৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেম এর নাম

আপনি যদি কাছের মানুষ এবং বাচ্চাদের জন্য ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেম কিনতে চান এবং সেই সম্পর্কে জানার জন্য এদিক-ওদিক খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে খোঁজাখুঁজি বন্ধ করে কিছু সময়ের ব্যবধানে ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেমের নাম জেনে নিতে পারেন। শুধু কি তাই তার থেকে যদি একটু বেশি দামে গিফট নিতে চান। তাহলে ১০০০ টাকার মধ্যেও গিফট আইটেমের নাম জানতে পারবেন।
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেম এর নাম
অনেকের মনে প্রশ্নে জেগে উঠতে পারে এই যে জন্মদিনের গিফট কি দেওয়া যায় এবং সেই গিফট আইটেম কেমন হলে ভালো হয়। এই দ্বিধাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য পুরো আর্টিকেল বিস্তারিত করে জেনে নিতে পারেন।
পোস্ট সূচিপত্রঃ 

সারসংক্ষেপ

সামনে প্রিয় মানুষের জন্মদিন ঘনিয়ে আসার সাথে সাথে মাথায় টেনশন কাজ করে। পকেটে নয় পর্যাপ্ত পরিমাণে টাকা কিভাবে কিনব দামি গিফট। কিন্তু আপনি ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেম নিতে পারবেন। যা দেখে আপনার প্রিয় মানুষ অনেক খুশি হয়ে যাবে। তাই আসুন ২০০, ৫০০ এবং ১০০০ টাকার মধ্যে কিছু ভাল মানের গিফট এর নাম জেনে নিন।

জন্মদিনের গিফট কি দেয়া যায়

আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে জন্মদিনের গিফট দিয়ে আনন্দিত করতে চাই। কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। জন্মদিনের জন্য কোন গিফট দেওয়া যায়। এটা সম্পূর্ণ নির্ভর করবে প্রিয় মানুষটি কে। যদি বড় ভাই হয় তাহলে একরকম আবার ছোট ভাই হয় তাহলে ভিন্ন রকম।
এভাবে করে বান্ধবী, বন্ধু, ক্লাসমেট এবং শিক্ষকসহ আরো বিভিন্ন কাছের মানুষ রয়েছে যাদের আমরা জন্মদিনের উপহার বা গিফট প্রদান করি। যেন তারা গিফট পাওয়ার মাধ্যমে নিজেকে স্পেশাল কেউ ভাবতে পারে। এই জন্য প্রিয় মানুষগুলো কে এবং তাদের সাথে কেমন সম্পর্ক সেই কথা মাথায় রেখে উপহার দেওয়া উচিত।

জন্মদিনের গিফট আইটেম

জন্মদিন শুধুমাত্র কেক কাটাতে সীমাবদ্ধ নয়। কেক কাটার পাশাপাশি জন্মদিনের গিফট আইটেম দেওয়ার প্রয়োজন হয়। এই জন্য সঠিক গিফট আইটেম অথবা জন্মদিনের গিফট আইটেম কোনগুলো তা জানা প্রয়োজন। তাই আপনাদের সুবিধার্থে কিছু আকর্ষণীয় এবং ভালো জন্মদিনের গিফট আইটেমের নাম তুলে ধরা হয়েছে।

হাত ঘড়ি

আপনি আপনার প্রিয় মানুষটিকে হাত ঘড়ি উপহার দিতে পারেন। সেই প্রিয় মানুষ ছেলে ও মেয়ে উভয় হতে পারে। এমন এক ধরনের ঘুড়ি উপহার দেওয়া উচিত যা তাকে স্যুট করবে।

দেয়াল ঘড়ি

আপনি যেখানে প্রাইভেট বা টিউশনি পড়েন। সেখানের যিনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে অধ্যানরত রয়েছেন। তার অধ্যায়নরত রুমে বা ক্লাসে যদি কোন ঘড়ি না থাকে তাহলে দেয়াল ঘড়ি গিফট করতে পারেন। যদিও অনেকে ক্লাস থেকে একবারে বিদায় নেওয়ার সময় উল্লেখযোগ্য উপহার দিয়ে থাকে। তবুও আপনি জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন।

পারফিউম

বড় ভাই এবং কাছের কোন ব্যক্তি যিনি পুরুষ বা ছেলে তাকে এই ধরনের গিফট দেওয়া সবচেয়ে উপযোগী হবে। কারণ পারফিউম সাধারণত মেয়েদের জন্মদিনে গিফট দেওয়া তেমন শোভা পায় না এবং মানায়ও না।

শাড়ি

বাঙালি নারী শাড়িতে বেশি সুন্দর। আপনার পছন্দের মানুষটিকে খুব রুচিশীল এবং স্বাচ্ছন্দ্যময় শাড়ি জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। অবশ্যই যেন ক্লাসই টাইপের হয়। বেশি রংচঙ্গা শাড়ি নিবেন না। একটু স্বাচ্ছন্দ্যময় এবং হালকা কালারের মধ্যে শাড়ি নেবেন।

বই

বই হচ্ছে জন্মদিনের উপহার হিসেবে খুব একটা বেশি উপযোগী নয়। তবুও কিছু মানুষ রয়েছে যাদেরকে জন্মদিনের গিফট হিসেবে বই উপহার দিতে পারেন। আর এই সকল পছন্দের মানুষদেরকে দেওয়া খুব উপযোগী হবে। তা হচ্ছে আপনার শিক্ষক-শিক্ষিকা অথবা এমন একজন যিনি বই পড়তে বেশি পছন্দ করেন।

শার্ট

ছেলেদের পছন্দের উপহারের মধ্যে অত্যধিক জনপ্রিয় হচ্ছে শার্ট। কিন্তু অবশ্যই শার্ট গিফট করার আগে তার পছন্দের কালার এবং সাইজ সম্পর্কে জেনে নিবেন। আর জন্মদিনের উপহার হিসেবে শার্ট দেওয়ার সময় একটি ডিসেন্ট কালার বেছে নেবেন। যেই কালারটি চুস করবেন সেটা যেন অত্যাধিক চকমকে না হয়।

পাঞ্জাবি

ছেলেদের জন্মদিনের গিফট হিসেবে সবচেয়ে উপযোগী উপহার এর মধ্যে একটি হচ্ছে পাঞ্জাবি। জন্মদিনে পাঞ্জাবি গিফট করা মাত্র ছেলেরা খুশি হয়ে যায়। কারণ যে কোনো ইভেন্ট বা প্রোগ্রামে ছেলেদের কে পাঞ্জাবিতে খুব মানায়। তাই ছেলেদের জন্মদিনের সময় পাঞ্জাবি গিফট করতে পারেন।

লিপিস্টিক

আপনার যদি প্রিয় মানুষ থেকে থাকে এবং তার জন্মদিনের উপহার হিসেবে ভালো কোন গিফট দিতে চান। তাহলে সুন্দর একটি লিপিস্টিক দিতে পারেন। কারণ মেয়েরা লিপস্টিক উপহার নিতে খুব পছন্দ করে।

হাতের চুরি বা ব্রেসলেট

পছন্দের মানুষটিকে কোন স্পেশাল অথবা জন্মদিনের সময় গিফট আইটেম হিসেবে হাতের চুড়ি বা ব্রেসলেট নির্ধারণ করতে পারেন। তাদেরকে এই ধরনের উপহার দিলে তারা নিজেকে স্পেশাল কেউ ভাবতে শুরু করে। আর আপনার প্রতি খুব খুশি হয়ে যায়।

কানের দুল ও নাকফুল

যে কোন স্পেশাল দিনে কানের দুল ও নাকফুল উপহার দেওয়া যায়। ঠিক তেমনি একটি স্পেশাল দিন হচ্ছে জন্মদিন যেই দিনে আপনি কানের দুল ও নাকফুল গিফট আইটেম হিসেবে নির্ধারণ করতে পারেন।

মানিব্যাগ বা ওয়ালেট

প্রায় ৮০ শতাংশ ছেলের পকেটে মানিব্যাগ বা ওয়ালেট দেখতে পাওয়া যায়। এমনকি তারা মানিব্যাগ ব্যবহার করতে অনেক পছন্দ এবং স্বাচ্ছন্দ বোধ করে। আপনি চাইলে ভালো এবং ডিসেন্ট গিফট হিসেবে মানিব্যাগ বা ওয়ালেট দিতে পারেন।

মেকআপ আইটেম বক্স

মেয়েদের জন্মদিনের উপহার হিসেবে মেকআপ আইটেম বক্স দেওয়া যায়। অবশ্যই মেকআপ আইটেম বক্সটি গিফট বক্সে রূপান্তর করে তারপরে উপহার দিন।

হ্যান্ড ব্যাগ বা পার্স

মেয়েদের অতি পছন্দের গিফট হচ্ছে হ্যান্ড ব্যাগ বা পার্স। আপনি চাইলে জন্মদিনের উপহার হিসেবে হ্যান্ডব্যাগ দিতে পারেন। এই জিনিসটি মেয়েরা পছন্দ করার মূল বিষয় হচ্ছে তারা এখানে বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী রাখতে পারে। যেমন মেকআপ আইটেমসহ টাকা পয়সা।

চকলেট বক্স

সাধারণত চকলেট বক্স বাচ্চাদের জন্মদিনের উপহার হিসেবে দেওয়া যায়। এছাড়া কোন প্রাপ্তবয়স্ক এর জন্মদিনে চকলেট বক্স দেওয়া তেমন মানানসই নয়। তবে আপনি চাইলে দিতে পারেন।

মিস্ট্রি বক্স

এখানে বিভিন্ন ধরনের জিনিস বা আইটেম থাকবে। উদাহরণস্বরূপ ৪ থেকে ৫ ধরনের আইটেম দ্বারা একটি গিফট বক্স তৈরি করলেন। অবশ্যই যাকে গিফট বক্স দিবেন তার পছন্দের উপর নির্ভর করে তৈরি করুন।

কম খরচে জন্মদিনের উপহার

আমরা জন্মদিনের উপহার দিতে এবং উপহার নিতে দুটোই পছন্দ করি। কিন্তু জন্মদিনের উপহার দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা থাকার প্রয়োজন হয়। কারণ জন্মদিনের উপহার কেনার জন্য ভালো পরিমাণে অর্থের প্রয়োজন পড়ে। কিন্তু আপনার কাছে যদি কম পরিমাণে টাকা থাকে এবং ভালো কিছু উপহার দিতে চান। তাহলে কি কম খরচের মধ্যে জন্মদিনের উপহার দিতে পারবেন।

শুধু জন্মদিনের উপহার দিলেই হবে না সেটা মানসম্মত হতে হবে। তবে আমি বলছি এখানে কিছু জন্মদিনের উপহারের নাম উল্লেখ করা হবে যেগুলো কম টাকায় পাওয়া যায় এবং খুব ভালো মানের উপহার। যা আপনার পছন্দের মানুষকে দিলে সে পছন্দ করতে বাধ্য থাকবে। তাই আসুন জেনে নেই কম খরচে জন্মদিনের উপহার সমূহ এর সম্পর্কে।
  • প্রিয় মানুষটি যদি ছেলে হয়ে থাকে তাহলে হাতঘড়ি জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। ১০০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে অনলাইনের মাধ্যমে অথবা বাজারে গিয়ে কিনতে পারবেন।
  • কোন সুগন্ধি উপহার দিতে পারেন যেমন আতর, বডি স্প্রে অথবা পারফিউম। একটি আতর ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে হয়ে যায়। পারফিউম অথবা বডি স্প্রে নেওয়ার জন্য ২০০ থেকে ২৫০ টাকা খরচ হবে।
  • আপনার প্রিয় মানুষের যদি মানিব্যাগ না থাকে। তাহলে কম খরচের মধ্যে ভালো মানিব্যাগ গিফট করতে পারবেন। একটু ভালো মানের মানিব্যাগ কেনার জন্য ২০০ থেকে ৩০০ টাকা খরচ হবে।
  • জন্মদিনের গিফট হিসেবে মগ উপহার দিতে পারেন। তবে অবশ্যই ছোট বাচ্চাদের জন্মদিনের জন্য এই উপহারটি উপযোগী। আপনি ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে ভালো মানের মগ পেয়ে যাবেন।
  • চুড়ি, নেলপলিশ, লিপস্টিক এবং কানের দুল জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। এই গিফট কেনার জন্য ৩০০ থেকে ৪০০ টাকা খরচ করলে ভালো মানের গিফট পেয়ে যাবেন।
  • বই কম খরচের মধ্যে ভালো একটি উপহার হতে পারে। যার জন্মদিন তিনি যদি বই পড়তে অত্যন্ত পছন্দ করেন তাহলে তার পছন্দ অনুযায়ী বই কিনে উপহার দিতে পারেন।
  • টেবিল ঘড়ি জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। একটি টেবিল ঘড়ি ক্রয় করার জন্য ১৫০ থেকে ২০০ টাকার মত লাগতে পারে। কম খরচের মধ্যে এটা হতে পারে উপযোগী উপহার।
  • বিভিন্ন ধরনের চকলেট গিফট করতে পারেন। একটু ভালো মানের চকলেট বক্সের দাম ২০০ থেকে ৩০০ টাকা দাম হবে। অনেকে চকলেট খুব পছন্দ করে। শুধুমাত্র তাদের জন্যই চকলেট উপহার হিসেবে বাছাই করতে পারেন।

১০০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট

জন্মদিনের গিফট এর জন্য ১ হাজার টাকা বাজেট অনেক বেশি। আপনি ১০০০ টাকার মধ্যে অনেক সুন্দর গিফট কিনতে পারবেন। এমনকি সেই গিফটগুলো বার্থডে গার্ল বা বয় অনেক পছন্দ করবে। তাই আসুন জেনে নেই এক হাজার টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেমগুলোর নাম।
  • কসমেটিক্স বক্স
  • ব্র্যান্ডের নেলপলিশ
  • আকর্ষণীয় হাত ঘড়ি
  • ব্লুটুথ ইয়ারফোন
  • ফোনে চার্জ দেওয়ার পাওয়ার ব্যাংক
  • ভালো মানের টি শার্ট গিফট করতে পারবেন
  • সানগ্লাস বা পাওয়ার ওয়ালা চশমা
  • বিভিন্ন শিক্ষানীয় বই সমূহের সেট
  • পাঞ্জাবি গিফট করতে পারবেন
  • ব্যক্তিগত ছবির ফটো ফ্রেম
  • গাছের প্ল্যানটর উপহার দিতে পারেন
  • কাস্টমাইজ মগ বা টি শার্ট গিফট করা যাবে
  • ওয়াল ঘড়ি দেওয়া যাবে
  • টেবিল ল্যাম্প উপহার হিসেবে দেওয়া যাবে
  • জুয়েলারি গিফট করা যাবে

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট

আমাদের মধ্যে অনেকের জন্মদিনের গিফট এর বাজেট হচ্ছে ৫০০ টাকা। এখন এই বাজেটের মধ্যে গিফট আইটেম পছন্দ করতে হবে। যেই গিফট বা উপহার পছন্দের মানুষকে দিলে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে এমন উপহার। এটি পছন্দ করা এবং কম বাজেটের মধ্যে খুব কষ্টসাধ্য।

তবুও কিছু জন্মদিনের গিফট আইটেম রয়েছে যেগুলো ৫০০ টাকার মধ্যে হয়ে যায়। আর সেগুলো দেখতেও অনেক সুন্দর এবং স্বাচ্ছন্দ ময়। তাই আপনি চাইলে সেই গিফট গুলো পছন্দের মানুষকে দিতে পারেন। আসুন জেনে নেই ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট সমূহের নাম।
  • হাত ঘড়ি
  • টেবিল ঘড়ি
  • কাস্টমার মগ বা গ্লাস
  • খোদাইকৃত কাঠের তৈরি মগ বা অন্য জিনিস
  • সানগ্লাস
  • যেকোনো সুগন্ধি বা আতর
  • পছন্দের বই উপহার
  • হেডফোন বা ইয়ারফোন
  • চকলেট বক্স
  • টি শার্ট
  • ব্লুটুথ ইয়ারফোন
  • পেনড্রাইভ
  • মেয়েদের স্লিং ব্যাগ বা হ্যান্ড ব্যাগ
  • স্মার্ট ওয়াচ
  • ওয়ালেট বা মানিব্যাগ
  • কানের দুল
  • হাতের চুরি
  • নখের নেলপালিশ
  • চোখের আইলাইনার
  • ফোন কাভার
  • টেবিল ল্যাম্প
  • ড্যায়ারী
  • ট্রি প্লান্ট

২০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট

আপনি যখন কাউকে জন্মদিনের গিফট দিতে চাইবেন তখন এমন তেমন গিফট দিতে চাইবেন না। এই জন্য বেশি টাকা খরচ করে হলেও ভালো গিফট দিতে চাইবেন। কিন্তু আপনার পকেটে যদি থাকে ২০০ টাকা তাহলে কি ভালো গিফট কেনা সম্ভব হবে। অবশ্যই কম টাকার মধ্যেও ভালো গিফট কেনা সম্ভব।

যদি আপনি সঠিক গিফট নির্বাচন করতে পারেন। আর সঠিক গিফট নির্বাচন করার জন্য আপনাকে তেমন কষ্ট করতে হবে না। আমি আজকে এমন কিছু গিফটের নাম বলে দিবো যেগুলো দেখতে হবে আকর্ষণীয় এবং খুব ভালো মানের। তাহলে আসুন জেনে নেই ২০০ টাকার মধ্যে জন্মদিনের জন্য কোন গিফট কেনা উপযোগী হবে।
  • হাতের ঘড়ি
  • ইয়ারফোন
  • কাস্টমাইজ মগ
  • ট্রি প্লান্ট
  • চকলেট বক্স
  • সানগ্লাস
  • সুগন্ধি
  • ফোনের ব্যাকপার্ট
  • উপন্যাস, ইসলামিক এবং শিক্ষনীয় বই
  • চুড়ি ও নেলপলিশ
  • লিপস্টিক ও আইলাইনার
  • মগ বা গ্লাস
  • বাঁধানো ওয়াল ফটোগ্রাফি
  • ব্রেস লাইট

ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার

ছোট বাচ্চাদের জন্য যদি জন্মদিনের উপহার নিতে চান। তাহলে কম খরচের মধ্যেই অনেক জন্মদিনের উপহার নিতে পারবেন। তাই আসুন এমন কিছু জনপ্রিয় এবং ভালো মানের ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার গুলোর নাম জেনে নেই।
  • মগ
  • চকলেট
  • কেক
  • পুতুল বা টয়
  • গেমিং প্যাড
  • ব্যাট ও বল
  • ব্যাডমিন্টনের রেকেট
  • ফুটবল
  • স্কুল ব্যাগ
  • পানির বোতল ও টিফিন বক্স
  • রং পেন্সিল
  • গাড়ি বা বার্বি ডল
  • ড্যায়ারী

উপসংহার

পরিশেষে বলা যায় কখনো কখনো জন্মদিনের গিফট কেনার জন্য টাকার শর্ট বা কমতি পড়ে যায়। তখন চিন্তার মুখে পড়ে যেতে হয়। কিভাবে করে এত কম টাকার মধ্যে একটি ভালো মানের গিফট বা উপহার জন্মদিনে কাউকে দেওয়া যায়। আর এই কথা চিন্তা করে আমরা পুরো আর্টিকেলে ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইটেম এর নাম উল্লেখ করা হয়েছে।

আপনারা যদি পুরো আর্টিকেল পড়ে থাকেন। তাহলে বুঝে থাকবেন যে প্রত্যেকটি গিফট ৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়। আশা করি আর্টিকেল পড়ার মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং আপনার পছন্দের মানুষকে সঠিক গিফট দিতে সক্ষম হবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসএইচ নিউজস্টোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url