জনপ্রিয় ১০টি মোটরসাইকেল গেম ডাউনলোড করুন
আপনি যদি মোটরসাইকেল গেম ডাউনলোড করার জন্য খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে বলবো খোঁজাখুঁজি বন্ধ করে জনপ্রিয় ১০টি মোটরসাইকেল গেম ডাউনলোডের নাম জেনে নিতে পারেন। শুধু তাই নয় এখানে মোটরসাইকেল গেম ডাউনলোড করার উপায়ও জানতে পারবেন। তাই পুরো আর্টিকেল পড়ার মাধ্যমে সকল তথ্যগুলো জেনে নিতে পারেন।
আপনি একজন গেম প্রেমী আর মোটরসাইকেল গেম খেলতে ভালোবাসেন না। এটা বিশ্বাস করা প্রায় অসম্ভব। তাই তো যদি খুঁজে থাকেন ভালো মোটরসাইকেল গেমের নাম। তাহলে পুরো আর্টিকেল পড়ে জেনে নিতে পারেন।
সারসংক্ষেপ
আপনি যদি মোটরসাইকেল গেম ডাউনলোড করার মাধ্যম বা উপায় জানতে চান। সেই মাধ্যম ব্যবহার করে যদি বাইক গেম ডাউনলোড করতে চান এবং খেলার মাধ্যমে উপভোগ করতে চান। তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। আপনি এমন এমন মোটরসাইকেল গেম এর নাম জানতে পারবেন যা হয়তো কখনো শোনা অথবা খেলা হয়নি। এই গেমগুলো ডাউনলোড করার জন্য খোঁজাখুঁজির প্রয়োজন নেই।
শুধু আর্টিকেল পুরোটা পড়লেই জানতে পারবেন কোথায় এবং কিভাবে ডাউনলোড করবেন। এখানে প্রত্যেকটি গেম এর মধ্যে কিছু চ্যালেঞ্জের বিষয়ে রয়েছে। এই চ্যালেঞ্জের বিষয় জানতে হলে গেম খেলতে হবে। তাহলে কি গেমের নাম গুলো জানার এবং চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত। যদি প্রস্তুত থাকেন তাহলে আপনার মোবাইলের মাধ্যমে গেম ডাউনলোড করার মাধ্যমে খেলা শুরু করতে পারেন।
কিভাবে মোটরসাইকেল গেম ডাউনলোড করতে পারবেন
যারা জানেন না যে মোবাইল দিয়ে কিভাবে মোটরসাইকেল গেম বা অন্যান্য গেম ডাউনলোড করতে হয়। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চিন্তা করবেন না। গেম ডাউনলোড করা কোন কঠিন বিষয় নয়।কিন্তু প্রয়োজন হবে মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন তাহলেই তো ডাউনলোড করতে পারবেন। গেম ডাউনলোড করার জন্য সবচেয়ে উত্তম উপায় গুলোর মধ্যে একটি হচ্ছে গুগল প্লে স্টোর। এখানে আপনি প্রায় সকল ধরনের গেম ইনস্টল করতে পারবেন।
এখানে কিছু গেম রয়েছে যেগুলো পেইড এবং আর কিছু গেম শুধু ইন্টারনেট দ্বারা ডাউনলোড করা যায়। এখন আপনার ইচ্ছা যদি টাকা দিয়ে গেম ক্রয় করতে চান তাহলে করতে পারেন। আর না হলে ফ্রিতে ইন্টারনেট কানেকশন দ্বারাই গেম ডাউনলোড করে খেলতে পারেন। আশা করা যায় বুঝতে পেরেছেন কিভাবে এবং কোথায় থেকে গেম ডাউনলোড করবেন।
মোবাইল দিয়ে মোটরসাইকেল গেম ডাউনলোড
বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রায় সকলেই মোটরসাইকেল অথবা বাইক গেম খেলতে পছন্দ করে। কারণ মোটরসাইকেল গেম এর মধ্যে আলাদা একটা চ্যাম্প রয়েছে। যা আপনাকে দেবে মুহূর্তের মধ্যে চ্যালেঞ্জ এবং থ্রিলার। আর গেমের মধ্যে চ্যালেঞ্জ না থাকলে সেই গেম খেলে অনেকেই মজা পায় না। তাই আপনি যদি চ্যালেঞ্জ এবং উত্তেজনায় ভরপুর গেম ডাউনলোড করতে চান। তাহলে বলবো মোটরসাইকেল গেমগুলোর নাম জেনে নিন।
Traffic Rider
ট্রাফিক রেসার নির্মাতাদের থেকে আরেকটি মাস্টার পিস গেম হচ্ছে ট্রাফিক রাইডার। এই গেমটি খেলার মাধ্যমে নতুন এক অধ্যায়ে কেরিয়ার মোড তৈরি করতে পারবেন। গেমের গ্রাফিক্স একদম ওয়াও লেভেলের এবং বাইকের সাউন্ড অসাধারণ যেন মনে হচ্ছে বাস্তবে বাইকের সাউন্ড শুনছি।
স্মুথ সাউন্ডের সাথে সাথে বাইকের স্পিড রয়েছে ১০০ কিলোমিটার পার আওয়ার যে গতিতে ট্রাফিককে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ৩৪ রকমের বাইক এবং বৈচিত্র্যময় পরিবেশের মধ্যে দিয়ে দিন এবং রাতে মোটরসাইকেল চালাতে পারবেন। এই গেমের মধ্যে লিডার বোর্ড আছে এবং ১৯ টি ভাষায় গেম সাপোর্ট করে। এই মুহূর্তে গেমের ডাউনলোড সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়েছে এবং রেটিং সংখ্যা দাঁড়িয়েছে ৪.৩।
Real Bike Racing
রিয়েল টাইম বাইক রেসের অনুভূতি নেওয়ার জন্য গেমটি খেলতে পারেন। এই গেমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে জিতে নিতে পারেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আকর্ষণীয় বাইক এবং ১০ ধরনের ইউনিক টায়ার যা আপনাকে রেস গুলো জেতার জন্য সহযোগিতা করবে।
আরো গেমটি খেলার সময় পাবেন দুর্দান্ত থ্রিডি রিয়েলইস্টিক গ্রাফিক্স এবং লাইট ইফেক্ট। শুধু তাই নয় গেমটির মধ্যে অ্যাকশন এবং চ্যালেঞ্জ রয়েছে। এখনো পর্যন্ত গেমটি ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন এর অধিক এবং এর রেটিং পয়েন্ট হচ্ছে ৪.০। এই জন্য যারা বাইক রেসে অংশগ্রহণ করতে চান তারা রিয়েল বাইক রেসিং গেম খেলতে পারেন।
MotoGP Racing 23
অবশেষে মোটরসাইকেল রেসিং গেম MotoGP তে আপনার গন্তব্য এবং ফোকাস যদি সঠিক জায়গায় রাখতে পারেন তাহলে জিতে নিতে পারবেন বাইক রেস।
নিজের ইচ্ছে মতো বাইকের কাস্টমার করুন এবং বিভিন্ন বাইক রেসার দের সাথে যুক্ত হয়ে মজাদার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করুন। আরো থাকছে আপনার বন্ধুদেরকে চ্যালেঞ্জ এবং হাই স্কোর করার সুযোগ সাথে গেমে আপনার ক্যারিয়ার লেভেল আপ করতে পারবেন। এই গেমের গ্রাফিক্স এবং রাস্তা বাস্তবসম্মত যা দেখতে অনেক সুন্দর এবং বৈচিত্র্যময়। গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়নের অধিক বার এবং রেটিং হচ্ছে ৩.৯। প্লে স্টোর এর সাহায্যে গেমটি ডাউনলোড করে নিতে পারেন।
Racing Fever: Moto
খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় রেসিং গেম যা খেলে ইনজয় ও উপভোগ করতে পারবেন। এই গেমে স্বাসরুদ্ধকর গ্রাফিক্সের মধ্যে রেসিং করার মাধ্যমে মজাদার অভিজ্ঞতা পাবেন। এখানে আছে ১৬ টি ডিফরেন্ট মডেলের মোটরসাইকেল যেখান থেকে পছন্দ অনুযায়ী বাইক নিয়ে রেস করতে পারবেন।
চারটি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ক্যামেরা রয়েছে যা থেকে ভিউ পয়েন্ট দেখার মাধ্যমে আপনার কন্ট্রোল দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন। আরো অনেক ফিচারস আছে গেমের মধ্যে। উল্লেখিত গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়ন এর অধিক এবং রেটিং হচ্ছে ৩.৯। এই জন্য গেমটি খেলে আলাদা একটা অভিজ্ঞতা বা অনুভূতি নিতে পারেন।
Moto Rider Go: Highway Traffic
আরো একটি চ্যালেঞ্জিং এবং থ্রিলার যুক্ত গেম রয়েছে। তার নাম হচ্ছে Moto Rider Go। এখন গেমটি খেলার মাধ্যমে উপভোগ করতে পারেন। গেমটি খেলার জন্য রয়েছে নান্দনিক বাইক যেগুলোর কালার অনেক আকর্ষণীয়।
আপনি চাইলেই সেই গাড়িগুলোকে ইচ্ছামত কাস্টমার এবং অসাধারণ কিছু রাস্তা দিয়ে ড্রাইভ করতে পারবেন। যেই পথ এবং পরিবেশ গুলো হাই গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়েছে। গেমটি খেলার সময় বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়। যেগুলো আনলক করার মাধ্যমে অর্জন করতে পারবেন। গেমটি খেলার সময় আপনার দক্ষতা দেখানোর মাধ্যমে চ্যালেঞ্জগুলো গ্রহণ করুন এবং রেস জিতে নিন। এখনো পর্যন্ত গেমটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে ১০০ মিলিয়নের অধিক বার এবং এর রেটিং হচ্ছে ৩.৮।
32SECS: Neon City Rider 2
এই গেমটির গ্রাফিক্স অন্যান্য গেম এর থেকে আলাদা কারণ গেমটির মধ্যে রয়েছে sci-fi metropolis শহর। এই শহর দিয়ে উচ্চগতি সম্পন্ন জিগ জ্যাগ মোটরসাইকেল দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন।
এখানে রাস্তা আলোকিত যেখানে কার এবং বাইক দুটোর সাথে রেস করতে পারবেন। আপনি নতুন নতুন বাইক আনলক করতে পারবেন এবং সেগুলোকে কাস্টমাইজ করার মাধ্যমে আরো উন্নত করে তুলতে পারবেন। আপনার বাইককে উন্নত করার মাধ্যমে স্পিড এবং শক্তিশালী করে তুলতে পারবেন। এই গেমটির ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়ন এর অধিক এবং রেটিং হচ্ছে ৪.০। তবে ভিন্ন কিছু উপভোগ করার জন্য গেমটি খেলতে পারেন। গেমটি খেলার সময় নতুন কিছু দেখতে পাবেন।
Bike Rider
এই গেমটি উপরে সকল গেমের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এই গেমে রেস করার পাশাপাশি অ্যাকশনে রয়েছে। আবার বিভিন্ন মডেলের বাইক রয়েছে সেগুলো কাস্টমাইজ করার অপশন রয়েছে। যেন সময়ের সাথে সাথে আপনার বাইকটি এবং অন্যান্য জিনিসগুলো আপডেট করতে পারেন। এই গেমের কন্ট্রোল প্যানেল গুলো অনেক ইউজার ফ্রেন্ডলি। আর এই গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়ন অধিক এবং এর রেটিং হচ্ছে ৩.৭। তাই যদি নতুন কিছু খেলে ট্রাই করতে চান এবং নিজের একশন গেমের প্রতি দক্ষতা বাড়াতে চান তাহলে এই গেমটি পছন্দ করতে পারেন।
Stunt Bike Extreme
এই গেমটি মূলত বাইক স্টান্ট গেম এখানে বাইক রেসের পরিবর্তে স্ট্যান্ড স্কিল বা দক্ষতা ভালো থাকতে হবে। এই গেমে প্রত্যেকটি লেভেল পার করা এতটা সহজ হবে না। এখানে রয়েছে আঁকাবাঁকা রাস্তা, ভাঙ্গা ব্রিজ এবং উঁচু-নিচু পাহাড় এই সকল জায়গাতেই স্টান্ট করতে হবে।
এই লেভেলগুলো পার করার জন্য কখনো ফার্স্ট জাম্প করতে হবে আবার কখনো স্লো জাম করতে হবে। এর কন্ট্রোল প্যানেলগুলো খুব ফ্রেন্ডলি এই জন্য গেমটি খেলে উপভোগ করতে পারবেন। এই গেমটি খেলে আপনার দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন। এখনো পর্যন্ত মানুষ গেমটি ডাউনলোড করেছে ১০ মিলিয়নের অধিক বার এবং এর রেটিং হচ্ছে ৪.১।
Real Moto 2
আরো একটি জনপ্রিয় বাইক রেসিং গেম। যেখানে ইচ্ছেমতো পছন্দের বাইকটি নির্ধারণ করার মাধ্যমে রেস শুরু করতে পারেন। আবার সেই বাইকটিকে ইচ্ছে মত কাস্টমাইজ করতে পারবেন। এই গেমে রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা এবং থ্রিডি রিয়েলইস্টিক গ্রাফিক্স। বিভিন্ন ধরনের কন্ট্রোলার এবং সেই কন্ট্রোল খুবই শক্তিশালী।
এখানে রেস্ট করার সময় বিভিন্ন পরিবেশের সম্মুখীন হবেন যেমন বৃষ্টি, রোদ, দিন এবং রাত। তাই গেমটি খেলে ইনজয় এবং উপভোগ করতে পারেন। উল্লেখিত গেমটি ডাউনলোড সংখ্যা হচ্ছে ১০ মিলিয়নের বেশি এবং এর রেটিং হচ্ছে ৩.৯।
Road Redemption Mobile
আরো একটি মোটরসাইকেল রেস এবং একশন গেম যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বাইক গ্যাং এবং রেসার। এই গেমে বাইক, ওেপেন এবং ক্যারেক্টার আপডেট করতে পারবেন। আর এগুলো আপডেট করার জন্য আপনাকে লুট করতে হবে।
আরো অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে গেমটির মধ্যে যা শুধুমাত্র খেলার মাধ্যমে এর মজাগুলো নিতে পারবেন। এই গেমটি অনেকেই পছন্দ করেছে যার কারণে এটি ডাউনলোড হয়েছে ১ মিলিয়নের অধিক সময় এবং এর রেটিং হচ্ছে ৩.৯।
উপসংহার
পরিশেষে বলা যায় উল্লিখিত ১০ টি মোটরসাইকেল গেম সবগুলোই জনপ্রিয়। আপনার যে গেমটির বৈশিষ্ট্য গুলো ভালো এবং এট্রাক্টিভ লাগবে সেটি খেলে উপভোগ করতে পারবেন। এই গেম গুলো ডাউনলোড করার জন্য পেইড করতে হবে না। একদম ফ্রিতে গেম গুলো ডাউনলোড করতে পারবেন। এটা তো বর্তমানে বলছি কিন্তু ভবিষ্যতে যদি এরা এই গেমগুলোর মধ্যে কোনোটি পেইড করে দেয়। তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। অতএব অবসর সময়কে কাজে লাগিয়ে চ্যালেঞ্জিং এবং থ্রিলার গেম গুলো খেলুন।
শেষ কথাঃ প্রিয় পাঠক আসসালামু আলাইকুম। আশা করা যায় আপনার মোটরসাইকেল গেম ডাউনলোড করার উল্লেখযোগ্য নামগুলো পড়ে উপকৃত হয়েছেন। সত্যি যদি এই নামগুলো পড়ে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার বন্ধুদের গেমগুলোর সম্পর্কে অবগত করুন। যেন তারাও গেমগুলো খেলে অবসর সময়কে বিনোদনে রূপান্তর করতে পারে।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url