি দৌড়ানো গেম ডাউনলোড করার জন্য আগ্রহী। সত্যি যদি দৌড়ানো গেম খেলার জন্য আগ্রহী হয়ে থাকেন। তাহলে আর্টিকেলে দেওয়া দৌড়ানো গেমের নাম গুলো পড়ার মাধ্যমে গেমগুলোর সম্পর্কে জেনে নিতে পারেন। যা জানার মাধ্যমে যাচাই-বাছাই করে পছন্দের গেমটি খেলতে পারবেন। তাই জনপ্রিয় ১০টি গেমের নাম জেনে নিতে পারেন।
দৌড়ানো গেম ডাউনলোড করুন - জনপ্রিয় ১০টি দৌড়ানো গেম
পোস্টসূচিপত্রঃবাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রায় সকলেই গেম খেলতে পছন্দ করে। কারণ গেম হচ্ছে বিনোদনের মাধ্যম। তাই দৌড়ানো গেম এর নাম এবং তা ডাউনলোড করবেন কিভাবে তা জেনে নিন।

    ভূমিকা

    আমরা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গেম খেলে থাকি। তবে সকলেরই যে একই রকম গেমের উপর চাহিদা সৃষ্টি হবে এমন নয়। অনেকে আছে যারা রেসিং গেম খেলতে বেশি পছন্দ করে। আবার অনেকে আছে যারা অ্যাকশন গেম খেলতে বেশি পছন্দ করে।

    আবার আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা দৌড়ানো গেম খেলতে বেশি পছন্দ করে। এই আর্টিকেল তাদের জন্য যারা দৌড়ানো গেম ডাউনলোড করতে চান। বর্তমান সময়ে যত জনপ্রিয় গেমের সেক্টর রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দৌড়ানো গেমের সেক্টর।

    এই সেক্টরের মধ্যে কিছু জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যেই গেমের নাম পড়ার মাধ্যমে জানতে পারবেন গেমগুলোর বৈশিষ্ট্য এবং জনপ্রিয়তার সম্পর্কে। তাই আসুন বেশি দেরি না করে দৌড়ানো গেম ডাউনলোড সম্পর্কে জেনে নেই।

    দৌড়ানো গেম কোথায় থেকে ডাউনলোড করবেন

    আমরা দৌড়ানো গেম পছন্দ করি এবং খেলতেও চাই। কিন্তু কোথায় থেকে ডাউনলোড করব তা জানা নেই। তাই তো অনেকে জানতে চেয়েছে দৌড়ানোর গেম কোথায় থেকে ডাউনলোড করা যায়। আপনি যদি ঝামেলা বিহীন এবং উন্নত মানের জনপ্রিয় গেম ডাউনলোড করতে চান।
    তাহলে আপনার এন্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর নামে সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যার দ্বারা যেকোনো ধরনের এন্ড্রয়েড মোবাইল গেম ডাউনলোড করতে পারবেন। আর নিচে সেই সকল গেমের নাম উল্লেখ করা হবে। যা বর্তমান সময়ে রেংকিংয়ে রয়েছে।

    দৌড়ানো গেম ডাউনলোড করার জন্য আরো অনেক মাধ্যম রয়েছে কিন্তু উল্লিখিত মাধ্যমটি খুবই সহজ এবং নির্ভরযোগ্য হবে। তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লে স্টোরের সাহায্যে নিচে উল্লেখিত সবগুলো গেম ডাউনলোড করে নিতে পারেন।

    মোবাইলের জনপ্রিয় দৌড়ানো গেম ডাউনলোড

    এখানে উল্লেখ করা হবে সেই সকল দৌড়ানো গেম যা উত্তেজনা জনক এবং চ্যালেঞ্জিং। আপনি পরিবারের সাথেও গেমগুলো খেলতে পারবেন। ফেসবুক ফ্রেন্ডদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে র‍্যাংকিং গঠন করতে পারবেন। এখানে উল্লেখ করা হবে নতুন এবং পুরাতন উভয় জনপ্রিয় দৌড়ানো গেম।

    যে গেমগুলো খেলে আপনি উপভোগ করতে পারবেন। আপনি যখন একবার গেম খেলা শুরু করবেন তখন আর গেম খেলা ছেড়ে উঠতে ইচ্ছে করবেনা। এতটাই রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জ প্রত্যেকটি ধাপে আপনি আকর্ষিত হতে বাধ্য হবেন। তাই আসুন মোবাইলের জনপ্রিয় দৌড়ানো গেম এর নাম গুলো জেনে নেই।

    Subway Surfers

    উল্লেখিত গেমটি সবার প্রথমে রাখার কারণ এর জনপ্রিয়তা এবং কালারফুল এইচডি গ্রাফিক্স। এই গেমটি খেলার সময় আপনার কারেক্টারটি ট্রেনের লাইনের উপর দিয়ে দৌড়াবে। শুরুর দিকে আস্তে আস্তে দৌড়ালেও সময়ের সাথে সাথে দৌড়ানোর স্পিড বাড়তে থাকবে। দৌড়ানোর সময় আশেপাশে অনেক কয়েন থাকবে সেগুলো কালেক্ট করতে হবে।
    দৌড়ানো গেম
    যত বেশি কয়েন কালেক্ট করতে পারবে তত পয়েন্ট। আবার সময়ের সাথে সাথে পয়েন্ট বাড়তেও থাকবে। এই গেমে র‍্যাংকিং এর ব্যবস্থা রয়েছে। আপনি এই গেমে ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে কত নম্বর রেংকিং এ আছেন তা দেখতে পাবেন।

    শুধু তাই নয় আপনার ফেসবুক ফ্রেন্ডের সাথে যুক্ত হওয়ার মাধ্যমেও ‌ র‍্যাংকিং করতে পারবেন। এই গেমটি খেলার সময় প্রত্যেকটি মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গেমটির মধ্যে বিভিন্ন ধরনের কারেক্টার রয়েছে। আপনার যেই ক্যারেক্টার বেশি পছন্দ হয় সেই কারেক্টর দিয়ে খেলতে পারবেন। এই গেমের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১ বিলিয়নের বেশি এবং রেটিং হচ্ছে ৪.৩।

    Temple Run

    এই গেমটি এতটাই জনপ্রিয় যে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই খেলতে পছন্দ করে। গেমটি এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটি মুহূর্তে উত্তেজনার সৃষ্টি করে। এখানে দৌড়ানোর সময় কয়েন কালেক্ট করতে হবে এবং পয়েন্ট বাড়তে থাকবে। যত বেশি পয়েন্ট তুলতে পারবেন র‍্যাংকিং এ তত বেশি এগিয়ে যাবেন।
    দৌড়ানো গেম
    এখানে বিভিন্ন ধরনের কারেক্টর রয়েছে। আপনার যে কারেক্টর পছন্দ হবে সেটি সিলেক্ট করার মাধ্যমে গেমটি খেলা শুরু করতে পারবেন। তবে শুরুর দিকে আপনাকে কিছু কারেক্টর নির্ধারণ করে দেয়া হবে। সময়ের সাথে সাথে আরও যে সকল আকর্ষণীয় কারেক্টার রয়েছে সেগুলো বাছাই করে নিতে পারবেন।

    গেমটি খেলার সময় শুরুর দিকে আপনার কারেক্টর আসতে আসতে দৌড়ালেও সময়ের সাথে সাথে এর স্পিড বেড়ে যাবে। বিভিন্ন সময় সামনে বিপদ দেখলে আপনাকে লাফিয়ে পার করতে হবে। গেমটির আশেপাশের গ্রাফিক্স এবং কালার অসাধারণ। গেমটির কন্ট্রোল প্যানেল গুলো খুবই সহজ এবং ফ্রেন্ডলি যা খেলার সময় উপভোগ করতে পারবেন। এই গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ৫০০ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৩.৯।

    Temple Run 2

    টেম্পেল রান গেমটির আরেকটি সিক্যুয়াল হচ্ছে টেম্পেল রান টু। প্রথমটি জনপ্রিয় হওয়ার কারণে দ্বিতীয় সিক্যুয়াল বের করা হয়। জেনে অবাক হবেন যে প্রথম টির তুলনায় দ্বিতীয় সিক্যুয়াল বেশি জনপ্রিয়। যা এর ডাউনলোড সংখ্যা পড়লেই বুঝতে পারবেন। এই গেমের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১ বিলিয়নের অধিক যা প্রথমটির তুলনায় বেশি।
    দৌড়ানো গেম
    এই গেমটির ঝকঝকে গ্রাফিক্স এবং কালারফুল ভিউ যা খেলার সময় আকর্ষিত হতে বাধ্য করে। গেমটি খেলার সময় কত মিটার দৌড়ালেন তা দেখাবে। দৌড়ানোর সাথে সাথে যত মিটার বাড়বে এবং মিটারের সাথে সাথেই দৌড়ানোর স্পিডও বাড়বে।

    দৌড়ানোর সময় কয়েন গুলো কালেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের বিপদজনক রাস্তা রয়েছে এবং সেগুলো পার করা চ্যালেঞ্জিং হবে। আরো অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে গেমটির মধ্যে যা শুধুমাত্র খেলার মাধ্যমে উপভোগ করতে পারবেন। আর এই গেমটির রেটিং হচ্ছে ৪.০। গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর এর সাহায্য নিতে পারেন।

    Talking Tom Gold Run

    উল্লেখিত গেমটি বাচ্চাদের মধ্যে বেশি জনপ্রিয়। কিন্তু বড়দের মাঝেও জনপ্রিয়তা কম নয়। যা এর ডাউনলোড সংখ্যা দেখলেই বুঝতে পারবেন। এই গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ৫০০ মিলিয়নের অধিক। যা অন্যান্য জনপ্রিয় গেম এর তালিকায় একেও শামিল করেছে।
    দৌড়ানো গেম
    এই গেমটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গেমটির মধ্যে থাকা কারেক্টর গুলো ইচ্ছে মত কারেক্টর গুলোর পোশাক পরিবর্তন করতে পারবেন। কিন্তু পোশাক পরিবর্তন করার আগে এগুলো আনলক করতে হবে।

    উল্লিখিত কারেক্টর গুলোর নামও রয়েছে অ্যাঞ্জেলা, বেকা, জিঙ্গার, বেন এবং হ্যাংঙ্গ। আর গেমটি খেলার সময় গোল্ড বার এবং টোকেন সংগ্রহ করতে হবে। যেগুলোর দ্বারা অনেক কিছু আপডেট করতে পারবেন। এছাড়াও আরো অনেক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। এই গেমটির রেটিং সংখ্যা হচ্ছে ৪.২।

    Sonic Dash Endless Runner Game

    এই গেমটি আকর্ষণীয় হওয়ার পেছনের কারণ হচ্ছে এর চোখ ধাধানও গ্রাফিক্স। গেমটি খেলার সময় গ্রাম, আকাশ, বরফের পাহাড় এবং হাইওয়ে সহ আরো বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেখতে পাবেন। এখানে দৌড়ানোর সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেরের সম্মুখীন হতে হয়। গেমটি খেলার সময় রিং এবং রিওয়ার্ড কালেক্ট করতে হবে।
    দৌড়ানো গেম
    সেইগুলো দ্বারা গেমটি খেলার জন্য যেগুলো আপডেট করার প্রয়োজন তা আপডেট করতে পারবেন। এই গেম বাচ্চা ও বড় উভয় খেলার মাধ্যমে উপভোগ করতে পারবেন। এখনো পর্যন্ত এই গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়নের অধিক এবং রেটিং হচ্ছে ৪.৪। এই গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর এর সাহায্য নিতে পারেন।

    Minion Rush: Running Game

    আরো একটি অধিক জনপ্রিয় সম্পূর্ণ দৌড়ানো গেম যার চোখ ধাঁধানো সব লোকেশন এবং আকর্ষণীয় কিছু কারেক্টর। গেমটি খেলার জন্য এর ডাউনলোড সংখ্যায় যথেষ্ট। এর ডাউনলোড সংখ্যা হচ্ছে ৫০০ মিলিয়ন। এই গেমটি খেলার সময় বিভ্রান্তকর কিছু পরিস্থিতিতে পড়তে হবে।
    দৌড়ানো গেম
    সেগুলো পার করা চ্যালেঞ্জিং এবং খেলার সময় ভিলেনের সাথে লড়াই করতে হবে। গেমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিওয়ার্ড দিয়ে থাকে। যেগুলো আনলক করার মাধ্যমে অনেক ধরনের উপহার পাওয়া যায়। গেমের রেটিং সংখ্যা হচ্ছে ৪.২।

    Sonic Forces: PvP Battle Race

    আরো একটি দৌড়ানো গেম কিন্তু এটা অন্য সকল গেমের থেকে একটু আলাদা। কারণ এই গেমে ওয়ার্ল্ড ওয়াইড যেকোনো কারো সাথে গেম এর মাধ্যমে প্রতিযোগিতামূলক খেলতে পারবেন। এই গেমের মধ্যে রয়েছে আইকনিক কারেক্টর। শুধু তাই নয় আপনার পছন্দের কারেক্টরগুলো আপডেট করার মাধ্যমে তাদের লেভেল আপ করতে পারবেন।
    দৌড়ানো গেম
    তারা আগের তুলনায় আরো শক্তিশালী হতে থাকবে। এই গেমের মধ্যে থাকা গ্রাফিক্স ভিউ অনেকটাই রিয়েলের মত দেখতে। তাই গেমটি খেলার সময় উপভোগ করতে পারবেন। প্রত্যেকটি পথে চ্যালেঞ্জ ও উত্তেজনায় ভরপুর। এই গেম এর ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়ন অধিক এবং রেটিং হচ্ছে ৪.১।

    Jetpack Joyride

    এই গেম খুবই সতর্কতার সাথে খেলতে হয়। কারণ প্রত্যেকটি ধাপে ধাপে বিপদের সংকেত আপনাকে নাড়া দিবে। এই গেমের মধ্যে বিভিন্ন ধরনের কাস্টম পাবেন। নিজের কাস্টমগুলোকে উন্নত করতে পারবেন। গেমটি খেলার জন্য বড় আকারের ড্রাগন এবং ভিকেলস ছাড়াও আরো অন্যান্য কাস্টম পাওয়া যাবে।
    দৌড়ানো গেম
    যেগুলোর মাধ্যমে আপনি গেমটি খেলতে স্বাচ্ছন্দ বোধ করবেন। কারণ গেমটি খেলার সময় যেকোনো মুহূর্তে কাস্টমগুলো রক্ষা করবে। আরো অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে গেমটির মধ্যে। এখনো পর্যন্ত মানুষ গেমটি ডাউনলোড করেছে ১০০ মিলিয়নের অধিক বার এবং এর রেটিং হচ্ছে ৪.৪। গেমটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর এর সাহায্য নিতে হবে।

    Banana Kong

    এই গেমের সাথে নামের মিল রয়েছে। একটি কং দৌড়ানো অবস্থায় কলা আহরণ করবে। যেই কলা খাওয়ার মাধ্যমে তার শক্তি সঞ্চয় করতে পারবে। আর দৌড়ানোর জন্য শক্তি তার কাজে লাগবে। এখানে দৌড়ানোর জন্য ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স হিসেবে রয়েছে গুহা, জঙ্গল এবং গাছের চূড়া সবমিলিয়ে রোমাঞ্চকর পরিস্থিতি এর মধ্যে গেমটি উপভোগ করতে পারবেন।
    দৌড়ানো গেম
    গেমটি খেলার সময় দৌড়ান, লাফ দিন এবং বাউস করার মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিন। আরো অনেক বৈশিষ্ট্য উল্লেখ করা আছে গেমটির মধ্যে যা পড়ার মাধ্যমে জেনে নিতে পারেন। মানুষের পছন্দের উপর ভিত্তি করে গেমের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়ন এর উপরে এবং এর রেটিং হচ্ছে ৪.২।

    Super Mario Run

    এই গেমটিতে একটি ক্যারেক্টার রয়েছে যার নাম হচ্ছে মারিও। যেই কারেক্টার দৌড়ানোর মাধ্যমে বিভিন্ন ধরনের বিপদ অতিক্রম করবে এবং কয়েন সহ আরো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস কালেক্ট করবে। যার দ্বারা তার এনার্জি বিল্ড আপ করতে পারবে। প্রত্যেকটি রাউন্ডের জন্য সময় নির্ধারণ করে দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে রাউন্ড গুলো সম্পূর্ণ করতে হবে।
    দৌড়ানো গেম
    এই গেমটিতে কিছু সময় পরপর চ্যালেঞ্জিং এর সম্পর্ক সম্মুখীন হতে হয়। সেই চ্যালেঞ্জগুলো তাকে সাহসের সাথে অতিক্রম করতে হবে। আশা করি এই গেমটি খেলে আপনি অনেক মজা পাবেন। এই গেমটির ডাউনলোড সংখ্যার পরিমাণ হচ্ছে ১০০ মিলিয়নের অধিক এবং এর রেটিং হচ্ছে ৩.৭।

    গেমগুলো কি সকল প্রকার অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যাবে

    এখানে উল্লেখিত গেমগুলো ডাউনলোড করার জন্য নির্দিষ্ট পরিমাণে এমবি নির্ধারণ করা থাকে। এই জন্য এখানে যে গেমগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিছু গেম ৪ জিবি Ram এর মধ্যে খেলা যাবে আবার কিছু গেম ৮ জিবি Ram এর ফোনেও খেলা যাবে।

    তবে ৪ জিবি Ram এর ফোনেও খেলতে পারবেন। যদি ফোনের প্রসেসর ভালো হয় এবং মোবাইলে যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা থাকে। তাই আপনার ফোনের কন্ডিশনের উপরে নির্ভর করবে। সেই ফোন দ্বারা কোন গেম খেলা যাবে।

    উপসংহার

    আশা করা যায় উপরে উল্লেখিত গেমগুলোর নাম পড়ার মাধ্যমে বুঝতে পেরেছেন গেমগুলো কতটা জনপ্রিয়। তাই বলা যায় আপনারা এই গেমগুলো খেলার মাধ্যমে অনেক এনজয় করতে পারবেন। প্রত্যেকটি গেমের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে।

    উপরে উল্লিখিত গেমগুলোর নাম পড়ার মাধ্যমে যেই গেমটির বৈশিষ্ট্য গুলো পড়ে ভালো লাগবে। সেটি আপনি ডাউনলোড করার মাধ্যমে খেলতে পারেন। আপনাদের জন্যই উপরে ১০ টি দৌড়ানো গেমের নাম উল্লেখ করা হয়েছে। যেন এখান থেকে বাছাই করতে পারেন পছন্দের গেমটি। তাই গেমগুলো খেলার মাধ্যমে উপভোগ করতে পারেন।

    শেষ কথাঃ প্রিয় পাঠক আপনি যদি দৌড়ানো গেম এর ডাউনলোডের নাম গুলো পড়ার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে গেমগুলোর নাম জানার জন্য সুযোগ করে দিন। যেন তারাও গেমগুলো খেলার মাধ্যমে উপভোগ করতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url