ছবি দিয়ে ভিডিও বানানোর সেরা ১৫টি অ্যাপস
আপনি কি ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস সম্পর্কে জানতে ইচ্ছুক। সত্যি যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ১৫টি জনপ্রিয় ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এবং অ্যাপস এর নাম জানতে পারেন। শুধু তাই নয় ছবি দিয়ে ভিডিও বানানোর সকল অ্যাপসের নাম এবং বৈশিষ্ট্য দুটোই জানতে পারবেন। এখানেই সীমাবদ্ধ নয় আবার কোথায় থেকে ডাউনলোড করতে হবে তাও জানতে পারবেন।বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি। তাদের অধিকাংশদের মনে একটা প্রশ্ন জেগে ওঠে কিভাবে ছবি দিয়ে ভিডিও বানানো যায়। এর উত্তর হচ্ছে ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস রয়েছে সেগুলো দিয়ে বানানো যায়। আর এগুলো জানতে হলে পুরো আর্টিকেল বিস্তারিত করে নেন।
পোস্টসূচিপত্রঃ
ছবি দিয়ে ভিডিও বানানোর সেরা ১৫টি অ্যাপস সফটওয়্যার
আপনার কাছে এন্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে এবং মোবাইল ফোনে অনেক ছবি রয়েছে। কিন্তু আপনি অনেককেই দেখেছেন যে তারা তাদের বন্ধুদের সাথে ছবি অথবা নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করেছে। আপনিও হয়তো এমন কিছু ছবি দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন কিন্তু কিভাবে বানানো যায় তা হয়তো জানেন না। দেখুন এখানে চিন্তার কোন কারণ নেই।
কারণ চিন্তাকে দূর করার জন্য ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস এবং সফটওয়্যার জেনে যাবেন। প্রয়োজনীয় ছবি দিয়ে ভিডিও তৈরি করার apps ও সফটওয়্যার গুলোর নাম জেনে আপনিও আপনার বন্ধু এবং নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আবার আপনি হয়তো গুগল প্লে স্টোরে গেলে ছবি দিয়ে ভিডিও তৈরি করার অনেক ধরনের অ্যাপ পেয়ে যাবেন।
তাদেরই মধ্য থেকে কিছু জনপ্রিয় এবং ভালো যেগুলোর মাধ্যমে খুবই সহজে কোন ঝামেলা ছাড়া ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। সেই উল্লেখযোগ্য অ্যাপগুলোর নাম এখানে উল্লেখ করা হবে। আবার আপনাদের যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ রয়েছে তারা এই ডিভাইস গুলোর সাহায্যে ছবির মাধ্যমে ভিডিও তৈরি করতে ইচ্ছুক সমস্যা নেই।
আপনাদের জন্য রয়েছে এমন কিছু সফটওয়্যার যেগুলো ব্যবহারের জন্য তেমন দক্ষতার প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হবে আপনার মূল্যবান কিছু ছবি এবং সময় তাহলে খুবই ভালো মানের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। যাই হোক, উল্লেখযোগ্য এবং জনপ্রিয় ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস এবং সফটওয়্যার এর ডাউনলোড সম্পর্কে পড়ার মাধ্যমে জেনে নিতে পারেন।
ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস
সবার প্রথমে আমরা জানবো কিভাবে কিছু সংখ্যক মূল্যবান ছবির মাধ্যমে অ্যাপ ব্যবহার করে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়। কিন্তু অনেকগুলো সেরা এবং জনপ্রিয় অ্যাপের মধ্যে যাচাই-বাছাই করে ১০টি অ্যাপের নাম নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুনঃ ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড
আশা করা যায় নিচে যে অ্যাপের নাম জানতে পারবেন। সেগুলো জানার মাধ্যমে ছবি দিয়ে ভিডিও তৈরি করে সন্তুষ্ট হবেন। তাই আসুন ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস এর নাম জেনে নেই।
Photo Slideshow with Music
প্রথমে রাখা এই Photo Slideshow with Music অ্যাপ দিয়ে খুব সুন্দর এবং স্বচ্ছন্দময় স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন। এখানে থাকছে ভিডিওতে আনলিমিটেড ছবি অ্যাড করার সুযোগ এবং সাথে থাকছে নান্দনিক ও ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই জন্য পছন্দমত ছবি এবং মিউজিক যুক্ত করার মাধ্যমে ভিডিও তৈরি করুন। আর সেই ভিডিওটি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ছাড়াও আরো অনেক সোশ্যাল মিডিয়াতে স্টোরি অথবা আপলোড করুন।
Photo Slideshow with Music এর বৈশিষ্ট্যঃ
- বিভিন্ন ধরনের templates পাওয়া যাবে প্রত্যেক occasion এর সময় যেমন জন্মদিন, ক্রিসমাস ডে এবং বিবাহ ইত্যাদি।
- এছাড়াও একাধিক layer রয়েছে এডিটিং এর জন্য যেমন music, sound effects, glitch effects, stickers এবং text।
- এখানে প্রত্যেকটি ভিডিও তৈরি করে 4K তে export করতে পারবেন।
- আর এখানে সম্পূর্ণ ভিডিও watermark-free তে পাবেন।
- আর এখানে ২০০টির বেশি লাইসেন্সকৃত মিউজিক রয়েছে যেগুলো আপনার ভিডিওতে add করতে পারবেন।
- ১৫০০ টি animated stickers এবং ৩০ টি text styles রয়েছে।
KineMaster- Video editor and Maker
KineMaster অ্যাপ দ্বারা শুধু যে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এমন নয় পাশাপাশি ইনস্টাগ্রাম ইউটিউব শর্ট ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টিক টক ভিডিও edit করতে পারবেন। আর এখানে আপনাকে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে। কারণ এখানে ভিডিও edit করার জন্য ভালো মিউজিক, স্টিকার, ইফেক্ট, ভিডিও টেমপ্লেট, ফ্রন্ট, টেক্সট, ছবি এবং থ্রিডি মেটেরিয়ালস add করা যাবে।
এবং এডিটের সময় এই সকল কিছু ছোট থেকে বড় এবং সাউন্ড ইফেক্ট কমবেশি করতে পারবেন। অনেক vlogger এই অ্যাপ দ্বারা তাদের শর্ট ভিডিও বা রিল্স গুলো তৈরি করে থাকে। যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং হাই কোয়ালিটির হয়। শুধু তাই নয় এখান থেকে যে সকল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়বে। সেই ছবি থেকে background remove করতে পারবেন।
KineMaster এর বৈশিষ্ট্যঃ
- ভিডিওতে ট্রানসেশন effects, ভয়েস চেঞ্জার, কালার ফিল্টার এবং কালার এডজাস্টমেন্ট এপ্লাই করতে পারবেন।
- অ্যাপে মিউজিক, সাউন্ড ইফেক্ট এবং অডিও ইফেক্ট কপিরাইট ফ্রি মানে নির্দ্বিধায় ব্যবহার করা যাবে।
- অসাধারণ কিছু ভিডিও tamplates পাবেন যেগুলো ভিডিওতে add করতে পারবেন।
- এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ব্যবহার করে উপলব্ধ করতে পারেন।
Video Maker and Photo Music
FotoPlay Video Maker প্ল্যাটফর্মের অসাধারণ একটি ছবি দিয়ে ভিডিও মেকার অ্যাপ। যেখানে ফটো অ্যানিমেশন এর ইন, আউট এবং লোপ নামক তিনটি অপশন রয়েছে। এর সাথে মিউজিক, ইফেক্ট এবং আকর্ষণীয় টেমপ্লেট যুক্ত করার মাধ্যমে চোখ ধাঁধানো ভিডিও তৈরি করা যাবে।
আবার যদি মনে করেন যে ভিডিও কে আরো আকর্ষণীয় করে তুলবো তাহলে ভিডিও ইফেক্ট, স্টাইলিশ ফ্রন্ট, টেক্সট এবং ইমোজি ব্যবহার করার মাধ্যমে আরো সুন্দর করে তুলতে পারেন। আবার আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, টিক টক এবং Instagram এর জন্য ভিডিও তৈরি করতে পারেন। তাই আরো কিছু বৈশিষ্ট্যর সাথে ভিডিও তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
Viva Video - Video editor and Maker
Viva Video জনপ্রিয় অ্যাপ যেখানে পছন্দ অনুযায়ী পিকচার add করে সেরা ভিডিও বানানো যায়। এখন অনেকে বলতে পারেন যে শুধুমাত্র পিকচার অ্যাড করে কিভাবে সেরা ভিডিও বানানো যায়। পিকচারের সাথে মিউজিক, ইফেক্ট, টেমপ্লেট এবং স্টাইল করা বিভিন্ন ধরনের ফ্রন্ট add করার মাধ্যমে দেখার মত ভিডিও বানানো যাবে।
এই অ্যাপটি একদম ফ্রেন্ডলি ইউজার এখানে প্রত্যেকটি টুলস ব্যবহারযোগ্য। যদি এর জনপ্রিয়তা সম্পর্কে বলি তাহলে এখনো অ্যাপটি ডাউনলোড হয়েছে ৫০০ মিলিয়নের অধিক বার এবং রেটিং হচ্ছে ৪.২। আমার মনে হয় এতক্ষণে বুঝে গেছেন যে অ্যাপ কতটা জনপ্রিয় এবং কাজের।
Viva Video এর বৈশিষ্ট্যঃ
- এখানে ভিডিও এর মধ্যে subtitles এপ্লাই করতে পারবেন।
- ভিডিও ইচ্ছামত crop এবং rotate করা যাবে।
- ভিডিও বানানোর সময় screen height সামঞ্জস্য করা যাবে।
- আপডেটেড মিউজিক এর সাথে ফটো add করে ভিডিও তৈরি করা যাবে।
- নিজেই নিজের voice রেকর্ড করার মাধ্যমে সেই voiceover যুক্ত করে ভিডিও তৈরি করুন ।
Photo Video Maker with Music
Photo Video Maker অ্যাপটি খুবই দক্ষতার সাথে পিকচার দিয়ে ভিডিও এডিট এর পাশাপাশি শুধুমাত্র ছবি এডিট করার জন্যও সহযোগিতা করে। অনেকেই অ্যাপটি ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন। কারণ বিভিন্ন ধরনের আকর্ষিত ইফেক্ট এবং সেরা মিউজিক যুক্ত করার মাধ্যমে ছবি দিয়ে ভিডিও বানানো যায়।
যদি প্রয়োজন পড়ে মোবাইল থেকে ভালো ছবিগুলো বের করুন এর মধ্যে থেকে যে ছবিগুলোর ইডিট এর প্রয়োজন সেগুলো এডিট করে নিন। এরপরে ইচ্ছেমতো ছবি যুক্ত করার মাধ্যমে সুন্দর একটি ভিডিও তৈরি করুন। এই অ্যাপটা ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়ন এর বেশি আর এর রেটিং হচ্ছে ৪.৩।
Photo Video Maker এর বৈশিষ্ট্যঃ
- কোনো Watermark ছাড়া এখানে ভিডিও বানানোর জন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন।
- এখানে সুন্দর কিছু ফ্রিতে themes এবং প্রাণবন্ত করার মতো effects রয়েছে।
- অ্যাপের মধ্যে বিভিন্ন রঙের photo frames দ্বারা ভিডিও কে আরো সুন্দর করতে পারবেন।
- Slideshow ভিডিও তৈরি করার সময় পছন্দের music যুক্ত করা যাবে।
- আপনার slideshow ভিডিও কতটা লম্বা করলে ভাল হবে তা আপনি সামঞ্জস্য করতে পারবেন।
- আপনার পছন্দের বন্ধুদের কাছে ভিডিওগুলো পছন্দের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারবেন।
Slideshow Maker
আপনার পছন্দের ছবি দিয়ে যদি পছন্দ মত Slideshow ভিডিও তৈরি করতে চান। তাহলে বলবো অ্যাপটি আপনার জন্য একদম উপযোগী হবে। এই অ্যাপের মধ্যে এমন কিছু ফিচারস বা বৈশিষ্ট্যর যার মাধ্যমে ভিডিওকে আকর্ষণীয় করে তোলে। চারটি ধাপে এখানে একটি Slideshow ভিডিও বানিয়ে প্রস্তুত করে ফেলতে পারবেন। প্রথমে পছন্দ অনুযায়ী ছবিগুলো নির্ধারণ করুন। তারপরে drag এবং drop করার মাধ্যমে ছবিগুলোকে সঠিক জায়গায় বসিয়ে দিন। তারপরে সেই ছবিগুলোতে theme, effect, edit image, preview তারপরে সেভ করে দিন।
Slideshow Maker এর বৈশিষ্ট্যঃ
- ভিডিও বানানোর সময় যদি ছবি remove বা সকল ছবি remove করার প্রয়োজন হয় তাহলে delete বাটনে চাপ দিন।
- ছবিগুলোকে পছন্দমত filters করা যাবে।
- তারপরে ছবিতে পছন্দের text যুক্ত করতে পারবেন।
- আপনি চাইলে ছবি draw বা আঁকতে করতে পারবেন।
- আবার যে কোন ছবিকে contrast দ্বারা সুন্দর করে তুলতে পারবেন।
- ছবির Brightness সঠিক না থাকলে ওঠানামা করার মাধ্যমে ঠিক করা যাবে।
Photo Video Slideshow Maker
Slideshow ভিডিও make করার জন্য কোন দ্বিধা ছাড়া ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির কোন টুলস ব্যবহার করার জন্য পেইড করতে হবে না। যেকোনো টুলস ব্যবহার করুন সম্পূর্ণ ফ্রীতে। কিন্তু ভাববেন না যে এখানে টুলস গুলো শক্তিশালী না। অবশ্যই এখানে সবগুলো টুলস খুবই শক্তিশালী এবং নির্ভরযোগ্য। তাইতো অনেকেই Slideshow ভিডিও বানানোর জন্য এই অ্যাপ পছন্দ করেছে। এখানে রয়েছে সেরা মিউজিক সিস্টেম এবং নানান রকমের slideshow theme যা পছন্দ অনুযায়ী সেট করার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন।
Photo Video Slideshow Maker এর বৈশিষ্ট্যঃ
- Slideshow ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কালারফুল frame রয়েছে।
- পছন্দের ছবিগুলো কে সুন্দর করে সাইজ করার জন্য crop করার অপশন পাবেন।
- ছবির ভিডিও তৈরি করার জন্য সময় সময়কাল পরিবর্তন করতে পারবেন।
- পছন্দের গান যতটুকু ভালো লাগে ততটুকুই cut অপশন দ্বারা নির্ধারণ করা যাবে।
- Slideshow ভিডিও সম্পূর্ণ 720p, 1080p এবং 4K তে ভিডিও বানিয়ে নিতে পারবেন।
- ভিডিওতে কোন রকম watermark থাকবে না।
- Background blur করার জন্যেও অপশন রয়েছে।
Video Editor and Maker Video Show
উল্লেখিত অ্যাপটির মাধ্যমে পিকচার ভিডিও তৈরি করার জন্য সেরা হবে। কারণ এডিট করার সময় সহযোগী হিসেবে scroll text, FX, effects, GIFs, স্মুথ মিউজিক সহ আরো অনেক সহযোগী টুলস পাবেন। এবং এর সাথে রয়েছে হাই কোয়ালিটি export HD এবং4K ভিডিও যা ঝকঝকে এবং পরিষ্কার।ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য tamplate এবং স্টাইলিশ ফ্রন্ট পাবেন। তাই আপনার ছবিগুলোকে মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য অ্যাপটির দ্বারা ভিডিও তৈরি করে রাখতে পারেন।
Video Editor এর বৈশিষ্ট্যঃ
- প্রত্যেকটি ভিডিও export করতে পারবেন কোন watermark ছাড়া।
- এখানে প্রত্যেকটি মিউজিক এর লাইসেন্স রয়েছে। তাই নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।
- Background blur করার অপশন আছে।
- সাউন্ড ইফেক্ট কম-বেশি করার সুবিধা রয়েছে।
- এখানে ভিডিওকে mp3 তে কনভার্ট করতে পারবেন।
Video Editor - Video.Guru
Inshot Video Editor প্ল্যাটফর্মের খুব ভালো একটি ভিডিও এডিটর অ্যাপ। যার মধ্যে রয়েছে অনেক ধরনের ফিচারস বা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলোর সাহায্যে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ছবি দিয়ে ভিডিও তৈরি করা সম্ভব। শুধু সম্ভবই নয় সেই ভিডিওটি দেখতে খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দময় হবে। কারণ এখানে রয়েছে FX filters, music, text এবং sticker সহ আরো কিছু টুলস। তাইতো এই টুলসগুলোর সাহায্যে HD ফরমেটে ভিডিও export করতে পারবেন।
Video.Guru এর বৈশিষ্ট্যঃ
- এখানে 4K কোয়ালিটির resolution সাপোর্ট করবে।
- ভিডিওর মধ্যে এনিমেশন text এবং sticker যুক্ত করতে পারবেন।
- এছাড়াও ভিডিওতে ৩০+ transitions যুক্ত করা যাবে।
- এখান থেকে পছন্দের front নির্ধারণ করে ভিডিওতে apply করতে পারবেন।
- ভিডিও watermark ছাড়াই এক্সপোর্ট করতে পারবেন।
- ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এ কোন কিছু blur করার সুবিধা পাবেন।
MoShow Slideshow Maker Video
এখানে কোন ঝামেলা বা সম্পূর্ণ ত্রুটিহীন ভাবে Slideshow ভিডিও তৈরি করতে পারবেন। শুধু আপনার পছন্দের ছবিগুলো নির্ধারণ করুন এবং এখানে নিয়ে এসে drop করে দিন। এরপরে যে সকল টুলস আপনার প্রয়োজন তার প্রায় সবকিছু এখানে পাবেন। সেই টুলস গুলো দ্বারা নিজের মন মত Slideshow ভিডিও বানিয়ে ফেলুন।
এখানে খুবই কম সময়ের মধ্যে একটি ভিডিও তৈরি করা যায়। এখানে ভিডিও এডিট করার জন্য যে সকল টুলস রয়েছে glitch effects, ripple effects, brush effects, music ইত্যাদি টুলস গুলো দিয়ে reels এবং slideshow ভিডিও তৈরি করুন। তাই এখনই অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করে ফেলুন।
ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার ডাউনলোড
আপনারা তো এতক্ষণ জানলেন কিভাবে অ্যাপ দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করা যায়। কিন্তু যারা অ্যাপ এর মাধ্যমে নয় সফটওয়্যার এর মাধ্যমে ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন। তাদের উদ্দেশ্যে বলছি সফটওয়্যার এর মাধ্যমে ছবি দিয়ে ভিডিও এডিট করার জন্য দক্ষতার প্রয়োজন হবে। প্রথমে সফটওয়্যারটির বিষয়ে কিছুটা জানতে হবে। তারপর পরবর্তী সময় থেকে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে সক্ষম হবেন। তা না হলে ছবি দিয়ে ভিডিও এডিট করার সময় বুঝতে পারবেন না। কোনটা থেকে কোনটা করতে হবে। তাই আসুন ছবি দিয়ে কিভাবে সফটওয়্যার এর মাধ্যমে ভিডিও বানানো যায় তা জেনে নেই।
Wondershare Filmora
Filmora ভিডিও এডিট এর জগতে খুবই পরিচিত নাম। কারণ এখান থেকেও অনেক কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও এডিট করে থাকে। তবে এখানে ভিডিও এডিট করার জন্য দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হবে। কারণ প্রত্যেকটি টুলস এর আলাদা ব্যবহার রয়েছে। আপনি যদি টুলস এর ব্যবহার না জানেন তাহলে কিভাবে ভিডিও এডিট করবেন।
তবুও যদি ইউটিউব ভিডিওর মাধ্যমে কিছুটা ভিডিও এডিট শিখতে পারেন। তাহলে Slideshow ভিডিও তৈরি করতে পারবেন। এখানে এডিট করার জন্য অসাধারণ effect, text, front, FX effect ছাড়াও আরো অনেক টুলস রয়েছে। যেগুলো ব্যবহার করে নিজের পছন্দমত ভিডিও তৈরি করতে পারবেন।
আরো কিছু ভিডিও এডিট করার জন্য সফটওয়্যার রয়েছে সেগুলোর নাম জেনে নিন।
- Adobe After Effect
- Adobe Premiere Pro
- Vegas Pro
- Camtasia
ছবি দিয়ে ভিডিও বানানোর সম্পর্কে FAQ
১। ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস কোথায় পাওয়া যাবে?
উওরঃ ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস গুলো গুগল প্লে স্টোর এর মাধ্যমে পেয়ে যাবেন। সেখানে ডাউনলোড করার জন্য কোন ধরনের ঝামেলা পোহাতে হবে না। শুধু ইন্টারনেট কানেকশন এবং অ্যান্ড্রয়েড মোবাইল প্রয়োজন হবে।
২। ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপ গুলো থেকে কেমন কোয়ালিটির ভিডিও তৈরি করা যাবে?
উওরঃ ছবি যে ভিডিও তৈরি করার যে অ্যাপগুলো রয়েছে তা থেকে আপনি HD এবং 4K কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন।
উপসংহার
পরিশেষে বলা যায় ওপরে উল্লেখ করা যে সকল অ্যাপের নাম বলে দেওয়া হয়েছে। সেখান থেকে পছন্দ অনুযায়ী যে অ্যাপ ভালো লাগবে সেটি দিয়ে Slideshow ভিডিও তৈরি করুন। সেখানে ভিডিও তৈরি করার জন্য কোন ধরনের পেইড করতে হবে না। একদম উচ্চমানের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আবার উক্ত অ্যাপস দ্বারা রিলস এবং শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। আশা করা যায় পুরো তথ্যটি আপনাদের উপকারে আসবে।
শেষ কথাঃ প্রিয় পাঠক আপনি যদি ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এবং অ্যাপস ডাউনলোড সম্পর্কে বিস্তারিত পড়ে থাকেন। আর যদি সেগুলো পড়ে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার বন্ধু এবং প্রয়োজনীয় ব্যক্তিদের এই সকল সফটওয়্যার এবং অ্যাপসের নাম জানিয়ে দিন। যেন তারাও এগুলো ব্যবহার করে উপকৃত হতে পারে। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url