মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার - সেরা ৯টি অ্যাপস

আপনি কি মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করে মোবাইলে নিরাপত্তা নিশ্চিত করতে চান। তাহলে মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার এবং অ্যাপস মোবাইলের নিরাপত্তা দিতে সহায়তা করবে। কিন্তু তার জন্য ভাইরাস কাটার সফটওয়্যার অ্যাপস সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তাহলে সফটওয়্যার অ্যাপসগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং ফোনে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার - সেরা ৯টি অ্যাপস
বিভিন্ন সময় আমাদের ফোনে বিভিন্ন কারণে ভাইরাসে আক্রমণ করে। এই ভাইরাসের জন্য মোবাইলে কোন কাজ ঠিকভাবে সম্পন্ন করা যায় না। মোবাইল চলাকালীন সময় দেখা যায় মোবাইল নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আরো নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন থেকে বাঁচার জন্য মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার অ্যাপস সম্পর্কে জানতে হবে।
পোস্টসূচিপত্রঃ 

    ভূমিকা

    আপনি জানেন ভাইরাস মোবাইলের জন্য কতটা ক্ষতিকর। ভাইরাস হচ্ছে সেই ক্ষতিকর দিক যা আপনার মোবাইল ফোনকে অকেজো করে দেয়। আর এই জন্য মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার অ্যাপস প্রয়োজন হয়। যেমন মানুষ অসুস্থ হয়ে পড়লে আগের তুলনায় কম কাজ করতে পারে। ঠিক তেমনি মোবাইলে ভাইরাস ঢুকে পড়লে আগের তুলনায় কম কাজ করে। এমনকি নিজের প্রয়োজনীয় ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে।

    তাইতো এই সকল হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার সমূহ ডাউনলোড করতে পারেন। শুধু তাই নয় ভাইরাস কাটার সফটওয়্যার গুলো কেন প্রয়োজন তারও ব্যাখ্যা পাবেন। এখানেই জানার শেষ নেই আরো কিছু জানতে পারবেন তা হচ্ছে কোথায় থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পারবেন। তাই কিছুটা সময় নিয়ে মোবাইল ভাইরাস কাটার সেরা ৯টি সফটওয়্যার এর নাম জেনে নিতে পারেন।

    মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার কেন প্রয়োজন

    মোবাইল ফোন হচ্ছে বন্ধুর মত এর সাথে অনেক কিছু আদান প্রদান করা যায়। আদান-প্রদান মানে বুঝাচ্ছি সংরক্ষণ করা এবং সময় মত সংরক্ষিত জিনিসটি ব্যবহার করা। এখন ধরুন আপনার বন্ধু অসুস্থ হয়ে গেছে তার জন্য কি করা প্রয়োজন নিশ্চয়ই বলবেন ট্রিটমেন্টের প্রয়োজন। এই জন্য মোবাইলে ভাইরাস দেখা দিলে মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার অ্যাপস প্রয়োজন হয়।
    মোবাইলে ভাইরাস থাকার কারণে যে সকল সমস্যা দেখা দিতে পারে মোবাইল আগের তুলনায় অনেক স্লো কাজ করে। যেকোনো কাজ করতে অধিক সময় নেই। মোবাইল ফোন মাঝে মাঝে হ্যাং করে। মোবাইলে গেম খেলে কোনো কাজ করে অথবা কোনো ভিডিও দেখে শান্তি পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে মোবাইলটা ফেলে দেই। যদি এমনটা মনে হয় তাহলে আপনার মোবাইল ভাইরাসে আক্রান্ত।

    আর ট্রিটমেন্ট হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা সূচক কাউকে লড়াই করার জন্য নিয়ে আসা। তাহলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কাকে নিয়ে আসা প্রয়োজন। যারা না জানেন তাদের জন্য বলছি ভাইরাস এর প্রতিরক্ষক হিসেবে এন্টিভাইরাস অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে হবে।

    তাহলে অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা মোবাইলের প্রতিরক্ষা সূচক মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার কেন প্রয়োজন হয়। এই জন্য উপরে উল্লেখিত বিষয়গুলো সহ যদি কিছু সন্দেহজনক মনে হয় বা অগ্রিম সতর্কতামূলক ভাবে এন্টিভাইরাস ডাউনলোড বা ইনস্টল করতে পারেন।

    মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড

    মোবাইল প্রতিনিয়ত কত কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড, ভিডিও ও অডিও গান ডাউনলোড, কোনো ব্যক্তিগত ছবি স্টোর করা এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকা। এই সব কিছুই তো মোবাইলের মাধ্যমে করা হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে মোবাইল ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। যেই কারণগুলোর জন্য মোবাইল ভাইরাসে আক্রান্ত হয়।

    তার কিছু উল্লেখিত কারণ হচ্ছে ভুল করে কোনো লিংকে ক্লিক প্রবেশ করা, অনিরাপত্তা জনক কোনো সার্ভারে ঢুকে পড়া, অনেক পেনড্রাইভ রয়েছে যেগুলো ভাইরাস আক্রান্ত সেগুলো মোবাইলের সাথে কানেক্ট করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের লিংকে ঢুকে পড়া, অনেক ফাইল রয়েছে যেগুলো ভাইরাসে আক্রান্ত সেখান থেকে গান বা ভিডিও ডাউনলোড করা এই বিভিন্ন কারনে মোবাইল ভাইরাসে আক্রান্ত হতে পারে।
    কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই। প্রত্যেকটি সমস্যার সমাধান রয়েছে শুধু সমাধানের মাধ্যম গুলো জানতে হবে। আর তেমনি একটি মাধ্যম হচ্ছে ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করে নেওয়া। তাই নিজের ফোনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা ফাইল হারিয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য ভাইরাসের প্রতিরক্ষা মূলক মানে ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করুন। আর নিজের বন্ধু নামক মোবাইল ফোনকে সুরক্ষা প্রদান করুন।

    যাতে করে আপনাকে কোনো রকম দুশ্চিন্তায় না পড়তে হয়। কিন্তু আপনারা কি জানেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা অ্যাপস কোথায় থেকে ডাউনলোড করতে হয়। আমার মনে হয় অনেকেই ধারণা করতে পেরেছেন কোথায় থেকে ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন। এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আর নিচে উল্লেখিত অ্যাপস গুলোর নাম দিয়ে সার্চ করতে হবে। তাহলেই অ্যাপস গুলো অতি সহজেই ইনস্টল করতে পারবেন।

    VPN and Antivirus by Kaspersky

    ভাইরাস থেকে প্রটেকশন দেওয়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে অ্যাপটি। নিজে থেকেই সব সবকিছু প্রটেক্ট করতে পারার সক্ষমতা রয়েছে। আরো শুনে অবাক হবেন এখন পর্যন্ত ১০০ মিলিয়নের উপরে ইউজার ডাউনলোড করেছে।

    VPN and Antivirus এর বৈশিষ্ট্যঃ
    • এর রেটিং হচ্ছে ৪.৭ যা অ্যাপটির উপর ভরসা করে ব্যবহার করার জন্য বিষয়গুলো যথেষ্ট হবে বলে মনে করি। এই অ্যাপ থেকে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হচ্ছে।
    • ভাইরাস ক্লিনার ও ভাইরাস স্ক্যানার হিসেবে কাজ করার পাশাপাশি ম্যালওয়্যার, viruses, spyware নিজে থেকে ব্লক এবং মোবাইল ফোনকে প্রটেকশন দিয়ে থাকে।
    • ব্রাউজার ব্যবহারে সুরক্ষা প্রদানের জন্য খারাপ এক্সটেনশন, ওয়েবসাইট এবং ডাউনলোড সাইটগুলো ব্লক করে রাখে।
    • সেফ মেসেজিং, ব্যাকগ্রাউন্ড স্ক্যান সহ আরো অনেক ধরনের নিরাপত্তা প্রদান করে।

    McAfee Security

    এই অ্যাপটি আপনার মোবাইল ফোনকে ২৪ ঘন্টা প্রটেক্ট করতে সক্ষম। এই জন্য অ্যাপটি ডাউনলোড হয়েছে মোট ৫০ মিলিয়ন এর অধিক এবং এর রেটিং হচ্ছে ৪.৬ যা খুবই ভালো। হয়তো আপনারা রেটিং আর ডাউনলোডটি দেখে বুঝতে পেরেছেন যে অ্যাপটি আপনাদের মোবাইলকে ভাইরাস থেকে নিরাপত্তা প্রদান করতে পারবে। চলেন এর কিছু সুযোগ সুবিধা জেনে আসি।

    McAfee Security এর বৈশিষ্ট্যঃ
    • সপ্তাহের ৭ দিন আর দিনে ২৪ ঘন্টা আপনার মোবাইল ফোনকে নিরাপত্তা প্রদান করবে।
    • কোনো ব্রাউজার ব্যবহারের সময় সম্পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম। মানে যে সকল ভাইরাস আপনার ফোনকে ক্ষতি করতে পারবে তাদেরকে অটোমেটিক্যালি ব্লক করে দেয়।
    • আপনি যে ওয়াইফাই বা হটস্পট ব্যবহার করছেন তা কি আসলেই ব্যবহার নিরাপদ কিনা তা নিরাপত্তা প্রদান করার পাশাপাশি আপনাকে সতর্ক করে দেয়া হবে।
    • এছাড়াও আরো অনেক ধরনের নিরাপত্তা প্রদান করা হয় অ্যাপটির মাধ্যমে।

    Avast Antivirus and Security

    এই অ্যাপটি ভাইরাস প্রটেকশন করার জন্য অধিক শক্তিশালী এবং নিরাপত্তা সম্পন্ন। কারণ ১০০ মিলিয়নের অধিক ডাউনলোড হয়েছে এবং ৪.৫ হচ্ছে রেটিং যা তুলনামূলক অনেক বেশি। এত পরিমান ব্যবহারকারীর সংখ্যা হওয়ার কারণ হচ্ছে এটি আপনার মোবাইলকে অধিক নিরাপত্তা প্রদান করে থাকে। এর অনেক সুযোগ-সুবিধা রয়েছে যা অ্যাপটি ব্যবহারের মাধ্যমে উপভোগ করতে পারেন।

    Avast Antivirus এর বৈশিষ্ট্যঃ
    • এটি নিজে থেকেই viruses, malware, including spyware, trojans এছাড়াও আরো অনেক কিছুর হাত থেকে নিরাপত্তা প্রদান করে।
    • আপনার মোবাইল এর ওয়েব, ফাইল এবং ফোনের ভিতরে থাকা অ্যাপগুলোকে স্ক্যানিং করার মাধ্যমে নিরাপত্তা প্রদান করে থাকে।
    • অন্যান্য ওয়াই ফাই ব্যবহার করার সময় আপনাকে নিরাপত্তা প্রদান করার পাশাপাশি ব্রাউজার ব্যবহারের সময়ও নিরাপত্তা দিয়ে থাকে।
    • এগুলো ছাড়াও অ্যাপটি আরো অনেক প্রকার প্রটেকশন দিতে সক্ষম।

    Norton360 Antivirus and Security

    যদি মোবাইলে ভাইরাস থেকে নিরাপত্তা পেতে চান তাহলে অ্যাপটির উপরে ভরসা করতে পারেন। এই অ্যাপ ফোনে থাকা ভাইরাস দূর করার পাশাপাশি আরও যে সকল ভাইরাস আপনার ফোনকে আক্রমণ করতে চাচ্ছে তা থেকেও নিরাপত্তা দিবে।

    Norton360 Antivirus এর বৈশিষ্ট্যঃ
    • এই অ্যাপটি ৫০ মিলিয়ন এর অধিক মানুষ ডাউনলোড করার পাশাপাশি অ্যাপ এর রেটিং হচ্ছে ৪.২। যে সকল সুযোগ-সুবিধা অ্যাপের মাধ্যমে পাবেন।
    • অ্যাড ট্র্যাকার ব্লক এর সুবিধা পাবেন। যার মাধ্যমে যে অ্যাড আপনার ভালো লাগবে না তা ব্লক করে দিতে পারেন।
    • আপনার অ্যাপ গুলোকে নিয়মিত স্ক্যান করার মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হবে। যাতে করে কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে।
    • আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং স্প্যাম SMS থেকে সুরক্ষা প্রদান করা হবে।
    • এছাড়াও অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আরো সুবিধা পাবেন।

    Malwarebytes Mobile Security

    আপনি কেন মোবাইলের ভাইরাস রিমুভ করার জন্য অ্যাপটি বেছে নিবেন। কারণ ভাইরাস দূরীকরণ করার পাশাপাশি ম্যালওয়্যার রিমুভ আর আপনার মোবাইলকে প্রতিনিয়ত রক্ষা করে। তাই অতি সহযোগিতা পূর্ণ এবং জনপ্রিয় সম্পূর্ণ অ্যাপ ব্যবহার করে আপনার ফোনকে নিরাপদ রাখতে পারেন। এর পাশাপাশি আরো যে সকল প্যাকেজ দিয়ে থাকে অ্যাপটি।

    Malwarebytes Mobile Security এর বৈশিষ্ট্যঃ
    • এই অ্যাপটিতে এড ফ্রি প্রাইভেসি প্রটেক্টর রয়েছে।
    • প্রতিদিন ৪ মিলিয়ন threats ব্লক করার সক্ষমতা রাখে।
    • যথা সময়ে স্ক্যান করার মাধ্যমে প্রতারণামূলক বা ঝুঁকি মুলক SMS সনাক্ত করতে পারে এবং তার বিরুদ্ধে যথা সময় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা আছে।
    • এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে অ্যাপটির মধ্যে।

    Antivirus: Virus cleaner and Junk

    এই অ্যান্টিভাইরাস অ্যাপটি আপনার ফাইলগুলোকে ঝুঁকির হাত থেকে রক্ষা করবে। আপনার মোবাইলকে ভাইরাসের হাত থেকে নিরাপদ রাখার পাশাপাশি Junk file and cache file দূরীকরণে সহায়তা করে। এই অ্যাপসে যে টুলসগুলো মোবাইলকে ঝুঁকিমুক্ত রাখবে তা হচ্ছে অ্যাপ স্ক্যানার, জাঙ্ক ক্লিনার, ব্যাটারির তথ্য, নেটওয়ার্ক স্ক্যানার, ফাইল স্ক্যানার ইত্যাদি। তাই মোবাইলে থাকা ভাইরাসগুলো রিমুভ করার পাশাপাশি ২৪ ঘন্টা রক্ষা করে।

    Virus cleaner and Junk এর বৈশিষ্ট্যঃ
    • আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কারণ Master Cleaner নামক টুলটি মোবাইলকে ভাইরাসের হাত থেকে প্রতিরক্ষা করছে।
    • সহজেই স্ক্যান করার মাধ্যমে ফোনের অ্যাপ গুলোর ভিতরে লুকিয়ে থাকা ভাইরাসগুলোকে সনাক্ত করতে পারে এবং রিমুভ করে থাকে।
    • আপনার মোবাইলে অপ্রয়োজনীয় ক্ষতিকারক ফাইল এবং ভাইরাস স্ক্যান করার মাধ্যমে সনাক্ত করে সেগুলোকে অপসারণ করতে পারে।
    • এই অ্যাপটি আপনার মোবাইল ফোনের ভিতরে থাকা ব্যাটারীর স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য আপনার সামনে উপস্থাপন করবে। যা থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার ব্যাটারির বর্তমান অবস্থা কেমন।

    Mobile Security and Antivirus

    এই মোবাইল অ্যাপটি আপনার ফোনের ভাইরাসকে প্রটেক্ট করা সহ আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে। এই পর্যন্ত ৫ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে এবং ৪.৬ রেটিং। অ্যাপটি কেন আপনার ফোনে ইন্সটল করবেন তার কিছু সুবিধা রয়েছে।

    Mobile Security এর বৈশিষ্ট্যঃ
    • আপনার মোবাইল ফোনের জন্য যে সকল বিষয় হুমকির কারণ সেগুলো অটোমেটিক্যালি সনাক্ত করতে পারবে।
    • মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্যগুলোকে প্রটেক্ট করতে সাহায্য করে।
    • আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকা ওয়াই ফাই থেকে যদি ক্ষতিকর কোনো কিছুর আচ পাওয়া যায়। তাহলে আপনাকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি মিটমাট করে দেওয়া হবে।
    • এই অ্যাপসটি মেমোরি বুস্টার হিসেবেও কাজ করে।
    • এছাড়া আরও অনেক বিষয়ে নিরাপত্তা ও সুযোগ সুবিধা দিয়ে থাকে অ্যাপটি।

    ESET Mobile Security Antivirus

    এই অ্যাপটির মধ্যে অনেক ধরনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার মোবাইলকে ক্ষতিকারক ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারে। এখানে প্রত্যেকটি অ্যাপকে স্ক্যান করার মাধ্যমে যাচাই-বাছাই করা হয় যদি কোনো ভাইরাসের উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়। তৎক্ষণাৎ সতর্কতা করে দেওয়ার পাশাপাশি ভাইরাস গুলোকে রিমুভ করে দিবে। তাছাড়াও ফাইল, মেসেজ, ওয়াইফাই ও নেটওয়ার্ক এই সকল বিষয়গুলো প্রতিনিয়ত স্ক্যান করার মাধ্যমে আপনার মোবাইলকে প্রটেক্ট করা হয়।

    ESET Mobile Security Antivirus এর বৈশিষ্ট্যঃ
    • ক্ষতিকর বা অবাঞ্ছিত বিজ্ঞাপন গুলো সরিয়ে ফেলার কাজ করে অ্যাপটি।
    • অর্থ প্রদানের সময় সুরক্ষা প্রদান করে। অনলাইনে এর মাধ্যমে নিরাপদ শপিং ও ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে।
    • খারাপ বা ক্ষতিকারক অ্যাপস এবং মেসেজ গুলোকে তৎক্ষণাৎ ব্লক করে দেয়।
    • আপনার মোবাইল ফোন কতটুকু নিরাপদ তা এই অ্যাপটি আপনাকে জানিয়ে দিবে।
    • আরো কিছু জানার জন্য অ্যাপটি ডাউনলোড করার সময় বিস্তারিত করে জেনে নিতে পারেন।

    Antivirus - virus cleaner

    ভাইরাস প্রটেক্ট করার জন্য অ্যাপটি উপযোগী হতে পারে। এটি আপনার ফোনের ভিতরে থাকা ভাইরাস গুলো কে রিমুভ করার পাশাপাশি মোবাইলে সিকিউরিটি প্রদান করে থাকে। যাতে আর পরবর্তী সময় ভাইরাসে মোবাইল আক্রান্ত না হয়।

    আরও বিস্তারিত পড়ার জন্য অ্যাপটি ইন্সটল করার সময় পড়ে নিতে পারেন। যেগুলো পড়ার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন আর কোন কোন সিকিউরিটি প্রদান করে থাকে অ্যাপটি। তাহলে যদি ডাউনলোড করতে চান তাহলে করে ফেলতে পারেন। কারণ ১০ মিলিয়ন এর বেশি মানুষ ডাউনলোড করেছে এবং অ্যাপটির রেটিং হচ্ছে ৪.১।

    মোবাইল ভাইরাস ক্লিনার

    আপনি যেমন আপনার শরীরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন। ঠিক তেমনি মোবাইল ভাইরাস ক্লিনার আপনার ফোনকে সবসময় ভাইরাস ক্লিন করে রাখতে পছন্দ করে। এই ভাইরাস ক্লিনার গুলো অটোমেটিক্যালি কাজ করে। ম্যানুয়ালি আপনাকে গিয়ে ভাইরাস ক্লিনার সফটওয়্যার গুলো ওপেন করে ভাইরাস ক্লিন করার প্রয়োজন পড়বে না।

    ভাইরাস ক্লিনার অ্যাপ গুলো নিজে থেকেই আপনার ফোনকে সবসময় প্রটেক্ট করবে। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেই ভাইরাস প্রটেক্টেড ক্লিনার অ্যাপ আপনাকে নোটিফিকেশন পাঠাবে। তৎক্ষণাৎ মোবাইল ভাইরাস ক্লিনার অ্যাপ এর মধ্যে প্রবেশ করে সকল জাঙ্ক গুলো ক্লিন করে দিবেন। তাহলে আবার মোবাইলটি আগের মত দ্রুত কাজ করবে।

    শুধু প্রয়োজন হবে মোবাইল ভাইরাস কাটার কিছু সফটওয়্যার রয়েছে সেগুলো ডাউনলোড করা। ওপরে যে সকল সফটওয়্যার ডাউনলোড করার জন্য বলা হয়েছে তার সবগুলো অনেক ভালো কাজ করে। আপনার ফোনকে সব সময় প্রটেক্ট রাখতে সক্ষম। তাই মোবাইল ভাইরাস ক্লিনার সফটওয়্যার গুলো থেকে মোবাইলকে সুরক্ষা দেওয়ার জন্য সাহায্য নিতে পারেন।

    মোবাইলে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ

    আপনার মোবাইল ফোনটি ভাইরাসে আক্রান্ত কিনা তা কিভাবে বুঝবেন। যদিও মোবাইল ফোন ভাইরাসে আক্রান্ত না হওয়ার পরেও অ্যান্টিভাইরাস ডাউনলোড করা যায়। তবুও কিছু লক্ষণের মাধ্যমে অনেকটাই বোঝা যায় যে আপনার মোবাইল ভাইরাসে আক্রান্ত কিনা। তাহলে চলুন জেনে আসি মোবাইল ভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে।
    • মোবাইলে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে এমবি বা ডাটা খরচ হওয়া।
    • আপনার ফোনে আগে যা কখনো ঘটেনি তা বর্তমানে এখন ঘটছে তাহলে বুঝবেন মোবাইল ভাইরাসে আক্রান্ত।
    • ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়া। যেমন ধরেন কয়েকদিন আগেও আপনার ব্যাটারির চার্জ অনেক সময় যেত কিন্তু আগের তুলনায় হঠাৎ করে তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যাচ্ছে।
    • দেখবেন আপনার ফোনের ডিসপ্লে অনেকাঙ্খিতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। যা এর আগে কখনো ঘটতে দেখা যায়নি।
    • আগের তুলনায় আপনার ফোন খুবই স্লো হয়ে যাওয়া।
    • আপনার ফোন যদি তাড়াতাড়ি গরম হয়ে যায় তাও এটি ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ।
    • মোবাইল ফোন হ্যাং হয়ে যাওয়া আবার একা একাই বন্ধ হয়ে যেয়ে একা একাই খুলে যাওয়া এইরকম লক্ষণ দেখলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ফোন ভাইরাসে আক্রান্ত।

    উপসংহার

    পরিশেষে বলা যায়, মোবাইল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। অনেকের কাছে একটি মুহূর্ত মোবাইল ছাড়া চলা মানে নিজেকে হারিয়ে ফেলা। কারণ এই মোবাইলের মধ্যে যাবতীয় তথ্য সংরক্ষণ করা রয়েছে। এই তথ্যগুলো যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভাইরাসকে ধ্বংস করে ফেলার জন্য অ্যান্টিভাইরাস ডাউনলোড করার প্রয়োজন। যা আপনার মোবাইল ফোনকে সুরক্ষা প্রদান করবে।

    আপনার যদি মোবাইল ফোন থাকে আর এমন কিছু লক্ষণ দেখা দেয় যা দেখে বুঝতে পারেন যে ভাইরাসে আক্রান্ত। তাহলে তৎক্ষণাৎ একটি মোবাইল এন্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করে নিন। এতে করে আপনার মোবাইলে থাকা তথ্যগুলো নষ্ট হবে না নিরাপদে থাকবে। তাই মোবাইল ব্যবহারকারীদের মোবাইল ভাইরাস সফটওয়্যার ডাউনলোড করা প্রয়োজন। যাতে করে সব সময় আপনার মোবাইলটি ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়।

    শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করা যায় মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার অ্যাপস সম্পর্কে বিস্তারিত পড়ে বুঝতে পেরেছেন। এই সফটওয়্যার গুলো ডাউনলোড করার মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে অন্যান্য মোবাইল ব্যবহারকারীদের সফটওয়্যার গুলো সম্পর্কে অবগত করুন। যেন তারাও এই সাইড গুলো ডাউনলোড করে উপকৃত হতে পারে। পুরো তথ্যটি পড়ার জন্য ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url