মোবাইল ফোন সেটিং করার সেরা ৯টি অ্যাপস
আপনার যদি মোবাইল ফোন সেটিং অ্যাপ জরুরি হয়ে থাকে। তাহলে পুরো আর্টিকেল আপনার জন্য কারণ এখানে আছে ফোন সেটিংস অ্যাপ এর নাম যা আপনার প্রয়োজন। শুধু তাই নয় এই অ্যাপগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন এবং মোবাইল ফোন সেটিং অ্যাপ এর সুবিধা গুলো উল্লেখিত পাবেন। যা আপনার জন্য পছন্দের সেটিং অ্যাপ বাছাই করতে সুবিধা হবে।
আমাদের প্রায় সময় মোবাইলের অনেক কিছু জানার প্রয়োজন হয়। তারই মধ্যে এক রকমের প্রয়োজন হচ্ছে মোবাইল ফোন সেটিং অ্যাপ। এই জন্য আর্টিকেল পড়ার মাধ্যমে সেটিং অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
পোস্টসূচিপত্রঃ
সারসংক্ষেপ
পৃথিবী সহ বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহারকারী। আর মোবাইলের সেটিংস অপশনে অনেক ধরনের সেটিংস রয়েছে। তাই কিছু নিয়মিত ব্যবহারের জন্য সেটিংস রয়েছে সেগুলো অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তাই তো শর্টকাট নিয়ম এর উদ্দেশ্যে ফোন সেটিংস অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন।
যাতে করে সেটিংস করার সময় সহজে বুঝতে পারেন এবং সেটি সমাধান দ্রুত করতে পারেন। তাই আপনাদের উদ্দেশ্যে এবং সাহায্যকারী হিসেবে মোবাইল ফোন সেটিং অ্যাপস সেরা ১০টি নাম তুলে ধরা হয়েছে। যেগুলো বিস্তারিত পড়ার মাধ্যমে বুঝে এবং জেনে যেতে পারবেন।
মোবাইল ফোন সেটিং অ্যাপ কোথায় থেকে ডাউনলোড করব
মোবাইল ফোন সেটিংস অ্যাপ নয় আরো অনেক ধরনের অ্যাপ রয়েছে। যেগুলো ডাউনলোড করবে কোথায় থেকে তা বুঝে উঠতে পারে না। যত ধরনের প্রয়োজনীয় অ্যাপ রয়েছে তার মধ্যে অধিকাংশ অ্যাপ প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। হয়তো অনেকে বিষয়টি সম্পর্কে জানেন।
আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বিষয়টি সম্পর্কে অবগত নয়। তাই আপনিও প্লে স্টোরের মাধ্যমে প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আরো অনেক উপায় রয়েছে অ্যাপ ডাউনলোড করার তবে আমার কাছে এটা খুবই কার্যকরী মনে হয়।
আরো পড়ুনঃ ছবি লক করা সফটওয়্যার ডাউনলোড
আপনারা চাইলে এখান থেকেই অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোডের সময় কোন বাধা বা বিপত্তি অথবা ঝামেলা এবং নিরাপত্তা সহকারে ডাউনলোড করতে পারবেন। ঠিক ওই সকল অ্যাপ এর মত মোবাইল ফোন সেটিং অ্যাপ প্লে স্টোরে মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন।
মোবাইল ফোন সেটিং অ্যাপ
যারা মোবাইল ফোন সেটিং অ্যাপের নাম এবং সুবিধা গুলো জানতে চান। তারা নিচে দেওয়া তথ্যগুলো বিস্তারিত পড়ে নিন। কারণ এখানেই জানতে পারবেন উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় অ্যাপ এর নাম।
Settings App - All Settings
আপনি যদি ভাল সেটিং অ্যাপ খুঁজে থাকেন। তাহলে বলব এই অ্যাপ আপনার জন্য কার্যকরী হবে। এই Settings app এর মধ্যে একাধিক সেটিং এর অপশন পেয়ে যাবেন। যেমন ধরুন wifi, sound, battery saver, flight mood এবং display সহ আরো অনেক সেটিং। তাই সাধারণ কিছু সেটিং করার জন্য অ্যাপটি ব্যবহার করতে পারেন।
Settings App - All Settings এর সুবিধাঃ
- এখানে জেনারেল সেটিংস এর মধ্যে account, password, hotspot এবং lock screen পাবেন।
- DND অপশনের মধ্যে do not disturb এবং on disturb সুবিধা পাবেন।
- এছাড়াও date and time ঠিক করার অপশন রয়েছে।
- আপনার মোবাইল স্ক্রিনের brightness উঠানামা বা ঠিকঠাক করতে পারবেন।
- আবার wifi এর enable এবং disable অপশন ছাড়াও আরো কিছু ঠিকঠাক করতে পারবেন।
Smart Quick Settings
Smart who এর তরফ থেকে জনপ্রিয় ফোন সেটিংস অ্যাপ হচ্ছে Smart Quick Settings যেটি ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আপনি অ্যাপ দ্বারা খুবই দ্রুত এবং সহজে সেটিং করতে পারবেন।
আরো পড়ুনঃ ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ
এখানে ব্যবহারের সময় wifi, mobile data, GPS, vibration settings, tethering and mobile hotspot এগুলো ছাড়াও অপশন পাবেন। তাই খুবই দ্রুত সেটিংস করার জন্য অ্যাপটি ব্যবহার করতে পারেন।
Smart Quick Settings এর সুবিধাঃ
- এখান থেকে যেকোনো মুহূর্তে flight mood চেক করতে পারবেন।
- এছাড়া পছন্দের ringtone on এবং off করার সুবিধা পাবেন।
- এছাড়াও রয়েছে screen auto rotation যার দ্বারা স্ক্রিন auto অথবা fixed করতে পারবেন।
- যেকোনো ভাষা পরিবর্তনের জন্য language নামে অপশন পেয়ে যাবেন।
- আবার battery information এর থেকে ব্যাটারি চার্জের হার এবং টেম্পারেচার জানতে পারবেন।
Android Quick Settings
Android Quick Settings খুবই তাড়াতাড়ি এবং ঝামেলা বিহীন সেটিং করার জন্য অ্যাপ এর কার্যকারিতা অতুলনীয়। আপনি যদি লুকিয়ে থাকা বা অজানা সেটিং জানতে চান এবং সেগুলো কাজ করার মাধ্যমে ঠিকঠাক করতে চান। তাহলে অ্যাপটি আপনাকে সহযোগিতায় যথাযথ চেষ্টা করতে সক্ষম। কুইক সেটিংস অ্যাপ একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সেটিং অ্যাপটি খোলা মাত্রই আপনার সামনে উপস্থাপন হয়ে যাবে এদের তালিকাভুক্ত items যা আপনার কাজকে কারো সহজ করে দিবে।
Android Quick Settings এর সুবিধাঃ
- এখানে airplane mood পেয়ে যাবেন।
- এদের সেটিং মধ্যে auto rotate অপশনটিও অন্তর্ভুক্ত করা আছে।
- যদি প্রয়োজন হয় তাহলে VPN সেটিং করতে পারবেন।
- আবার এখান থেকে প্রয়োজনীয় app search করে বের করতে পারবেন।
- এখানে রয়েছে sound এবংsecurity সেটিং নামে অপশন।
Settings App - KF Software House
KF Software House এর পক্ষ থেকে দারুন এক অ্যাপ হচ্ছে Settings App যার মধ্যে রয়েছে দ্রুত এবং সহজ উপায়ে সেটিং করার সক্ষমতা। আপনি কি জানেন কতজন অ্যাপটি ডাউনলোড করেছে। এই অ্যাপটি ৫ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে এবং রেটিং হচ্ছে ৪.৭। আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কতটা কার্যকরী এবং দক্ষতার সাথে কাজ করে। তাই প্রয়োজনীয় সেটিং করার জন্য এই অ্যাপ ব্যবহার করতে পারেন।
Settings App এর সুবিধাঃ
- এই অ্যাপের মধ্যে অন্তর্ভুক্ত আছে volume যার দ্বারা খুব সহজে adjust করতে পারবেন।
- এখানে আরো রয়েছে network conditions যা আপনার প্রয়োজনীয় একটি সেটিং।
- আপনার মোবাইল স্ক্রিনের আলো কমানো বাড়ানোর জন্য screen brightness অপশন পাবেন।
- এছাড়াও Bluetooth connection এবং keep screen awake সহ আরো কিছু প্রয়োজনীয় সেটিং পাবেন।
Bottom Quick Settings
আপনি যদি সেরা মোবাইল ফোন সেটিং অ্যাপ খুঁজে থাকেন। তাহলে Bottom Quick ফোন সেটিং অ্যাপ সহযোগিতা নিয়ে খুবই দ্রুত এবং কম সময়ের মধ্যে কাজ করতে পারেন। Bottom Quick অ্যাপ পেইড ছাড়াই নির্দ্বিধায় চালাতে পারবেন। সত্যি যদি এমন অ্যাপ খুঁজে থাকেন যে স্মুথ ভাবে কাজ করতে পারবে। তাহলে উল্লিখিত অ্যাপ ডাউনলোড এর মাধ্যমে ব্যবহার করে দেখতে পারেন।
Bottom Quick Settings এর সুবিধাঃ
- সকল notification নিয়ন্ত্রণ করতে পারবেন।
- অ্যাপে ৪০+ বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে।
- এখানে wifi এবং Bluetooth সেটিং করার অপশন রয়েছে।
- এছাড়াও apps এবং websites প্যানেলে যুক্ত করার মাধ্যমে শর্টকাট করতে পারবেন।
- এখানে আরো invert color, night mode, airplane, screen time out এর মত আরো কিছু সেটিং অপশন।
Fast Phone Settings
Fast Phone Settings অ্যাপ দেখতে খুবই সাদামাটা কিন্তু এর কাজ অসাধারণ। যদি ফ্রেন্ডলি ইউজার টাইপের কোন অ্যাপ খুঁজে থাকেন। তাহলে অ্যাপটি আপনার জন্য বেস্ট হবে। কারণ এর মধ্যে রয়েছে wifi, mobile data, vibration, GPS, flight mood এছাড়াও এর মত আরো বেস্ট সেটিং অপশন। আমরা সকলেই জানি এগুলো হচ্ছে ফোন সেটিং এর জরুরি অপশন। এই অ্যাপের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১ লক্ষ এর বেশি এবং রেটিং হচ্ছে ৪.৪। অ্যাপটি ডাউনলোড যোগ্য এবং একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
Fast Phone Settings এর সুবিধাঃ
- এখান থেকে network সেটিংগুলো করতে পারবেন। যেমন screen rotation, brightness, mobile data সহ আরো কিছু সেটিং অপশন।
- আবার phone সেটিং এর মধ্যে screen time out, date and time, background, device এবং battery সহ আরো বেশ কিছু অপশন।
- যদি advance সেটিং করতে চান তাহলে VPN, data usage, nfc এবং App সেটিংসহ আরো কিছু অপশন পাবেন।
My Mobile Settings and Info
ফোন সেটিং নিয়ন্ত্রণ করার জন্য wifi, Bluetooth, GPS, mobile data, flashlight, brightness এবং volume ছাড়াও আরো অনেক সেটিং অপশন রয়েছে। যেগুলো ফোন সেটিং এর গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত। যদি ফোনে সেটিং যথা সম্ভব দ্রুত সময়ের মধ্যে এবং খুব স্মুথ এর সাথে ব্যবহার করতে চান। তাহলে উল্লিখিত ফোন সেটিং অ্যাপ আপনার জন্য বেস্ট চয়েস হবে।
My Mobile Settings and Info এর সুবিধাঃ
- মোবাইল ফোনের wifi, Bluetooth, mobile data এবং ফ্লাশ লাইট ট্রান on বা off করতে পারবেন।
- এছাড়াও ফোনের রিংটোন সেটিং অপশন ( silent, vibration এবং ring ) নিয়ন্ত্রণ করতে পারবেন।
Settings - WizyEMM
WizyEMM এর পক্ষ থেকে ফোন সেটিংস অ্যাপ হচ্ছে Settings যা ব্যবহার করে মজা পাবেন। এই অ্যাপের ডাউনলোড সংখ্যা হচ্ছে ১ মিলিয়ন এবং রেটিং হচ্ছে ৪.০। এটির মধ্যে wifi এবং Bluetooth ছাড়াও আরো কিছু এন্ড্রয়েড মোবাইল সেটিং শর্টকাট অপশন রয়েছে।
এই শর্টকাট অপশন গুলো ব্যবহার করে আপনার মূল্যবান সময় কিছুটা হলেও বাঁচাতে পারবেন। এই ফোন সেটিং অ্যাপটি ব্যবহার বা ডাউনলোড করার জন্য কোন পেইড করতে হবে না। একদম বিনামূল্যে কোন বাধা-বিপত্তি ছাড়াই মোবাইল ফোন সেটিং অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
Mobile Settings and info
আমাদের লিস্টের সবশেষে রয়েছে Mobile Settings and info অ্যাপ যা ফোনের মধ্যে কতখানি জায়গা ফাঁকা আছে, RAM, নেটওয়ার্ক ইনফরমেশন এবং ব্যাটারির অবস্থা সম্পর্কে জানতে পারবেন। অ্যাপে মোবাইল ডাটা, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, রোটেশন, এয়ারপ্লেন মোড অন এবং অফ করতে পারবেন। এছাড়াও রয়েছে রিংটোন মোড সেট করার সুবিধা। তাই আপনাদের ফোন সেটিং পছন্দের অ্যাপের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।
ফোন সেটিং অ্যাপস কি সকল মোবাইল ফোনের জন্য প্রযোজ্য
আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে ফোন সেটিং অ্যাপ সকল মোবাইলে চলবে বা ব্যবহার করা যাবে। বিষয়টা হচ্ছে আপনার মোবাইল ফোনের বর্তমান অবস্থাটা কেমন আর মোবাইল ফোনে জায়গা রয়েছে কিনা। সকল অ্যাপ একই রকম সাইজের হয় না। তাই আপনার ফোনের কন্ডিশন বা অবস্থা অনুযায়ী নির্বাচন করতে হবে। যে ফোনে কোন অ্যাপটি সাপোর্ট বা ব্যবহার করা যাবে।
যে সকল ব্যক্তিদের ফোনের কন্ডিশন খুবই খারাপ বা ফোনের মধ্যে অনেক অ্যাপ ইন্সটল করা রয়েছে।এমন কোনো অ্যাপ নেই যেগুলো আনইন্সটল করা যাবে। তাহলে তারা এমন অ্যাপ নির্ধারণ করুন যেটি ডাউনলোড করলে আপনার ফোনের স্টোরেজ কম ফুরাবে। আর এখানে প্রত্যেকটি অ্যাপ তার কাজের জন্য জনপ্রিয়। আশা করা যায় আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি যথাযথ পেয়েছেন।
উপসংহার
বর্তমানে ফোন এতটাই জনপ্রিয় হয়েছে যে প্রায় প্রত্যেক তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির হাতে ফোন রয়েছে। তার সাথে সাথে অনেক ধরনের অ্যাপ রয়েছে যেগুলো আপনার কাজকে সহজ করে তুলবে। এমনই এক ধরনের অ্যাপ হচ্ছে ফোন সেটিং অ্যাপস যার সাহায্যে ফোনের মধ্যে থাকা কিছু সেটিংস এর শর্টকাট ব্যবহার করতে পারবেন।
যা আপনার মূল্যবান সময়কে বাঁচিয়ে দিবে। অবশ্যই এখানে থাকা অ্যাপ গুলো যাচাই বাছাই করে তারপরে ব্যবহার করুন। যে অ্যাপ আপনার ভালো লাগবে সেটি ব্যবহার করুন। এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি পুরো পোষ্টটি বিস্তারিত পড়ে না থাকেন তাহলে বুঝতে পারবেন না। কোন অ্যাপ আপনার জন্য ভালো হবে।
শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় ভালো আছেন। ইতিমধ্যে মোবাইল ফোন সেটিং সেরা ৯টি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছেন। সত্যি যদি ফোন সেটিং অ্যাপ এর নাম পড়ে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বন্ধু এবং কাছের মানুষদের অবগত করুন। পুরো আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।
এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url