ভালো পিসি গেম ডাউনলোড করে নিন

আপনি কি ভালো পিসি গেম ডাউনলোড করতে চান। যেই গেমগুলো খেলে উপভোগ করতে পারবেন। তাইতো কিভাবে পিসি গেম ডাউনলোড করবেন এবং সেই প্ল্যাটফর্ম গুলোর নাম উল্লেখ করা হয়েছে। নিজের পছন্দের গেম খেলার জন্য নিচে দেওয়া পিসি গেমের নাম এবং ডাউনলোড করার উপায় জেনে নিতে পারেন।
ভালো পিসি গেম ডাউনলোড করুন - ডাউনলোডের উপায় জানুন
    পোস্টসূচিপত্রঃ 

    সারসংক্ষেপ

    বাড়িতে পিসি রয়েছে কিন্তু কখনো পিসি গেম খেলা হয়নি। এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অনেকে আছে পিসি গেম খেলতে পছন্দ করে। কিন্তু পিসি গেম কোথায় থেকে ডাউনলোড করতে হয়। সেই উপায় জানা নেই। আপনি যদি এ বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে এই বিষয়টি আমাদের উপর ছেড়ে দিন। আপনি কোথায় থেকে খুবই সহজ উপায়ে পিসি গেম ডাউনলোড করতে পারবেন।

    আবার এখানে কার রেসিং গেম, ভালো বাইক রেসিং গেম এবং জনপ্রিয় পিসি গেমের নাম জানতে পারবেন। আর সেগুলো কিভাবে এবং কোথায় থেকে ডাউনলোড করতে হয় তাও জানতে পারবেন। অতএব আপনি যদি পুরো আর্টিকেল সম্পূর্ণ পড়ে নিতে পারেন। তাহলে বলছি গেম ডাউনলোড করার উপায় থেকে শুরু করে পছন্দের গেম টির নামও পেয়ে যাবেন। তাই আসুন আকর্ষণীয় এবং জনপ্রিয় পিসি গেমের নাম জেনে নেই।

    পিসি গেম ডাউনলোড করার ওয়েবসাইট

    অনেকে জানতে চেয়েছে ভালো পিসি গেম কোথায় থেকে ডাউনলোড করা যায়। যেখানে একদম ফ্রিতে গেম গুলো ডাউনলোড করা যাবে। নিচে কিছু ওয়েবসাইটের নাম বলে দেওয়া হবে। যেখান থেকে কোনো ঝামেলা ছাড়ায় ফ্রি এবং পেইড দুই ধরনের পিসি গেম ডাউনলোড করতে পারবেন। তাহলে আর দেরি কেন আসুন জনপ্রিয় ৬টি পিসি গেম ডাউনলোড করার ওয়েবসাইটের নাম জেনে নেই।

    Steam

    স্টিম ওয়েবসাইট এর মধ্যে অনেক জনপ্রিয় গেম পেয়ে যাবেন। এই সাইটটির ভেতরে লাখেরও অধিক গেম রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টিম এর মধ্যে ফ্রি এবং পেইড দুই ধরনের গেম পাওয়া যাবে। তবে ফ্রিতে কিভাবে গেম ডাউনলোড করবেন তা জেনে নিন। সর্বপ্রথম এদের ওয়েবসাইটে ভিজিট করুন। ভিজিট করার পরে দেখবেন উপরের মেনু বারের কর্নারের সাইটের দিকে ইনস্টল স্টিম নামে অপশন রয়েছে।

    ওইখানে ক্লিক করার মাধ্যমে ইন্সটল করে নিতে পারেন অথবা ওয়েবসাইটে সাইন আপ করার মাধ্যমেও গেম ডাউনলোড করতে পারবেন। ফ্রি গেম ডাউনলোড করার জন্য এদের মেনু বারে থাকা ক্যাটেগরি অপশনে চলে যাবেন। সেখানে মাউস রাখা মাত্র অনেকগুলো অপশন দেখাবে। ওইখানে শুরুর দিকে ফ্রী টুপ্লে নামে অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।

    তাহলে ফ্রিতে থাকা গেম এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে রয়েছে pubg এবং এপেক্স লেজেন্ড এর মত জনপ্রিয় গেম তাও আবার একদম ফ্রিতে। তাই আপনি চাইলে এখান থেকে গেম ডাউনলোড করতে পারেন। এই প্লাটফর্ম একদম নির্ভরযোগ্য সাইট এবং এখানে প্রায় কিছু না কিছু আপডেট পাবেন।

    Epic Games Store

    স্টিমের মত এটাও জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম। যেখানে আকর্ষণীয় বিভিন্ন ধরনের গেম ফ্রি এবং পেইড দুই প্রকারের পাওয়া যায়। কিন্তু গেম ডাউনলোড করার আগে সাইন আপ করে নিতে হবে। এরপরে Browse নামে অপশনটিতে ক্লিক করুন। তারপরে সাইটের মেনুবারের দিকে দেখবেন প্রাইজ নামে অপশন রয়েছে। সেখানে ক্লিক করা মাত্রই ফ্রি এবং পেইড দুই ধরনের অপশন দেখাবে।

    যদি ফ্রিতে গেম ডাউনলোড করতে চান তাহলে ফ্রি নামক অপশনটিতে ক্লিক করুন। আর যদি পেইড গেম ডাউনলোড করতে চান তাহলে সেই উল্লেখিত অপশন গুলোর মধ্যে ক্লিক করুন। এখানে ফ্রিতে Pubg PC, Valorant থেকে শুরু করে Destiny 2 এর মত জনপ্রিয় গেম ডাউনলোড করতে পারবেন। তাই এখনই গিয়ে সাইন আপ করার মাধ্যমে আকর্ষণীয় এবং জনপ্রিয় গেমগুলো ডাউনলোড করতে পারেন।

    Ubisoft

    সর্বপ্রথম এদের ওয়েবসাইটে যেতে হবে। ঢুকে যাওয়ার পরে থ্রি ডট মেনু বারে অপশনে ক্লিক করে প্লে নাম থাকা অপশনে ক্লিক করুন। তারপরে যেকোনো অপশনে ঢুকে যাওয়া মাত্রই বিভিন্ন ধরনের গেম আপনার সামনে উপস্থাপন হবে। এখানে রয়েছে পেইড এবং ফ্রি দুই ধরনের গেম। আপনার যে গেম ভালো লাগবে সেই গেমটি ডাউনলোড করতে পারেন।

    Microsoft Store

    আমরা কম বেশি সবাই Microsoft Store এর সাথে পরিচিত। এই প্লাটফর্ম আপনার কম্পিউটারে আগে থেকেই পাওয়া যায়। বিশেষ করে যারা উইন্ডোজ 10 এবং 11 ব্যবহার করছেন। আর উইন্ডোজ 7 এ নাই কিন্তু উইন্ডোজ 8 এ থাকতেও পারে নাও থাকতে পারে। তাই শুরু থেকেই আপনার কম্পিউটারে মাইক্রোসফট স্টোর রয়েছে।

    এই প্লাটফর্মেও ফ্রি এবং পেইড দুই টাইপের গেম পাবেন। তবে যদি ফ্রি গেম ডাউনলোড করতে চান তাহলে Gaming নামে অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে Top free Game নামে অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। তাহলেই ফ্রিতে গেম ডাউনলোড করার মাধ্যমে পিসি এবং ল্যাপটপে খেলতে পারবেন।

    Riot Games

    এই ওয়েবসাইটে তেমন বেশি গেম নাই। এখানে যে সকল গেম রয়েছে তার অধিকাংশ হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। মাঝে মধ্যে যদি দুই একটা গেম লঞ্চ হয় সেগুলো হয়তো পেইড হলেও হতে পারে। তাছাড়া বেশির ভাগ গেম এখানে ফ্রিতে। পেইড গেম নাই বললেই চলে। এখানে গেম রয়েছে লিগ অফ লেজেন্ড, ভেলরেন্ট এবং টিম ফাইট এর মত জনপ্রিয় গেমগুলো। যা খেলে আপনি খুব সহজে টাইম পাস করতে পারবেন। শুধু তাই নয় অনেক ইনজয় করবেন। তাই এখান থেকে পিসি এবং ল্যাপটপের মাধ্যমে গেম ডাউনলোড করতে পারেন।

    GameTop

    গেম টপ হচ্ছে অনেক পুরাতন গেমিং প্ল্যাটফর্ম। যেখানে অনেক পুরাতন গেম গুলো পাওয়া যাবে তাও আবার একদম ফ্রিতে। এখানে প্রায় সকল গেম ফ্রিতে ডাউনলোড করা যায়। উল্লেখ করা রয়েছে ১ হাজারেরও বেশি গেম রয়েছে যেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যত পুরাতন গেমার রয়েছে তাদের মধ্যে অধিকাংশ এখান থেকেই ফ্রিতে গেম ডাউনলোড করে খেলা শুরু করেছে। এমনকি অনেক ইউটিউবার রয়েছে যারা এখানে গেম খেলে ইউটিউব এ গেমিং ক্যারিয়ার তৈরি করেছে। শুধু পুরাতন গেম নয় নতুন গেম পেয়ে যাবেন এই প্লাটফর্মে।

    Game Jolt

    এই প্লাটফর্মে অনেক গেম রয়েছে। ফ্রি থেকে শুরু করে পেইড গেম। উপরে যতগুলো গেম ডাউনলোড করার প্ল্যাটফর্ম এর নাম বলে দেওয়া হয়েছে। আশা করা যায় তাদের থেকে এখানে বেশি ফ্রিতে গেম পাবেন। অনেক জনপ্রিয় এবং চ্যালেঞ্জিং পেইড গেম রয়েছে। এখন এখানে ফ্রিতে গেম ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এদের ওয়েবসাইটে যেতে হবে।

    যাওয়ার পরে সাইন আপ করুন তারপরে Store এ চলে যাবেন দেখবেন নিচে Featured নামে অপশন রয়েছে ওখানে ক্লিক করুন। তারপরে প্রাইজ নামে অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আরো অপশন দেখাবে। তাদের মধ্যে একটি অপশন হচ্ছে ফ্রি ওখানে ক্লিক করুন তাহলেই ফ্রিতে গেম ডাউনলোড করতে পারবেন। আর পেইড গেম ডাউনলোড করতে চাইলে নিজের অপশন গুলো বাছাই করতে পারেন।

    ভালো বাইক রেসিং পিসি গেম ডাউনলোড

    আমরা তো পিসি গেম খেলতে পছন্দ করি। কিন্তু পিসি গেমের ও অনেকগুলো সেক্টর রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাইক রেসিং গেম। এখন সকলের পছন্দ একই রকম হয় না। অনেকেই পছন্দ করে বাইক রেসিং গেম খেলতে। তাই তাদের জন্য জনপ্রিয় ৬টি পিসি বাইক রেসিং গেম এর নাম বলে দেবো।

    Loco Cycle

    লোকো সাইকেল অনেক পুরনো গেম। এটি হচ্ছে প্রথম দিকের অধিক জনপ্রিয় বাইক গেম। যা আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে এবং গেমের প্রত্যেকটি মুহূর্ত যেন মজায় ভরপুর।
    পিসি গেম
    তাই গেমটি ডাউনলোড করার মাধ্যমে খেলে দেখতে পারেন। আশা করা যায় এই গেমটি খেলার মাধ্যমে আপনি অনেক এনজয় করবেন।

    MX vs ATV Legends

    এটি মূলত বাইক রেসিং এবং স্ট্যান্ড গেম। এর মধ্যে রয়েছে আঁকাবাঁকা এবং মাটির পথ যা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। এখানে অনেকগুলো প্রতিযোগী থাকবে তাদের সঙ্গে রেসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
    পিসি গেম
    এর চারিদিকের গ্রাফিক্স গুলো খুবই সুন্দর যেন দেখে মনে হবে রিয়েল স্টিক। তাই এই হাই গ্রাফিক্স সম্পূর্ণ গেমটি ডাউনলোড করার মাধ্যমে পিসি এবং ল্যাপটপে খেলতে পারেন।

    Moto Racer 4

    মোটর রেসার ৪ গেমটি চ্যালেঞ্জিং এবং একশন। এই গেমটি খেলার সময় আপনি বুঝতে পারবেন এর স্পিড এবং কন্ট্রোল শক্তি কতটা অসাধারণ। উচ্চ গ্রাফিক্স এই গেমটি খেলার জন্য দক্ষতার প্রয়োজন হবে। কারণ গেমটি খেলার সময় যারা প্রতিযোগী থাকবে তারা খুবই দক্ষতা সম্পূর্ণ।
    পিসি গেম
    তাই তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে। গেমটি খেলার মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে তুলুন। যেন তাদের সাথে প্রতিযোগিতাই জয়ী হতে পারেন।

    Dakar 18

    আরো একটি স্ট্যান্ড গেম যেখানে পাহাড়ের উপরে বাইক চালাতে হবে। ধুলোবালিযুক্ত পাহাড় কখনো উঁচু বা কখনো নিচু এক কথায় এখানে বাইক চালানোর সময় নিজের কন্ট্রোলের প্রতি বিশেষ নজর রাখতে হবে। এই গেমের মধ্যে ট্রাক এবং কারও থাকবে।
    পিসি গেম
    এই গেমটি মূলত সাউথ আফ্রিকার পরিবেশের উপরে ভিত্তি করে তৈরি করা। এই জন্য গেমটি খেলার সময় সাউথ আফ্রিকার প্রকৃতি নজরে পড়বে। আর এর গ্রাফিক্স জাস্ট ওয়াও। আপনি যদি চ্যালেঞ্জিং এবং থ্রিলার যুক্ত গেম খেলতে চান তাহলে গেমটি ডাউনলোড করতে পারেন।

    Motorbike Evolution 2024

    এই গেমটি খেলার সময় ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এই জন্য বলছি কারণ এখানে যে সকল বাইক দেখতে পাবেন তা সব দাদার আমলের বাইক। যদিও শুনে হাসি পাচ্ছে কিন্তু গেমটি খেলার সময় বুঝতে পারবেন কতটা মজার।
    পিসি গেম
    এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ মিলবে। আর অংশগ্রহণ করার জন্য মডার্ন বাইক এবং দাদার আমলের বাইক দুই ধরনের বাইক দ্বারাই রেস করতে পারবেন। আর রিসগুলো হবে চ্যালেঞ্জিং এবং থ্রিলার যুক্ত। যা প্রত্যেকটি মুহূর্তে উত্তেজনা সম্মুখীন হতে হবে।

    SBK 22

    যদি কেউ মটো জিপি হার্ডকোর গেম এবং সুপার বাইক রেসিং গেম খেলতে চান। তাহলে বলবো এই গেমটি আপনার জন্য বেস্ট হবে। কারণ প্রত্যেকটি মুহূর্তে চ্যালেঞ্জ এবং থ্রিলার রয়েছে।
    পিসি গেম
    যদি কেউ হাই বাইক রেসিং গেম পছন্দ করেন এবং তার আশেপাশের গ্যালারি হবে জনতা সম্পন্ন আর সাথে চোখ ধাঁধানো আশেপাশের গ্রাফিক্স তাহলে এই গেমটি আপনার জন্য। যেই রাস্তা দিয়ে রেস করবেন যেন মনে হবে বাস্তবে আপনি রাস্তার উপর দিয়ে রেস করছেন। আবার রেসারের কাস্টম গুলো হবে রিয়েল স্টিক এর মত দেখতে।

    কার রেসিং পিসি গেম ডাউনলোড

    আপনারা এতক্ষণ জানলেন চ্যালেঞ্জিং এবং জনপ্রিয় কিছু বাইক রেসিং গেম সম্পর্কে। অনেকে হয়তো বাইক রেসিং গেম এর থেকে কার রেসিং পিসি গেম খেলতে বেশি পছন্দ করেন। তাদের জন্যেও রয়েছে খুবই নান্দনিক এবং থ্রিলার সহ চ্যালেঞ্জিং কিছু পিসি কার রেসিং গেম। আসুন তাহলে জেনে নেই সেই সকল গেমের নাম যেগুলো হয়তো আপনাদের পছন্দের তালিকায় আসতে পারে।

    Rennsport

    এই গেমের রিয়েলিস্টিক গ্রাফিক্স এবং হাইপারফর্মেন্স কার সমূহ রয়েছে যার দ্বারা আপনি খুবই অসাধারণ ড্রাইভিং এর অভিজ্ঞতা নিতে পারবেন। বিশ্বের বিভিন্ন জায়গার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে গেমের মধ্যে যেই জায়গাগুলোর মধ্যে দিয়ে কার রেসিং করতে পারবেন।
    কার রেসিং পিসি গেম ডাউনলোড
    এছাড়াও রয়েছে গেম এর মধ্যে অনেক ধরনের ব্র্যান্ডের গাড়ি যেমন Mercedes, BMW এবং Porsche সহ আরো কিছু জনপ্রিয় ব্র্যান্ডের কার। এছাড়াও গেমের রেস করার সময় ড্রিফট, ড্রাইভিং এবং কলিশনস হবে। আবার গেমটির মধ্যে মাল্টিপ্লেয়ার মোড আছে আপনার বন্ধু এবং অন্য কারো সাথেও রেস করতে পারবেন।

    Torque Drift 2

    এই মোটর স্পিড গেম এর মধ্যে রিয়েলিস্টিক জাপানের মত দেখতে জায়গার মধ্যে দিয়ে ড্রিফট এবং ড্রাইভিং এবং অন্যান্য প্লেয়ারদের সাথে রেস করতে পারবেন।
    কার রেসিং পিসি গেম ডাউনলোড
    এছাড়াও অনেক উপহার দেওয়া হবে যেগুলো দ্বারা আপনার কারকে নিজের মন মত কাস্টমাইজ করার মাধ্যমে রেস করতে পারবেন। এছাড়াও অনেক প্রো লীগ এবং বড় বড় টুর্নামেন্ট এ অংশগ্রহণ করতে পারবেন। এই টুর্নামেন্ট গুলো যে তার মাধ্যমে আপনার Ranking উপরের দিকে উঠতে থাকবে।

    Rocket Racing

    রকেট রেসিং গেম এর নাম শুনে বুঝতে পেরেছেন যে এই গেম খেললে রকেটের গতিতে রেস করা যাবে। এই গেমের মধ্যে রয়েছে চ্যালেঞ্জ তো আছে সাথে রয়েছে উত্তেজনা। এখানে পাওয়ার সঞ্চয় করার মাধ্যমে বুষ্ট তৈরি করা যায়।
    কার রেসিং পিসি গেম ডাউনলোড
    সেই বুস্ট বাটনে চাপ দেওয়া মাত্র রকেট গতিতে গাড়ি ছুটতে থাকে। এই গেমে একটি রেসে ১২ জন প্লেয়ার থাকে। গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারণ। আপনি চাইলে গেমটি ডাউনলোড করতে পারেন আর খেলার মাধ্যমে এনজয় লুফে নিতে পারেন।

    CarX Drift Racing 3

    উল্লেখিত গেম রিয়েলইস্টিক Drift, Driving এবং Collisions আর আপনার রেসিং কার কে ভেরিয়াস এবং কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনার বন্ধু এবং অন্যান্য রেসার দের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
    কার রেসিং পিসি গেম ডাউনলোড
    এছাড়াও এখানে রেজিনিয়াল এবং গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহ সুযোগ থাকছে। বিভিন্ন ধরনের আকর্ষণীয় ব্র্যান্ড এর কারণ রয়েছে যেগুলো দ্বারা রেস্ট সম্পন্ন করতে পারবেন। তাই এখনই আপনার পছন্দের কার বাছাই করুন এবং রেসে অংশগ্রহণ করুন।

    CarX Street

    গেমটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লোকেশন তারপরে আকর্ষণীয় সিটি এবং উপকূলীয় মহাসড়ক যেখানে আপনি রেস করতে পারবেন। আপনাকে রেস করার সময় থ্রিলার এবং চ্যালেঞ্জের মত অভিজ্ঞতা নিতে পারবেন।
    কার রেসিং পিসি গেম ডাউনলোড
    আপনার কারকে কাস্টমাইজ করতে পারবেন এবং বিভিন্ন ক্লাবে জয়েন করতে পারবেন। গেমের মধ্যে যে শহর এবং লোকেশন গুলো দেখতে পাবেন সবগুলো রিয়েলি স্টিকের মতো দেখতে। এই গেমে দিন এবং রাতের উভয় সময় রেস করতে পারবেন।

    উপসংহার

    পরিশেষে বলা যায় আপনারা এই গেমগুলো খেলার সময় অনেক উপভোগ করবেন। কারণ এখানে যে গেমগুলোর নাম পড়েছেন তার সবগুলোই অনেক যাচাই-বাছাই করার পরে প্রকাশ করা হয়েছে। তাই আশা করা যায় এই গেমগুলো আপনাদের পছন্দের তালিকায় আসবে। এরপরে উপরে যে সকল গেমিং প্লাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো অনেক যাচাই-বাছাই করার পরে। সেগুলো থেকে খুব সহজেই গেম ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো অনেক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। তাই ফ্রিতে গেম ডাউনলোড করুন এবং খেলার মাধ্যমে উপভোগ করুন।

    শেষ কথাঃ প্রিয় পাঠক আসসালামু আলাইকুম। আপনারা যদি পিসি গেম ডাউনলোড করার উপায় এবং গেমগুলোর নাম জেনে নেওয়ার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং গেম খেলা ভালোবাসে তাদেরকে জানিয়ে দিন। যেন তারাও অবসর সময় গেমগুলো খেলে উপভোগ করতে পারে। পুরো আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url