জিপি মিনিট অফার কেনার কোড - গ্রামীণফোন মিনিট চেক

আপনি কি জিপি মিনিট অফারগুলো কেনার জন্য আগ্রহী। তাহলে অবশ্যই এই আর্টিকেল আপনার জন্য তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ এখানে জিপি মিনিট অফার কেনার কোড এবং পাশাপাশি অন্য সকল বিষয়ের সাথে গ্রামীণফোন মিনিট চেক করার কোড সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর দেরি না করে আকর্ষণীয় মিনিট অফার গুলো পড়ে নিতে পারেন।
জিপি মিনিট অফার কেনার কোড - গ্রামীণফোন মিনিট চেক
পোস্টসূচিপত্রঃঅল্প সময় থেকে শুরু করে দীর্ঘ সময় কথা বলার জন্য জিপি তে রয়েছে মিনিট কেনার কোড অথবা রিচার্জ। যার মাধ্যমে অল্প ব্যয়ে দীর্ঘ সময় কথা বলতে পারবেন। তাই সাশ্রয়ী জিপি মিনিট অফার কেনার কোডগুলো জেনে নিতে পারেন।

    ভূমিকা

    গ্রামীনফোনের অনেক গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে আমাদের অজানা রয়েছে। তাই অজানা কোডগুলো যেন জানতে পারেন সেই জন্য এই আর্টিকেল আপনার সামনে তুলে ধরা হয়েছে। উল্লেখিত আর্টিকেলের মাধ্যমে জানা যাবে কিভাবে জিপি মিনিট অফার কেনার কোড ডায়াল করার মাধ্যমে মিনিট কেনা যায়।

    আবার সেই কেনা মিনিট গুলো কতটুকু অবশিষ্ট রয়েছে তা দেখা যাবে। তাই নয় কোন কোড ডায়াল করার মাধ্যমে জিপি থেকে ইন্টারনেট অফার পাওয়া যাবে এবং সেই কেনা ইন্টারনেট অফার গুলোর অবশিষ্ট সম্পর্ক জানা যাবে।

    এছাড়াও আরো জানা যাবে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় এবং সেটি কিভাবে চেক করতে হয় ইত্যাদি। এক কথায় একের ভিতরে প্রায় সবকিছুই জানতে পারবেন উল্লেখিত আর্টিকেলের মাধ্যমে। তাই আশা করা যায় পুরো তথ্যটি খুবই মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে জিপির অজানা কোডের বিষয়ে জেনে নিতে পারবেন।

    গ্রামীণফোন মিনিট চেক

    আপনি যদি গ্রামীণফোনের ব্যবহারকারী অথবা গ্রাহক হয়ে থাকেন। তাহলে কখনো না কখনো মিনিট কিনেছেন। আর যদি বর্তমানেও মিনিট কিনে থাকেন। তাহলে ক্রয় করা মিনিট কত অবশিষ্ট রয়েছে তা দেখার জন্য জিপি মিনিট চেক করার জন্য কোডের প্রয়োজন হবে। 
    বে আপনি যখন মিনিট ক্রয় করেন তখনই তারা এসএমএস এর মাধ্যমে ক্রয়-কিত মিনিটের পাশাপাশি মিনিট চেক করার জন্য কোড টাও পাঠিয়ে দেয়। তবুও যদি কোনো কারনে মেসেজটি ডিলিট হয়ে যায় অথবা তৎক্ষণা জানার উদ্দেশ্যে এই মিনিট চেক করার কোডটি ফোনে ডায়াল করার মাধ্যমে জেনে নিতে পারেন।
    গ্রামীণফোন মিনিট চেক করার কোডঃ *১২১*১*২#

    জিপি অফার দেখার কোড

    গ্রামীণফোনে অনেক সময় অনেক ধরনের অফার দিয়ে থাকে। কিন্তু জিপি ব্যবহারকারী হওয়ার সত্বেও সেই অফার গুলো দেখতে পায় না। এটি মূলত আমাদের অজানা কারণে হয়ে থাকে। সেই অজানা কারণটি হচ্ছে আপনার সিম থেকে কিভাবে জিপি অফার দেখতে হয় তার কোড না জানা।

    কিন্তু আপনি যদি আপনার ফোনের ডায়াল অপশন গিয়ে কোড গুলো ডায়াল করতে পারেন। তাহলেই দেখবেন আপনার সামনে এসএমএস, ইন্টারনেট ও মিনিটসহ আরো বিভিন্ন ধরনের অফার উপস্থাপন করা হবে। আসুন তাহলে সেই কাঙ্ক্ষিত জিপি অফার দেখার কোড জেনে নেই।
    জিপি অফার চেক বা দেখার করার কোডঃ *১২১#

    আবার আপনি চাইলে মাই জিপি অ্যাপ ডাউনলোড করার মাধ্যমেও জিপিতে দেওয়া অফারগুলো দেখতে পাবেন। তাই এখনই গুগল প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোড করার পরবর্তী সময় সেখানে আপনার নাম্বার দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করুন।

    রেজিস্ট্রেশন করার পরে দেখবেন নিচের দিকে টেক্সট বাড়ে অফার নামে অপশন রয়েছে। সেখানে গেলেই আপনাকে দেওয়া অফার গুলো দেখতে পাবেন। এছাড়াও মাই জিপি অ্যাপের মাধ্যমে আরো অনেক সুবিধা পাবেন। কত মিনিটে এবং কত ইন্টারনেট অবশিষ্ট রয়েছে তাও দেখতে পাবেন।

    জিপি নাম্বার চেক করার কোড

    অনেক সময় নিজের ফোন নম্বর মনে থাকে না। আর সেটা জানার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির বদলে ফোনের ডায়াল অপশন এ গিয়ে *২# করতে পারেন। তাহলে আপনার নিজের ফোন নম্বরটি মুহূর্তের মধ্যে দেখে নিতে পারবেন।

    জিপি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

    আমরা সকলেই জানি কথা বলার জন্য ব্যালেন্স অথবা মিনিটের প্রয়োজন হয়। কিন্তু কখনো কখনো ফোনে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকার কারণে কথার মাঝপথেই ব্যালেন্স ফুরিয়ে যায়। এই জন্য জিপি গ্রাহক বা ব্যবহারকারীদের সুবিধার্থে ইমার্জেন্সি ব্যালেন্সের অপশনটি নিয়ে এসেছে।

    এখন কথা হচ্ছে ব্যবহারকারীরা কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটি নিতে পারবে। তার জন্য জিপি তাদের সুবিধার্থে কোড ডায়াল এর অপশনটি নিয়ে এসেছে। আপনি যে কোডটি ডায়াল করার মাধ্যমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
    জিপি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ *১২১*১*৩#

    উল্লেখিত কোড ডায়াল করা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এসএমএস পাঠানো হবে। সেই এসএমএস দ্বারা বুঝতে পারবেন আপনাকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে। যথাসম্ভব সর্বনিম্ন ১০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়। একবার ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পরে উক্ত ব্যালেন্স এর টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত পরবর্তী ইমার্জেন্সি ব্যালেন্স দিবে না।

    জিপি ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড

    যখন ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন তখন জিপি আপনাকে নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে থাকে। সেই নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যখন কারো সাথে কথোপকথন করেন। সেই টাকা কিছু পরিমাণ হলেও খরচ হয়ে থাকে। এখন খরচ হওয়ার পরে অবশিষ্ট ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য কোড ডায়াল করার প্রয়োজন হয়। আসুন সেই কোডটি জেনে নেই।
    জিপি ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য কোড হচ্ছেঃ *৫৬৬*২৮#

    জিপি মিনিট অফার কেনার কোড

    আকর্ষণীয় মিনিট অফার কেনার জন্য কোড ডায়াল করতে হয় অথবা সরাসরি রিচার্জ করতে হয়। নিচে প্রায় সকল ধরনের অফার এর কোড, টাকা এবং মেয়াদ সম্পর্কে জানতে পারবেন। তাই আসুন জিপি মিনিট অফার কেনার কোড এবং তার সাথে জড়িত বিষয়ে জেনে নেই।

    ১০ মিনিট অফার কেনার কোডঃ এই অফার নেওয়ার জন্য ৮ টাকা রিচার্জ অথবা *১২১*৪০২২# ডায়াল করতে হবে। উল্লেখিত অফারটির মেয়াদ হচ্ছে ৬ ঘন্টা। উল্লিখিত সময়ের মধ্যে মিনিট গুলো শেষ করতে হবে। কিন্তু আপনি যদি মেয়াদ থাকাকালীন সময় সেই নির্দিষ্ট অফারটি পুনরায় ক্রয় করেন তাহলে মেয়াদ বাড়ানো হবে। অন্যথায় অফারটির মেয়াদ এখানেই শেষ হয়ে যাবে।

    ১৮ মিনিট অফার কেনার কোডঃ ১৮ মিনিটের অফার এর জন্য *১২১*৪০০১# কোড ডায়াল করতে হবে। আর উল্লেখিত মিনিটের জন্য মেয়াদ হচ্ছে ১২ ঘন্টা। আর এই অফার ক্রয় করার জন্য ১৫ টাকার প্রয়োজন হবে।

    ২০ মিনিট অফার কেনার কোডঃ অলিখিত ২০ মিনিট অফারটি পাওয়ার জন্য ১৯ টাকা রিচার্জ করতে হবে। আর এই অফারটি ক্রয় করার জন্য কোন প্রকার কোড ব্যবহারের প্রয়োজন নেই। এই অফারটির মেয়াদ ২৪ ঘন্টা থাকবে।

    ৩০ মিনিট অফার কেনার কোডঃ এই অফারটি কেনার জন্য ২৪ টাকা রিচার্জ অথবা ফোনে ডায়াল অপশন এ গিয়ে *১২১*৪৪০২# কোড ডায়াল করুন। উল্লিখিত অফারটির মেয়াদ ২৪ ঘণ্টা থাকবে।

    ৩২ মিনিট অফার কেনার কোডঃ ৩২ মিনিট অফার এর মেয়াদ হচ্ছে ২ দিন যা ক্রয় করার জন্য ২৯ টাকা রিচার্জ করতে হবে। অফারটি ক্রয় করার জন্য কোন প্রকার কোড ডায়াল করার প্রয়োজন পড়বে না।

    ৪৫ মিনিট অফার কেনার কোডঃ ৪৫ মিনিটের অফারটির মেয়াদ হচ্ছে ২ দিন। আর অফারটি ক্রয় করার জন্য ৩৯ টাকা রিচার্জ করুন অথবা *১২১*৪৪০৫# ডায়াল করতে হবে। এই অফারটি নির্দিষ্ট মেয়াদের মধ্যেই শেষ করতে হবে।

    ৫০ মিনিট অফার কেনার কোডঃ এই অফারটি ক্রয় করার জন্য ৫০ টাকা রিচার্জ করতে হবে। আর ৫০ মিনিট নেওয়ার সময়কাল থেকে শুরু করে এর মেয়াদ ৩ দিন থাকবে। এর মধ্যে সকল মিনিট গুলো শেষ করতে হবে। এই অফারটি ক্রয় করার জন্য কোন ধরনের কোড ব্যবহার করতে হবে না।

    ৮০ মিনিট অফার কেনার কোডঃ এই ৮০ মিনিট কেনার জন্য ৭৯ টাকা রিচার্জ করতে হবে। আর এই ৭৯ টাকা রিচার্জ এর বিনিময়ে যে ৮০ মিনিট পাবেন তার মেয়াদ ৫ দিন থাকবে।

    ৪৬০ মিনিট অফার কেনার কোডঃ এই অফার পাওয়ার জন্য ৩১৯ টাকা রিচার্জ অথবা *১২১*৩১৯# ডায়াল করতে হবে। আর এই অফারের মেয়াদ হচ্ছে ৩০ দিন। অবশ্যই যে দিন যে সময়ে কিনেছেন সেই দিন থেকে মেয়াদের সময় শুরু হবে। আর ঠিক ওই নির্দিষ্ট সময়ে মেয়াদ সমাপ্ত হয়ে যাবে।

    ৬৫ মিনিট অফার কেনার কোডঃ ৫৯ টাকা রিচার্জ করার মাধ্যমে ৬৫ মিনিট কিনে নিতে পারেন। আবার রিচার্জ ছাড়াও *১২১*৪৯# ডায়াল করার মাধ্যমেও ক্রয় করতে পারেন। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন। যথা সময়ে অফারটির মেয়াদ শেষ হয়ে যাবে।

    ১১০ মিনিট অফার কেনার কোডঃ উল্লেখিত অফার ক্রয় করার জন্য ৯৯ টাকা খরচ করতে হবে। এর বিনিময়ে ১১০ মিনিট পেয়ে যাবেন। কিন্তু অফারটি নেওয়ার জন্য সরাসরি ৯৯ টাকা রিচার্জ করতে হবে। এই অফারটির ৫ দিন মেয়াদ থাকবে। এই সময়ের মধ্যে মিনিট গুলো শেষ করতে হবে।

    ১৪০ মিনিট অফার কেনার কোডঃ এই অফারটি কেনার জন্য ১০৯ টাকা খরচ করতে হবে। আপনি এর জন্য সরাসরি ১০৯ টাকা রিচার্জ অথবা *১২১*১০৯# ডায়াল করতে পারেন। আর এর বিনিময়ে আপনাকে দেওয়া হবে ১৪০ মিনিট এবং কেনা মিনিট ব্যবহারের জন্য সময় দেওয়া হবে ৭ দিন।

    ২১০ মিনিট অফার কেনার কোডঃ ২১০ মিনিটের অফার ক্রয় করার জন্য ১৩৯ টাকা খরচ করতে হবে। উল্লেখিত মিনিট কেনার জন্য সরাসরি ১৩৯ টাকা রিচার্জ করতে পারেন। আবার *১২১*১৩৯# ডায়াল করার মাধ্যমেও নিতে পারেন। এই অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন। উল্লেখিত ৭ দিন পরে যথা সময়ে মিনিটের মেয়াদ শেষ হয়ে যাবে।

    ৮০০ মিনিট অফার কেনার কোডঃ ৮০০ মিনিটের বড় অফারটি ক্রয় করতে গেলে ৫১৯ টাকা বিনিময় করতে হবে। এই অফারটি নেওয়ার জন্য ৫১৯ টাকা রিচার্জ অথবা *১২১*৫১৯# ডায়াল করতে হবে। আর যথা অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন। ঠিক যথা সময়ে যথা দিনে অফারের মেয়াদ শেষ হয়ে যাবে।

    ৫৫০ মিনিট অফার কেনার কোডঃ এই অফারটি ক্রয় করার জন্য ৩৭৯ টাকা খরচ করতে হবে। অফারটির জন্য ৩০ দিনের মেয়াদ থাকবে। যদি কেনার ইচ্ছে পোষণ করেন তাহলে ৩৭৯ টাকা রিচার্জ করুন অথবা *১২১*৩৭৯# ডায়াল করতে হবে। তাহলেই প্যাকটি পেয়ে যাবেন।

    ৩৭৫ মিনিট অফার কেনার কোডঃ গ্রামীনফোনের উল্লেখিত অফার নেওয়ার জন্য ২৯৯ টাকা রিচার্জ করতে হবে। আর এই ৩৭৫ মিনিট অফারের মেয়াদ হচ্ছে ৩০ দিন। ৩৭৫ মিনিট অফারটি ক্রয় করার জন্য কোড ডায়াল করার প্রয়োজন নেই।

    ১১৫০ মিনিট অফার কেনার কোডঃ আপনি যদি ১১৫০ মিনিট ক্রয় করতে চান তাহলে এর জন্য ৭২৯ টাকা খরচ করতে হবে। যার মেয়াদ হচ্ছে ৩০ দিন। তাই অফারটি কেনার জন্য *১২১*৭২৯# কোড ডায়াল করুন অথবা ৭২৯ টাকা রিচার্জ করতে হবে।

    জিপি মিনিট অফার কোড ও মেয়াদ

    নং

    মিনিট

    টাকা

    কোড

    মেয়াদ

    ১.

    ১০ মি.

    *১২১*৪০২২#

    ৬ ঘন্টা

    ২.

    ১৮ মি.

    ১৫

    *১২১*৪০০১#

    ১২ ঘন্টা

    ৩.

    ২০ মি.

    ১৯

    নাই

    ২৪ ঘন্টা

    ৪.

    ৩০ মি.

    ২৪

    *১২১*৪৪০২#

    ২৪ ঘন্টা

    ৫.

    ৩২ মি.

    ২৯

    নাই

    ২ দিন

    ৬.

    ৪৫ মি.

    ৩৯

    *১২১*৪৪০৫#

    ২ দিন

    ৭.

    ৫০ মি.

    ৫০

    নাই

    ৩ দিন

    ৮.

    ৮০ মি.

    ৭৯

    নাই

    ৫ দিন

    ৯.

    ৪৬০ মি.

    ৩১৯

    *১২১*৩১৯#

    ৩০ দিন

    ১০.

    ৬৫ মি.

    ৫৯

    *১২১*৪৯#

    ৩ দিন

    ১১.

    ১১০ মি.

    ৯৯

    নাই

    ৫ দিন

    ১২.

    ১৪০ মি.

    ১০৯

    *১২১*১০৯#

    ৭ দিন

    ১৩.

    ২১০ মি.

    ১৩৯

    *১২১*১৩৯#

    ৭ দিন

    ১৪.

    ৮০০ মি.

    ৫১৯

    *১২১*৫১৯#

    ৩০ দিন

    ১৫.

    ৫৫০ মি.

    ৩৭৯

    *১২১*৩৭৯#

    ৩০ দিন

    ১৬.

    ৩৭৫ মি.

    ২৯৯

    নাই

    ৩০ দিন

    ১৭.

    ১১৫০ মি.

    ৭২৯

    *১২১*৭২৯#

    ৩০ দিন

    জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম

    আপনার ইন্টারনেট ব্যালেন্স কত রয়েছে তা জানার জন্য *১২১*১*৪# কোড ফোনের নাম্বার অপশন এ গিয়ে ডায়াল করুন। তাহলেই অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জেনে নিতে পারবেন। আবার মাই জিপি অ্যাপ এর মাধ্যমেও সরাসরি জেনে নিতে পারবেন অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে।

    এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে মাই জিপি অ্যাপটি ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলেই ইন্টারনেট ব্যালেন্স সাথে সাথে অবশিষ্ট মিনিট সম্পর্কে জানতে পারবেন।

    উপসংহার

    পরিশেষে বলা যায় জিপি তাদের গ্রাহকদের বিভিন্ন ধরণের অফার দিয়ে থাকে। এরা ছোট থেকে বড় সকল প্রকারের অফার ব্যবহারকারীদের উদ্দেশ্যে দিয়ে থাকে। যে অফার গুলো বিভিন্ন মেয়াদে হয়। যে সকল মিনিটের অফার রয়েছে তার মধ্যে প্রায় অধিকাংশ মেয়াদ শেষ হওয়ার আগে যদি পুনরায় অফারটি নিয়ে থাকেন।

    তাহলে আবার ওই অফারের মেয়াদ বেড়ে যাবে। বর্তমানে অনেকে এভাবে করে তাদের অফারের মেয়াদ গুলো বাড়িয়ে থাকে। তাই এদের মিনিট অফার গুলো খুবই আকর্ষণীয় হয়। আপনারা যদি পুরো আর্টিকেল পড়েন থাকেন তাহলে বুঝতে পারবেন যে এদের অফার গুলো কতটা সুন্দর।

    শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় জিপি মিনিট অফার কেনার কোড এবং গ্রামীন মিনিট চেক করার কোড ছাড়াও আরো যে সকল বিষয় জানানো হয়েছে। সেইগুলো যদি পড়ার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরও এ বিষয়গুলো সম্পর্কে জানাতে পারেন। যেন তারাও অফার গুলো পড়ে উপকৃত হতে পারে। আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url