রেসিং কার গেম ডাউনলোড - কার গেম খেলা
আপনি কি রেসিং কার গেম ডাউনলোড করতে চান আর খেলার জন্য খুব আগ্রহী। তাহলে খোঁজাখুঁজি না করে এখান থেকে পছন্দের রেসিং কার গেম ডাউনলোড করার অপশন গুলো বেছে নিতে পারেন। যেই গেম প্রত্যেকটি মুহূর্তে চ্যালেঞ্জ এবং থ্রিলারের সম্মুখীন করবে। আর পাশাপাশি রেসিং কার গেম ডাউনলোড কিভাবে করবেন তাও জেনে নিতে পারবেন।
আমাদের মধ্যে অনেকে আছে যারা রেসিং কার গেম খেলতে অত্যন্ত পছন্দ করে। তাদের কথা ভেবে রেসিং কার গেম ডাউনলোড করবেন কিভাবে এবং জনপ্রিয় কিছু গেম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই আর দেরি না করে রেসিং কার গেম ডাউনলোড সম্পর্কে যেন উপকৃত হতে পারেন।
পোস্টসূচিপত্রঃ
রেসিং কার গেম খেলার সম্পর্কে
বর্তমানে গেম সেক্টরটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু সকল প্রকারের গেম জনপ্রিয়তা লাভ করেনি। যেই সকল গেম অধিক জনপ্রিয়তা লাভ করেছে তাদের মধ্যে এক প্রকার হচ্ছে কার গেম খেলা। এই গেম এতটাই জনপ্রিয় যে বাচ্চা থেকে শুরু প্রাপ্তবয়স্ক সকলেই খেলতে পছন্দ করে। গেম খেলার মধ্যে কোনো বয়সের ভেদাভেদ নেই।
কিন্তু অনেকের কার গেম খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও পুরাতন অথবা নতুন কার রেসিং গেম ডাউনলোড করার উপায় খুঁজে পাচ্ছে না। কোন কার রেসিং গেম গুলো ডাউনলোড করলে খেলার মাধ্যমে এনজয় করা যাবে। তাইতো এখানে যে গেমগুলোর নাম উল্লেখ করা হবে তার সকল গেমগুলো এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে খেলতে পারবেন। তাই আসুন সেই সকল জনপ্রিয় নতুন কার রেসিং গেম ডাউনলোড সম্পর্কে জেনে নেই।
রেসিং কার গেম ডাউনলোড করবেন কিভাবে
আমাদের প্রায় সকল গেমপ্রেমীদের মনে একটি প্রশ্ন জেগে ওঠে সেটা হচ্ছে নতুন গেম ডাউনলোড করবো কিভাবে। আমরা অনেকেই আছি নতুন এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী। তাই তো আমাদের অজানা থাকতেই পারে গেম ডাউনলোড সম্পর্কে।এখানে হতাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই আপনি জানতে পারবেন কিভাবে কার রেসিং গেম ডাউনলোড করবেন।
কার গেম থেকে শুরু করে যেকোনো ধরনের গেম ডাউনলোড করার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে গুগল প্লে স্টোর। এই সাইট থেকে খুব সহজে গেম ডাউনলোড করার মাধ্যমে খেলতে পারবেন। প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করার জন্য কোন ধরনের ঝামেলা বহন করতে হবে না। তাই ঝামেলা বিহীন গেম ডাউনলোড করার জন্য প্লে স্টোরের সাহায্য নিতে পারেন।
কার রেসিং গেম ডাউনলোড
আপনি কি এমন সকল গেম ডাউনলোড করতে চান। যে গেমগুলো পুরাতন বা নতুন তার গ্রাফিক্স গুলো হতে হবে উন্নত মানের। কন্ট্রোল প্যানেলগুলো হতে হবে সহজ যেন খুব সহজেই গেমগুলো খেলার মাধ্যমে ইনজয় করা যায়। এছাড়াও আরো অনেক ধরনের আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পূর্ণ কার রেসিং গেম ডাউনলোড করতে চান তাহলে নিচে উল্লেখ করা হয়েছে এমন কিছু জনপ্রিয় গেম এর নাম। যেখান থেকে পছন্দমত যে কোন গেম ডাউনলোড করার মাধ্যমে খেলা শুরু করতে পারেন।
Hill Climp Racing
Hill Climp Racing গেমটি জনপ্রিয় গেম এর তালিকায় প্রথম সারির দিকে থাকবে। কেন প্রথম সারির দিকে থাকতে পারে তার বড় একটি কারণ হচ্ছে উল্লেখিত গেমের প্রত্যেকটি লেভেল এমনভাবে সাজানো হয়েছে। যে খেলার সময় প্রত্যেক মুহূর্তে খেলাটি ইনজয় করবেন। এই জন্য যে উঁচু-নিচু পাহাড় তার উপর দিয়ে কার চালানোর মাধ্যমে প্রতিটি লেভেল পার করতে হয়।
হয়তো অনেকেই ভাববেন এটা তো সহজ একবার গেমটি খেলা শুরু করলেই বুঝতে পারবেন যে লেভেলগুলো সহজ নাকি কঠিন। আর এই গেমটির রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং হওয়ার কারণেই এর ডাউনলোড সংখ্যা হচ্ছে ১ বিলিয়নের অধিক এবং রেটিং হচ্ছে ৪.০। তাই এখনই প্লে স্টোরের মাধ্যমে গেমটি ডাউনলোড করে নিতে পারেন।
Hill Climp Racing 2
Hill Climp Racing গেমটি জনপ্রিয় হওয়ার পরে তারা পরবর্তী সময় নতুন আরো কিছু যোগ করে দ্বিতীয় সিকুয়াল বের করেন। এই দ্বিতীয় সিকুয়ালটিও আরো বেশি রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং এবং উত্তেজনাকে নতুন স্তরে নিয়ে গেছে। নিজের ইচ্ছামত কারকে আপডেট করার মাধ্যমে খেলতে পারবেন। আবার ইচ্ছে অনুযায়ী আপনার লুক পরিবর্তন করতে পারবেন।
এখানেই শেষ হয়নি আপনার যে কার ইচ্ছা সেটি নিয়ে খেলতে পারবেন যেমন কার ও বাইক রয়েছে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারেন। উল্লেখিত গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়নের অধিক এবং গেমটির রেটিং হচ্ছে ৪.০। এই গেমটিও প্লে স্টোর এর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন।
Asphalt 8 - Car Racing Game
এই গেমের নাম শুনে বুঝতে পেরেছেন এটা হচ্ছে কার রেসিং গেম। যে আপনি বিভিন্ন সুন্দর গ্রাফিক্স সম্পূর্ণ সিটির মধ্য দিয়ে কার রেসিং করতে পারবেন। এই গেমের সাউন্ড ইফেক্ট খুবই স্মুথ এবং সুন্দর। যা আপনার খেলার ওপর আকর্ষণ আরো বাড়িয়ে তুলবে। এখানে লাইসেন্সকৃত বিলাসবহুল কার ও মোটরসাইকেল আছে যেমন Lamborghini, Bugatti, Porsche এবং এছাড়াও আরো অনেক ধরনের বিলাসবহুল কার রয়েছে। যেই কারগুলোর মাধ্যমে রেস সম্পূর্ণ করতে পারবেন।
আবার আপনার রেসিং কার কে ইচ্ছে অনুযায়ী কাস্টমার করার মাধ্যমে আকর্ষণীয় এবং উন্নত মানের করে তুলতে পারবেন। যার দ্বারা আপনার প্রতিযোগীদের সাথে নিজের সৃজনশীলতাকে তুলে ধরার মাধ্যমে রেস জিততে পারেন। এছাড়াও এই গেমের কন্ট্রোল এবং ব্রেক একশন গুলো ভালো। এখনো পর্যন্ত এই গেমের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়নের অধিক এবং এর রেটিং সংখ্যা হচ্ছে ৪.০। তাই এই কার রেসিং গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর সাহায্য নিতে পারেন।
Asphalt Legends Unite
এটাও Gameloft গেম কোম্পানির Asphalt গেমের আরেকটি সিকুয়াল। নিজের মন মত গেমটিকে সাজানোর জন্য কার গুলোকে কাস্টমাইজ করতে পারবেন। উল্লেখিত গেমের গ্রাফিক্স গুলোর দিকে তাকালে চোখ ধাধিয়ে যাবে। কারণ অসাধারন গেম এর গ্রাফিক্স এবং গেমটির কন্ট্রোল শক্তি। যা আপনার কার রেসিং এর সময় নিয়ন্ত্রণ শক্তি সঠিক রাখতে সহায়তা করে।
এছাড়াও এখানে রয়েছে ২৫০ টির বেশি রেসিং কার এর মধ্যে কিছু আকর্ষণীয় ব্র্যান্ডের কার আছে যেমন Ferrari, Porsche, Lamborghini ছাড়া আরো কিছু নির্মাতাদের কার রয়েছে। শুধু কি এখানেই সীমাবদ্ধ একদমই নয়। আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে যুক্ত হওয়ার মাধ্যমেও গেমটি খেলতে পারবেন। প্রতিযোগিতা সম্পূর্ণ গেমটি ডাউনলোড সংখ্যা ১০০ মিলিয়নের অধিক এবং এর রেটিং হচ্ছে ৪.৪। আর গেমটি ডাউনলোড করার জন্য play store এর সহযোগিতা নিতে পারেন।
Need For Speed No Limits
উল্লেখিত গেমটির জনপ্রিয়তা শক্তি অনেক বেশি। এই গেমটি জনপ্রিয় হওয়ার পেছনের কারণ হচ্ছে অসাধারণ এবং চোখ ধাঁধানো কার গুলোর মডেল। আপনার রেসিং কারটি রেস করার উপযুক্ত করার জন্য নিজের ইচ্ছে অনুযায়ী কার কাস্টমাইজ করতে পারবেন। আবার এখানে রয়েছে আকর্ষণীয় ব্র্যান্ডের কিছু কার Bugatti, McLaren, Lamborghini এছাড়াও আরো টপ ব্র্যান্ডের কারগুলো দ্বারা গেমটি উপভোগ করতে পারবেন।
প্রত্যেকটি মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে। আর সেই চ্যালেঞ্জগুলো হবে উত্তেজনা সম্পূর্ণ এবং রোমাঞ্চকর। আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ পাবেন গেমটির মধ্যে যা শুধুমাত্র খেলার মাধ্যমে উপভোগ করতে পারেন। এই চ্যালেঞ্জিং গেমটি ডাউনলোড হয়েছে ১০০ সময়েরও বেশি বার এবং এর রেটিং হচ্ছে ৪.১।
CSR 2 Realistic Drag Racing
আরো একটি জনপ্রিয় এবং চ্যালেঞ্জিং গেম। যে গেমটির মধ্যে রয়েছে আকর্ষণীয় ব্র্যান্ডের কার Ferrari SF90, Stradale, McLaren Senna, Bugatti La Voiture Noire ছাড়াও আরো কিছু নান্দনিকতার রেসিং কার। আপনি চাইলে কার গুলোকে কাস্টমাইজ করার মাধ্যমেও রেস করতে পারবেন। বিশ্বের নানা প্রান্তের মানুষের সাথে রেস করার মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারবেন।
কার এর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং কন্ট্রোল প্যানেলগুলো খুবই নিয়ন্ত্রিত। আপনি চাইলে সেগুলোকে কাস্টমাইজ করতে পারেন।নিজের ইচ্ছে মতো কারকে সাজিয়ে রেসিং এ অবতরণ করতে পারেন। এই গেমটি এখনো পর্যন্ত মানুষ ৫০ মিলিয়নের অধিক বার ডাউনলোড করেছে এবং রেটিং হচ্ছে ৪.১। আর গেমটি ডাউনলোডের উদ্দেশ্য থাকলে প্লে স্টোরের সাহায্য নিতে পারেন।
Nitro Nation: Car Racing Game
রেস, মোড এবং কয়েক ডজন বাস্তব লাইসেন্স ধারণকৃত কার টিউন করুন। গেমটি খেলার জন্য আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। আর এখানে রয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ। অন্যান্য racer দের সাথে যন্ত্রাংশের বাণিজ্য করতে পারেন। আবার আপনার স্বপ্নের কার কে ড্রাগ এবং ড্রাফ্ট রেস করার জন্য তৈরি করতে পারেন। এই গেমের মধ্যে রয়েছে Audi, BMW, Chevrolet, Chrysler, Dodge, Ford, Jaguar, Mercedes-Benz, Nissan, Subaru, Volkswagen ছাড়াও আরো আন্তর্জাতিক আকর্ষণীয় শীর্ষমানের ১৫০ টির বেশি ব্র্যান্ডের কার রয়েছে।
এই গেমের মধ্যে রয়েছে লিডারবোর্ড রেংকিং এর ব্যবস্থা। এখানে টিমআপ করার মাধ্যমে গেমটি শুরু করতে পারেন। আরো অন্যান্য ফিউচারস আছে গেমটির মধ্যে। এই গেমটি খেলার জন্য আগ্রহ প্রকাশ করে ৫০ মিলিয়ন এর অধিক মানুষ যারা ডাউনলোড করেছে এবং ৩.৪ হচ্ছে এর রেটিং সংখ্যা। এই গেমটিও ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে পারেন।
Bike Race: Motorcycle Games
উল্লেখিত গেমটির নাম শুনে বুঝতে পেরেছেন এটি হচ্ছে বাইক রেস গেম যার জনপ্রিয়তা তুলনামূলক অনেক বেশি। কারণ এই গেমের প্রত্যেকটি ধাপ এবং লেভেলের মধ্যে রয়েছে চ্যালেঞ্জ। এখানে কারো সাথে রেস করার সুযোগ নেই। আপনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য। কারণ এখানে আঁকাবাঁকা পথ এবং স্ট্যান্ড করার মাধ্যমে সফলতা পাওয়া যায়। এই বাইক রেস গেম খেলার জন্য কন্ট্রোল ক্ষমতা ভালো হতে হবে।
এই গেমের মধ্যে রয়েছে টুর্নামেন্টের ব্যবস্থা এবং এখানে আপনার বাইকের নানান যন্ত্রাংশগুলো আপডেট করতে পারবেন। আবার আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমেও গেমটি খেলতে পারবেন। কন্ট্রোল প্যানেলগুলো খুব সহজভাবে সাজানো হয়েছে। যাতে করে গেম খেলার সময় কোন ধরনের সমস্যা না হয়। শুনে অবাক হবেন এই গেমটিরও ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়নের অধিক এবং রেটিং হচ্ছে ৪.০।
Drift Max Pro Car Racing Game
এই গেমটি খেলার জন্য গেমের মধ্যে রয়েছে আকর্ষণীয় এবং দর্শনীয় কিছু জায়গা যে স্থানগুলো পাহাড় এবং শহরের মধ্যে অবস্থিত। এই গেমটি খেলার সময় মনে হবে যেন আপনি বাস্তবে কার চালাচ্ছেন। একেই হয়তো বলে রিয়েল স্টিকের অনুভূতি। এই গেমটি হচ্ছে নেক্সট জেনারেশন ড্রাফট রেসিং গ্রাফিক্স। আবার আপনার রেসিং কারকে ইচ্ছেমতো সাজিয়ে নিতে পারবেন।
শুধু তাই নয় আপনার বন্ধু এবং বিশ্বের যে কোন প্রান্তের মানুষের সাথে গেমটি খেলার মাধ্যমে উপভোগ করতে পারবেন। আর নিজের রেসিং দক্ষতাকে উন্নত করতে পারবেন। তাই আকর্ষণীয় কালার এবং ডিজাইন সম্পূর্ণ কারগুলোর দ্বারা রেস করার জন্য গেমটি ডাউনলোড করতে পারেন। এখনো পর্যন্ত আগ্রহীরা গেমটি ডাউনলোড করেছে ১০০ মিলিয়নের অধিক বার এবং এর রেটিং সংখ্যা হচ্ছে ৪.৪।
CarX Street
উচ্চগতি সম্পন্ন উল্লেখিত গেমটি খেলার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। এই গেমটির মধ্যে রয়েছে আকর্ষণীয় সিটি এবং সেই সিটি গুলোর গ্রাফিক্স হচ্ছে উচ্চমানের। এই জন্য গেমটি খেলার সময় মনে হবে যেন আপনি বাস্তবে কার চালাচ্ছেন। আপনি ইচ্ছে মতো কার এর যন্ত্রপাতি গুলো আপডেট করতে পারবেন।
যেমন ধরুন ইঞ্জিন, ট্রান্সমিশন, বডি, সাসপেনশন এবং টায়ার ছাড়াও আরো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ গুলো। যা রেস করার জন্য আপনার কারকে উপযুক্ত করে তুলতে সাহায্য করবে। তাই একবার হলেও গেমটি খেলে দেখতে পারেন। এই গেমটির ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়নের অধিক এবং রেটিং ৪.৩। তাই গেমটি প্লে স্টোর এর সাহায্যে ডাউনলোড করে নিতে পারেন।
Asphalt Nitro
আরো একটি Gameloft এর জনপ্রিয় গেম হচ্ছে Asphalt Nitro এই গেমটি উচ্চ গতিসম্পন্ন এবং এর মধ্যে উচ্চ মানের কন্ট্রোল শক্তি বিদ্যমান রয়েছে। যা আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে রেসে জয়ী হতে সাহায্য করবে। এছাড়াও প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য ৮ টি বিভিন্ন ধরনের মোড রয়েছে যেমন Including gate Drift , Knockdown এবং এছাড়াও আরো কিছু।
এই গেমটির মধ্যে যেসকল ব্র্যান্ডের কার বিদ্যমান রয়েছে তা হচ্ছে Ferrari La Ferrari এবং Lamborghini Veneno এছাড়াও আরো কিছু আকর্ষণীয় ব্র্যান্ডের কার। এই গেমটির ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়নের অধিক এবং এর রেটিং হচ্ছে ৪.১।
উপসংহার
পরিশেষে বলা যায়, উপরে উল্লেখিত যতগুলো গেম রয়েছে তার সবগুলোই অধিক জনপ্রিয়তা সম্পূর্ণ। তবে সবার পছন্দ একই রকম হয় না বিধায় এই আর্টিকেলে ১১ টি কার গেম এর নাম উল্লেখ করা হয়েছে। যাতে করে আপনারা খুব সহজেই নিজের পছন্দমত যেকোনো গেম বাছাই করতে পারেন। আর সেই গেমটি খেলার মাধ্যমে উপভোগ করতে পারেন। আপনারা হয়তো উপরের উল্লেখিত গেমগুলোর নাম পড়ার মাধ্যমে বুঝতে পেরেছেন। যে এই সকল গেমগুলো বর্তমানে কতটা জনপ্রিয়। আর হবে না কেন প্রত্যেকটি গেমে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে বৈশিষ্ট্য। যা আমাদেরকে খেলার জন্য আগ্রহী করে তোলে।
শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় আপনি নতুন কার রেসিং গেম ডাউনলোড করবেন কোথায় থেকে তা জেনে নিয়েছেন। আপনি যদি উপড়ে উল্লেখিত গেমগুলোর নাম জানার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার বন্ধুদের এই সকল গেমের সম্পর্কে অবগত করুন। যেন তারাও এই গেমগুলো খেলার মাধ্যমে বিনোদনের খোরাক পূরণ করতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url